I পৃষ্ঠা ২৯
- English Word injury Bengali definition [ইন্জারি্] (noun) (plural injuries) (১) [uncountable noun] অপকার; ক্ষতি; অনিষ্ট; আহত; পীড়া। do somebody an injury ক্ষতি/অপকার/অনিষ্ট করা। (২) [countable noun] ক্ষত; জখম; আঘাত।
- English Word injustice Bengali definition [ইন্জাস্টিস্] (noun) [uncountable noun, countable noun] অবিচার; অন্যায়। do somebody an injustice কারো প্রতি অন্যায়/অবিচার করা।
- English Word ink Bengali definition [ইঙ্ক্] (noun) [uncountable noun] কালি; মসি। ink-bottle (noun) কালির বোতল ink-pot (noun) দোয়াত; মসিপাত্র। ink-pad (noun) (সিল মারার জন্য) কালির প্যাড inkstand (noun) দোয়াতদান। inkwell (noun) (ডেস্কে) (গর্তের মধ্যে রাখার উপযোগী দোয়াত; মসিধানী)। □(verb transitive) ink(in) মসিচিহ্নিত করা; কালির আঁচড় দেওয়া; কালি মাখানো: ink one’s fingers; ink in a drawing. পেনসিলে আঁকা ছবিতে কালির রেখা টানা। inky (inkier, inkiest) মসিলিপ্ত; কালিমাখা; মসিবর্ণ; মসিকৃষ্ণ; মসিময়।
- English Word inkling Bengali definition [ইঙ্ক্লিঙ্] (noun) [countable noun] give somebody/have/get an/some no inkling (of something) (কোনোকিছুর) আভাস/ইঙ্গিত পাওয়া/দেওয়া ইত্যাদি।
- English Word inlaid Bengali definition [ইন্লেইড্] inlay-র, past participle, past tense
- English Word inland Bengali definition [ইন্লান্ড্] (adjective) (১) দেশের অভ্যন্তরে সমুদ্র বা সীমান্ত থেকে বহুদূরে অবস্থিত; দেশমধ্যবর্তী; সমুদ্র দূরবর্তী: inland towns; the Inland Sea of Japan, বড় বড় দ্বীপের দ্বারা প্রায়-বেষ্টিত জাপান সাগর। (২) দেশের অভ্যন্তরে নিষ্পন্ন বা প্রাপ্ত; আন্তর্দেশীয়; আভ্যন্তর: inland (=domestic) trade, অন্তর্বাণিজ্য। the inland Revenue (British/Britain) (আমদানিকৃত পণ্যের উপর আরোপিত কর বাদে) দেশের অভ্যন্তরে করের মাধ্যমে প্রাপ্ত অর্থ; অভ্যন্তরীণ রাজস্ব; (কথ্য) উক্ত রাজস্ব আদায়ের দায়িত্বে নিয়োজিত বিভাগ। □ (adverb) [ইন্ল্যান্ড্] অভ্যন্তরীণভাবে; অভ্যন্তর অভিমুখে।
- English Word inlaws Bengali definition [ইন্লোজ্] (noun) (plural) বৈবাহিকসূত্রে আত্মীয়, কুটুম।
- English Word inlay Bengali definition [ইন্লেই] (verb transitive) (past tense, past participle inlaid [ইন্লেইড্]) inlay (in/into/with) (কাট, ধাতু ইত্যাদির নকশা অন্য ধরনের কাঠ বা ধাতুর উপর) খচিত করা: gold inlaid into ivory; ivory inlaid with gold. □ (noun) [ইন্লেই] (১) [uncountable noun] সোনা, রুপা, কাঠ ইত্যাদির উক্তরূপ কাজ, খচিতকরণ; উক্ত কাজের জন্য ব্যবহৃত উপকরণাদি; খচিত নকশা, আলেখ্য ইত্যাদি। (২) [countable noun, uncountable noun] (দন্তচিকিৎসা) দাঁতের গর্তে সোনা, প্লাস্টিক ইত্যাদির নিরেট পূর্তিবিশেষ এবং ঐরূপ পূর্তিকরণের পদ্ধতি; খচিত; খচিতকরণ।
- English Word inlet Bengali definition [ইন্লেট্] (noun) (১) কোনো বৃহৎ জলরাশি (যেমন সাগরে, হ্রদ) থেকে স্থলভাগের অভ্যন্তরে প্রবিষ্ট কিংবা দুই বা ততোধিক দ্বীপের মধ্যবর্তী সংকীর্ণ জলখণ্ড, খাড়ি। (২) (নিবিষ্ট বা প্রবিষ্ট কোনো বস্তু যেমন পোশাকের মধ্যে); নিহিত দ্রব্য। (৩) (attributive(ly)) অন্তর্গামী; প্রবেশ: inlet and outlet channels, অন্তর্নালি ও বহির্নালি (যেমন জলাশয়ের)।
- English Word inmate Bengali definition [ইন্মেইট্] (noun) বিশেষত হাসপাতাল, কারাগার বা অন্য কোনো প্রতিষ্ঠানে একত্র বসবাসকারীদের একজন; নিবাসী; বাসিন্দা।
- English Word inmost Bengali definition [ইন্মোউস্ট্] (adjective) সর্বাধিক অন্তর্মুখী; উপরিতল থেকে সর্বাধিক দূরবর্তী; অন্তরতম; অন্তরতমস্থ; অভ্যন্তরস্থ: my inmost feelings.
