N পৃষ্ঠা ১৭
- English Word nose 1 Bengali definition [নোজ্] (noun) (১) নাক; নাসা; নাসিকা; ঘ্রাণেন্দ্রিয়। bite/snap somebody’s nose (head অধিক প্রচলিত) nose off সক্রোধে কড়া জবাব দেওয়া। count/tell noses (heads অধিক প্রচলিত) (বিশেষত ভোটের সময় সমর্থকদের) মাথা গোনা। cut off one’s nose to spite one’s face নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। follows one’s nose (সোজা) নাক বরাবর চলা; সহজাত প্রবৃত্তি দ্বারা চালিত হওয়া। keep a person’s nose to the grindstone নিরন্তর কঠিন পরিশ্রম করানো। lead somebody by the nose, দ্রষ্টব্যlead (২). look down one’s nose at somebody কারো সঙ্গে উদ্ধত আচরণ করা। pay through the nose অত্যধিক মূল্য দেওয়া। poke/stick one’s nose into (somebody else’s business) (অন্যের ব্যাপারে) নাক গলানো। put somebody’s nose out of joint, দ্রষ্টব্যjoint 2 (২). turn one’s nose up at ঘৃণায় নাসিকাকুঞ্চন করা; নাক সিটকানো। as plain as the nose on one’s face দিনের মতো পরিষ্কার; স্বতঃস্পষ্ট। (right) under one’s very nose (ক) নাকের ডগায়;(খ) (বিরাগ বা অননুমোদনের পরোয়া না-করে) মুখের উপর। (২) ঘ্রাণশক্তি; নাক: a dog with a good nose; (লাক্ষণিক) a newsman with a nose for news/scandal. (৩) আকৃতি বা অবস্থানে নাকসদৃশ কোনো বস্তু, যেমন পাইপ, ভস্ত্রা, বকযন্ত্র প্রভৃতির খোলা মুখ; বিমানের সবচেয়ে সম্মুখবর্তী অংশ। (৪) (যৌগশব্দ) nosebag (noun) ঘোড়ার মুখের সামনে বাঁধা খাবারের (যব, ছোলা ইত্যাদি) থলে। nosebleed (noun) নাসিকা থেকে রক্তস্রাব। nosecone (noun) রকেট বা নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের (সাধারণত বিযোজনযোগ্য) সবচেয়ে সম্মুখবর্তী অংশ; সম্মুখশঙ্কু। nosedive (noun) বিমানের সোজা নিম্নমুখী অবতরণ; অধোমুখ ঝাঁপ। □ (verb intransitive) (বিমান) অধোমুখে ঝাঁপ দেওয়া। nose-flute (noun) (এশিয়ার কোনো কোনো দেশে ব্যবহৃত) নাক দিয়ে বাজানোর বাঁশি। nosegay (noun) (বিশেষত সুগন্ধ) ফুলের তোড়া। nose ring (noun) গবাদি পশুর নাকে লাগানোর আংটা; নাকের আংটা। nose-wheel (noun) বিমানের সম্মুখের চাকা। -nosed (suffix) (যৌগশব্দে): red-nosed, আরক্তনাসা। long nosed, উন্নত নাক।
- English Word nose 2 Bengali definition [নোজ্] (verb transitive), (verb intransitive) (১) সতর্কভাবে সামনে এগোনো; ঠেলে ঠেলে অগ্রসর হওয়া: The motor-launch nosed its way through fishing nets. (২) nose something out গন্ধ শুঁকে আবিষ্কার করা: The reporter nosed out a scandal. (৩) nose about (for something) (কোনো কিছুর) গন্ধ শুঁকে বেড়ানো; (লাক্ষণিক. ) খুঁজে বেড়ানো; খোঁজাখুঁজি করা। nose into something নাক গলানো: to nose into others people’s affairs.
