I পৃষ্ঠা ৪৬
- English Word irrespective Bengali definition [ইরিস্পেক্টিভ্] (adjective) irrespective of হিসাবের মধ্যে আসে না বা বিবেচনা করে না এমন; নির্বিশেষে; নিরপেক্ষভাবে: They demanded equal pay irrespective of age or sex.
- English Word irresponsible Bengali definition [ইরিস্পন্সাব্ল্] (adjective) (১) আচরণের জন্য দায়ী নয়; দায়িত্বহীন: an irresponsible child. (২) দায়িত্ব-জ্ঞানহীন/শূন্য বেপরোয়া: irresponsible behaviour; irresponsible teenagers. irresponsibility [ইরিস্পন্সাবিলাটি] (noun) [uncountable noun] দায়িত্বহীনতা; দায়মুক্ততা; দায়িত্বজ্ঞানহীনতা; দায়িত্বজ্ঞানশূন্যতা।
- English Word irresponsive Bengali definition [ইরিস্পন্সিভ্] (adjective) সাড়া দেয় না এমন; নিঃসাড়; প্রতিক্রিয়াহীন।
- English Word irretrievable Bengali definition [ইরিট্রীভাব্ল্] (adjective) অপূরণীয়; অপ্রতিকার্য: an irretrievable loss.
- English Word irreverent Bengali definition [ইরেভারান্ট্] (adjective) (ধর্মীয়/পবিত্র বস্তু বা বিষয়ের প্রতি) শ্রদ্ধাহীন; অশ্রদ্ধ। irreverently (adverb) শ্রদ্ধাহীনভাবে। irreverence [ইরেভারান্স্] (noun) [uncountable noun] অশ্রদ্ধা; শ্রদ্ধাহীনতা।
- English Word irreversible Bengali definition [ইরিভাসাব্ল্] (adjective) উলটানো বা প্রত্যাহার করা যায় না এমন; অপরিবর্তনীয়; অনিবর্তনীয়: an irreversible process.
- English Word irrevocable Bengali definition [ইরেভাকাব্ল্] (adjective) প্রত্যাহার করা যায় না এমন; চূড়ান্ত এবং অপরিবর্তনীয়; অপারবর্ত্য; an irrevocable decision/judgement; an irrevocable letter of credit.
- English Word irrigate Bengali definition [ইরিগেইট্] (verb transitive) (১) (নদী, খাল, উপরিস্থিত নল ইত্যাদির সাহায্যে জমিতে/শস্যে) জল সরবরাহ করা; জলসেচ করা: irrigate cropland. (২) (ক্ষেতে) জল সরবরাহ করতে জলাধার; খাল ইত্যাদি নির্মাণ বা খনন করা; জলসেচের ব্যবস্থা করা। (৩) (ক্ষতস্থান) নিরন্তর তরলপদার্থ ঢেলে পরিষ্কার করা; সিক্ত/অবসিক্ত। irrigation [ইরিগেইশ্ন্] (noun) [uncountable noun] জলসেচ; সেচ; সেচন; অবসেচন: (attributive(ly)) an irrigation project; irrigation canals.
- English Word irritable Bengali definition [ইরিটাব্ল্] (adjective) সহজে রেগে যায়, উত্তেজিত/বিরক্ত হয় এমন; শীঘ্রকোপী; খিটখিটে; কোপিষ্ঠ; সুলভকোপ। irritably [ইরিটাব্লি] (adverb) কুপিতভাবে, বিরক্তির সঙ্গে। irritability [ইরিটাবিলাটি] (noun) [uncountable noun] শীঘ্রকোপিত্ব; সুক্রোধনীয়তা।
- English Word irritant Bengali definition [ইরিটান্ট্] (adjective) অস্বস্তিকর; জ্বালাতনকর; উত্তাপক; কোপজনক। □ (noun) (১) অস্বস্তিকর/দাহজনক বস্তু যেমন নাকের ভিতর ধুলা বা লংকার গুঁড়া। (২) (মনের পক্ষে) উত্তেজনাকর/সন্তাপজনক বিষয়; কণ্টক।
- English Word irritate Bengali definition [ইরিটেইট] (verb transitive) (১) বিরক্ত/রুষ্ট/কুপিত/উত্ত্যক্ত করা; রাগানো: irritated by the delay. (২) (শরীরের অংশবিশেষে) অস্বস্তি/জ্বালাপোড়া/দাহ সৃষ্টি করা: The solution may irritate the skin. irritation [ইরিটেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] প্রকোপন; বিরক্তি; রোষ; উত্তেজনা; দাহ; চুলকানি; জ্বালাপোড়া।
- English Word irruption Bengali definition [ইরাপ্শ্ন্] (noun) হঠাৎ সবেগে প্রবেশ; অভ্যুৎপাত। is, দ্রষ্টব্যbe 1.
- English Word ischaemia Bengali definition [ইস্কীমিআ] (noun) (চিকিৎসাশাস্ত্র) শরীরের কোনো অংশে, বিশেষত হৃদযন্ত্রে রক্তসরবরাহে বাধা; রক্তসংরোধ। ischaemic (adjective) রক্তসংরোধজনিত: ischaemic heart disease.
- English Word ISDN Bengali definition [আইএসডিএন] (noun) আইএসডিএন এর পূর্ণরূপ হচ্ছে ইনটিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক। একটি সাধারণ বাহকের মাধ্যমে একই সঙ্গে উপাত্ত, কথা, ছবি প্রভৃতি আদান-প্রদানের লক্ষ্যে এই ডিজিটাল নেটওয়ার্ক তৈরি: Send material via e-mail or ISDN and have it turned around at the click of a mouse.
- English Word isinglass Bengali definition [আইজিঙ্গ্লা:স্ America(n) আইজিঙ্গ্ল্যাস্] (noun) [uncountable noun] স্বাদুজলের কোনো-কোনো মাছের বায়ুথলি থেকে তৈরি স্বচ্ছ সাদা জেলিবিশেষ যাতে ভালো আঁঠা তৈরি হয়; আইজিংগ্লাস: She threw the isinglass in the air at the precise moment the flashlight shone through, reflecting a strange shape on the wall.
- English Word Islam Bengali definition [ইজলা:ম America(n) ইস্লা:ম] (noun) ইসলাম; মুসলিম জগৎ। Islamic [ইজল্যামিক America(n) ইসল্য:মিক্] (adjective) ইসলামি: A new Islam state is emerging on the globe.
- English Word island Bengali definition [আইলান্ড্] (noun) দ্বীপ। islander (adjective) দ্বীপবাসী
- English Word isle Bengali definition [আইল্] (noun) দ্বীপ (গদ্যে স্থান-নাম ছাড়া অন্যত্র ব্যবহার বিরল): the British Isles. islet [আইলিট্] (noun) ক্ষুদ্রদ্বীপ।
- English Word ism Bengali definition [ইজাম্] (noun) বিশিষ্ট মতবাদ বা আচার; বাদ: We live in a century of isms. isn’t দ্রষ্টব্যbe 1.
- English Word isobar Bengali definition [আইসাবা:(র্)] (noun) (বিশেষত আবহাওয়ার) মানচিত্রে একটি নির্দিষ্ট সময়ে একই বায়ুচাপ বিরাজ করে এমন সব স্থানের সংযোগকারী রেখা; সমপ্রেষরেখা।