P পৃষ্ঠা ৬৫
- English Word pound 3 Bengali definition [পাউন্ড্] (verb transitive) pound (away) (at/on) (১) অনবরত ভারী গোলাবর্ষণ করা; মারাত্মকভাবে আঘাত করা; পেটানো; বাড়ি মারা; থপথপ/ধপধপ করা: The enemy warships pounded (away at) the port installations. Who is pounding at the door. His heart was pounding as he approached the queen. (২) চূর্ণবিচূর্ণ/চূর্ণিত/অবচূর্ণিত/অবধ্বস্ত/গুঁড়া গুঁড়া করা; গুঁড়িয়ে দেওয়া: pound crystals in a mortar; cake made of pounded rice and honey. (৩) থপথপ করে চলা/দৌড়ানো: to pound along the road.
- English Word poundage Bengali definition [পাউন্ডিজ্] (noun) [Uncountable noun] পাউন্ড (£) প্রতি দেয় বা প্রাপ্য দস্তুরি বা পারিতোষিক (যেমন ৫ পেনি); পাউন্ড (lb) প্রতি দেয় বা প্রাপ্য কর/শুল্ক (যেমন ৩ আউন্স)।
- English Word pounder Bengali definition [পাউন্ডা(র্)] (noun) (সাধারণত যৌগশব্দে) নির্দিষ্ট পাউন্ড ওজনের বস্তু: a three-pounder (যেমন ৩ পাউন্ড ওজনের মাছ); নির্দিষ্ট পাউন্ড ওজনের গোলানিক্ষেপক কামান: a twelve-pounder, বারো পাউন্ডের কামান।
- English Word pour Bengali definition [পো(র্)] (verb transitive), (verb intransitive) (১) ঢালা; পাতিত করা: She poured a cup of tea for the old man; (লাক্ষণিক) to pour out one’s tale of misfortunes. pour cold water on something নিরুৎসাহিত করা; (কোনো কিছুর উপর) ঠাণ্ডা পানি ঢেলে দেওয়া। pour oil on troubled water মিষ্টি কথায় গোলযোগ বা বিবাদ-বিসংবাদ প্রশমিত করার প্রয়াস পাওয়া। (২) (অবিরাম) প্রবাহিত হওয়া; ঝরা; স্রোতের মতো প্রবাহিত বা নির্গত হওয়া; Sweet was pouring down his face. Letters of congratulations poured in. (৩) (বৃষ্টি) অঝোরে ঝরা; প্রবল বৃষ্টিপাত হওয়া: a pouring wet day. It never rains but it pours বিপদ কখনো একা আসে না।
- English Word pout Bengali definition [পাউট্] (verb transitive), (verb intransitive) অসন্তোষভরে ঠোঁট বাঁকানো/ফোলানো/ওলটানো। □ (noun) ঠোঁট ফোলানো/ঠোঁট ওলটানো অবস্থা। poutingly (adverb) ঠোঁট বাঁকিয়ে/উলটিয়ে/ফুলিয়ে।
- English Word poverty Bengali definition [পভাটি] (noun) [Uncountable noun] দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা: live in poverty; fall into poverty; poverty of ideas. poverty-stricken (adjective) দারিদ্র্যপীড়িত: poverty-stricken houses.
