O পৃষ্ঠা ১৭
- English Word osmosis Bengali definition [অজমোউসিস্] (noun) [Uncountable noun] (১) (বিজ্ঞান) সছিদ্র পরদার ভিতর দিয়ে তরল পদার্থে ক্ষরণ; আস্রবণ। (২) (লাক্ষণিক) যুক্তিতর্কের সাহায্যে নয়; আপনগতিতে ধীরে ধীরে গ্রহণযোগ্য হওয়ার প্রক্রিয়া: He let his ideas work by osmosis. osmotic [অজ্মটিক্] (adjective)
- English Word osprey Bengali definition [অস্প্রি] (noun) মৎস্যশিকারি বৃহদাকার বাজপাখি।
- English Word osseous Bengali definition [অসিআস্] (adjective) অস্থিগঠিত; অস্থিসার।
- English Word ossify Bengali definition [অসিফাই] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক) হাড়ের মতো শক্ত করা বা শক্ত হওয়া; হাড়ে পরিণত হওয়া; (লাক্ষণিক) অনড়; প্রগতিবিমুখ, পরিবর্তনে অক্ষম হওয়া বা করা। ossification [অসিফিকেইশ্ন্] (noun) [Uncountable noun] উপরের সব অর্থে; কোনো (জীবন্ত) কাঠামোর প্রস্তরতুল্য বা প্রস্তরীভূত অংশ।
- English Word ostensible Bengali definition [অস্টেন্সাব্ল্] (adjective) (যুক্তি ইত্যাদি) প্রকৃত কারণ গোপন করার চেষ্টায় উপস্থাপন করা হয়েছে এমন; লোকদেখানো; বাহ্যত প্রতীয়মান; আপাত। ostensibly [অস্টেন্সআব্লি] (adverb)
- English Word ostentation Bengali definition [অস্টেন্টেইশ্ন্] (noun) [Uncountable noun] প্রশংসালাভ বা ঈর্ষা জাগ্রত করার জন্য (বিত্ত, বিদ্যা, দক্ষতা ইত্যাদির) প্রদর্শন: The ostentation of the newly rich.
- English Word ostentatious Bengali definition [অস্টেন্টেইশাস্] (adjective) লোক-দেখাতে পছন্দ করে এমন; জাঁকালো: in an ostentatious manner. ostentatiously (adverb)
- English Word osteo-arthritis Bengali definition [অস্টিওউআ:থাইটিস্] (noun) [Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) গেঁটে বাত। osteo-arthritic (adjective)
- English Word osteopathy Bengali definition [অস্টিঅপাথি] (noun) [Uncountable noun] অস্থি ও মাংসপেশির নিপুণ সঞ্চালন দ্বারা কতিপয় রোগের চিকিৎসা। osteopath [অস্টিআপ্যাথ] (noun) এরূপ চিকিৎসাপদ্ধতি প্রয়োগকারী চিকিৎসক।
- English Word ostler Bengali definition [অস্লা(র্)] (noun) (প্রাচীন প্রয়োগ) সরাইখানার অশ্বরক্ষক।
- English Word ostracize, ostracise Bengali definition [অস্ট্রাসাওজ্] (verb transitive) সমাজবিচ্ছিন্ন করা; একঘরে করা: Nonconformists are often ostracized. ostracism [অস্ট্রাসিজাম্] (noun) [Uncountable noun] সমাজবিচ্ছিন্নকরণ বা সমাজবিচ্ছিন্ন হওয়া।
- English Word ostrich Bengali definition [অস্ট্রিস্] (noun) উটপাখি: have the digestion of an ostrich, প্রায় সব কিছু হজম করার ক্ষমতা রাখা।
- English Word other Bengali definition [আদা(র্)] (adjective), (pronoun) ইতিমধ্যে উল্লেখিত হয়নি বা বোঝানো হয়নি এমন (ব্যক্তি বা বস্তু); অন্য; অপর। (১) the other (singular) দুইয়ের মধ্যে দ্বিতীয়টি বা দ্বিতীয় জন: The two are of the same quality. let me take this me, you take the other. One of them is yours, the other is mine. on the other hand (মাঝে মাঝে on the one hand-এর পরে ব্যবহৃত হয়, কিন্তু সর্বদা