• Bengali Word precinct English definition [প্রীসিঙ্‌ক্‌ট্‌] (noun) [Countable noun] ১ বিশেষত গির্জার প্রাচীরবেষ্টিত অঙ্গন; প্রাঙ্গণ; পরিসর: within the sacred precincts.
    (২) (America(n)) কাউন্টি, শহর বা মহল্লার উপবিভাগ; এলাকা; মণ্ডল: an election precinct; a police precinct. (৩) (plural) (শহরের) পরিপার্শ্ব; প্রতিবেশ; উপান্ত। (৪) সীমান্ত; পরিসীমা; সীমানা: within the city precincts. (৫) যে এলাকার ব্যবহার কোনো না কোনোভাবে পরিমিত বা সীমিত; সংরক্ষিত এলাকা। pedestrian precinct কেবল পথচারীদের জন্য নির্দিষ্ট (এবং যানবাহন চলাচলের জন্য নিষিদ্ধ) স্থান। shopping precinct বিপণি-এলাকা (কেবল কেনাকাটার জন্য)।