- English Word powder Bengali definition [পাউডা(র্)] (noun) (১) [Countable noun, Uncountable noun] চূর্ণ; চূর্ণক; গুঁড়া: a tin of talcum-powder, অভ্রচূর্ণ প্রসাধনী পাউডার হিসেবে ব্যবহৃত হয়; take a powder every morning, গুঁড়া ওষুধ; soap-powder; bleaching-powder; baking-powder powder-puff (noun) প্রসাধনীচূর্ণ ত্বকে লাগানোর জন্য ব্যবহৃত প্যাড। powder-room (noun) হোটেল, রেস্তোরাঁ, সিনেমা ইত্যাদি স্থানে মহিলাদের প্রক্ষালন প্রকোষ্ঠ; প্রসাধনঘর। (২)= gunpowder, বারুদ। not worth powder and shot লড়াই করে পোষাবে না এমন (অর্থাৎ লড়াই করে যা অর্জিত হবে তার মূল্য অতি সামান্য)। powder -magazine (noun) বারুদখানা। powder-flask/-horn (noun) (ইতিহাস) বারুদ বহনের ফ্ল্যাস্ক; পশুশৃঙ্গ। □ (verb transitive), (verb intransitive) পাউডার মাখা/লাগানো/ঘষা। powdered (adjective) চূর্ণিত; অবচূর্ণিত; নির্জলীকৃত: powdered milk/eggs, গুঁড়া দুধ/ডিম। powdery (adjective) চূর্ণবৎ; গুঁড়া গুঁড়া; পাউডার মাখানো: powdery snow; a powdery nose.
- English Word power Bengali definition [পাউআ(র্)] (noun) (১) [Uncountable noun] (ব্যক্তি বা প্রাণীর) কিছু করার ক্ষমতা; শক্তি; সামর্থ্য। (২) (plural) শারীরিক বা মানসিক শক্তি; ক্ষমতা: failing powers, ক্ষীয়মাণশক্তি; a man of great intellectual powers. (৩) [Uncountable noun] জোর; বল; বেগ; the power of a blow. More power to your elbow! (উৎসাহদানে ব্যবহৃত বাক্যাংশ)। (৪) [Uncountable noun] কর্মশক্তি; শক্তি: water power; electric power. horse power, দ্রষ্টব্যhorse. (attributive(ly)) power-lathe/ power-loom/ power-mill শক্তিচালিত কুন্দ/তাঁত/কারখানা। power-boat (noun) ইনজিনচালিত নৌকা। power-dive (verb transitive), (noun) (বিমান) ইনজিন চালু থাকা অবস্থায় ঝাঁপ (দেওয়া)। power-house/ power-station (noun(s) বিদ্যুৎকেন্দ্র। power-point (noun) দেওয়াল ইত্যাদিতে বৈদ্যুতিক প্লাগ লাগানোর জন্য আধান; বৈদ্যুতিক সন্ধি। (৫) [Uncountable noun] অধিকার; নিয়ন্ত্রণ; কর্তৃত্ব; বল; প্রভুত্ব; প্রভাব; প্রতাপ; শক্তি; বশ: the power of the law; the power of the Parliament; have a person in one’s power; have power over somebody; fall into somebody’s power. in power (ব্যক্তি বা রাজনৈতিক দল) ক্ষমতায়। power politics যে কূটনীতির পিছনে সামরিকশক্তির সমর্থন থাকে; শক্তির কূটনীতি। (৬) [Countable noun] কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টিকে প্রদত্ত বা তাদের অধিগত অধিকার; ক্ষমতা: the powers of the Prime Minister. (৭) [Countable noun] প্রবল কর্তৃত্ব বা প্রভাবসম্পন্ন ব্যক্তি বা সংগঠন; শক্তি: The press is certainly a power to be reckoned with. the powers that be (হাস্যরসাত্মক) কর্তাব্যক্তিরা; ক্ষমতাসীন মহল। (৮) [Countable noun] আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবল কর্তৃত্ব ও প্রভাবশালী রাষ্ট্র; শক্তি। the Great Powers বৃহৎশক্তিসমূহ। (৯) [Countable noun] (গণিত) ঘাত: the second, third, fourth, etc power of x (=x 2, x 3, x 4, etc.). (১০) [Uncountable noun] বিবর্ধনশক্তি; শক্তি: the power of a lens. (১১) (কথ্য) বৃহৎ সংখ্যা বা পরিমাণ; অপরিসীম: Your advice has done him a power of good! (১২) [Countable noun] দেবতা, আত্মা ইত্যাদি; শক্তি: the powers of darkness. powered (adjective) শক্তিসম্পন্ন; শক্তিচালিত: a new aircraft powered by Rolls Royce engines; a high-powered car; (লাক্ষণিক) a high-powered salesman.
