O পৃষ্ঠা ১২
- English Word operation Bengali definition [অপারেইশ্ন্] (noun) (১) [uncountable noun] ক্রিয়া; ক্রিয়াপদ্ধতি। be in/bring something into/come into operation কার্যকর থাকা; কার্যকর করা বা হওয়া: The ordinance comes into operation immediately. (২) কাজ; করণীয় কাজ: The operations of nature, প্রকৃতির লীলা। (৩) (সাধারণত plural কথ্য সংক্ষেপ ops) যুদ্ধ বা মহড়ায় সৈন্য, জাহাজ, বিমান ইত্যাদির চলাচল। operations room এরূপ চলাচল নিয়ন্ত্রণকক্ষ। (৪) (singular) সামরিক অভিযানে ব্যবহৃত সাংকেতিক নাম: Operation Bluestar. (৫) [countable noun] (সাধারণত plural) সম্প্রসারিত অর্থে, শিল্প, বাণিজ্য, কৃষি ইত্যাদিতে পরিকল্পিত কর্মসূচির বেলায়: banking operations. an operation (on somebody) (for something) অস্ত্রোপচার; অপারেশন। (৬) (গণিত) যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। operational [অপারেইশান্ল্] (adjective) (১) সক্রিয়তা বা চলাচল-সংক্রান্ত। operational costs/expenditure (যন্ত্রপাতি; বিমান ইত্যাদি) চালনার ব্যয়। operational research অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি ইত্যাদির ব্যবহার ও উন্নয়নের সর্বোত্তম পন্থা নিয়ে গবেষণা। (২) ব্যবহারোপযোগী; চালু: The new hydro-electric plant will soon be operational.
- English Word operative Bengali definition [অপারাটিভ্ America(n) অপারাটিভ্রেই] (adjective) সক্রিয়; চালু; ক্রিয়াশীল: The ordinance became operative on 3 March. (২) operative words দলিলপত্রাদিতে আইনগত তাৎপর্যসম্পন্ন শব্দ; (শিথিল অর্থে) বিশিষ্ট বা গুরুত্বপূর্ণ শব্দ। (৩) অস্ত্রোপচার বা অপারেশনসংক্রান্ত: operative treatment. □ (noun) শ্রমিক; কারিগর: textile operatives.
- English Word operator Bengali definition [অপারেইটা(র্)] (noun) (১) যে যন্ত্র চালায়; যন্ত্রচালক: a telephone operator. (২) (কথ্য) চালু লোক: He is a slick operator.
- English Word operetta Bengali definition [অপারেটা] (noun) একাঙ্ক বা ক্ষুদ্র লঘু গীতিনাটক।
- English Word ophthalmia Bengali definition [অফথ্যাল্মিআ] (noun) চক্ষুপ্রদাহ; চোখ-ওঠা। [uncountable noun] ophthalmic [অফথ্যাল্মিক্] (adjective) চক্ষুসংক্রান্ত; চোখ-ওঠায় আক্রান্ত। ophthalmist, ophthalmologist [অফথ্যাল্মিস্ট অফথ্যাল্মলাজাস্ট্] (noun(s)) চক্ষুবিশেষজ্ঞ। ophthalmology [অফথ্যাল্মলাজি] চোখের গঠন, ক্রিয়া ও রোগবিষয়ক চিকিৎসাবিজ্ঞান; চক্ষুবিজ্ঞান। ophthalmoscope [অফথ্যাল্মাস্কোউপ্] (noun) [countable noun] চোখ পরীক্ষা করার যন্ত্র।
- English Word opiate Bengali definition [ওউপিআট্] (noun) [countable noun] আফিমযুক্ত মাদকবিশেষ- ঘুম বা ব্যথার উপশমের জন্য যা ব্যবহার করা হয়।
- English Word opine Bengali definition [আপাইন্] (verb transitive) opine that (আনুষ্ঠানিক) মত পোষণ বা প্রকাশ করা।
- English Word opinion Bengali definition [আপিনিআন্] (noun) (১) [countable noun] পূর্ণাঙ্গজ্ঞানের উপর প্রতিষ্ঠিত নয় এমন বিশ্বাস বা ধারণা; মত। In my, your etc opinion; in the opinion of somebody আমার, তোমার ইত্যাদির মতে; কারো মতে। act up to one’s opinion নিজের মতানুসারে। be of the opinion that মনে করা, বিশ্বাস করা যে...। have a good/bad/high/low opinion of somebody/something কারো/কোনোকিছু সম্পর্কে ভালো/মন্দ/উঁচু/নিচু ধারণা পোষণ করা। (২) [uncountable noun] কোনো দল বা গোষ্ঠীর মতামত: Opinion is shifting in favour of private university. public opinion জনমত: Public opinion is against the presidential form of government. opinionpoll. দ্রষ্টব্যpoll 1 (২). (৩) [countable noun] বিশেষজ্ঞের অভিমত: get an economist’s opinion on the question. opinionated [আপিনেইটিড্] (adjective) নিজের মতামতে অনড়; একগুঁয়ে; অন্ধবিশ্বাসচালিত।
- English Word opium Bengali definition [ওউপিআম্] (noun) [uncountable noun] আফিম। opium-den (noun) আফিমখোরদের আড্ডাখানা।
- English Word opossum Bengali definition [আপসাম্] (অপিচ possum [পসাম্]) (noun) আমেরিকার বৃক্ষবাসী ক্ষুদ্র প্রাণী।
- English Word opponent Bengali definition [আপোউনান্ট্] (noun) প্রতিপক্ষ; প্রতিদ্বন্দ্বী।
- English Word opportune Bengali definition [অপাটিউন্ America(n) অপাট্যূন্] (adjective) (১) (সময়) উপযুক্ত; অনুকূল; কোনো অভিপ্রায়ের জন্য সুবিধাজনক: strike at an opportune moment. (২) (কাজ বা ঘটনা) সময়োচিত: an opportune remark. opportunely (adverb)
- English Word opportunism Bengali definition [অপাটিউনিজাম্ America(n) [অপাট্যূনিজাম্] (noun) [uncountable noun] সুবিধাবাদ। opportunist [অপাটিউনিইস্ট্] (noun) সুবিধাবাদী।
- English Word opportunity Bengali definition [অপাটিউউিনাটি America(n) অপাট্যূন্] a [countable noun, uncountable noun] opportunity (for something/of doing something/to do something) সুযোগ: to take/get an opportunity, সুযোগ করা/পাওয়া: have no opportunity for reading poetry.
