I পৃষ্ঠা ৩
- English Word if Bengali definition [ইফ্] (conjunction) (১) যদি। (ক) (if-যুক্ত উপবাক্যে Present বা Present Perfect Tense. এতে কোনোকিছু ঘটার সম্ভাবনা বা সম্ভাব্যতা প্রকাশ পায়): If you want to go, I will accompany you. (খ) (if-যুক্ত উপবাক্যে should-সহ এতে ঘটনার অসম্ভাব্যতা বা অসম্ভবনীয়তা নির্দেশ করে); If it should be necessary, he would help you. (গ) (If-যুক্ত উপবাক্যে will-সহ কেবল শিষ্টাচারমূলক): If you will stop shouting, I will try to hunt out your bag. (ঘ) (if-যুক্ত উপবাক্যে past tense এতে এমন শর্ত যুক্ত হয় যা পূরণ হওয়ার সম্ভাবনা অল্প কিংবা যা পূরণ হওয়া অসম্ভব, কিংবা যে শর্ত বিবেচনাসাপেক্ষ): If I were to ask her out to dinner, would she agree? (ঙ) (if-যুক্ত উপবাক্যে past perfect tense শর্ত পূরণ হয়নি নির্দেশ করে): If we had made concerted efforts, we would have succeeded. (২) (সাহিত্যিক রচনারীতিতে if বাদ দিয়ে তার বদলে subject এবং auxiliary verb intransitive বিশেষত were/had/should-এর অবস্থান-বিপর্যয় ঘটতে পারে): Had I know earlier....should it be necessary..., were I a skilled painter... (৩) (If ‘যখন’; বা ‘যখনি’; অর্থে ব্যবহৃত হলে কোনো শর্ত আরোপিত হয় না): সেক্ষেত্রে মুখ্য উপবাক্য এবং if-যুক্ত উপবাক্যে একই tense ব্যবহৃত হতে পারে: If you are ill, you consult a physician. (৪) (even) if একথা মেনে নিলে; যদিবা: Even if I did cause him a lot of trouble, I did not. intend it, তাকে বিপদে ফেললেও। (৫) (even) if যদিও: He will attend the meeting, even if he is awfully busy getting ready for his journey, দারুণ ব্যস্ত থাকলেও। (৬) (কথ্য) (প্রশ্নবোধক বাক্যের সূচনায় whether-এর বদলে if): He asked if I would come. (উল্লেখ্য: দ্ব্যর্থবোধকতার সম্ভাবনা থাকলে: whether-এর স্থলে if ব্যবহার করা উচিত নয়; তুলনীয় Let us know if he is running for mayor, হ্যাঁ এবং না- উভয়ক্ষেত্রেই জানাতে হবে)। Let us know if he is running for mayor, কেবল ইতিবাচক উত্তরের ক্ষেত্রে জানাতে হবে। (৭) as if যেন (it isn’t as if... বললে পরে যা বলা হচ্ছে তার উলটোটাই সত্য বলে নির্দেশ করে): It isn’t as if you were a mere child, তুমি যে নেহাত শিশু তা তো নয়। (অনেক সময় উৎক্রোশের সূচনায় as if ব্যবহৃত হয়): As if I would tolerate it! আমি এই কিছুতেই বরদাস্ত করব না। দ্রষ্টব্যas 2 (১১) । (৮) if only (বিশেষত উৎক্রোশে কোনো মনোবাঞ্ছা কিংবা কোনো অপূর্ণ শর্ত নির্দেশ করে): If only you had accepted my proposal! তুমি যদি আমার প্রস্তাবটি মেনে নিতে। If only I had been informed in time! (কিন্তু যথাসময়ে জানানো হয়নি)। (৯) (উৎক্রোশে if- এর পরে নঞর্থক ক্রিয়াপদ ব্যবহারে ভয়, বিস্ময় অভিব্যক্ত হয়): And if he didn’t try to rob me of my purse! সে আমার পার্সটা ছিনিয়ে নিতে যাচ্ছিল।
- English Word iftaar Bengali definition [ঈফ্তা:র] (noun) [countable noun] (১) ইসলামের বিধান অনুসারে রমজান মাসে রোজা পালনের পরে দিনশেষে গ্রহণ করা খাদ্যবস্তু; ইফতার। (২) উক্ত খাদ্যবস্তু গ্রহণের অনুষ্ঠান; ইফতার পার্টি।
- English Word igloo Bengali definition [ইগ্লূ] (noun) (plural igloos) এস্কিমোদের বরফের ঘর; ইগলু।
- English Word igneous Bengali definition [ইগ্নিআস্] (adjective) (শিলা) আগ্নেয়।
- English Word ignite Bengali definition [ইগনাইট্] (verb transitive), (verb intransitive) জ্বালানো; জ্বলা; প্রজ্বলিত করা/হওয়া। ignition [ইগনিশ্ন্] (noun) [uncountable noun] জ্বালান; (পেট্রল ইনজিনে) বিস্ফোরক গ্যাসের মিশ্রণে আগুন ধরাতে বৈদ্যুতিক যন্ত্রকৌশল; দীপন; switch on the ignite.
