I পৃষ্ঠা ২৬
- English Word inflection Bengali definition [ইন্ফ্লেক্শন্] (noun) (১) [uncountable noun] আনতি; নম্রীকরণ; বক্রীকরণ; অবকুঞ্চন। (২) [countable noun] শব্দরূপ (যেমন am, are, is); বিভক্তি। (৩) [uncountable noun] স্বরবিভেদ। inflectional [ইন্ফ্লেক্শান্ল্] (adjective) বিভক্তিবিষয়ক; বিভক্তিমূলক: inflectional endings/ forms.
- English Word inflexible Bengali definition [ইন্ফ্লেক্সাব্ল্] (adjective) অনমনীয়; (লাক্ষণিক) সুদৃঢ়; অটল; কঠোর; কঠিন: inflexible courage; an inflexible will. inflexibly [ইন্ফ্লেক্সাব্লি] (adverb) অনমনীয়ভাবে; সুদৃঢ়ভাবে। inflexibility [ইনফ্লেকসাবিলাটি] (noun) [uncountable noun] অনমনীয়তা; দৃঢ়তা; অটলতা।
- English Word inflexion Bengali definition [ইন্ফ্লেকশ্ন্] (noun) =inflextion
- English Word inflict Bengali definition [ইন্ফ্লিক্ট্] (verb transitive) inflict something (on/ upon) (আঘাত ইত্যাদি) হানা; বসানো; দেওয়া; দেওয়া; প্রদান করা; (দণ্ড) বিধান করা; চাপানো: inflict a blow upon (somebody). The tribunal inflicted a heavy penalty upon the offenders. I don’t want to inflict my company upon you. infliction [ইনফ্লিক্শ্ন্] (noun) [uncountable noun] (দুঃখ, কষ্ট, আঘাত ইত্যাদি) প্রদান: the unnecessary infliction of pain and suffering; infliction of punishment, দণ্ডপ্রয়োগ। [countable noun] দুঃখবেদনা, আঘাত ইত্যাদিরূপে প্রযুক্ত কোনোকিছু; বেদনাদায়ক বা ক্লেশাবহ অভিজ্ঞতা।
- English Word inflight Bengali definition [ইন্ফ্লাইট্] (adjective) উড়োজাহাজের উড্ডয়নকালে সরবরাহকৃত; উড্ডয়নকালীন: inflight entertainment.
- English Word inflorescence Bengali definition [ইনফ্লোরেস্ন্স্] (noun) [uncountable noun] উদ্ভিদের বৃন্তের উপর ফুলের বিন্যাস; পুষ্পবিন্যাস; (কোনো উদ্ভিদের সমগ্র) পুষ্পসম্ভার; (সাহিত্যিক বা লাক্ষণিক) সমৃদ্ধি; পুষ্পায়ন।
- English Word inflow Bengali definition [ইনফ্লৌ] (noun) (১) [uncountable noun] অভ্যন্তরমুখী প্রবাহ; আগম। (২) [countable noun, uncountable noun] যা ভিতরের দিকে প্রবাহিত হয়; আগম: an inflow of capital/investment; an inflow of 100 litres an hour; (attributive(ly)) an inflow pipe, আগম নল।
- English Word influence Bengali definition [ইনফ্লুআন্স্] (noun) influence on/upon ১ [uncountable noun] প্রভাব; প্রতাপ; প্রতিপত্তি; ক্ষমতা; বল। [countable noun] প্রভাব ইত্যাদি বিস্তার করে এমন ব্যক্তি, ঘটনা ইত্যাদি। [uncountable noun] প্রভাব ইত্যাদি বিস্তার: good/bad influence, শুভ/অশুভ প্রভাব; under the influence of alcohol. (২) [uncountable noun] নৈসর্গিক শক্তির ক্রিয়া; প্রভাব: the influence of the moon (on the tides); the influence of climate (on vegetation). (৩) [uncountable noun] ঐশ্বর্য, পদমর্যাদা ইত্যাদি হেতু ক্ষমতা; প্রভাব; প্রতাপ; প্রতিপত্তি: He used his influence with the management to get his son a job. □ (verb transitive) প্রভাববিস্তার/প্রভাবিত করা: He was little influenced by his associates.
- English Word influential Bengali definition [ইনফ্লুএন্শ্ল্] (adjective) প্রভাবশালী: influential members; priorities which are influential in framing a plan. influentially [ইনফ্লুএন্শালি] (adverb) প্রতাপের বা প্রভাবের সঙ্গে।
- English Word influenza Bengali definition [ইন্ফ্লুএন্জা] (noun) [uncountable noun] (কথ্যসংক্ষেপ flu) ইনফ্লুয়েঞ্জা।
- English Word influx Bengali definition [ইন্ফ্লাক্স্] (noun) [uncountable noun] অভ্যন্তরমুখী প্রবাহ; আগম; [countable noun] (plural influxes) বৃহৎ পরিমাণ বা সংখ্যার অভিরাম আগম; অন্তঃপ্রবাহ: repeated influxes of visitors; an influx of wealth, ধনাগম।
- English Word infomania Bengali definition [ইন্ফোমেনিআ] (noun) [uncountable noun] (১) জ্ঞান আহরণে অত্যধিক আগ্রহ; ইনফোমেনিয়া। (২) (তথ্যপ্রযক্তি) (ক) বারবার ই-মেইল; সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, অনলাইন নিউজ দেখার বাতিক: The fear of being out of the loop, not in the know, fuels infomania, especially among teens. (খ) উক্ত বাতিকের প্রভাব বিশেষত মনোযোগের ক্ষমতা কমে যাওয়া: She attributes her increasingly poor ‘life management skills’ to infomania. □ (noun) infomaiac (adjective) তথ্য হাতড়ে বেড়ানোর বাতিক: Like many infomanias, I use the internet.
