O পৃষ্ঠা ১৮
- English Word ounce Bengali definition [আউন্স্] (noun) (সংক্ষেপ OZ) ওজনের একক; ব্রিটিশ পদ্ধতিতে সোনা-রুপার ওজনে ১ পাউন্ডের বারো ভাগের একভাগ; বাজার-ওজনে ১ পাউন্ডের ষোলভাগের একভাগ।
- English Word our Bengali definition [(আ(র্), আউআ(র্)] (adjective) আমাদের: our parents. Our Father ঈশ্বর। Our Lady কুমারী মেরি। Our Lord যিশুখ্রিষ্ট।
- English Word ours Bengali definition [আজ্ আউআজ্] (pronoun), (predicatively adjective) (যদি বা যেগুলো) আমাদের: This house is ours. This cat of ours never steals any food.
- English Word ourselves Bengali definition [আসেল্ভ্জ্, আউআসেল্ভ্জ্] (pronoun) (১) (reflex) আমাদের নিজেদেরকে: We gave ourselves plenty of time preparing for the trip. (২) (emphat) আমরা নিজেরাই, আমাদের নিজেদেরই: We ourselves have often said those funny things. we had better see the place for ourselves. (all) by ourselves (ক) (অন্য কারো) সাহায্য ছাড়া: We did it (all) by ourselves.(খ) একা; নিঃসঙ্গ: Nobody called, we were all by ourselves, আমরা একা ছিলাম।
- English Word oust Bengali definition [আউস্ট্] (verb transitive) oust somebody (from) (কাউকে তার চাকরি, অবস্থান, কর্তৃত্ব ইত্যাদি থেকে) বিতাড়িত করা বা উচ্ছেদ করা: oust a rival from office.
- English Word out Bengali definition [আউট্] (adverbial particle) (১) দূরে; বাইরে: go out; take somebody out; Out with it! বল; বলে ফেল। (২) (be-সহযোগে বিভিন্ন অর্থে): Mr. Ali is out, আলী সাহেব বাসায় নেই; The DG is out, ডিজি সাহেব অফিসে নেই: The students are out again, ছাত্রেরা আবার (ক্লাসরুম থেকে) বেরিয়ে এসেছে, অর্থাৎ ধর্মঘট করেছে; The book I am looking for is out, লাইব্রেরিতে নেই, অর্থাৎ অন্য কেউ ধার করেছে; The tide is out, জোয়ার নেমে গেছে; The ship was three days out from Chittagong, জাহাজ তিনদিন আগে চট্টগ্রাম ছেড়ে চলে গেছে; The Nationalist Party is out, ক্ষমতায় নেই; Loose trousers are out ফ্যশান নেই, বাজারে চলে না; be out and about (আঘাত বা অসুস্থতায় শয্যাশায়ী ব্যক্তি) উঠে চলতে ফিরতে, বাইরে যেতে সক্ষম হওয়া। (৩) (গৃহ থেকে অনুপস্থিতি নির্দেশ করতে বিভিন্ন phrase-এ ব্যবহার): She doesn’t go out much, সে (ঘরের) বাইরে খুব একটা বেরোয় না; Let’s have an evening out, চল আজ সন্ধ্যেটা বাইরে কাটিয়ে আসি। (৪) (দূরত্বের ধারণার উপর জোর দেওয়ার প্রয়োজনে, adverb(s) ও adverb phrase- সহযোগে ব্যবহৃত হয়): He is out in Iran. The boats are out at sea. What are you doing out there? (৫) (বন্ধ বা বন্দিদশা থেকে মুক্তি, উন্মোচন; উম্মীলন, উদঘাটন, প্রকাশ ইত্যাদি নির্দেশ করতে ব্যবহৃত হয়): The secret is out, রহস্য/গোপন কথা ফাঁস হয়ে পড়েছে; The mango blossom is out, আমের মুকুল ধরেছে; The moon is out, মেঘে ঢাকা নয়; মেঘমুক্ত চাঁদ; His new book on evironment is out, প্রকাশিত হয়েছে; There’s a warrant out against him, তার নামে ওয়ারেন্ট/গ্রেফতারি পরোয়ানা বেরিয়েছে/জারি হয়েছে। (৬) (সমাপ্ত, নিঃশেষিত, নির্বাপিত ইত্যাদি