O পৃষ্ঠা ১৪
- English Word oratory Bengali definition [অরাট্রি America(n) ওরাটোরি] (noun) [countable noun] ক্ষুদ্র ব্যক্তিগত উপাসনালয়।
- English Word oratory Bengali definition [অরাট্রি America(n) ওরাটোরি] (noun) [Uncountable noun] বাগ্মিতা; বাগাড়ম্বর।
- English Word orb Bengali definition [ওব্] (noun) গোলক; বিশেষত সূর্য, চন্দ্র বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহ; ক্রুশসংবলিত অলংকৃত গোলক- রাজমুকুট, রাজদণ্ডের মতো যা একটি রাজনিদর্শন।
- English Word orbit Bengali definition [ওবিট্] (noun) গ্রহণক্ষত্রের পরিক্রমণপথ; কক্ষপথ: The orbit of the earth round the sun. □ (verb transitive), (verb intransitive) কক্ষপথে স্থাপন করা; কক্ষপথে ভ্রমণ করা: Our planet takes 3 6 5 days to orbit round the sun. orbital [ওবিট্ল্] (adjective) কক্ষপথসংক্রান্ত; কাক্ষিক: orbital distance. orbit velocity কক্ষপথে স্থাপনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম বেগমাত্রা।
- English Word orchard Bengali definition [ওচাড্] (noun) [countable noun] বেষ্টিত ফলবাগান: mango orchards.
- English Word orchestra Bengali definition [ওকিস্ট্রা] (noun) (১) ঐকতান-বাদকদল; অর্কেস্ট্রা: a dance orchestra. (২) orchestra (pit) রঙ্গমঞ্চে বাদকবৃন্দের জন্য রক্ষিত স্থান। orchestra stalls থিয়েটারকক্ষে সম্মুখসারির আসন। (৩) প্রাচীন গ্রিসে রঙ্গমঞ্চের সামনে উপবৃত্তাকার স্থান, যেখানে সমবেত নৃত্যগীত পরিবেশিত হতো। orchestral [ওকেস্ট্রাল্] (adjective) অর্কেস্ট্রাবিষয়ক; অর্কেস্ট্রার জন্য; অর্কেস্ট্রার দ্বারা: orchestra instruments.
- English Word orchestrate Bengali definition [ওকিস্ট্রেইট্] (verb transitive) অর্কেস্ট্রার জন্য রচনা করা; বিন্যস্ত করা; সুর সংযোজন করা। orchestration [ওকিস্ট্রেইশ্ন্] (noun)
- English Word orchid Bengali definition [ওকিড্] (অপিচ orchis [ওকিস্]) (noun) [countable noun] আলুর গুচ্ছের মতো শিকড় এবং বিচিত্র উজ্জ্বল রং ও আকারের ফুলবিশিষ্ট এক ধরনের লতাগাছ; অর্কিড।
- English Word ordain Bengali definition [ওডেইন্] (verb transitive) (১) পুরোহিত বা ধর্মাধিকারীর পেশা বরণ করা: to be ordained priest. (২) ordain that (ঈশ্বর, আইন, কর্তৃত্ব) স্থির করা; আদেশ দান করা; ভাগ্য স্থির করে দেওয়া: She believed that her marraige was ordained by god.
