I পৃষ্ঠা ৩১
- English Word inrush Bengali definition [ইন্রাশ্] (noun) অভ্যন্তরমুখী সবেগে ধারণ; অভিধারণ; অভিপ্লব: an inrush of water/tourists.
- English Word insalubrious Bengali definition [ইন্সালূব্রিআস্] (adjective) অস্বাস্থ্যকর। insalubrity (noun) অস্বাস্থ্যকরতা।
- English Word insane Bengali definition [ইন্সেইন্] (adjective) উম্মাদ; বাতুল; পাগল; বিকৃতমস্তিষ্ক; কাণ্ডজ্ঞানহীন: an inrush person; an inrush asylum, পাগলা-গারদ। insanely (adverb) পাগলের মতো; উম্মত্তভাবে। insanity [ইন্স্যানাটি] (noun) [uncountable noun] উন্মাদরোগ; বাতুলতা; মস্তিষ্কবিকৃতি; বুদ্ধিভ্রংশ; ক্ষিপ্ততা।
- English Word insanitary Bengali definition [ইন্স্যানিট্রি America(n) ইন্স্যানিটেরি] (adjective) অস্বাস্থ্যকর: insanitary conditions.
- English Word insatiable Bengali definition [ইন্সেইশাব্ল্] (adjective) insatiable (of/for) (আনুষ্ঠানিক) তৃপ্তিহীন; চিরঅতৃপ্ত: insatiable appetites; politicians who are insatiable of power. insatiably [ইন্সেইশাব্লি] (adverb) অশমনীয়রূপে ইত্যাদি। insatiety [ইন্সেইটাইইটি] (noun) চিরঅতৃপ্তি।
- English Word insatiate Bengali definition [ইন্সেইশিআট্] (adjective) (আনুষ্ঠানিক) চিরঅতৃপ্ত।
- English Word inscribe Bengali definition [ইন্স্ক্রাইব্] (verb transitive) inscribe (on/in/with) (শব্দ, নাম ইত্যাদি) খোদাই/উৎকীর্ণ করা: inscribe one’s name in a book; inscribe a tomb with a name. inscribed stoke (বাণিজ্য.) যে পরিপণের (স্টক) হিস্যাদারদের নাম তালিকা বা পঞ্জিপুস্তকে লিপিবদ্ধ করা হয়। inscription [ইন্স্ক্রিপশ্ন্] (noun) [countable noun] পাথরে খোদিত কিংবা মুদ্রা বা পদকে অঙ্কিত শব্দাবলি; অভিলিখন।
- English Word inscrutable Bengali definition [ইন্স্ক্রূটাব্ল্] (adjective) দুর্বোধ্য; দুজ্ঞেয়; দুরধিগম্য; অচিন্তনীয়; রহস্যময়।
- English Word insect Bengali definition [ইন্সেক্ট্] (noun) এক শ্রেণির অমেরুদণ্ডী প্রাণী, যাদের দুটি পা থাকে এবং শরীর তিন ভাগে বিভক্ত হয়ে থাকে,যেমন পিপড়া, মাছি, বোলতা; অনুরূপ হামাগুড়ি দিয়ে চলা ক্ষুদ্রপ্রাণী, যেমন মাকড়শা; কীট। insect-powder (noun) কীটপতঙ্গ মারা বা তাড়ানোর জন্য চূর্ণক, কীটনাশক গুঁড়া। insecticide [ইন্সেক্টিসাইড্] (noun) কীটনাশক গুঁড়া। insectivorous [ইন্সেক্টিভারাস্] (adjective) কীটভোজী।
- English Word insecure Bengali definition [ইন্সিকিউআ(র্)] (adjective) (১) অনির্ভয়; অনিশ্চিত; সশঙ্ক; শঙ্কাপন্ত: have an insecure hold on something. (২) নিরাপত্তাহীন; অরক্ষিত; আত্মবিশ্বাসহীন; শঙ্কান্বিত। insecurely (adverb) অনির্ভয়ে; নিরাপত্তাহীনভাবে ইত্যাদি। insecurity [ইন্সিকিউরাটি] (noun) নিরাপত্তাহীনতা; সংশয়পন্ন: suffer from feelings of insecure.
