I পৃষ্ঠা ২
- English Word ideal Bengali definition [আইডিআল্] (adjective) (১) পরোৎকর্ষের ধারণাকে পরিতৃপ্ত করে এমন; আদর্শ: an ideal teacher. (২) (real-এর বিপরীত) মন; কল্পিত; মনোগত; ভাবজাগতিক; ভাবগত; আদর্শিক: ideal happiness; ideal schemes for changing the society. □ (noun) [countable noun] উৎকর্ষের পরাকাষ্ঠারূপে বিবেচিত ভাব; নিদর্শন ইত্যাদি; আদর্শ; ভাবাদর্শ: high ideals. The boy looked upon his father as his ideal. ideally [আইডিআলি্] (adverb) আদর্শিকভাবে; ভাবজাগতিক দিক থেকে।
- English Word idealism Bengali definition [আইডিআলিজাম্] (noun) (১) আদর্শবাদ। (২) (শিল্পকলায়, বাস্তববাদের বিপরীত) কল্পনাশ্রয়ী পরিচর্যা; ভাববাদ। (৩) (দর্শনে) ভাবই একমাত্র বস্তু যার সম্পর্কে কিছু জানা সম্ভব, এই মতবাদ; ভাববাদ। idealist [আইডিআলিস্ট্] (noun) ভাববাদী। idealistic [আইডিআলিস্টিক্] (adjective) ভাববাদী।
- English Word idealize, idealise Bengali definition [আইডিআলাইজ্] (verb transitive) আদর্শায়িত করা; an idealized portrait. idealization, idealisation [আইডিআলাইজেইশ্ন্ America(n) আইডিলিজেইশ্ন্] (noun) আদর্শায়ন।
- English Word idem Bengali definition [আইডেম্] (noun) (লাতিন) অভিন্ন; একই লেখক, পুস্তক, পৃষ্ঠা ইত্যাদি।
- English Word identical Bengali definition [আইডেন্টিক্ল্] (adjective) identical (to/with) (১) এক; অভিন্ন; অভিন্নরূপ; অভিন্ন সত্তা। (২) হুবহু অনুরূপ; সর্বতোভাবে একরূপ; তুল্যমূল্য; অনন্যরূপ: We hold identical views. (৩) identical twins একই নিষিক্ত ডিম্ব থেকে জাত যমজ; অভিন্ন যমজ। identically [আইডেন্টিক্লি্] (adverb) অভিন্নরূপে।
- English Word identify Bengali definition [আইডেনটিফাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle identified) (১) শনাক্ত/চিহ্নিত করা। (২) identify something with something অভিন্ন বলে গণ্য করা; এক করে ফেলা; তুল্যমূল্য জ্ঞান করা। (৩) identify (oneself) with somebody/something একাত্মতা বোধ করা; প্রকাশ করা; একাত্ম হওয়া: Would you identify yourself with the new movement? identification [আইডেনটিফিকেইশ্ন্] (noun) [uncountable noun] শনাক্তকরণ; পরিচয় নির্ণয়; সমীকরণ; একীকরণ; সাযুজ্য।
- English Word identikit Bengali definition [আইডেন্টিকিট] (noun) বহুজনের স্মৃতিবিধৃত মুখচ্ছবির সমন্বয়ে অঙ্কিত কোনো অজ্ঞাতপরিচয় ব্যক্তির (বিশেষত কোনো সন্দেহভাজন অপরাধীর) মুখাবয়বের যৌগিক চিত্র; যৌগপ্রতিকৃতি; বারোয়ারি প্রতিচ্ছবি।
- English Word identity Bengali definition [আইডেনটাটি্] (noun) (plural identities) [uncountable noun] (১) অভিন্নতা; অভেদ। (২) [countable noun, uncountable noun] পরিচয়; স্বরূপ; স্বরূপতা: We know nothing about his identity. identity card/disc/certificate পরিচয়জ্ঞাপক পত্র ইত্যাদি।