- English Word ignoble Bengali definition [ইগ্নোউব্ল্] (adjective) নীচ; জঘন্য; কদর্য; লজ্জাকর; অকীর্তিকর; হীন: an ignoble man/action; an ignoble peace. ignobly [ইগ্নোউব্লি] (adverb) জঘন্যভাবে; লজ্জাকরভাবে ইত্যাদি: Jensen opts for major life surgery after a night out with the gals ends up ignobly in the emergency room.
- English Word ignominious Bengali definition [ইগনামিনিআস্] (adjective) অপমানকর; লজ্জাকর; অসম্মানজনক; কলঙ্কজনক; অকীর্তিকর: ignominious behaviour; an ignominious defeat. ignominiously (adverb) অপমানজনকভাবে; লজ্জাকরভাবে।
- English Word ignominy Bengali definition [ইগনামিনি] (noun) (১) [uncountable noun] অপমান; অখ্যাতি; অপযশ; কলঙ্ক; অবমাননা; মর্যাদাহানি; অমর্যাদা। (২) [countable noun, uncountable noun] (plural ignominies) অপকীর্তি; কুকীর্তি।
- English Word ignoramus Bengali definition [ইগনারেইমাস্] (noun) (plural ignoramuses [ইগনারেইমিজ্]) অজ্ঞ; অজ্ঞানী: The Dhaka Times once printed that Henry Ford was an ignoramus.
- English Word ignorance Bengali definition [ইগ্নারান্স্] (noun) [uncountable noun] ignorance (of) অজ্ঞতা; অজ্ঞানতা; অনভিজ্ঞান; অনভিজ্ঞতা।
- English Word ignorant Bengali definition [ইগ্নারান্ট্] (adjective) (১) ignorant (of) (ব্যক্তি) অজ্ঞ; অবিদ্য; অনবহিত: We are ignorant of his whereabouts. অজ্ঞতাপ্রসূত; অনভিজ্ঞ; অবোধ; নির্বোধ: an ignorant reply; ignorant conduct. ignorantly (adverb) অজ্ঞের মতো।
- English Word ignore Bengali definition [ইগ্নো(র্)] (verb transitive) উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা: ignore rude remarks.
- English Word iguana Bengali definition [ইগোয়া:না] (noun) উষ্ণমণ্ডলীয় আমেরিকার গোসাপজাতীয় বৃহৎ বৃক্ষচর সরীসৃপ; ইগুয়ানা।
- English Word ikon Bengali definition [আইকন্] = (noun) icon.
- English Word ilex Bengali definition [আইলেক্স্] (noun) চিরহরিৎ বিশাল বৃক্ষবিশেষ; (উদ্ভিদবিদ্যা) বৃক্ষের গণবিশেষ; আইলেক্স।
- English Word ilk Bengali definition [ইল্ক্] (noun) of that/his etc ilk (কথ্য, হাস্যরসাত্মক) ঐ/তার ইত্যাদি গোত্রের, শ্রেণির, ধাতের; সমগোত্রীয়; স্বজাতীয়।
- English Word ill Bengali definition [ইল্] (adjective) (১) (সাধারণত predicative(ly)) পীড়িত; রোগার্ত; অসুস্থ; গ্রস্ত; আতুর: ill with anxiety, উদ্বেগগ্রস্ত। fall/be taken ill অসুস্থ হয়ে পড়া। দ্রষ্টব্যworse, worst. (২) (attributive(ly)) অ, দুঃ, কু, অপ প্রভৃতি উপসর্গযোগে প্রকাশ্য; দুষ্ট; পাপ; মন্দ; কদর্য; অপকৃষ্ট: ill health, অস্বাস্থ্য; ill temper/humour, বদ মেজাজ; দুষ্প্রকৃতি; ill repute, কুখ্যাতি; do somebody an ill turn, কারো অনিষ্ট/অপকার করা; ill luck, দুর্ভাগ্য; দুরদৃষ্ট; দুর্দৈব; a bird of ill omen, অলক্ষুণে পাখি। It’s an ill wind that blows