• Bengali Word mother English definition [মাদা(র্‌)] (noun) ১ মা; মাতা; জননী; জনয়িত্রী; আবাসিক বিদ্যালয়, শিশুসদন ইত্যাদিতে শিশুদের দায়িত্বে নিয়োজিত মহিলা (প্রায়ই housemother)।
    (২) যে গুণ বা অবস্থা থেকে কোনোকিছু উদ্ভূত হয়; প্রসূতি; জনয়িত্রী। Necessity is the mother of invention (প্রবাদ) প্রয়োজন উদ্ভাবনের প্রসূতি। (৩) মেয়েদের ধর্ম প্রতিষ্ঠানের প্রধান; আশ্রমপালিকা। Mother Superior মহিলা মঠাধ্যক্ষা। (৪) (বিভিন্ন প্রয়োগ) the mother country (ক) স্বদেশ; মাতৃভূমি। (খ) ঔপনিবেশিকদের স্বদেশ; ঔপনিবেশিকশক্তি। motherland (noun) মাতৃভূমি; জন্মভূমি; স্বদেশ। mother-in-law [মাদার্‌ ইন্‌ লো] (noun) (plural mothers-in-law) শাশুড়ি। mother-of-pearl (noun) [uncountable noun] কোনো কোনো খোলা বিশেষত শুক্তির ভিতরের শক্ত মসৃণ চকচকে রংধনুসদৃশ বস্তু, যা দিয়ে বোতাম, অলংকার তৈরি হয়; শুক্তি। mothership (noun) যে জাহাজ থেকে অন্য জাহাজে (যেমন ডুবোজাহাজে) রসদ সরবরাহ করা হয়। mothertongue (noun) মাতৃভাষা। motherwit (noun) কাণ্ডজ্ঞান; সহজাত বুদ্ধি। motherhood [মাদার্‌হুড্‌] (noun) [uncountable noun] মাতৃত্ব। motherless (adjective) মাতৃহীন। motherlike (adjective) মাতৃবৎ; মাতৃতুল্য। motherly (adverb) মাতৃসুলভ। motherliness (noun) মাতৃসুলভ স্নেহমমতা। □ (verb transitive) মাতৃস্নেহে লালনপালন করা।