I পৃষ্ঠা ৩২
- English Word inshore Bengali definition [ইন্শো(র্)] (adjective), (adverb) উপকূলবর্তী; উপকূলীয়; তটসংলগ্ন; উপকূল বা তটের সন্নিকেটে: inshore current; inshore fisheries.
- English Word inside Bengali definition [ইন্সাইড্] (noun) অভ্যন্তর; ভিতরের অংশ; গর্ভ; অভ্যন্তরভাগ: the inside of a coat; a door bolted on the inside. inside out ভিতরের দিক বাইরে; উলটা করে: You have put on your shirt inside out; to know a subject inside out, আদ্যন্ত জানা। (২) কোনো বক্ররেখার ভিতরের দিকে অবস্থিত রাস্তা বা পথের অংশ; ফুটপাত বা শানবাঁধানো পথের যে অংশ রাস্তা থেকে সবচেয়ে দূরবর্তী। (৩) (কথ্য) নাড়িভূড়ি; পেটের ভেতর: a pain his inside. □ (adjective) (কিংবা attributive(ly)-রূপে ব্যবহৃত noun) [ইন্সাইড্] ভিতরের অথবা ভিতর থেকে; অভ্যন্তরস্থ: the inside pages of a newspaper. inside left/right (ফুটবল ইত্যাদি খেলায়) আক্রমণভাগের মধ্যবর্তী খেলোয়াড়ের অব্যবহিত বামের/ডানের খেলোয়াড়; অভ্যন্তর- বাম/ডান। the inside track (দৌড়ে) চক্রাকার ধাবনক্ষেত্রে অভ্যন্তর প্রান্তের সবচেয়ে নিকটবর্তী পথ: এই পথ- ব্যবহারকারীরা অন্যদের তুলনায় কিছু অতিরিক্ত সুবিধা ভোগ করে; অন্তর্পথ। an inside job (অপশব্দ) কোনো ভবনের অভ্যন্তরে নিয়োজিত ব্যক্তির দ্বারা কিংবা তা সহায়তায় সম্পন্ন চুরি; ভিতরকার কাজ। □ (adverb) (১) ভেতরে; অভ্যন্তরে; ভিতরের/অভ্যন্তরের দিকে: He went inside. You can wear this coat with the fur inside or outside. inside of (কথ্য) মধ্যে; ভিতরে: He returned the book inside of a month. (২) (British/Britain অপশব্দ) কয়েদখানা; শ্রীঘর: He didn’t go inside the house. insider (noun) [ইনসাইডা(র্)] কোনো সংস্থা বা সংগঠনের সদস্য হওয়ার দরুন যে ব্যক্তি এমন সব তথ্য ও সংবাদ আহরণ কিংবা সুবিধা অর্জনের সমর্থ যা অন্যদের নাগালের বাইরে; ভিতরের লোক; অন্তর্বর্তী ব্যক্তি।
- English Word insidious Bengali definition [ইন্সিডিআস্] (adjective) গোপনে/অলক্ষিতে অনিষ্টকর; ছলনাপর; বিশ্বাসঘাতক; কুচক্রী: an insidious enemy/disease. insidiously (adverb) বিশ্বাসঘাতকতাপূর্বক, অকপটে ইত্যাদি insidiousness (noun) কূটতা; বিশ্বাসঘাতকতা; কুচক্রান্ত।
- English Word insight Bengali definition [ইন্সাইট্] (noun) [uncountable noun, countable noun] insight (into something) অন্তর্দৃষ্টি; অন্তজ্ঞান; পরিজ্ঞান: a man of insight; a book full of remarkable insight s. (২) [countable noun] (প্রায়ই আকস্মিক) বোধ; সংবোধ বা উপলব্ধি: His experience gave him the necessary insight into the complexity of the matter.