- English Word inseminate Bengali definition [ইন্সেমিনেইট্] (verb transitive) বপন/রোপন করা; শুক্র ভিতরে প্রবেশ করানো; পরিনিষিক্ত করা। insemination [ইন্সেমিনেইশন্] (noun) [uncountable noun] বীজরোপণ; পরিনিষেক। artificial insemination ভালো জাতের পশুর শুক্র সংগ্রহ করে স্ত্রীপশুর জননেন্দ্রিয়ে প্রবেশ করানো, যাতে করে যৌনমিলন ছাড়াই শাবক উৎপন্ন হতে পারে; কৃত্রিম পরিনিষেক।
- English Word insensate Bengali definition [ইন্সেন্সেইট্] (adjective) (আনুষ্ঠানিক) (১) অচেতন; নিশ্চেতন: insensate rocks. (২) অনুভূতিহীন; হৃদয়হীন; নিঃসাড়; জড়; নির্বোধ: insensate rage/cruelty.
- English Word insensibility Bengali definition [ইন্সেন্সাবিলাটি] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) সংবেদনশূন্যতা; নিঃসাড়তা; জানা, চেনা, বোঝা বা গুণগ্রহণ করার অক্ষমতা; অনুভূতিহীনতা: insensibility to pain/art/beauty; in a state of insensibility, সংজ্ঞাহীন; চৈতন্যহীন।
- English Word insensible Bengali definition [ইন্সেনসাব্ল্] (adjective) (১) অচেতন; অচৈতন্য; নিঃসংজ্ঞ; সংজ্ঞাহীন; বেহুঁশ: He fell on the ground and remained insensible for a long time. (২) insensible (of) অসচেতন: He was insensible of his indebtedness to his friends. (৩) insensible (to) অসাড়; অনুভূতিহীন: His fingers have become insensible due to cold. (৪) সহানুভূতিহীন; অনুকম্পাহীন; অনুভূতিশূন্য; উদাসীন। (৫) (পরিবর্তনাদি) অলক্ষ; অতি নগণ্য: by insensible degress, ক্রমশ। insensibly [ইন্সেনসাব্লি] (adverb) অচেতনভাবে, অসাড়ভাবে ইত্যাদি।
- English Word insensitive Bengali definition [ইন্সেন্সাটিভ্] (adjective) insensitive (to) (আলো, স্পর্শ, অন্যের অনুভূতি) অসংবেদী; সংবেদনহীন। insensitively (adverb) সংবেদনহীভাবে। insensitivity [ইন্সেনসাটিভাটি] (noun) [uncountable noun] অসংবেদিতা; সংবেদনহীনতা।
- English Word insentient Bengali definition [ইন্সেন্শ্ন্ট্] (adjective) (আনুষ্ঠানিক) অচেতন; জড়।
- English Word inseparable Bengali definition [ইন্সেপ্রাব্ল্] (adjective) inseparable (from) অবিভেদ্য; অবিযোজ্য; অবিচ্ছেদ্য। inseparably [ইন্সেপ্রারাব্লি] (adverb) অবিচ্ছেদ্যরূপে ইত্যাদি। inseparability [ইন্সেপ্রাবিলাটি] (noun) অবিচ্ছেদ্যতা; অবিভেদ্যতা।
- English Word insert Bengali definition [ইন্সাট্] (verb transitive) নিবিষ্ট/নিবেশিত/সন্নিবিষ্ট/নিহিত করা; ঢোকানো: insert a key in a lock/an advertisement in a newspaper/a new paragraph in an essay. □(noun) [ইন্সাট্] সন্নিবেশিত বস্তু। insertion [ইনসাশ্ন্] (noun) [uncountable noun] সন্নিবেশন; নিবেশন; [countable noun] সন্নিবেশ; সন্নিবিষ্ট বস্তু (যেমন সংবাদপত্রের বিজ্ঞাপন কিংবা জামার ভিতরে জালির কাজ)।
- English Word inservice Bengali definition [ইন্সাভিস্] (attributive(ly) adjective) (pre-service-এর সঙ্গে বৈপরীতক্রমে) চাকরিকালীন; নিয়োগপূর্বক: the inservice training of civil servants. তুলনীয় refresher course.
- English Word inset Bengali definition [ইন্সেট্] (noun) [countable noun] বই ইত্যাদির মধ্যে সন্নিবেশিত অতিরিক্ত পৃষ্ঠা; মুদ্রিত পৃষ্ঠা বা বৃহত্তর মানবচিত্রের অভ্যন্তরে ন্যস্ত ছোট মানচিত্র, নকশা ইত্যাদি; পোশাকের সঙ্গে জুড়ে দেওয়া জালি ইত্যাদির কাজ; যোজনা; অন্তর্যোজনা। □ (verb transitive) [ইন্সেট্] (past tense, past participle inset) সন্নিবেশিত/বিন্যস্ত/প্রণিহিত/খচিত/অন্তনির্বিষ্ট করা।