- English Word nosey, nosy Bengali definition [নোজি] (adjective) (noseier, noseiest) (noun) (অপশব্দ) কৌতূহলী (লোক)। nosey parkar (noun) (কথ্য) কৌতূহলী লোক।
- English Word nosh Bengali definition [নশ্] (noun) [uncountable noun] (British/Britain অপশব্দ) খাবার। nosh-up (noun) উত্তম আহার। □ (verb intransitive) (কথ্য) খাওয়া।
- English Word nosology Bengali definition [নসলাজি] (noun) রোগের শ্রেণিকরণবিষয়ক বিদ্যা; রোগের শ্রেণিবিভাগ।
- English Word nostalgia Bengali definition [নসট্যালাজা] (noun) [uncountable noun] গৃহকাতরতা; অতীতবিধুরতা। nostalgic [নস্ট্যালজিক্] (adjective) গৃহকাতর; অতীতস্মৃতিবিধুর। nostalgically [নস্ট্যালজিক্লি] (adverb) গৃহকাতরভাবে; স্মৃতিবিধুরভাবে।
- English Word nostril Bengali definition [নস্ট্রাল্] (noun) নাসারন্ধ্র।
- English Word nostrum Bengali definition [নস্ট্রাম্] (noun) [countable noun] (সাধারণত অবজ্ঞাপূর্ণ) টোটকা (ওষুধ); হাতুড়ে ওষুধ; রাজনৈতিক ও সামাজিক সংস্কারপরিকল্পনা (হাতুড়ে চিকিৎসা নামে পরিচিত)।
- English Word not Bengali definition [নট্] (adverb) (১) (নঞর্থকতা প্রকাশ করার জন্য anomalous finite verb(s) -এর সঙ্গে ব্যবহৃত হয়): is not; must not; has n’t. (২) (nonfinite verb(s)- এর সাথে ব্যবহৃত হয়): I advised him not to be too liberal with his money. (৩) (that-clause- এর তুল্যমূল্য হিসেবে কোনো কোনো verb-এর পরে বসে, বিশেষত think, suppose, believe, expect, fear, fancy, trust, hope, seem, appear, be affraid- এর পরে): ‘Are you coming tomorrow?’ ‘I’m afraid not’ (=I am afraid that I’m not coming tomorrow). (৪) (কোনো কোনো বাক্যাংশে পদলোপী ব্যবহার) as likely as not সম্ভবত: She will be returning by the next week, as likely as not. as soon as not, দ্রষ্টব্যsoon (৫). not at all [নট্ আটোল্] স্বাস্থ্যসম্পর্কিত জিজ্ঞাসা ইত্যাদির শিষ্টাচারমূলক জবাব হিসেবে ব্যবহৃত ‘আদৌ না’: ‘ Thank you very much’ - ‘Not at all’ (ও কিছু না)। not that এমন নয় যে: If you ever give the boy money- not that I ever saw you giving it- you would be responsible for his perdition. not but what তা সত্ত্বেও; তথাপি; যদিও: He can’t lift that box; not but what a stronger man might be able to lift it. (৫) (কমিয়ে বলার সময়): not a few, অনেক; not seldom, প্রায়ই; not without reason, সঙ্গত কারণেই; not half, (অপশব্দ) অতিমাত্রায়; in the not-so-distant past, নিকট অতীতে। (৬) (কোনো কিছুর অনুপস্থিতি বা উলটোটা নির্দেশ করতে ব্যবহৃত হয়): not here; not anything; not good/beautiful.
- English Word nota bene Bengali definition [নোটা বেনেই] (verb) (imperative) (লাতিন) (সংক্ষেপ NB, nb [এন্বী]) সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।
- English Word notable Bengali definition [নোটাব্ল্] (adjective) লক্ষণীয়; স্মরণীয়; উল্লেখযোগ্য; বিশিষ্ট: notable artists/events. notably [নোটাব্লি} (adverb) লক্ষণীয়ভাবে ইত্যাদি। notability [নোটাবিলাটি] (noun) (plural notabilities) (১) [countable noun] উল্লেখযোগ্যতা; বিশিষ্টতা। (২) [countable noun] উল্লেখযোগ্য/বিশিষ্ট ব্যক্তি।
- English Word notary Bengali definition [নোটারি] (noun) (plural notaries) (প্রায়ই notary public) কিছু কিছু আইনঘটিত লেনদেন সম্পাদনের, বিশেষত আইনসম্মত দলিলাদি স্বাক্ষরিত হওয়ার সময় তার প্রত্যক্ষদর্শিতা লিপিবদ্ধকরণের অধিকারসম্পন্ন কর্মকর্তাবিশেষ; লেখ্যপ্রামাণিক; নোটারি।
- English Word notation Bengali definition [নোটেইশ্ন্] (noun) (১) [countable noun] সংখ্যা, পরিমাণ, সুর ইত্যাদির প্রতিনিধিত্বমূলক সংকেত বা প্রতীক ব্যবহারের পদ্ধতি; অঙ্কপাতন; স্বরলিপি। (২) উক্তরূপ সংকেত বা প্রতীকের সাহায্যে সংখ্যা ইত্যাদির প্রতিরূপ অঙ্কন; সংকেতলেখন।
- English Word notch Bengali definition [নচ্] (noun) (কোনো কিছুর উপর) v- আকৃতির কর্তন; খাঁজ; (America(n)) গিরিসংকট; গিরিপথ। □ (verb transitive) (১) (verb-আকৃতির) খাঁজ কাটা। (২) notch up (কথ্য) প্রতিষ্ঠা করা: notch up a new record.