- English Word inn Bengali definition [ইন্] (noun) পান্থশালা; সারাই; উত্তরণশালা চটি। দ্রষ্টব্যhotel. innkeeper (noun) সরাইওয়ালা; উত্তরণ গৃহপতি; চটির মলিক। (২) inn of Court ব্যবহারজীবীর পেশা গ্রহণের অধিকার দানের অনন্য ক্ষমতাসম্পন্ন লন্ডনস্থ চারটি ব্যবহারজীবীর সমিতির যেকোনো একটি। দ্রষ্টব্যbar 1(১২).
- English Word innards Bengali definition [ইনাড্জ্] (noun) (plural) (কথ্য) (১) জঠর ও অন্ত্র; নাড়িভুঁড়ি। (২) যেকোনো আভ্যন্তর অংশ।
- English Word innate Bengali definition [ইনেইট্] (adjective) (গুণ ইত্যাদি) সহজাত; সহজ; নিজ; স্বভাবজ; অন্তর্জাতা: innards love of beauty. innately (adverb) সহজাতভাবে; স্বভাবত; সহজভাবে।
- English Word innavigable Bengali definition [ইনন্যাভিগাব্ল্] (adjective) নৌ-চলাচলের অযোগ্য; অনাব্য।
- English Word inner Bengali definition [ইনা(র্)] (adjective) আন্তর; আভ্যন্তর; অভ্যন্তর-; অন্তর-: an inner room, অন্তর্গৃহ। inner city কোনো নগরীর কেন্দ্রবর্তী বা কেন্দ্রের নিকটবর্তী প্রাচীনতম অংশসমূহ; অন্তর্নগরী। inner tube টায়ারের ভিতরে বায়ুপুরিত গোলাকার টিউব; আভ্যন্তর টিউব। the inner man (ক) (দেহের সঙ্গে বৈপরীতাক্রমে) কারো মন বা আত্মা; ভিতরের মানুষ; অন্তঃপুরুষ। (খ) (কৌতুকাত্মক) উদর; ভিতরের মানুষ: satisfy the inner man. innermost [ইনা(র্)মৌস্ট্] (adjective) =inmost.
- English Word inning Bengali definition [ইনিঙ্] (noun) (১) (বেইসবল) খেলার সময়-বিভাগ, যে সময়ে দুটি দলের একটি ব্যাট করে; ইনিং। (২) innings (singular verb) (ক্রিকেট) কোনো খেলোয়াড় বা দল যে সময় ধরে ব্যাট করে; ইনিংস; (লাক্ষণিক) (রাজনৈতিক দল ইত্যাদির) ক্ষমতাধিকারকাল; সক্রিয় কর্মজীবন: have a good innings, (কথ্য) দীর্ঘ, সুখী জীবনের অধিকারী হওয়া।
- English Word innocent Bengali definition [ইনোস্ন্ট্] (adjective) (১) innocent (of) নিরপরাধ; নির্দোষ: innocent of the charge/accusation. (২) নির্দোষ; নির্মল: innocent amusements. (৩) পাপ বা অপরাধ সম্বন্ধে বোধহীন; অপাপবিদ্ধ; নিষ্পাপ; অদুষ্টদোষ; নির্মালচিত্ত: as innocent as a newborn babe. (৪) মূঢ়োচিত সরল; সরলমতি; She is so innocent that she didn’t suspect anything. □ (noun) সরলচিত্ত/নিষ্পাপব্যক্তি, বিশেষ শিশু, শুচিজন; নিরপরাধী। innocently (adverb) অপাপবিদ্ধভাবে, সরলান্তঃকরণে, সরলচিত্তে ইত্যাদি innocence [ইনোস্সান্স্] (noun) [uncountable noun] অপাপবিদ্ধতা; অপরাধশূন্যতা; নিষ্পাপতা; নিরপরাধতা; নিদ্যোষত্ব; নিষ্কলঙ্কত্ব;।
- English Word innocuous Bengali definition [ইনকিউআস্] (adjective) অনপকারী; নির্বিষ: innocuous snakes/drugs.
- English Word innovate Bengali definition [ইনাভেইট্] (verb intransitive) পরিবর্তন আনা বা সাধন করা; নতুন কিছু (যেমন ভাব, রীতি, ব্যবহার) প্রবর্তন করা। innovator [ইনাভেইটা(র)] [noun] (নতুন কিছুর) প্রবর্তায়িতা; নব্যতার প্রবর্তক। innovation [ইনাভেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] নব্যতাপ্রবর্তন; নূতন প্রবর্তন; নূতন রীতি; নবরীতি; নবমার্গ; নবধারা; নবব্যবহার: technical innovations in poetry.