অবস্থা বোঝাতে): The fire is out, আগুন নিভে গেছে; The lease is out, লিজের মেয়াদ শেষ হয়ে গেছে। (৭) (শেষ পর্যন্ত, শেষের দিকে, সম্পূর্ণ বোঝাতে) (নানা verb(s)-সহযোগে): hear somebody out, (কারো কথ্য) শেষ পর্যন্ত শোনা; supplies running out, সরবরাহ শেষের দিকে/শেষ হয়ে যাচ্ছে; fight it out, লড়াই করে বিরোধের মীমাংসা করা; I’m tired out, আমি একেবারে/সম্পূর্ণ ক্লান্ত; I’ll be there before the week is out, সপ্তাহ পূর্ণ/শেষ হওয়ার আগেই সেখানে যাবো। cry one’s eyes out কেঁদে হালকা হওয়া। have it out with somebody, দ্রষ্টব্যout and out সম্পূর্ণ, পুরোপুরি, পুরোদস্তুর: that man is a crook out and out. out and away বহু গুণে: She was out and away the prettiest girl in the room. (৮) (ভুল নির্দেশ করে): He was out in his reckoning, তার গোনায় ভুল হয়েছিল। I hope I’m not far out, আশা করি আমার বড় একটা ভুল হয়নি। (৯) (স্পষ্টতা বা উচ্চকণ্ঠ নির্দেশ করে): Call out, জোরে ডাকা; say something out loud, কোনোকিছু জোরে/উঁচু গলায় বলা; speak out, স্পষ্ট করে, ইতস্তত না করে বলা; bring out the historical significance of a novel. ঐতিহাসিক তাৎপর্য বুঝিয়ে বলা; tell somebody something straight out /right out. কোনোকিছু গোপন না-করে, অস্পষ্টতা না রেখে বলা। (১০) (phrase-সমূহে) be out for (কোনোকিছুর) সন্ধানে বের হওয়া বা রত হওয়া; (কোনোকিছু) পাবার জন্য আগ্রহী হওয়া: Wasn’t she out for compliments? He’s out for your blood, সে তোমার রক্তের জন্য নেমেছে, অর্থাৎ তোমাকে আক্রমণের জন্য কৃতসংকল্প। out to + infinitive চেষ্টা করেছে বা আশা করছে: The company is out to capture the local market. all out সর্বশক্তি নিয়োগ করা: I can tyype 30 words a minute when I am going all out. all-out: make an all-out effort. (১১) (ক্রিকেট) (ব্যাটস্ম্যান) আউট হয়ে যাওয়া: He was out for 50, সে ৫০ রান করে আউট হয়ে যায়। (১২) out of (preposition(al)) (ক) (স্থান) বাইরে: I was out of town last week, শহরের বাইরে ছিলাম; This custom is not found out of the eastern parts of Bangladesh. বাংলাদেশের পূর্বাঞ্চলের বাইরে এ প্রথা দেখা যায় না। (খ) (গতি) থেকে: He walked out of the room. She jumped out of bed. (গ) (অভিপ্রায় বা কারণ নির্দেশ করে): It was done out of spite. He helped me out of kindness. (ঘ) মধ্যে থেকে: one out of ten, দশজনের মধ্যে একজন, দশটির মধ্যে একটি। (ঙ) কোনোকিছু ব্যবহার করে, কোনোকিছুর দ্বারা; থেকে: The walls were made out of clay. Good seldom comes out of evil.(চ) ছাড়া; হীন; হারা: out of breath, দমহারা; out of work, কাজশূন্য; বেকার; out of patience. ধৈর্যহারা। (ছ) (অবস্থা নির্দেশ করে): out of fashion, অপ্রচলিত; out of control, নিয়ন্ত্রণহীন; out of order, অকেজো; out of danger, বিপদমুক্ত। (জ) (উৎস বা উৎপত্তি নির্দেশ করে): a character out of a novel; copy verses out of the Bible; eat out of the same dish. (ঝ) (ফল বা পরিণতি নির্দেশ করে); We tried to reason her out of her fears. The crook cheated me reason