P পৃষ্ঠা ৬৪
- English Word potion Bengali definition [পোশ্ন্] (noun) [Countable noun] তরল ওষুধ, বিষ কিংবা ঐন্দ্রজালিক উপচারের এক মাত্রা; ঢোক; চুমুক: a love potion (love দ্রষ্টব্য) প্রণয়োপচার।
- English Word potluck Bengali definition [পট্লাক্] (noun) [Uncountable noun] (plural potlucks) (এটা potluck supper, potluck dinner, potluck lunch নামেও পরিচিত) পটলাক হচ্ছে এমন ধরনের সমাবেশ যেখানে প্রতিটি ব্যক্তি বা কোনো গ্রুপের প্রতিটি সদস্য নিজের সামর্থ্য আর রুচিমাফিক খাবার আনেন এবং তারা সবাই মিলেমিশে খান: These potluck desserts are the perfect sweets to take to your next party.
- English Word potpourri Bengali definition [পোপুআরি America(n) পোপারী] (noun) (১) বিবিধ দ্রব্যে প্রস্তুত ঝোল; সুগন্ধের জন্য ঘটে রক্ষিত শুকনা গোলাপ পাপড়ি ও বিবিধ মসলার মিশ্রণ। (২) সাহিত্যিক বা সাংগীতিক সংকর সামগ্রী; পাঁচমিশালি।
- English Word potshred Bengali definition [পট্শাড্] (noun) (বিশেষত প্রত্নতত্ত্বে) মৃৎপাত্রের টুকরা; খোলামকুচি।
- English Word pottage Bengali definition [পটিজ্] (noun) [প্রাচীন প্রয়োগ) ঘন স্যুপ; ঝোল।
- English Word pottassium Bengali definition [পট্যাশিআম্] (noun) [Uncountable noun] (রসায়ন) সব জীব শরীরের জন্য অপরিহার্য সাদা ধাতব মৌল (প্রতীক K) যা খনিজ লবণরূপে এবং শিলামধ্যে পাওয়া যায়; পটাসিয়াম।
- English Word potted Bengali definition [পটিড্] (adjective) (১) দ্রষ্টব্য pot 2. (২) (বইপুস্তক) অপর্যাপ্তভাবে সংক্ষেপিত।
- English Word potter 1 Bengali definition [পটা(র্)] (America(n)=putter [পাটা(র্)] (verb transitive) (১) অবসন্নভাবে কাজ করা; টেনেহিঁচড়ে কিছু করা; টুকিটাকি কাজ করা: pottering about in the garden. (২) বাজে কাজে/হেলাফেলায় সময় নষ্ট করা: potter away a whole afternoon. potter (noun) এভাবে যিনি কাজ বা সময় নষ্ট করেন।
- English Word potter 2 Bengali definition [পটা(র্)] (noun) কুমোর; কুমার; কুম্ভকার। potter’s wheel কুমোরের চাক। pottery (noun) (plural potteries) [Uncountable noun] মৃৎশিল্প; মৃৎপাত্রাদি; [Countable noun] কুম্ভশালা। the Potteries ইংল্যান্ডের স্ট্র্যাফোর্ডশায়ারের অঞ্চলবিশেষ, যেখানে মাটির পাত্রাদি গড়াই প্রধান শিল্প।
- English Word potty 1 Bengali definition [পটি] (adjective) (pottier, pottiest) (British/Britain প্রা. কথ্য) (১) গুরুত্বহীন: potty little jobs. (২) potty (about somebody/something) (ব্যক্তি) বোকা।
- English Word potty 2 Bengali definition [পটি] (noun) (plural potties) শিশুর মূত্রত্যাগের পাত্র; টব।
- English Word pouch Bengali definition [পাউচ্] (noun) (১) কোমরবন্ধের সঙ্গে ঝুলিয়ে বা পকেটে রাখার ছোট থলে বা থলি; ঝুলি: a tobacco pouch; ammunition-pouch. (২) কোনো জন্তুর (যেমন ক্যাঙ্গারুর) দেহসংলগ্ন থলি; উপজঠর। (৩) চামড়ার ফোলা অংশ যেমন বৃদ্ধ বা অসুস্থ রোগীর চোখের নিচে; ঝোলা। □ (verb transitive) (১) থলেতে/ঝুলিতে ভরা। (২) (পোশাকের অংশ) ঝোলার মতো করে তৈরি করা; থলির মতো ঝোলানো বা ঝুলিয়ে রাখা।
- English Word pouf, pouffe Bengali definition [পূফ্] (noun) (১) গদি। (২) [পুফ্] (নিষেধ) (তুচ্ছার্থে অপশব্দ) পুরুষ সমকামী; কোলবালিশ।
- English Word poulard Bengali definition [পূলা:ড্] (noun) যে মুরগির ডিম্বাশয় অপসারণ করা হয়েছে কিংবা যাকে সুপুষ্ট করা হয়েছে; খাসি মোরগ।
- English Word poulterer Bengali definition [পোল্টারা(র্)] (noun) (British/Britain) গৃহপালিত পাখি এবং শিকার-করা পশুর কারবারি; হাঁসমুরগিওয়ালা।
- English Word poultice Bengali definition [পোল্টিস্] (noun) [Countable noun] বেদনার উপশমের জন্য নেকড়ায় লাগানো তিসি, সরিষা ইত্যাদির তপ্ত মণ্ড; উপগাছ; উৎকারিকা। □ (verb transitive) পুলটিস/উপনাহ বাঁধা/লাগানো।
- English Word poultry Bengali definition [পোউল্ট্রি] (noun) (সমষ্টিগত noun) (১) (plural verb-সহ) হাঁসমুরগি। (২) (singular verb-সহ) (মাংস হিসেবে) হাঁসমুরগি: We cannot afford poultry everyday. Poultry is expensive this Christmas.
- English Word pounce Bengali definition [পাউন্স্] (verb intransitive) pounce on/at ছোঁ মারা; ঝাঁপিয়ে পড়া: The eagle pounced on the hare. (লাক্ষণিক) সাগ্রহে গ্রহণ করা; লুফে নেওয়া: He pounce at the first opportunity to discredit his partner.
- English Word pound 1 Bengali definition [পাউন্ড্] (noun) (দ্রষ্টব্য পরি. ৫) (১) ওজনের একক; ১৬ আউন্স; পাউন্ড। (২) pound (sterling) ব্রিটিশ মুদ্রার একক; পাউন্ড: a five-pound note. penny wise, pound foolish; in for a penny, in for a pound, দ্রষ্টব্যpenny. (৩) অন্য আরো কিছু দেশের মুদ্রার একক।
- English Word pound 2 Bengali definition [পাউন্ড্] (noun) (১) (আগেকার দিনে ইতস্তত ভ্রাম্যমাণ গৃহপালিত পশুকে আটকে রাখার জন্য) খোঁয়াড়। (২) (আধুনিক প্রয়োগ) (ইতস্তত ভ্রাম্যমাণ কুকুর-বিড়াল এবং নিষিদ্ধ স্থানে রক্ষিত গাড়ি আটক রাখার জন্য) খোঁয়াড়।