- English Word ordeal Bengali definition [ওডীল্] (noun) চরিত্র বা সহিষ্ণুতার কঠিন পরীক্ষা; অগ্নিপরীক্ষা।
- English Word order 1 Bengali definition [ওডা(র্)] (noun) (১) [uncountable noun] বিন্যাস; ক্রম: in alphabetical order. in order of অনুসারে: in order of ment. (২) [uncountable noun] সুবিন্যস্ততা; কার্যকর অবস্থা। (not) in order যথাযথ অবস্থায় (নয়): Is everything in order? যেখানে যা থাকার কথা সেখানে তা আছে/সবকিছু ঠিকঠাক আছে? put/leave one’s papers, etc. in order, কাগজপত্র ইত্যাদি গুছিয়ে রাখা। in good order গোলমাল ছাড়া; সুশৃঙ্খলভাবে: The children left the classroom in good order. in good running/working order (বিশেষত মেশিন) ঠিকমতো চলছে এমন অবস্থায়: The machine is in good running order. out of order (মেশিন বা দেহযন্ত্র): The phone is out of order; My stomach is out of order. (৩) [uncountable noun] শৃঙ্খলা: The police were finally able to restore law and order. (৪) [uncountable noun] সভা-সমিতি, সংসদ অধিবেশন ইত্যাদিতে পালিত আচরণবিধি। call (somebody) to order (সংসদের স্পিকার, সভা ইত্যাদির) (চেয়ারম্যান সম্বন্ধে) (কোনো সদস্যকে) প্রচলিত রীতি ও আচরণবিধি মেনে চলতে অনুরোধ করা। be in order to do something বিধিসম্মত হওয়া: It is not order to interrupt. on a point of order কার্যপরিচালনা বিধির প্রশ্নে। Order! Order! আচরণবিধি বা কার্যপ্রণালিবিধি থেকে বিচ্যুতির দিকে দৃষ্টি আকর্ষণের জন্য বলা হয়। order of the day (দিনের) আলোচ্য কর্মসূচি। order-paper (noun) লিখিত বা মুদ্রিত (দিনের) আলোচ্য কর্মসূচি। standing orders, দ্রষ্টব্যstanding (adjective) (১). (৫) [countable noun] আদেশ: We had orders to leave the camp at once. be under orders (to do something) আদেশ পাওয়া: He is under orders to stop disbursing the money. by order of কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী: by order of the Chancellor. under the orders of নির্দেশনাধীন; কর্তৃত্বাধীন। under starters’ orders. দ্রষ্টব্যstart 2 (৬) [countable noun] ফরমাশ; ফরমাশি মাল: an order of a hundred bottles of soft drink. fill an order ফরমাশি মাল সরবরাহ করা। on order ফরমাশ দেওয়া হয়েছে কিন্তু সরবরাহ করা হয়নি এমন। made to order ফরমাশকারীর বিশেষ চাহিদা বা নির্দেশ অনুযায়ী তৈরি। a large/tall order (কথ্য) দুরূহ চাহিদা। order-book (noun) মাল সরবরাহের ফরমাশ লিখে রাখার খাতা। order-from (noun) ফরমাশ দেওয়ার মুদ্রিত ফরম। (৭) [countable noun] অর্থ প্রদানের জন্য বা অন্য কিছু করার কর্তৃত্ব প্রদান করে ব্যাংক অথবা পোস্ট অফিসকে দেওয়া লিখিত নির্দেশ। (banker’s order/postal order): an order on Sonali Bank; a postal order for Tk. 100/- (৮) [countable noun] উদ্দেশ্য; অভিপ্রায়। in order to do something কোনোকিছু করার উদ্দেশ্যে: in order to earn more. in order that এই উদ্দেশ্যে; যাতে করে: in order the he might finish the work in time. (৯) [countable noun] বিশেষভাবে সম্মানিত কোনো গোষ্ঠীভুক্ত ব্যক্তিবর্গ; সম্মান বা পুরস্কার স্বরূপ এরূপ কোনো গোষ্ঠীর সদস্য হিসেবে মনোনীত ব্যক্তিবর্গ: the Order of Merit; এরূপ গোষ্ঠীর সদস্যদের পরিহিত চিহ্ন; নির্দেশন; অভিজ্ঞান: wearing all one’s orders and decorations. (১০) (plural) যাজকবৃত্তি পালনের জন্য বিশপ কর্তৃক প্রদত্ত কর্তৃত্ব। be in/take (holy) orders যাজকবৃত্তি গ্রহণ করা। (১১) [countable noun] যাজকসম্প্রদায়: The Order of Priests. (১২) [countable noun] ধর্মীয় বিধান মতে জীবনযাপনকারী ব্যক্তিবর্গ: The monastic orders. (১৩) [countable noun] স্থাপত্য নমুনার বিশেষত প্রাচীন স্থাপত্যে স্তম্ভরীতির আলোচনা-পর্যালোচনার পদ্ধতি। (১৪) (জীববিদ্যা) [countable noun] প্রাণী, উদ্ভিদ ইত্যাদির শ্রেণিবিন্যাসে শ্রেণির পরবর্তী বিভাগবর্গ: The tiger and the lion belong to the same order.