O পৃষ্ঠা ১৫
- English Word ore Bengali definition [ও(র্)] (noun) [Countable noun, Uncountable noun] আকরিক: iron ore.
- English Word organ Bengali definition [ওগান্] (noun) (১) প্রাণী বা উদ্ভিদ দেহের যেকোনো অঙ্গ; দেহযন্ত্র: The organs of speech. জিহ্বা; দন্ত; ওষ্ঠ ইত্যাদি। (২) কর্মসম্পাদনের উপায় বা মাধ্যম; সংগঠন: organs of government. (৩) জনমত প্রচারের মাধ্যম: organs of public opinion, খবরের কাগজ, রেডিও, টিভি ইত্যাদি। (৪) বাদ্য-যন্ত্রবিশেষ; অরগ্যান। reed/American organ হারমোনিয়াম। organ-blower (noun) যে ব্যক্তি অরগ্যান বোলো (bellow) করে। organ-grinder (noun) যে ব্যক্তি ব্যারেল-অরগ্যান (দ্রষ্টব্য barrel) বাজায়। organ-loft (noun) (গির্জা, থিয়েটার প্রভৃতির) যে স্থানে অরগ্যান রাখা হয়। organist [ওগান্ইস্ট্] (noun) অরগ্যানবাদক।
- English Word organdie Bengali definition (America(n) অপিচ 'organdy') [ওগ্যান্ডি] (noun) অত্যন্ত মিহি-মসলিন বস্ত্রবিশেষ; অর্গান্ডি।
- English Word organic Bengali definition [ওগ্যানিক্] (adjective) (১) দেহযন্ত্রসংক্রান্ত: organic diseases, যেসব ব্যাধি দেহযন্ত্রের শুধু ক্রিয়া নয়, তাদের গঠনকেও আক্রমণ করে। (২) (বিপরীত inorganic) দেহযন্ত্র আছে এমন: organic life. organic chemistry জৈবরসায়ন। (৩) পরস্পর সম্পর্কযুক্ত অংশ নিয়ে গঠিত, কোনো সিসটেম বা প্রণালিরূপে বিন্যস্ত: an organic whole. organically [ওগ্যানিক্লি] (adverb)
- English Word organism Bengali definition [ওগানিজাম্] (noun) [Countable noun] পরস্পর সম্পর্কযুক্ত ও সমম্বিতভাবে ক্রিয়াশীল অংশ নিয়ে গঠিত প্রাণিসত্তা; এককভাবে যেকোনো প্রাণী বা উদ্ভিদ; পরস্পর নির্ভরশীল অংশ নিয়ে গঠিত যেকোনো প্রণালি: The social organism.
- English Word organization, organisation Bengali definition [ওগানাইজেইশ্ন্ America(n) ওগানানিজইশ্ন্] (noun) (১) [uncountable noun] সংগঠিতকরণ; প্রণালিবদ্ধকরণ; প্রস্তুতিগ্রহণ; সংগঠিত অবস্থা: The organization of a meeting; a team without organization. (২) [countable noun] (ব্যক্তি সমন্বয়ে গঠিত) সংগঠন; সংগঠিত প্রণালি বা সিসটেম: Our body has a very complex organization.
- English Word organize, organise Bengali definition [ওগানাইজ] (verb transitive) (১) সংগঠিত করা; কোনো রীতি বা প্রণালিতে সাজানো বা বিন্যস্ত করা; প্রস্তুতি গ্রহণ করা: organize a new political party; organize an expedition; organize one’s work. (২) (শ্রমিক) ট্রেড ইউনিয়ন গঠন করা বা যোগ দেওয়া। organized (adjective) (১) সুবিন্যস্ত; শৃঙ্খলাবদ্ধ। (২) অঙ্গ বা দেহযন্ত্রসংবলিত; জৈবসত্তারূপে সংগঠিত: organized form of life. (৩) ট্রেড ইউনিয়নভুক্ত (শ্রমিক)। organizer (noun) সংগঠক।
- English Word orgasm Bengali definition [ওরগ্যাজাম্] (noun) [Countable noun] যৌন উত্তেজনার সর্বোচ্চ পর্যায়; রাগমোচন।
- English Word orge Bengali definition [ওজি] (noun) (feminine orgess) (১) (মিথ) রূপকথার সেই দৈত্য যে মানুষ খায়: The book portrays their father as an orge who mistreated them. (২) ভয়ানক ব্যক্তি বা বস্তু: The orge is in the world of troll. □ (adjective) orgeish দৈত্যাকার; ভয়ানক; বিপজ্জনক: I’m not entirely orge. orgeishly, ogrishly (adverb(s))
- English Word orgiastic Bengali definition [ওজিঅ্যাস্টিক্] (adjective) প্রমত্ত; উন্মত্ত।
- English Word orgy Bengali definition [ওজি] (noun) [Countable noun] (১) বন্য আনন্দোৎসব; (plural) লাগামহীন পানভোজনোৎসব। (২) (কথ্য) অতিরিক্ত পরিমাণ; মাত্রাতিরিক্ত: as orgy of spending.
