• Bengali Word piping English definition [পাইপিঙ্‌] (noun) [Uncountable noun] ১ নলের দৈর্ঘ্য (বিশেষত পানি বা ড্রেনের পাইপ): five feet of lead piping.
    (২) সরু দড়ির মতো বস্তু, যা কোনো কোনো পোশাকের প্রান্তিক সজ্জায় ব্যবহৃত হয় বা চিনি দিয়ে তৈরি অনুরূপ সুতার মতো বস্তু, যা কেক সাজাতে ব্যবহৃত হয়। (৩) বাঁশিতে বাজানো সুর। □ (adjective) পাইপের শব্দের মতো: a piping voice. the piping time(s) of peace সামরিক বাদ্যের বিপরীতে যখন (যে যে সময়ে) বাঁশির প্রশান্ত সুর শোনা যায়। piping hot (adverb) ফুটন্ত গরম বাষ্পের সিঁ সিঁ শব্দের মতো।