নয়) অন্যদিকে: He is efficient, but on the other hand quite moody. (২) the others (plural) অন্যগুলো; অন্যেরা: Five of them are yours, the others are mine. Who are the others? (৩) (indefinite article-সহ, এক শব্দ হিসেবে লিখিত ও মুদ্রিত হয়) another [আনাদা(র্)] আর এক; অন্য এক: May I have an other cup of tea? I don’t like this one, can you show me an other? (৪) (কোনো দলের একজন সদস্যের সঙ্গে আর একজনের তুলনা করা হলে সাধারণত other ব্যবহার করা হয়): He is far better as a linksman than any other member of the team. (৫) (phrase-সমূহ) each other, দ্রষ্টব্যeach (৪), every other (ক) এক অন্তর অন্তর, একান্তর: He likes Chinese food, but every other member of his family dislikes it.(খ) এক অন্তর-অন্তর, একান্তর: coming every other day. one an other, দ্রষ্টব্যone 3 (৩) one after the other; one after an other একেএকে; পরপর। ...or other নিশ্চয়তা বা স্পষ্টতার অভাব বোঝাতে ব্যবহৃত হয়: someday or other, কোনো একদিন; somehow or other, কোনো-না কোনোভাবে; someone or other, কোনো একজন। other things being equal অন্য সব কিছু এক রকম হলে/থাকলে: Other things being equal, Selina would marry Kabir, not Kamal], but Kabir is poor and Kamal is rich. the other day কিছুদিন/কয়েকদিন আগে। (৬) ভিন্ন: The problem has to be solved by quite other means. other worldly [আদাওআল্ড্লি] (adjective), (adverb) অন্যভাবে; ভিন্নভাবে: I can’t pay it other than annually.
- English Word otherwise Bengali definition [আদাওআইজ] (adverb) (১) অন্যভাবে; ভিন্নভাবে: He evidently thinks otherwise. (২) অন্যদিক থেকে; ভিন্ন অবস্থায়: It’s a bit cold, but otherwise the days are quite pleasant. □ (conjunction) নয়তো; অথবা: You must not hurry the work, otherwise it may be spoiled.
- English Word otiose Bengali definition [ওউশিওউস্] (adjective) (আনুষ্ঠানিক) অনাবশ্যক; অকেজো।
- English Word otter Bengali definition [অটা(র্)] (noun) [Countable noun] উদ্বিড়াল; ভোঁদর; [Uncountable noun] ভোঁদরের লোম।
- English Word ottoman Bengali definition [আটামান্] (noun) হাতল বা হেলানবিহীন লম্বা গদি-আঁটা আসন।
- English Word oubliette Bengali definition [ঊব্লিএট্] (noun) একমাত্র মেঝেতে কাটা চোরা-দরজাপথেই প্রবেশ করা যায় এমন (ভূগর্ভস্থ) গুপ্ত কারাগার।
- English Word ouch Bengali definition [আউচ্] (interjection) আকস্মিক ব্যথা প্রকাশধ্বনি।
- English Word ought Bengali definition [ওট্] (anomalous finite) ought to উচিত হওয়া; ঠিক হওয়া। (১) (কর্তব্য বা বাধ্যবাধকতা নির্দেশ করে): You ought to go now. Such things ought to be checked. (২) (বা বিধেয়, আকাঙ্ক্ষিত বা যথার্থ তা নির্দেশ করে) : There ought to be more teachers for the school. You ought to read that poem by Jibananando Dash. She ought to have been a dancer. (৩) (সম্ভাব্যতা নির্দেশ করে): He ought to be there by now. That ought to be enough rice for the two of them, ঐ ভাতে দুজনের হওয়ার কথা।