P পৃষ্ঠা ২৩
- English Word pendant Bengali definition [পেন্ডান্ট্] (noun) (১) গলার হার; বাহুবন্ধনী প্রভৃতিতে ঝুলে থাকে এমন অলংকার। (২) (সামুদ্রিক)=pennant.
- English Word pendent Bengali definition [পেন্ডান্ট্] (noun) (adjective) (আনুষ্ঠানিক) (১) ঝুলন্ত; ঝুলছে এমন; দোলায়মান: pendent branches. (২)=pending. pendency (noun) অনিশ্চিত/সংশয়যুক্ত বা দ্বিধাগ্রস্ত অবস্থা।
- English Word pending Bengali definition [পেন্ডিং] (adjective) মুলতবি; বর্তমান সময় পর্যন্ত অনির্ধারিত; অমীমাংসিত: pending bills; pending decision; pending suit. □ (preposition(al)) (১) মধ্যে: pending further communication. (২) যতক্ষণ পর্যন্ত: pending his approval.
- English Word pendulous Bengali definition [পেন্ডোলাস্ America(n) পেন্জোলাস্] (adjective) (আনুষ্ঠানিক) এমন আলগাভাবে ঝুলন্ত যা সহজেই দোলায়মান; নিয়মিত দোলনরত: the pendulous creepers.
- English Word pendulum Bengali definition [পেন্ডোলাম America(n) পেন্জোউলাম] (noun) দোলক (সাধারণত ঘড়ির); উপরদিক এমনভাবে গ্রথিত দণ্ড যেটি সহজভাবে দুলতে পারে। the swing of the pendulum (আলংকারিক অর্থ) জনগণের অভিমত একবিন্দু থেকে একেবারে বিপরীত বিন্দুতে পরিবর্তন।
- English Word peneplain Bengali definition [পীনিপ্লেইন্] (noun) (ভূতত্ত্ব) ভূমিক্ষয়জনিত কারণে সৃষ্ট প্রায় সমভূমিতে পরিণত অঞ্চল।
- English Word penetrable Bengali definition [পেনিট্রাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) বলপূর্বক অনুপ্রবেশযোগ্য। penetrability [পেনিট্রাবিলাটি] (noun)
- English Word penetrate Bengali definition [পেনিট্রেইট্] (verb transitive), (verb intransitive) (১) penetrate (into/to/through) কোনো কিছুর মধ্যে ঢোকানো; বিদ্ধ করা বা ভেদ করা; (আলংকারিক অর্থ) অন্তর্দৃষ্টি দিয়ে দেখা; মূল কেন্দ্রীয় বিষয় দেখতে পাওয়া: The light penetrated through the curtain. Dust has penetrated into the camera. We could not penetrate the ideas of the Opposition. (২) be penetrated with কোনো ধারণা বা অনুরূপ কিছু দ্বারা পূর্ণ হওয়া: be penetrated with the idea of living with the Eskimos. penetrating (adjective) (১) (ব্যক্তি) কোনো কিছু দেখার বা অনুধাবনের গুণসম্পন্ন। (২) (স্বর, চিৎকার) শব্দভেদী, কর্ণভেদী, উচ্চ ও তীক্ষ্ন। penetrately (adverb)
- English Word penetration Bengali definition [পেনিট্রেইশ্ন্] (noun) [Uncountable noun] (১) প্রবেশ; ভেদ; ভেদন: peaceful penetration; বল ব্যতিরেকে প্রভাব বিস্তার বা নিয়ন্ত্রণের গুণ অর্জন: ideological penetration; ব্যবসাবাণিজ্য বা পুঁজি বিনিয়োগের মাধ্যমে কোনো দেশের উপর প্রভাব বিস্তার। (২) মানসিক শক্তির তীক্ষ্নতা; কোনো ধারণা বা বিষয় অনুধাবনের ক্ষমতা।
- English Word penetrative Bengali definition [পেনিট্রেটিভ্ America(n) পেনিট্রেইটিভ্] (adjective) প্রবেশ বা ভেদ করতে সমর্থ; ভেদকর; তীক্ষ্নধীসম্পন্ন।
- English Word penguin Bengali definition [পেঙ্গুইন্] (noun) আনটার্কটিকার (এন্টার্কটিকা) সামুদ্রিক পাখিবিশেষ।
- English Word penicillin Bengali definition [পেনিসিলিন্] (noun) [Uncountable noun] অ্যান্টিবায়োটিক ওষুধ।
- English Word peninsula Bengali definition [পেনিন্সিউলা America(n) পেনিন্সালা] (noun) সামুদ্রিক জলবেষ্টিত উপদ্বীপ। Peninsula স্পেন ও পর্তুগাল। peninsular [পেনিন্সালা(র্)] (adjective) উপদ্বীপসংক্রান্ত।
- English Word penis Bengali definition [পীনিস্] (noun) পুংজননেন্দ্রিয়; শিশ্ন; লিঙ্গ। penisenvy (মনোবিজ্ঞান) রমণীর অবচেতন মনে পুরুষ হওয়ার বাসনা।
- English Word penitence Bengali definition [পেনিটান্স্] (noun) [Uncountable noun] penitence (for) কৃত অপরাধ, ত্রুটি বা পাপের জন্য অনুতাপ বা প্রায়শ্চিত্ত।
- English Word penitent Bengali definition [পেনিটান্ট্] (adjective) কৃত অপরাধের জন্য অনুতপ্ত বা অনুতাপবিদ্ধ। penitently (adverb)
- English Word penitential Bengali definition [পেনিটেন্শ্ল্] (adjective) অনুতাপ বা প্রায়শ্চিত্ত সংক্রান্ত; প্রায়শ্চিত্তের বিধানসংক্রান্ত। penitentialy [পেনিটেন্শালি] (adverb)
- English Word penitentiary Bengali definition [পেনিটেন্শারি] (noun) (plural penitentiaries) (America(n)) মারাত্মক অপরাধের জন্য যে কারাগারে অপরাধীদের পাঠানো হয়। □ (adjective) দণ্ডদায়ক ও চরিত্রসংশোধক।
- English Word penn'orth Bengali definition [পেনাথ্] (noun)=pennyworth, দ্রষ্টব্য penny (৫)।
- English Word pennant Bengali definition [পেনান্ট্] (noun) সংকেতদান ও শনাক্তকরণের জন্য জাহাজের লম্বা ও সরু পতাকাবিশেষ।