- English Word powerful Bengali definition [পাউআফুল্] (adjective) শক্তিশালী; পরাক্রান্ত; প্রবল; বলিষ্ঠ; জোরালো: a powerful blow/enemy; a powerful remedy.
- English Word powerless Bengali definition [পাউআলিস্] (adjective) শক্তিহীন; ক্ষমতাহীন; নির্বল; নিঃশক্তি; নিষ্প্রভাব; অসহায়; অক্ষম: render somebody powerless; be powerless to resist. powerlessly (adverb) অক্ষমভাবে ইত্যাদি।
- English Word pox Bengali definition [পক্স্] (noun) (১) (কথ্য. সাধারণত) the pox উপদংশ। (২) বসন্তরোগ। small pox গুটিবসন্ত। chickenpox জলবসন্ত; পানিবসন্ত।
- English Word practicable Bengali definition [প্র্যাক্টিকাব্ল্] (adjective) করা সম্ভব এমন; কার্যকর; সাধ্য: practicable methods; Your invention is ingenious but not very practicable. practicably [প্র্যাক্টিকাব্লি] (adverb) সাধ্যরূপে ইত্যাদি। practicability [প্র্যাক্টিকাবিলাটি] (noun) সাধ্যতা; সুসাধ্যতা; সুগম্যত্ব।
- English Word practical Bengali definition [প্র্যাকটিক্ল্] (adjective) (১) (theoretical-এর বিপরীত) প্রায়োগিক; ব্যবহারিক; ফলিত: overcome the practical difficulties of a scheme; a suggestion with little practical value; a practical joke. দ্রষ্টব্যjoke. (২) (ব্যক্তি ও চরিত্র) ব্যবহারপটু; ব্যবহারজ্ঞ; ব্যবহারপ্রবণ; প্রয়োগবুদ্ধিসম্পন্ন; প্রয়োগপ্রবণ: a practical young wife; practical minds, তত্ত্বের চেয়ে কর্মের প্রতি যাদের বেশি আগ্রহ। (৩) ব্যবহারযোগ্য; ব্যবহারোপযোগী; প্রয়োগসিদ্ধ; ক্রীড়াসিদ্ধ: a practical invention. practically [প্র্যাকটিক্লি] (adverb) (১) ব্যবহারিকভাবে; প্রয়োগসিদ্ধভাবে ইত্যাদি। (২) প্রায়; বলতে গেলে: I’ve practically finished the job. practicality [প্র্যাকটিক্যালাটি] (noun) (plural practicalities) প্রায়োগিক দিক, প্রস্তাব ইত্যাদি: They have got down to practicalities.
- English Word practice Bengali definition [প্র্যাক্টিস্] (noun) (১) [Uncountable noun] (theory-র বিপরীত) প্রয়োগ; কর্ম; অনুষ্ঠান; আচরণ: Put a plan into practice; I don’t think the plan will work in practice. (২) [Countable noun] রীতি; আচার; ব্যবহার: local practice, দেশাচার; popular/general practice, লোকাচার/লোকরীতি; good practice, সদাচার; bad practice, দুরাচার; according to usual practice, যথারীতি; যথাব্যবহার; make a practice of (something) নিয়মিতভাবে/অভ্যাসমাফিক করা; অভ্যাসে পরিণত করা: traders who make a practice of adulterating goods. (৩) [Uncountable noun] (বিশেষত কোনো বিদ্যা, শিল্পকলা, খেলাধুলা) চর্চা; রেওয়াজ; অভ্যাস; আবৃত্তি; অনুশীলন; মক্শো: Practice makes perfect. It takes years of practice to become a good violinist. practice of arms, শস্ত্রাভ্যাস; (attributive(ly)) a practice game, অনুশীলনমূলক/রেওয়াজি খেলা। in/out of practice অভ্যাস/চর্চা থাকা বা না-থাকা: He is out of practice. (৪) [Uncountable noun] (চিকিৎসক ও আইনজীবীর) ব্যবসা; আইনব্যবসা; চিকিৎসকবৃত্তি: retire from practice; no longer in practice; [countable noun] (সমষ্টিগত) যারা নিয়মিতভাবে কোনো চিকিৎসক বা আইনজীবীর পরামর্শ নেন; পসার: a doctor with a large practice; sell one’s practice, (অন্য চিকিৎসকের কাছে) নিজ পসার বিক্রি করে দেওয়া; a doctor in general practice, দ্রষ্টব্যpractitioner ভুক্তিতে general practitioner. (৫) sharp practice [Uncountable noun] অসৎ বা বেআইনি কার্যকলাপ।
- English Word practician Bengali definition [প্র্যাকটিশ্ন্]=practitioner.