- English Word ideogram Bengali definition [ইডিআগ্র্যাম], ideograph [ইডিআগ্রা:ফ্ America(n) ইডিআগ্র্যাফ্] (noun(s)) লিখিত বা মুদ্রিত লিপিবিশেষ, যাতে উদ্দিষ্ট বস্তুর ভাবটিই শুধু প্রতীকায়িত হয়, কিন্তু যে ধ্বনির সমবায়ে যেমন চীনালিপিতে; ধারকলিপি। ideographic [ইডিআগ্র্যাফিক্] ধারকলিপিঘটিত।
- English Word ideology Bengali definition [আইডিঅলাজি] (noun) (plural ideologies) (১) [countable noun] ব্যক্তি, গোষ্ঠী প্রভৃতির বৈশিষ্ট্যসূচক চিন্তারীতি, ভাবধারা, বিশেষত তা যখন একটি অর্থনৈতিক বা রাজনৈতিক ব্যবস্থার বুনিয়াদ রচনা করে; ভাবাদর্শ: bourgeois, Marxist and totalitarian ideologies. (২) [uncountable noun] নিষ্ফল/অজনক চিন্তা। ideological [আইডিআলজিক্ল্] (adjective) ভাবাদর্শগত; ভাবাদর্শিক। ideologically [আইডিআলজিক্লি্] (adverb) ভাবাদর্শিকভাবে; ভাবাদর্শের দিক থেকে।
- English Word idest Bengali definition [ইড্এস্ট্] (সংক্ষেপ, ie) (লাতিন) অর্থাৎ।
- English Word idgah Bengali definition [ঈদ্গাহ্] (অপিচ eedgah) (noun) ঈদের নামাজ পড়ার নির্ধারিত স্থান; ঈদগাহ।
- English Word idiocy Bengali definition [ইডিআসি্] (noun) (১) [uncountable noun] চরম বুদ্ধিহীনতা; বুদ্ধিজাড্য; অজ্ঞান। (২) [countable noun] (plural idiocies) চরম নির্বোধোচিত/স্থূলবুদ্ধি কার্য; মন্তব্য ইত্যাদি।
- English Word idiolect Bengali definition [ইডিআলেক্ট্] (noun) কোনো ব্যক্তির ভাষিক বিকাশের কোনো নির্দিষ্ট স্তরে অর্জিত তার সামগ্রিক ভাষাজ্ঞান; স্বভাষা; প্রাতিস্বিক ভাষা, Is the word ‘psychosis’ part of your idiolect?
- English Word idiom Bengali definition [ইডিআম্] (noun) (১) কোনো ভাষার বিশেষ অর্থবোধক শব্দগুচ্ছ; বাগ্ধারা; উক্ত ভাষার বিশিষ্ট চরিত্র, যেমন কোনোদেশ এলাকা, জনগোষ্ঠী কিংবা ব্যক্তিবিশেষের নিজস্ব বাগরীতি: the English idiom; the idiom of the New England country side, নিউ ইংল্যান্ডের দেহাতি বুলি; Shakespeare’s idiom, শেক্সপিয়রের ভাষারীতি। (২) [countable noun] যেসব বাক্য বা বাক্যাংশের তাৎপর্য তাদের অন্তর্গত শব্দসমূহের আলাদা আলাদা অর্থের জ্ঞান থাকলেই অনুধাবন করা যায় না, বাক্য বা বাক্যাংশগুলির অর্থ সামগ্রিকভাবে জানতে হয়, যেমন pull through, be on the look out (for); বাগ্রীতি; বাগ্ধানরা; বাগবৃত্তি। idiomatic [ইডিআম্যাটিক্] (adjective) (১) বাগ্রীতিসিদ্ধ: speak idiomatic English. (২) বাগ্ধারাসমৃদ্ধ; বাগরীতিসম্মত: an idiomatic language. idiomatically [ইডিআম্যাটিক্লি] (adverb) বাগ্রীতিসিদ্ধভাবে: He spoke English well and idiomatically, but with a strong Icelandic accent.