- English Word oppose Bengali definition [আপোউজ্] (verb transitive) (১) বিরোধিতা করা; বিরোধী হওয়া: oppose a plan. (২) oppose (against/to) বৈসাদৃশ্য বা বৈপরীত্য সাধনের জন্য তুলে ধরা বা উত্থাপন করা: I opposed my views against his. as opposed to (কোনোকিছুর) বিপরীতে।
- English Word opposite Bengali definition [অপাজিট্] (adjective) (১) opposite (to) সম্মুখবর্তী; মুখোমুখি: The house opposite (to) ours; on the opposite side (উল্টা) of the road. (২) সম্পূর্ণ ভিন্ন; বিপরীত: in the opposite direction. (৩) অন্যত্র একই ধরনের অবস্থানে আছে এমন। one’s opposite number অন্যত্র অনুরূপ স্থান অধিকার করে আছে এমন ব্যক্তি: The Bangladesh Foreign Minister is now in Nepal discussing problems with his opposite number. □ (noun) বিপরীত শব্দ বা বস্তু: Hot and cold are opposites.
- English Word opposition Bengali definition [অপাজিশ্ন্] (noun) (১) [uncountable noun] বৈপরীত্য; বিরোধিতা; বিরোধী অবস্থান: The congress is in opposition, কংগ্রেস বিরোধীদল গঠন করেছে। be in opposition to বিরোধিতা করা: find oneself in opposition to somebody on something. (২) (singular) সরকারবিরোধী রাজনৈতিক দল বা দলসমূহের পার্লামেন্ট-সদস্য: The leader of the Opposition. (৩) [uncountable noun] প্রতিরোধ: forces met with strong opposition all along the front.
- English Word oppress Bengali definition [আপ্রেস্] (verb transitive) (১) অন্যায়ভাবে বা নিষ্ঠুরভাবে শাসন করা; অন্যায় বা নিষ্ঠুর শাসন দ্বারা দমিয়ে রাখা। (২) (লাক্ষণিক) ভারাক্রান্ত করা; পীড়িত করা: oppressed with anxiety. fell oppressed with the heat . oppressor [আপ্রেসা(র্)] (noun) নিপীড়ক ব্যক্তি; অত্যাচারী শাসক। oppression [আপ্রেশ্ন্] (noun) (১) [uncountable noun] পীড়িত বা ভারাক্রান্ত অবস্থা: a feeling of oppress. (২) [uncountable noun] নিপীড়ন: victims of oppress; [countable noun] অত্যাচার বা নিপীড়নের দৃষ্টান্ত; অন্যায় বা নিষ্ঠুর কাজ। oppressive [আপ্রেসিভ্] (adjective) (১) বৈষস্যমূলক; অন্যায়: oppress laws. (২) অসহনীয়; দুর্ভার: oppress heat; oppress taxes. oppressively (adverb)
- English Word opprobrious Bengali definition [আপ্রৌব্রিআস্] (adjective) (আনুষ্ঠানিক) (শব্দ ইত্যাদি) তিরস্কারপূর্ণ; গালিগালাজপূর্ণ; অশোভন। opprobriously (adverb) opprobrium [আপ্রৌব্রিআম্] (noun) (আনুষ্ঠানিক) [uncountable noun] তিরস্কার; নিন্দা; গ্লানি; অসম্মান; কলঙ্ক; লোকলজ্জা।
- English Word opt Bengali definition [অপ্ট্] (verb intransitive) (১) opt for something বেছে নেওয়া; মনঃস্থির করা: She opted for the humanities. (২) opt out of অংশ না নিতে মনঃস্থির করা: opt out of a competition.