- English Word oriel Bengali definition [ওরিআল্] (noun) (১) উপরতলার কোনো ঘরের জানালাবিশিষ্ট অভিক্ষিপ্ত অংশ। (২) oriel (window) উক্ত জানালা।
- English Word orient 1 Bengali definition [ওরিআন্ট্] (noun) the Orient (সাহিত্যিক) প্রাচ্য অর্থাৎ এশিয়া।
- English Word orient 2 Bengali definition [ওরিআন্ট্] (verb transitive)=orientate.
- English Word oriental Bengali definition [ওরিএন্ট্ল্] (adjective) প্রাচ্য সম্বন্ধীয়: oriental art. □ (noun) প্রাচ্যের, বিশেষত চীন ও জাপানের অধিবাসী। orientalist [ওরিএন্ট্ল্ইস্ট্] (noun) প্রাচ্যের ভাষা, শিল্প ইত্যাদির গবেষক; প্রাচ্যবিশারদ।
- English Word orientate Bengali definition [ওরিআন্টেইট্] (verb transitive) (১) (ভবন ইত্যাদি) পূর্বমুখ করে স্থাপন করা; বেদিসংবলিত অংশ পূর্বদিকে স্থাপন করে (গির্জা) নির্মাণ করা। (২) ক্যাম্পাসের কাঁটা অনুযায়ী স্থাপন করা বা তদনুযায়ী (কোনোকিছু) যথার্থ অবস্থান নির্ণয় করা; (লাক্ষণিক) স্পষ্ট বোধগম্য সম্পর্কের পরিপ্রেক্ষিতে স্থাপন করা: orientate oneself, পরিস্থিতির সঙ্গে নিজেকে পরিচিত করানো; পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদির পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান নির্ণয় করা। orientation [ওরিএনটেইশ্ন্] (noun) [Uncountable noun] পরিস্থিতি; পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদির সঙ্গে পরিচিত করানো বা পরিচিত হওয়া।
- English Word orifice Bengali definition [অরিফিস্ America(n) ওর্ফিস্] (noun) বহির্মুখ; (গুহা ইত্যাদির) মুখ।
- English Word origin Bengali definition [অরিজন্ America(n) ওরাজিন্] (noun) [Countable noun, Uncountable noun] সূচনা বিন্দু; সূত্রপাত; উৎস; উৎপত্তি: the origin of a quarrel; the origin(s) of civilization; a man of humble origin, দরিদ্র বা নিচু ঘরে জন্মগ্রহণকারী ব্যক্তি; words of Sanskrit origin.
- English Word original Bengali definition [আরিজান্ল্] (adjective) (১) প্রথম বা সর্বপ্রথম; আদি; The original inhabitants of the sub-continent; the original plan. original sin, দ্রষ্টব্যsin. (২) নবগঠিত; মৌলিক; নকল বা অনুকৃত নয় এমন: an original design. (৩) নতুন চিন্তা, নতুন ধ্যানধারণার জন্ম দিতে সক্ষম; উদ্ভাবনক্ষম: an original thinker; an original mind. □ (noun) (১) [Countable noun] মূল কপি বা মূল বস্তু: This is a copy, the original is in the Zainul Gallery of the National Museum. (২) the original যে ভাষায় কোনোকিছু প্রথম রচিত হয়; মূল ভাষা: read the Mahabharata in the original, প্রাচীন সংস্কৃতে মহাভারত পড়া। (৩) [Countable noun] সৃজনশীল বা উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। originally [আরিজানালি] (adverb) (১) নতুনভাবে; মৌলিকভাবে: write originally; think originally. (২) শুরুতে বা শুরু থেকে: The school was originally quite small. originality [আরিজান্যালাটি] (noun) অভিনবত্ব; মৌলিকতা: His sketches lack original.
- English Word originate Bengali definition [আরিজিনেইট্] (verb intransitive), (verb transitive) (১) originate from/in something; originate from/with somebody কোনোকিছু থেকে শুরু হওয়া; কারো থেকে শুরু হওয়া: The quarrel originated in rivalry between two families. (২) (কোনোকিছুর) স্রষ্টা বা উদ্ভাবক হওয়া: originate a new style of acting. originator [আরিজিনেইটা(র্)] (noun) স্রষ্টা; জনক; উদ্ভাবক।