I পৃষ্ঠা ২৭
- English Word infringe Bengali definition [ইন্ফিন্জ্] (verb transitive), (verb intransitive) (১) (বিধি ইত্যাদি) ভঙ্গ/লঙ্ঘন/খণ্ডন করা; অতিবর্তন/অতিক্রম করা: infringe a rule/ an oath/a copy right/a patent. (২) infringe upon (পরাধিকার) লঙ্ঘন/আক্রমণ করা: None should infringe upon the rights of other people. infringement (noun) [uncountable noun] বিধিলঙ্ঘন; অধিকারলঙ্ঘন; পরাধিকারপ্রবেশ; অতিবর্তন। [countable noun] infringement of পরাধিকার লঙ্ঘন ইত্যাদি।
- English Word infuriate Bengali definition [ইন্ফিউআরিএইট্] (verb transitive) ক্রোধে ক্ষিপ্ত করা; ক্রোধান্ধ/ক্রোধোন্মত্ত করা: infuriating delays, উন্মাদকর বিলম্ব।
- English Word infuse Bengali definition [ইন্ফিউজ্] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক) (১) infuse into/with (গুণ ইত্যাদি) ঢেলে দেওয়া; (কোনো গুণে কাউকে) পরিপূর্ণ করা; আসিক্ত/পরিপৃক্ত করা; সঞ্চার করা: infuse fresh courage/new life into soldiers; infuse soldiers with fresh courage. (২) (পাতা, ওষধি ইত্যাদির উপর) (গরম) তরল পদার্থ ফেলে বাসিত করা বা নির্যাস বের করা; ভাবিত বা আসিক্ত করা: infuseherbs, ৩ ভাবিত/আসিক্ত হওয়া: The herbs should be allowed to infuse for five minutes.
- English Word infusion Bengali definition [ইন্ফিঊজ্ন] (noun) [countable noun] (১) ঢেলে তৈরিকরণ; ভাবন; ক্বাথ; বাসন। (২) [countable noun] ভাবনপ্রক্রিয়াজাত তরল পদার্থ; নির্যাস; ক্বাথ। (৩) [uncountable noun] সংমিশ্রণ: the infusion of new blood into old stock.
- English Word ingenious Bengali definition [ইন্জীনিআস্] (adjective) (১) (ব্যক্তি) উদ্ভাবনকুশল; উপায়জ্ঞ; বিচক্ষণ; উদ্ভাবনচতুর): an ingenious mind. (২) (বস্তু সুযুক্তিনিষ্পন্ন; সুযুক্তিকৃত; সুপ্রযুক্ত: an ingenious tool/toy. ingeniously (adverb) উদ্ভাবনকুশলতার সঙ্গে; সুকৌশলে। ingenuity [ইন্জিনিউআটি America(n) ইন্জিনূটি] (noun) [uncountable noun] উদ্ভাবনকুশলতা; উদ্ভাবনপটুতা; উদ্ভাবকত্ব: ingenious of design.
- English Word ingenue Bengali definition [অ্যান্জেইনিউ] (noun) (ফরাসি) (আনুষ্ঠানিক) বিশেষত নাটকের টাইপ-চরিত্ররূপে সাদামাটা; অকপট বালিকা; এ ধরনের চরিত্রের অভিনেত্রী; সরলা।
- English Word ingenuous Bengali definition [ইন্জেনিউআস] (adjective) (আনুষ্ঠানিক) নিষ্কপট; অকপট; অকৈতব; নির্ব্যাজ; সরলচিত্ত; নির্মলচিত্ত: ingenuous smile. ingenuously (adverb) অকপটে; সরলমনে ইত্যাদি। ingenuousness (noun) নিষ্কাপট্য; অকপটতা; সরলচিত্ততা; সারল্য।
- English Word ingest Bengali definition [ইন্জেস্ট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (সাহিত্যিক বা লাক্ষণিক) গলাধঃকরণ করা।
- English Word ingle Bengali definition [ইঙ্গ্ল্] (noun) (scot) অগ্নি; অগ্নিকুণ্ড। ingle-nook [ইঙ্গ্ল্নুক] (noun) (সেকেলে, চওড়া, গৃহাগ্নিকুণ্ডে) চুল্লিস্থান, যেখানে খোলা চুল্লিতে আগুন জ্বলে; গৃহাগ্নিকোণে।
- English Word inglorious Bengali definition [ইন্গ্লোরিআস] (adjective) (১) অকীর্তিকর; অপমানজনক; কলঙ্ককর; লজ্জাকর। (২) অখ্যাত। ingloriously (adverb) অকীর্তিকরভাবে; লজ্জাকরভাবে, নিন্দনীয়ভাবে।
- English Word ingoing Bengali definition [ইন্গোইঙ্] (adjective) প্রবেশক; প্রবেশ্য; প্রবেশ: the ingoing (=new) tenant of a house/flat.
- English Word ingot Bengali definition [ইঙ্গাট্] (noun) [countable noun] (সাধারণত ইষ্টকাকৃতি) ছাঁচে-ঢালা ধাতুর (বিশেষত সোনা ও রূপার) পিণ্ড; ধাতুপিণ্ড; সোনাপিণ্ড; পিণ্ডরূপা ইত্যাদি।
- English Word ingraft Bengali definition [ইন্গ্রা:ফ্ট America(n) ইন্গ্র্যাফ্ট্] =engraft.
- English Word ingrained Bengali definition [ইন্গ্রেইন্ড্] (adjective) (১) (অভ্যাস, প্রবণতা ইত্যাদি) বদ্ধমূল; অন্তর্নিবদ্ধ; অন্তর্নিবিষ্ট: ingrained prejudices/honesty. (২) গভীরনিবদ্ধ: ingrained dirt.
- English Word ingrate Bengali definition [ইন্গ্রেইট্] (adjective), (noun) অকৃতজ্ঞ।
- English Word ingratiate Bengali definition [ইন্গ্রেইশিএইট্] (verb transitive) ingratiate oneself with somebody অনুগ্রহভাজন/অনুরাগভাজন হওয়া: with an ingratiating smile, অনুগ্রহোদ্দীপক/মন গলানো/প্রসন্নকর হাসি। ingratiatingly (adverb) অনুগ্রহোদ্দীপকভাবে ইত্যাদি।
- English Word ingratitude Bengali definition [ইন্গ্র্যাটিটিঊড্ America(n) [ইন্গ্র্যাটিটূড্] (noun) [uncountable noun] অকৃতজ্ঞতা; কৃতঘ্নতা; নিমকহারামি।
- English Word ingredient Bengali definition [ইন্গ্রীডিআন্ট্] (noun) [countable noun] উপাদান; উপকরণ: the ingredients of an ice-cream; the ingredients of a man’s character.
- English Word ingress Bengali definition [ইন্গ্রেস] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) প্রবেশ; প্রবেশন; সংক্রম; প্রবেশাধিকার: a means of ingress. দ্রষ্টব্যegress.
- English Word ingrowing Bengali definition [ইন্গোউইঙ্] (adjective) ভিতরের দিকে বাড়ন্ত; অন্তর প্ররোহী: an ingrowing toe-nail.