- English Word inform Bengali definition [ইন্ফোম্] (verb transitive), (verb intransitive) (১) inform somebody (of something) (that...) জানানো; জ্ঞাপন করা; সংবাদ/খবর দেওয়া; অবহিত/জ্ঞাপিত করা। informed (past participle) অবহিত; জ্ঞাপিত; ওয়াকিবহাল; তথ্যাভিজ্ঞ: well-informed, বহুজ্ঞ; বহুদর্শী; অনেকদর্শী; বহুশ্রুত। (২) inform against/on somebody (আইন সম্বন্ধীয়) (পুলিশের কাছে) কারো বিরুদ্ধে অভিযোগ আনা বা নালিশ করা; অপরাধ সূচিত করা। informant [ইন্ফোমান্ট্] (noun) সংবাদদাতা; জ্ঞাপক; সন্ধানদাতা; (ভাষাবিজ্ঞান) কোনো ভাষার বিদেশি বিশ্লেষণের সহায়তাকারী ঐ ভাষার দেশিয় বক্তা; বক্তা জ্ঞাপয়িতা। informer (noun) বিশেষত কোনো অপরাধী বা পলাতক আসামি সম্বন্ধে যে ব্যক্তি পুলিশকে জানায়; সূচক; গুপ্তসংবাদদাতা; গুপ্তচর।
- English Word informal Bengali definition [ইন্ফোম্ল্] (adjective) অনৈয়মিক; নিয়মব্যতিরেকী; অবৈধিক; লৌকিকতাবর্জিত; অনানুষ্ঠানিক; ঘরোয়া: informal conversations between the two heads of state, ঘরোয়া আলাপ-আলোচনা; যার কোনো লেখ্যপ্রমাণ রাখা হয় না। informally [ইন্ফোমালি] (adverb) অনৈয়মিকভাবে; ঘরোয়াভাবে ইত্যাদি। informality [ইন্ফোম্যালাটি] (noun) [uncountable noun] অনানুষ্ঠানিকতা; অবৈধিকতা। [countable noun] (plural informalities) নিয়মব্যতিরেকী/ অনানুষ্ঠানিক/ ঘরোয়া কর্মকাণ্ড।
- English Word information Bengali definition [ইন্ফামেইশন] (noun) [uncountable noun] information on/about ১ জ্ঞাপন; বিজ্ঞপ্তি। (২) সংবাদ; সমাচার; বার্তা; খবর; তথ্য; a useful piece/bit of information.
- English Word informative Bengali definition [ইন্ফোমাটিভ্] (adjective) তথ্যপূর্ণ; তথ্যবহুল; শিক্ষামূলক; শিক্ষাপ্রদ: informative books; an informative talk. informatively (adverb) তথ্যপূর্ণভাবে ইত্যাদি।
- English Word infotainment Bengali definition [ইন্ফোটেইনমান্ট্] (noun) ('information' আর 'entertainment' মিলে তৈরি) (১) টেলিভিশন, রেডিও অথবা অনলাইন নিউজ সার্ভিস, যা তথ্যকে বিনোদনের ঢঙে উপস্থাপন করে: But it was hardly the end of turning fear into infotainment; (২) বাস্তব ঘটনা বা তথ্যমূলক ও বিনোদনধর্মী।
- English Word infra Bengali definition [ইন ফ্রা] (adverb) (লাতিন আনুষ্ঠানিক) নিচে; (পুস্তক ইত্যাদিতে) পরে: see infra p 50. infradig [ইন ফ্রা ডিগ্] (predicatively (adjective) অমর্যাদাকর; অসম্মানজনক। (prefix) infra-red (adjective) বর্ণালিতে লালের নিম্নবর্তী অদৃশ্য বর্ণসমূহ সম্বন্ধী; অবলোহিত। infra-structure (noun) কোনো সংশ্রয়ের (সিস্টেম) উপাদানভূত অংশসমূহ; (বিশেষত) প্রতিরক্ষার বুনিয়াদস্বরূপ স্থায়ী সামরিক ব্যবস্থাসমূহ; অবকাঠামো। দ্রষ্টব্যsupra.
- English Word infraction Bengali definition [ইন্ফ্র্যাক্শ্ন্] (noun) [uncountable noun, countable noun] বিধি, আইন, চুক্তি ইত্যাদির ভঞ্জন; লঙ্ঘন; খণ্ডন; আইনভঙ্গ; চুক্তিলঙ্ঘন; নিয়মভঙ্গ।
- English Word infrequent Bengali definition [ইন্ফ্রীকোয়ে্ন্ট্] (adjective) বিরল; বিরলাগত; অনৈত্যিক; অপৌনঃপুনিক। infrequently (adverb) কদাচিৎ; ক্বচিৎ। infrequency [ইন্ফ্রীকোয়ান্সি] (noun) [uncountable noun] বিরলতা; অপৌনঃপুন্য; অনিত্যতা।