- English Word insignia Bengali definition [ইন্সিগ্নিআ] (noun) (plural) (১) কর্তৃত্ব, সম্মান বা মর্যাদার লক্ষণ (যেমন মুকুট ও দণ্ড রাজলক্ষণ); পদচিহ্ন; তকমা। (২) (সামরিক) সেনাবাহিনীর বিভিন্ন দল উপদলের নিজস্ব পরিচয়সূচক চিহ্ন; চাপরাস।
- English Word insignificant Bengali definition [ইন্সিগ্নিফিকান্ট্] (adjective) তাৎপর্যহীন; নিরর্থক; নিরর্থ; অর্থহীন; গুরুত্বহীন; আকিঞ্চিৎকর; তুচ্ছ: an insignificant person, ক্ষুদ্রজন: task; an insignificant-looking man. insignificantly (adverb) তাৎপর্যহীনভাবে ইত্যাদি। insignificance [ইন্সিগ্নিফিকান্স্] (noun) তাৎপর্যহীনতা; নিরর্থকতা; অর্থহীনতা; অগুরুত্ব; তুচ্ছতা; অকিঞ্চিত্করত্ব।
- English Word insincere Bengali definition [ইন্সিন্সিআ(র্)] (adjective) আন্তরিকতাহীন; কৃত্রিম; অসরল; নিষ্ঠাহীন; কপট; কুটিল। insincerely (adverb) আন্তরিকতাহীনভাবে; কপটভাবে। insincerity [ইন্সিন্সেরাটি] (noun) [uncountable noun] আন্তরিকতাহীনতা; কৃত্রিমতা; কাপটা; কটিলতা।
- English Word insinuate Bengali definition [ইন্সিনিউএইট্] (verb transitive) (১) insinuate something/oneself (into) ধীরে ধীরে সুকৌশলে প্রবেশ করা বা করানো; insinuate oneself into a person’s favour, ধীরে ধীরে সুচতুরভাবে কারো অনুগ্রহভাজন হওয়া। (২) insinuate (to be) that বক্রোক্তি/কটাক্ষ করা; ঠেস দেওয়া: insinuate (to somebody) that someone lacks integrity of character. insinuation [ইন্সিনিউএইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] ধীরে ধীরে সুকৌশলে অভ্যন্তরপ্রবেশ; কটাক্ষপাত; বক্রোক্তি।
- English Word insipid Bengali definition [ইন্সিপিড্] (adjective) বিরস; নীরস; অরসিক; বিস্বাদ; অস্বাদু: insipid food; (লাক্ষণিক) insipid conversation. insipidly (adverb) নীরসভাবে ইত্যাদি। insipidness (noun) insipidity [ইন্সিপিডাটি] (noun) [uncountable noun] বিস্বাদত্ব; অস্বাদুতা; নীরসতা; নীরসতা।
- English Word insist Bengali definition [ইন্সিস্ট] (verb) (১) insist on/that জোর দিয়ে/দৃঢ়তা সহকারে বলা;/ জোরের সঙ্গে দৃঢ়কণ্ঠে ঘোষণা করা; সনির্বন্ধ বলা/প্রচার করা: on one’s innocent; insist that one is innocence. (২) insist on/that পীড়াপীড়ি/জোর করা; জিদ/নির্বন্ধ করা; গোঁ ধরা; অতি আগ্রহ করা: He insisted on your being present in the meeting. insistent [ইন্সিস্টান্ট্] (adjective) সনির্বন্ধ; জরুরি: the insistent demand for medical supplies. insistence [ইন্সিস্টান্স্] (noun) [uncountable noun] পীড়াপীড়ি; নির্বন্ধ।
- English Word insobriety Bengali definition [ইন্সাব্রাইআটি] (noun) [uncountable noun] সুরাসক্তি; মদ্যাসক্তি; অতিপান; পানসক্তি।
- English Word insofar Bengali definition [ইন্সাফা(র্)] (adverb) [America(n)] =in so far. দ্রষ্টব্য in 1(১৮).
- English Word insole Bengali definition [ইন্সোউল্] (noun) (জুতার) সুকতলা।
- English Word insolent Bengali definition [ইন্সালান্ট্] (adjective) insolent (to) উদ্ধত; ঔদ্ধত্যপূর্ণ; ধৃষ্ট; অবজ্ঞাপূর্ণ। insolently (adverb) উদ্ধতভাবে ইত্যাদি। insolence [ইন্সালান্স্] (noun) [uncountable noun] ঔদ্ধতা; ধৃষ্টতা; প্রগল্ভতা; দাম্ভিকতা।
- English Word insoluble Bengali definition [ইন্সলিউব্ল্] (adjective) (১) (পদার্থ) অদ্রাব্য; অদ্রবণীয়। (২) (সমস্যা ইত্যাদি) মীমাংসাতীত; অসমাধেয়।
- English Word insolvent Bengali definition [ইন্সল্ভান্ট্] (noun), (adjective) (ব্যক্তি) ঋণ পরিশোধে অসমর্থ; দেউলিয়া। insolvency [ইন্সল্ভান্সি] (noun) [uncountable noun] ঋণ পরিশোধে অসমর্থতা; দেউলিয়াত্ব।
- English Word insomnia Bengali definition [ইন্সমা্নআ] (noun) [uncountable noun] অনিদ্রা। insomniac [ইন্সমনিঅ্যাক্] (noun) যে অনিদ্রায় ভোগে।
- English Word insomuch Bengali definition [ইন্সোউমাচ্] (adverb) এত; এতৎপর্যন্ত।
- English Word insouciance Bengali definition [ইন্সূসিআন্স্] (noun) [uncountable noun] নিরুদ্বেগ; ঔদাসীন্য; নির্লিপ্ততা; নিরাসক্তি। insouciant [ইন্সূসিআন্ট] (adjective) নিরুদ্বেগ; নিশ্চিন্ত; উদাসীন; নির্লিপ্ত; নিরাসক্ত।
- English Word inspect Bengali definition [ইস্স্পেকট্] (verb transitive) সতর্কভাবে পরীক্ষা করা; সংবীক্ষণ/পরিদর্শন করা। inspection [ইন্স্পেকশ্ন্] (noun) [uncountable noun, countable noun] পরীক্ষণ; সংবীক্ষণ, অনুসন্ধান; পরিদর্শন।