N পৃষ্ঠা ১৮
- English Word notion Bengali definition [নোশ্ন্] (noun) [countable noun] (১) ধারণা; ভাব; ভাবনা; অভিমত: He’s curious notions about education. (২) (past participle) (America(n)) রকমারি টুকিটাকি। দ্রষ্টব্য novelty(৩).notional [নোশান্ল্] (adjective) (১) (জ্ঞান) জল্পনামূলক; মনঃকল্পিত; পরীক্ষা-নিরীক্ষার উপর প্রতিষ্ঠিত নয় এমন; ধারণাশ্রয়ী। (২) নামমাত্র; নিদর্শনমূলক।
- English Word notorious Bengali definition [নোটোউরিআস্] (adjective) (বিশেষত কুকীর্তির জন্য) ব্যাপকভাবে পরিচিত; কুখ্যাত; কুপ্রসিদ্ধ: a notorious smuggler. notoriously (adverb) কুখ্যাতরূপে। notoriety [নোটারাইআটি] (noun) [uncountable noun] কুখ্যাতি; অপযশ; অখ্যাতি।
- English Word notspot Bengali definition [নট্স্পট্] (noun) (plural notspots) ('not' আর 'hotspot' মিলে তৈরি) (অপিচ 'not-spot' বা 'not spot') যেখানে ইন্টারনেট এক্সেস খুবই ধীরগতির অথবা ব্রডব্যান্ড সংযোগ মোটেও নেই: BanglaLink is running its notspot campaign.
- English Word nougat Bengali definition [নূগা: America(n) নূগাট্] (noun) চিনি, বাদাম ইত্যাদি দিয়ে তৈরি শক্ত মিঠাইবিশেষ।
- English Word nought Bengali definition [নোট্] (noun) (১) কিছু না। bring somebody/something to nought বিনষ্ট/ধ্বংস করা; সর্বনাশ করা। come to nought সর্বনাশ হওয়া; ব্যর্থ হওয়া। set somebody/something at nought উপেক্ষা/অমান্য করা; তোয়াক্কা না-করা; অবজ্ঞা/তুচ্ছতাচ্ছিল্য করা। (২) ‘০’ রাশি; শূন্য: point nought one, অর্থাৎ nought .0 1. noughts and crosses এক ধরনের খেলা যাতে সারি সারি ঊর্ধ্বাধ ও অনুভূমিক বর্গক্ষেত্রে শূন্য ও ক্রস বসাতে হয়।
- English Word noumenon Bengali definition [নূমিনন্ (noun) (গ্রিক) (plural noummena [নূমিনা]) (দর্শন) সব প্রাতিভাসিক গুণবর্জিত, বিশুদ্ধ বুদ্ধিবৃত্তিক স্বজ্ঞার বিষয়।
- English Word noun Bengali definition [নাউন্] (noun) (ব্যাকরণ) বিশেষ্য।
- English Word nourish Bengali definition [নারিশ্] (verb transitive) (১) পুষ্টিসাধন/পোষণ করা; পরিপুষ্ট করা; উর্বরতা বাড়ানো: nourishing food, পুষ্টিকর খাদ্য; nourish the soil. (২) (অনুভূতি) পোষণ/লালন করা: nourish feelings of hatred; nourishment (noun) [uncountable noun] পুষ্টি; খাদ্য।
- English Word nous Bengali definition [নাউস্] (noun) [uncountable noun] (গ্রিক) (১) (দর্শন) ধী; ধীশক্তি; (ঐশী বা দিব্য) যুক্তি। (২) (British/Britain কথ্য) কাণ্ডজ্ঞান; সহজবুদ্ধি; কর্তব্যবুদ্ধি।
- English Word nouveau riche Bengali definition [নূভোউ রীশ্] (noun) (সাধারণত plural-এ nouveaux riches, উচ্চারণ অপরিবর্তিত) (ফরাসি) নব্য ধনী (বিশেষত যারা ধনের জাঁক করে)।
- English Word nova Bengali definition [নোভা] (noun) (plural novas, novae [নোভী]) (জ্যোতির্বিদ্যা) যে নক্ষত্রের ঔজ্জ্বল্য কিছুকালের জন্য হঠাৎ বৃদ্ধি পায়; নবজ্যোতিষ্ক।
- English Word novel 1 Bengali definition [নভ্ল্] (adjective) অভিনব; অদ্ভুত; অপূর্ববিদিত: novel ideas.