- English Word note 1 Bengali definition [নোট্] (noun) (১) স্মৃতিকে সাহায্য করার জন্য (তথ্য ইত্যাদির) সংক্ষিপ্ত বিবরণ; টেকো; নোট; to speak without notes. notebook (noun) টুকে রাখার জন্য খাতা; নোটবই। (২) ক্ষুদ্র চিঠি: an exchange of notes between two governments. notepaper (noun) [uncountable noun] (বিশেষত ব্যক্তিগত) চিঠি লেখার কাগজ; চিঠির কাগজ। (৩) টীকাটিপ্পনী। দ্রষ্টব্যfoot 1 (৮) ভুক্তিতে footnote. (৪) পর্যবেক্ষণ (লিখিত হতে হবে এমন কোনো কথা নেই): compare notes with somebody, মতামত; অভিজ্ঞতা ইত্যাদি বিনিময় করা। (৫) (America(n)= bill) কাগজের টাকা; নোট: a Tk 10 note. (৬) (সংগীতের একক) সুর; স্বরলিপিতে সুরের সংকেত; পিয়ানো; হারমোনিয়াম ইত্যাদি যন্ত্রের একেকটি ঘাট। sound a note of warning (against somebody) কোনো কিছুর বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করা। strike the right note বক্তা শ্রোতাদের অনুমোদন বা সহানুভূতি অর্জন করতে পারেন এমনভাবে কথা বলা। strike/sound a false note (লাক্ষণিক) এমন কিছু করা বা বলা, যাতে মানুষের সহানুভূতি বা অনুমোদন থেকে বঞ্চিত হতে হয়। (৭) (বিশেষত কণ্ঠস্বরের) এমন কোনো গুণ যা কোনো কিছুর প্রকৃতি নির্দেশ করে (সাধারণত indefinite article- সহ singular); সুর: Did you notice a note of condescension in his speech? (৮) [uncountable noun] গুরুত্ব; বিশিষ্টতা: a painter of note, বিশিষ্ট চিত্রশিল্পী। (৯) [uncountable noun] দৃষ্টি; মনোযোগ: worthy of note, লক্ষণীয়; উল্লেখযোগ্য: take note of something, লক্ষ করা; মনোযোগ দেওয়া।
- English Word note 2 Bengali definition [নোট] (verb transitive) (১) লক্ষ করা; মনোযোগ দেওয়া: Please note what she says. (২) note something (down) টোকা; টুকে দেওয়া; লিখে রাখা: The journalist noted down what the minister said. noted (adjective) প্রসিদ্ধ; বিখ্যাত; সুপরিচিত; বিশিষ্ট: a country noted for its hospitality. noteworthy (adjective) উল্লেখযোগ্য; লক্ষণীয়।
- English Word nothing Bengali definition [নাথিঙ্] (noun) (১) (adjective, infinitive ইত্যাদির পরে বসে) কিছু-না; একটুও না; অবস্তু: There’s nothing wrong in his approach. She’s five feet nothing, ঠিক পাঁচ ফুট। (২) (বাক্যাংশ) be nothing to (ক) ঔদাসীন্যের বিষয় হওয়া: He’s nothing to her, তার সম্পর্কে নিঃস্পৃহ। (খ) তুলনায় কিছুই না/অকিঞ্চিত্কর হওয়া: His succes is nothing to yours. come to nothing ব্যর্থ/নিষ্ফল হওয়া। go for nothing নিষ্ফল হওয়া; মাঠে মারা যাওয়া: Several weeks’ strenuous efforts all gone for nothing. Six months’ hard work all gone for nothing. have nothing to do with (ক) পরিহার করা; সংশ্রব না-রাখা: He advised me to have nothing to do with that association. (খ) সংশ্রব/সম্বন্ধ না-থাকা; মাথাব্যথার কারণ না-হওয়া: These things have nothing to do with you, তোমার মাথাব্যথার বিষয় নয়। make nothing of মাথামুণ্ডু কিছুই বুঝতে না- পারা। mean nothing to (ক) অর্থহীন হওয়া: These paintings mean nothing to me. (খ) আগ্রহের বিষয় না-হওয়া: I had a liking for the girl but she means nothing to me now. to say nothing of উল্লেখ না-করা; ছেড়ে দেওয়া: She’s three houses and two shops in the city, to say nothing of her deposits in banks, ব্যাংকে তার সঞ্চিত অর্থের কথা না-ই বা বললাম। think nothing of কিছুই/উল্লেখযোগ্য মনে না-করা: She thinks nothing of having an evening out with a stranger. think nothing of it কারো ধন্যবাদ; ক্ষমাপ্রার্থনা ইত্যাদির জবাবে বন্ধুসুলভ জবাব; ও কিছু না: ‘Please excuse me for being late?’ - ‘Oh, think nothing of it’. for nothing (ক) বিনামূল্যে। (খ) শুধু শুধু; খামোকা; অহেতুক; বৃথা: I have spent a whole day for nothing. next to nothing, দ্রষ্টব্যnext. nothing but কেবল; একমাত্র; শুধু; ব্যতীত...না: Nothing but a disaster will make him change his course. There’s nothing for it but to … ছাড়া এ বিষয়ে আর কিছু করার নেই; আমরা একমাত্র যা করতে পারি, সে হচ্ছে...। Nothing doing! (কথ্য) অনুরোধ ইত্যাদির প্রত্যাখ্যানসূচক অভিব্যক্তি; হওয়ার নয়। □ (adverb) মোটেই না; কোনোভাবেই না: The play is nothing near as interesting as I expected. nothingness (noun) [uncountable noun] অনস্তিত্ব; নাস্তি; শূন্যতা; অসারতা।
- English Word notice Bengali definition [নোটিস্] (noun) (১) [countable noun] (লিখিত বা মুদ্রিত) বিজ্ঞপ্তি; প্রজ্ঞপ্তি: put up a notice. notice-board (noun) বিজ্ঞপ্তিফলক। (২) [uncountable noun] সতর্কীকরণ; বিজ্ঞপ্তি: give an employee a month’s notice, এক মাসের বিজ্ঞপ্তি দেওয়া; leave without notice. (do something) at short notice অল্প সময়ের প্রস্তুতিতে কিছু করা। (৩) [uncountable noun] মনোযোগ; দৃষ্টি। be beneath one’s notice মনোযোগ লাভের অযোগ্য: The political gimmicks are beneath our notice. bring something to somebody’s notice কারো গোচরে আনা; কোনো কিছুর প্রতি কারো দৃষ্টি আকর্ষণ করা। come to somebody’s notice গোচরে আসা; কারো দৃষ্টিআকর্ষণ করা: It has come to my notice that..., আমি জানতে পেরেছি যে, ..…। sit up and take notice (রোগী প্রভৃতি) সেরে ওঠার লক্ষণ প্রকাশ করা; নড়েচড়ে ওঠা। make somebody sit up and take notice তীক্ষ্ণভাবে সচেতন করে তোলা: The innovation should make our rivals sit up and take notice, আমাদের প্রতিদ্বন্দ্বীরা. চঞ্চল হয়ে উঠবেন। take no notice (of something) (কোনো কিছুর প্রতি) ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা; ধর্তব্যের মধ্যে না-আনা। (৪) [countable noun] (সাময়িকীতে নতুন বই, নাটক ইত্যাদির) সংক্ষিপ্ত আলোচনা। □ (verb transitive), (verb intransitive) (১) লক্ষ/খেয়াল/পর্যবেক্ষণ করা: Did you notice him? He didn’t notice me. (২) সংক্ষিপ্ত আলোচনা করা। noticeable [নোটিসাব্ল্] (adjective) লক্ষণীয়। noticeably [নোটিসাব্লি] (adverb) লক্ষণীয়ভাবে।
- English Word notifiable Bengali definition [নোটিফাইআব্ল্] (adjective) (বিশেষত যেসব রোগ নিয়ে জনস্বাস্থ্য বিভাগকে অবহিত করা আবশ্যক তাদের সম্বন্ধে) অবশ্যজ্ঞাপনীয়; অবশ্যনিবেদ্য।
- English Word notify Bengali definition [নোটিফাই] (verb transitive) (past tense, past participle notified) notify somebody of something; notify something to somebody অবহিত/পরিজ্ঞাত/বিদিত করা; জ্ঞাপন করা; বিজ্ঞপ্তি দেওয়া: notify the police of a burglary; notify a burglary to the police. notification [নোটিফিকেইশ্ন্] (noun) [uncountable noun] বিজ্ঞপ্তি প্রদান; প্রজ্ঞাপন; [countable noun] বিজ্ঞপ্তি; (জন্ম, মৃত্যু, সংক্রামক রোগের প্রাদুর্ভাব ইত্যাদি সম্বন্ধে কর্তৃপক্ষের কাছে) অধিসূচনা।