১৫ [uncountable noun] রকম; প্রকার: musical ability of a high order. (১৬) [uncountable noun] সামরিক বাহিনীর বিন্যাস: advance in extended order, advance in open/close order (সৈনিকদের) ফাঁক ফাঁক হয়ে/ঘনবদ্ধ হয়ে অগ্রসর হওয়া।
- English Word order 2 Bengali definition [ওডা(র্)] (verb transitive) (১) আদেশ দেওয়া: The captain ordered the soldiers back to the camp; ফরমাশ দেওয়া: I’ve ordered dinner for 7. 30. order somebody about কাউকে ফরমাশ খাটানো। (২) সাজানো; পরিচালিত করা: He ordered his life according to the teachings of Islam. ordering (noun) সুবিন্যস্তকরণ; সচলকরণ।
- English Word orderly Bengali definition [ওডালি] (adjective) (১) সুবিন্যস্ত; সাজানো-গোছানো; ছিমছাম: an orderly room; শৃঙ্খলাপ্রবণ: a woman with an orderly mind. (২) সদাচারী; সুশৃঙ্খল: an orderly group of boys. (৩) (সামরিক ব্যবহার, শুধু attributive(ly)) আদেশ পালনের সঙ্গে যুক্ত: the orderly officer, দিনের জন্য কর্তব্যরত অফিসার: the orderlyroom, সেনাছাউনিতে কলমের কাজের জন্য নির্দিষ্ট ঘর। □(noun) (সামরিক) সেনা অফিসারের বার্তাবাহক। medical orderly সামরিক হাসপাতালের পরিচালক। orderliness (noun)
- English Word ordinal Bengali definition [ওডিন্ল্ America(n) ওডান্ল্] (noun), (adjective) [countable noun] বিন্যাস বা অবস্থানসূচক (সংখ্যা); পূরণবাচক। ordinal numbers যথা first, second, third, দ্রষ্টব্যcardinal.
- English Word ordinance Bengali definition [ওডিনান্স্] (noun) [countable noun] বিশেষ ক্ষমতাবলে প্রণীত আদেশ, নিয়ম, বিধি ও হুকুম; অধ্যাদেশ: The Presidential ordinances.
- English Word ordinand Bengali definition [ওডিন্যান্ড্ America(n) ওরডান্যান্ড্] (noun) যাজকবৃত্তি গ্রহণের প্রার্থী।
- English Word ordinary Bengali definition [ওডিনরি America(n) ওরডানেরি] (adjective) স্বাভাবিক; সাধারণ; গড়পড়তা: an ordinary meal; of an ordinary height; in ordinary dress. in an ordinary way স্বাভাবিক অবস্থায়। in the ordinary way স্বাভাবিক পথে। in ordinary স্থায়ী নিয়োগ দ্বারা: physician in ordinary to the President. out of the ordinary অসাধারণ। ordinary seaman (সংক্ষেপ OS) যে নাবিক সক্ষম নাবিকের (সংক্ষেপ AB) পদমর্যাদা লাভ করেনি; সাধারণ নাবিক। ordinarily [ওডিনারিলি America(n) ওড্নেরালি] (adverb) স্বাভাবিকভাবে; সাধারণভাবে: behave ordinary, a sight not ordinary seen in the countryside.
- English Word ordination Bengali definition [ওডিনেইশ্ন্ America(n) ওডনেইশ্ন্] (noun) [Uncountable noun] যাজকবৃত্তিতে বরণের অনুষ্ঠান; [countable noun] এরূপ অনুষ্ঠানের দৃষ্টান্ত।
- English Word ordnance Bengali definition [ওড্নান্স্] (noun) [uncountable noun] ভারী কামানের বহর; গোলন্দাজবাহিনী; কামান, বন্দুক প্রভৃতির রসদ। Royal Army Ordnance Corps (America(n)=Ordnance corps) ব্রিটিশ রাজকীয় বাহিনীর যে শাখা সামরিক সরবরাহ নিশ্চিত করে। the Ordnance Survey, গ্রেট ব্রিটেনের নিখুঁত ও পুঙ্খানুপুঙ্খ মানচিত্র (প্রণয়ন)।
- English Word ordure Bengali definition [ওডিউআ(র্) America(n) ওডিউজার্] (noun) [Uncountable noun] বিষ্ঠা; মল; আবর্জনা।