- English Word novel 2 Bengali definition [নভ্ল্] (noun) উপন্যাস। novelette [নভ্লেট্] (noun) ছোট উপন্যাস; উপন্যাসিকা। novelist [নভ্লিস্ট্] (noun) ঔপন্যাসিক।
- English Word novelty Bengali definition [নভ্ল্টি] (noun) (plural novelties) (১) [uncountable noun] নতুনত্ব; অভিনবত্ব। (২) [countable noun] অভিনব বস্তু; ভাব; অদ্ভুত বা অপরিচিত কোনো কিছু। (৩) (plural) স্বল্পমূল্যের বিবিধ পণ্য, যেমন খেলনা, ছোট ছোট অলংকার ইত্যাদি; রকমারি সামগ্রী।
- English Word November Bengali definition [নোভেম্বা(র্)] (noun) নভেম্বর (মাস)।
- English Word novice Bengali definition [নভিস্] (noun) (বিশেষত সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হওয়ার জন্য) এখনো যে শিক্ষাগ্রহণে নিযুক্ত এবং অভিজ্ঞতাহীন; নবব্রতী; শিক্ষানবিশ। noviciate, novitiate [নাভিশিআট্] (noun(s)) শিক্ষানবিশির কাল; শিক্ষানবিশি; নবব্রতিত্ব।
- English Word now Bengali definition [নাউ] (adverb) (১) এখন; বর্তমান পরিস্থিতিতে। (২) (preposition(al)- এর পরে ব্যবহৃত): Till now she is all right. (৩) (বাক্যাংশ) (every) now and then/again মাঝে মধ্যে; কখনো সখনো; সময়ে সময়ে; কখনো কখনো: They visit their parents every now and then. now...now/then...একবার ...আরেকবার: She is very moody, now cheery, now /then melancholic. (৪) এক্ষুনি; এই মুহূর্তে; অবিলম্বে: Now or never. just now, দ্রষ্টব্যjust 2 (৬). (৫) (সময়ের সঙ্গে সম্বন্ধনিরপেক্ষভাবে বক্তার মেজাজ নির্দেশ করতে/কারণ ব্যাখ্যা, সতর্কীকরণ, সান্ত্বনাদান প্রভৃতি উদ্দেশ্যে ব্যবহৃত) এখন: Now the king was exceedingly angry; (ব্যাখ্যা); No monkey trick now (সতর্কীকরণ)। now, now; now then (বাক্যের শুরুতে, প্রায়ই প্রতিবাদ বা হুঁশিয়ারি হিসেবে কিংবা নিছক মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহৃত) তা এখন: Now then, what can I do for you? □ (conjunction) যেহেতু: Now (that) you have approached me, I shall give you the correct information.
- English Word nowadays Bengali definition [নাউআডেইজ্] (adverb) আজকাল; আজকের দিনে।
- English Word nowhere Bengali definition [নোওয়েআ(র্) America(n) নোহোয়েআর্] (adverb) কোথাও না। come (in)/be nowhere (প্রতিযোগিতা) ধারে কাছেও না-আসা/থাকা।
- English Word noxious Bengali definition [নক্শাস্] (adjective) অনিষ্টকর; ক্ষতিকর; অপকারী: noxious gases. noxiously (adverb) অনিষ্টজনকরূপে। noxiousness (noun) অনিষ্টকারিতা; অপকারিতা।