her out of her fears. The crook cheated me out of my money. be done (কথ্য= প্রতারিত হওয়া) out of something; frighten somebody out of his wits, ভয়ে হতবুদ্ধি করা বা হতবুদ্ধি হওয়া। (ঞ) (কোনো স্থান থেকে) নির্দিষ্ট দূরত্বে: The gun-boat caught fire 5 miles out of Chittagong. out of it (ক) দল থেকে বাদ (পড়া); এ কারণে মন খারাপ (করা): I felt out of it as I watched the others pick out their partners and join the dance. (খ) (কোনোকিছুর সঙ্গে) জড়িত না-থাকা; ভাবিত না-হওয়া: It’s a dubious project and I’m glad to be out of it. (১৩) (noun হিসেবে) the inns and (the) outs (ক) যারা ক্ষমতায় আছে আর যারা ক্ষমতার বাইরে আছে; সরকার ও বিরোধী দল। (খ) খুঁটিনাটি। □ (verb transitive) (অপশব্দ বা কথ্য) বলপ্রয়োগে বের করে দেওয়া বা নির্গত করা।
- English Word out-of-date Bengali definition [আউটআভ্ডেইট্] (adjective) আধুনিক নয়; ফ্যাশনেবল নয়; সেকেলে: out-of-date styles.
- English Word out-of-door Bengali definition [আউটঅভডো(র্)] (attributively adjective)=outdoor.
- English Word out-of-doors Bengali definition [আউট অভ্ ডোজ্] (adverb)=outdoors.
- English Word out-of-the-way Bengali definition [আউট আভ্ দা ওএই] (adjective) (১) সুদূর; নির্জন; স্বতন্ত্র: an out-of-the-way cottage. (২) সবাই জানে না এমন: sources of knowledge that are quite out-of-the-way.
- English Word outback Bengali definition [আউট্ব্যাক্] (adjective), (noun) প্রত্যন্ত ও জনবিরল; (স্থান)।
- English Word outbalance Bengali definition [আউট্ব্যালান্স্] (verb transitive) ভারাবনত করা; ওজনে ছাড়িয়ে যাওয়া।
- English Word outbid Bengali definition [আউট্বিড্] (verb transitive) নিলামে উচ্চতর ডাক দেওয়া; নিলামের ডাকে (অন্যকে) ছাড়িয়ে যাওয়া।
- English Word outboard Bengali definition [আউট্বোড্] (attributively adjective) জাহাজ বা নৌকার প্রান্তদেশে স্থাপিত। outboard motor (noun) নৌকার পশ্চাৎ বা বহির্ভাগে বসানো এবং পৃথক করা যায় এমন ইনজিন।
- English Word outbreak Bengali definition [আউট্ব্রেইক্] (noun) [countable noun] প্রকাশ; প্রাদুর্ভাব; an outbreak of cholera.
- English Word outbuilding Bengali definition [আউট্বিল্ডিঙ্] (noun) (মূলভবন থেকে আলাদা) চালা; কাছারিঘর; আস্তাবল ইত্যাদি জাতীয় ঘর; উপগৃহ: a large house with useful outbuildings.
- English Word outburst Bengali definition [আউট্বাস্ট্] (noun) [countable noun] (বাষ্প, শক্তি, ক্রোধ, উল্লাস ইত্যাদির) বিস্ফোরণ বা বহিঃপ্রকাশ।
- English Word outcast Bengali definition [আউট্কা:স্ট্ America(n) আউট্ক্যাস্ট্] (noun), (adjective) গৃহ বা সমাজ তাড়িত (ব্যক্তি বা প্রাণী); গৃহহীন ও নির্বান্ধব (ব্যক্তি)।
- English Word outcaste Bengali definition [আউট্কা:স্ট্ America(n) আউট্ক্যাস্ট্] (noun), (adjective) (যেমন ভারতে) জাতিচ্যুত (ব্যক্তি)।
- English Word outclass Bengali definition [আউটক্লা:স America(n) আউটক্ল্যাস্] (verb transitive) শ্রেষ্ঠতর হওয়া; উৎকর্ষে ছাড়িয়ে যাওয়া।