P পৃষ্ঠা ৩৫
- English Word phlebitis Bengali definition [ফ্লিবাইটিস্] (noun) [Uncountable noun] রক্তনালি প্রদাহ।
- English Word phlegm Bengali definition [ফ্লেম্] (noun) [Uncountable noun] (১) কাশির সঙ্গে নির্গত শ্লেষ্মা। (২) কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্য। phlegmatic (adjective) স্বভাবত উদাসীন। phlegmatically (adverb)
- English Word phlox Bengali definition [ফ্লক্স্] (noun) [Uncountable noun] এক ধরনের উদ্যানতরু, যাতে গুচ্ছ গুচ্ছ ফুল ধরে।
- English Word phobia Bengali definition [ফোউবিআ] (noun) ভয়; আতঙ্ক; ঘৃণা; বিতৃষ্ণা (সাধারণত যুক্তিহীনভাবে বা কোনো রোগের উপসর্গ হিসেবে)।
- English Word Phoebus Bengali definition [ফীব্যাস্] (noun) গ্রিক সূর্যদেবতা অ্যাপোলো।
- English Word phoenix Bengali definition [ফীনিক্স্] (noun) পৌরাণিক পাখি-যে পাখি আরব্য মরুভূমিতে শত শত বছর বাঁচার পর চিতাগ্নিতে নিজেকে ধ্বংস করে সেই চিতাভস্ম থেকে পুনরায় বেঁচে ওঠে; (আলংকারিক অর্থ) নবজন্মলাভকারী প্রাণী বা বস্তু।
- English Word phone 1 Bengali definition [ফোউন্] (noun) (সংক্ষেপে ও কথ্য) টেলিফোন। phone booth (noun) টেলিফোনের জন্য বিশেষ ক্ষুদ্র কক্ষ। phonecall (noun) টেলিফোনে ডাকা। phone-in (noun) রেডিও/টেলিভিশনের সেই বিশেষ অনুষ্ঠান যে ক্ষেত্রে শ্রোতাদর্শক টেলিফোনের মাধ্যমে অংশগ্রহণ করে। □ (verb transitive), (verb intransitive) (কথ্য) ফোন করা।
- English Word phone 2 Bengali definition [ফোউন্] (noun) একক বাচন ধ্বনি (স্বরবর্ণ/ব্যঞ্জনবর্ণ) (ভাষাতত্ত্বে)।
- English Word phoneme Bengali definition [ফোউনীম্] (noun) [Countable noun] (ভাষাতত্ত্বে) কোনো ভাষার উচ্চারণের ধ্বনিরীতি: English has 2 4 consonant phonemes. phonemic [ফানীমিক্] (adjective) প্রতিবর্ণীকৃত ভাষার জন্য ধ্বনির প্রতীকসংক্রান্ত। phonemics (noun) ভাষার ধ্বনিরীতিগত পাঠ ও বর্ণনা।
- English Word phonetic Bengali definition [ফানেটিক্] (adjective) (ভাষাতত্ত্বে) (১) মানুষের বাচনধ্বনির সঙ্গে যুক্ত। (২) (প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে) প্রতিটি ধ্বনির ক্ষেত্রে প্রতীক নির্ধারণ; তদুপরি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে একই ধ্বনির ভিন্নতার জন্য অতিরিক্ত প্রতীক নির্ধারণ। (৩) (ভাষার ক্ষেত্রে) যে বানানপদ্ধতি শব্দের/উচ্চারণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। phonetics (noun) বাচনের ধ্বনিবিদ্যা। phonetically (adverb) phonetician (noun) উচ্চারণধ্বনির বিশারদ।
- English Word phoney, phony Bengali definition [ফোনি] (adjective) (কথ্য) নকল; অসত্য: not interested in these phony affairs.
- English Word phonic Bengali definition [ফনিক্] (adjective) ধ্বনিসংক্রান্ত; উচ্চারণের ধ্বনিসংক্রান্ত। phonics (noun) পাঠশিক্ষণের মৌলিক ধ্বনিবিজ্ঞান।
- English Word phonograph 1 Bengali definition [ফোনাগ্রাফ America(n) ফোনাগ্র্যাফ] (noun) ধ্বনিনির্দেশক চিহ্ন বা বর্ণ; (America(n)) রেকর্ড বাজানোর যন্ত্র; গ্রামোফোন।
- English Word phonology Bengali definition [ফানলাজি] (noun) [Uncountable noun] (ভাষাতত্ত্বে) ভাষার বাচনের ধ্বনিবিজ্ঞান। phonological (adjective)
- English Word phosgene Bengali definition [ফদ্জীন্] (noun) [Uncountable noun] বর্ণহীন বিষাক্ত গ্যাস (COCl 2)।
- English Word phosphate Bengali definition [ফস্ফেইট্] (noun) আম্লিক লবণ বা ফসফরিক এসিড; (বিশেষত) কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিবিধ লবণমিশ্রিত রাসায়নিক সারবিশেষ।
- English Word phosphorescence Bengali definition [ফস্ফারেসন্স্] (noun) [Uncountable noun] অনুপ্রভা; মৃদু আলো; যে ধরনের আলোয় তাপের অনুভূতি নেই। phosphorescent (adjective)
- English Word phosphorus Bengali definition [ফস্ফারাস্] (noun) [Uncountable noun] অধাতব হলুদবর্ণ বিষাক্ত মোমজাতীয় পদার্থ (প্রতীক P) যা সহজদাহ্য ও আলোক বিকিরণকর; লাল বিষাক্ত নয় এমন একই জাতীয় পদার্থ, যা দিয়াশলাই বানাতে লাগে। phosphoric, phosphorous (adjective(s))
- English Word photo Bengali definition [ফোটো] (noun) (plural photos) (কথ্য) ফটোগ্রাফ।
- English Word photo- Bengali definition [ফোটোউ] ফটোগ্রাফের সংক্ষিপ্ত রূপ। photo-copy (noun) কোনো কাগজ বা নথির ফটোগ্রাফিক পদ্ধতিতে নকল। □ (verb transitive) অনুরূপ পদ্ধতিতে নকল করা। photo-copier (noun) যে যন্ত্রের সাহায্যে উপর্যুক্তভাবে নকল করা হয়। photo-electric (adjective) আলোকতাড়িত। photo-electricity (noun) আলোকতড়িৎ। photo-finish (noun) আলোকচিত্র যন্ত্র দ্বারা প্রতিযোগিতার সূক্ষ্ম মীমাংসা করার পদ্ধতি। photo- genic (adjective) আলোকচিত্র গ্রহণের উপযোগী; আলোকচিত্রে সুন্দর ও সুদৃশ্য দেখায় এমন। photolysis (noun) (রসায়ন) আলো-বিকিরণের প্রভাবে পচন ও পৃথককরণ। photometric (adjective(s)) আলোকমিতিসংক্রান্ত। photometry (noun) আলোকমিতি। photo-offset (noun) আলোকচিত্র হতে মুদ্রণের পদ্ধতিবিশেষ। photosensitize, photosensitise (verb transitive) কোনো কিছুকে আলোর অনুভবগ্রাহ্য করে তোলা। photosphere (noun) সূর্যের আলোকময় বহিরাবরণ।