- English Word idiosyncrasy Bengali definition [ইডিআসিঙ্ক্রাসি] (noun) (plural idiosyncrasies) [countable noun] ব্যক্তির বিশিষ্ট চিন্তারীতি বা আচরণ; স্বভাব বৈশিষ্ট্য idiosyncratic [ইডিআসিঙ্ক্র্যাটিক্] (adjective) স্বাভাবিক।
- English Word idiot Bengali definition [ইডিআট্] (noun) (১) যৌক্তিক আচরণে অসমর্থ অল্পবুদ্ধি ব্যক্তি; জড়ধী। (২) (কথ্য) বোকা; হাবা। idiotic [ইডিঅটিক্] (adjective) নির্বোধ; মূঢ়। idiotically [ইডিআটিকলি] (adverb) নির্বোধের মতো।
- English Word idle Bengali definition [আইড্ল্] (adjective) (idler, idlest) (১) অলস; বেকার; নিষ্ক্রিয়; নিষ্ককর্মা; নিশ্চেষ্ট: Many workers remain idle for want of work (যদিও কর্মবিমুখ নয়) ; idle hours. (২) (ব্যক্তি) কুঁড়ে; অলস; কর্মবিমুখ; শ্রমবিমুখ; আলস্যপরায়ণ; an idle, worthless fellow. (৩) বৃথা; নিরর্থক; অলস: idle gossip/ tales. □ (verb intransitive), (verb transitive) (১) কুঁড়েমি/আলস্য করা; কালক্ষেপণ করা। (২) idle away আলস্যে কালক্ষয় করা: He is wont to idle away his time. (৩) (গাড়ির ইনজিন) অক্রিয় গিয়ারে মন্দগতিতে চলা। idler [আইড্লা(র্)] (noun) আলস্যপরায়ণ ব্যক্তি; আলসে; কুঁড়ে। idly [আইড্লি] (adverb) অলসভাবে। idleness (noun) আলস্য; আলসেমি; কুঁড়েমি: live in idleness.
- English Word idol Bengali definition [আইড্ল্] (noun) (১) বিগ্রহ; প্রতিমা; দেবপ্রতিমা; পুত্তলিকা; অলীকদেবতা। (২) অত্যধিক প্রণয়ভাজন/শ্রদ্ধাভাজন/ প্রশংসাভাজন ব্যক্তি বা বস্তু; আরাধ্য; উপাস্য; নয়নপুত্তলি: He was the idol of his parents. idolater [আইডলাটা(র্)] (noun) (১) প্রতিমাপূজক; পৌত্তলিক। (২) পরম ভক্ত; পূজারি। idolatress [আইডলাট্রিস্] (noun) প্রতিমাপূজারিণী। idolatrous [আইডলাট্রাস্] (adjective) (ব্যক্তি) পৌত্তলিক; প্রতিমাপূজক। idolatrously (adverb) পৌত্তলিকের মতো। idolatry [আইডলাট্রি] (noun) (১) [countable noun, uncountable noun] পৌত্তলিকতা; পুতুল-পূজা; মূর্তিপূজা; প্রতিমাপূজা। (২) (কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি) অতিভক্তি; অত্যনুরাগ। idolize, idolise [আইডালাইজ্] (verb intransitive) আরাধ্য বস্তুতে পরিণত করা; দেবতাজ্ঞানে পূজা করা। idolization, idolisation [ আইডালাইজেইশ্ন্ America(n) আইডালিজেইশ্ন্] (noun) বস্তুতে পরিণতকরণ; বিগ্রহীভবন।
- English Word idyll Bengali definition [ইডিল্ America(n) আইডিল্] (noun) (১) বিশেষত গ্রামীণ জীবনের কোনো সহজসরল দৃশ্য বা ঘটনার (সাধারণত ছন্দোবদ্ধ) সংক্ষিপ্ত বর্ণনা; পল্লিচিত্র। (২) (লাক্ষণিক) অনাবিল শান্তি ও সুখের সময়; সুখাচ্ছন্ন সময়। idyllic [হাডিলিক্ America(n) আইডিলিক্] (adjective) প্রশান্ত পল্লিপ্রকৃতিসদৃশ; শান্তসমাহিত; স্বপ্নালস।