- English Word practise Bengali definition (America(n)= practice) [প্র্যাক্টিস্] (verb transitive), (verb intransitive) (১) অনুশীলন/অভ্যাস/চর্চা করা: practise tennis; practise (for) three hours every day. (২) অভ্যাস করা: practise early rising. practise what one preaches অন্যকে যে উপদেশ দেওয়া হয় তা নিজে আচরণ/অনুশীলন করা। (৩) পেশায় রত বা নিয়োজিত থাকা: practise law, আইনব্যবসা করা। (৪) practise on/upon; practise to do something (প্রাচীন প্রয়োগ) (কারো সরল বিশ্বাস, সরলতা ইত্যাদির) সুযোগ নেওয়া; নিরত হওয়া: practise to deceive. practised (America(n)= practiced) (adjective) দক্ষ; কোবিদ; অনুশীলিত; অভ্যাসিত।
- English Word practitioner Bengali definition [প্র্যাক্টিশানা(র্)] (noun) (১) যে ব্যক্তি কোনো শিল্প বা বৃত্তিতে নিয়োজিত; ব্যবসায়ী; (যৌগশব্দে) -সেবী; -বৃত্তিক। (২) (বিশেষত আইন ও চিকিৎসাশাস্ত্রে) পেশাজীবী: a practitioner of medicine, চিকিৎসাজীবী; a practitioner of law, আইনজীবী; ব্যবহারজীবী; ব্যবহারবিদ। general practitioner (সংক্ষেপ GP) যে চিকিৎসক ভেষজ উপচারের পাশাপাশি ছোটখাটো অস্ত্রোপচারেও পারদর্শী এবং যিনি রোগীর বাড়িতে গিয়ে কিংবা নিজের চেম্বার বা উপচারকক্ষে রোগী দেখেন (family doctor নামেও পরিচিত); গৃহচিকিৎসক; সাধারণ চিকিৎসক।
- English Word praelcy Bengali definition [প্রেলাসি] (noun) (plural praelcies) (১) প্রেলাট (prelate দ্রষ্টব্য) এর পদ, দফতর বা এখতিয়ার। (২) the prelacy প্রেলাটমণ্ডলী।
- English Word praesidium Bengali definition [প্রিসিডিআম্] (noun)=presidium.
- English Word pragmatic Bengali definition [প্র্যাগ্ম্যাটিক্] (adjective) ব্যবহারিক ফল ও মূল্য সম্বন্ধীয়; সবকিছু প্রয়োগসিদ্ধতার দিক থেকে বিবেচনা করে এমন; কার্যসিদ্ধিমূলক; কার্যসাধনাত্মক; প্রয়োগবাদী; ব্যবহারবাদী। pragmatically [প্র্যাগ্ম্যাটিক্লি] (adverb) কার্যসিদ্ধতার/প্রয়োগসিদ্ধতার/কার্যোপযোগিতার দিক থেকে।