nobody any good (প্রবাদ) যাতে কারোই কোনো উপকার হয় না সেটা নিশ্চয়ই খুব খারাপ ব্যাপার। I ill weeds grow apace (প্রবাদ) আগাছার বাড় বেশি। ill-breeding (noun) অবিনয়; অশিষ্টতা; অসত্যতা। ill favoured (adjective) (ব্যক্তি) কুৎসিত; বিকটদর্শন; কদাকার। ill-treatment/-usage (noun) [uncountable noun] নিষ্ঠুরতা; নৃশংসতা; নির্দয় ব্যবহার। ill will (noun) বিদ্বেষ; দ্রোহবুদ্ধি; বৈরভাব। □ (noun) (১) [uncountable noun] অমঙ্গল; অকল্যাণ; অশুভ; পাপ; অনর্থ; অনিষ্টপাত; বিপত্তি; অহিত; আপদ; দুর্দশা: do ill. (২) [uncountable noun] দুর্ভাগ্য; দুর্দশা; দুর্বিপাক; সন্তাপ; সংকট: the various ills of life. □ (adverb) অ, অপ, কু, দুঃ ইত্যাদি উপসর্গযোগে প্রকাশিতব্য; অসম্পূর্ণভাবে; অপর্যাপ্তভাবে: It ill becomes him to find fault with you, তার পক্ষে অশোভন; He could ill afford the time for a holiday, তারপক্ষে সহজ ছিল না। be/feel ill at ease অস্বস্তি/অস্বাচ্ছন্দ্য বোধ করা। speak ill of somebody কারো সম্বন্ধে কটূক্তি করা; কারো অখ্যাতি করা। ill-advised (adjective) অবিবেচনাপ্রসূত; হঠকারী; অবিচক্ষণ; অবিজ্ঞোচিত। ill-affected (towards) (adjective) অপ্রসন্ন; বিরক্ত। ill-assorted (adjective) পরস্পর ঠিক মেলে না এমন; বিষম। ill-bred (adjective) দুর্বিনীত; কুশিক্ষিত। ill-considered (adjective) অসম্যকবিবেচিত; হঠকারী। ill-defined (adjective) অসম্যক-বর্ণিত; অসম্যকবিবৃত। ill-disposed (towards) (adjective) (ক) (কারো প্রতি) বৈরভাবাপন্ন। (খ) (পরিকল্পনা ইত্যাদির প্রতি) প্রতিকূল; বিমুখ; অননুকূল ill-fated (adjective) দুদৈর্বগ্রস্ত; অভিশাপগ্রস্ত; অলক্ষুণে; অশুভ; অপয়া। ill-gotten gains (noun) (plural) অসদুপায়ে অর্জিত/দ্রোহার্জিত অর্থ। ill judge (adjective) অসময়োচিত; অবিবেকোচিত; হঠকারী: an-judged attempt. ill-timed (adjective) অকালোচিত; অকালিক; অসময়োচিত। ill-treat/-use (verb transitive) (কারো প্রতি) নির্দয়/অন্যায় আচরণ করা।
- English Word illegal Bengali definition [ইলীগ্ল্] (adjective) বেআইনি; বেকানুনি; অবৈধ; ব্যবহারবিরুদ্ধ। illegally [ইলীগালি্] (adverb) বেআইনিভাবে; অবৈধভাবে। illegality [ইলিগ্যালাটি] (noun) [uncountable noun] ব্যবহারবিরুদ্ধতা; অবৈধতা [countable noun] (plural illegalities) বেআইনি/অবৈধ কার্যকলাপ।
- English Word illegible Bengali definition [ইলেজাব্ল্] (adjective) দুষ্পাঠ্য; অস্পষ্টাক্ষর। illegibly [ইলেজাব্লি] (adverb) অস্পষ্টাক্ষরে। illegibility [ইলেজাবিলাটি] (noun) [uncountable noun] দুষ্পাঠ্যতা।
- English Word illiberal Bengali definition [ইলিবারাল্] (adjective) অনুদার; সংকীর্ণচিত্ত; হীনমনা; নীচাশয়; বায়কুণ্ঠ; দীনচেতা; কৃপণস্বভাব। illiberally [ইলিবারালি] (adverb) অনুদারভাবে ইত্যাদি। illiberality [ইলিবার্যালাটি] (noun) [uncountable noun] অনৌদার্য; অনুদারত্ব; সংকীর্ণচিত্ততা; নীচাশয়তা; ব্যয়কুণ্ঠতা; কার্পণ্য।