F পৃষ্ঠা ৩৭
- English Word fortieth Bengali definition [ফোটিআথ্] দ্রষ্টব্য forty.
- English Word fortify Bengali definition [ফোটিফাই] (verb transitive) (past tense, past participle fortified) fortify (against) (প্রাচীর, পরিখা, কামান ইত্যাদির সাহায্যে) আক্রমণের বিরুদ্ধে (কোনো স্থানকে) সুরক্ষিত/ দুর্ভেদ্য করা: a fortified city/zone; fortify oneself against the cold, যেমন গরম কাপড় পরে। fortified wine আঙুরের রসের ব্রান্ডি ইত্যাদি মিশ্রিত মদ (যেমন শেরি); সমৃদ্ধ মদ: fortification [ফোটিফিকেইশন্] [noun] [uncountable noun] পরিখা-প্রাচীরাদি নির্মাণ; দৃঢ়করণ; দুর্গকরণ।
- English Word fortitude Bengali definition [ফোটিটিউড্ America(n) ফোটিটূড্] [noun] [uncountable noun] বিপদ, যন্ত্রণা বা অসুবিধার মুখে স্থৈর্য; আত্মসংযম; বীরোচিত ধৈর্য; তিতিক্ষা; বীরত্বপূর্ণ সহিষ্ণুতা।
- English Word fortnight Bengali definition [ফোট্নাইট্] (noun) পক্ষকাল; পক্ষ। fortnightly (adjective), (adverb) পাক্ষিক; পাক্ষিকভাবে; পক্ষকাল অন্তর: go fortnightly, প্রতি পক্ষে একবার যাওয়া।
- English Word fortran, FORTRAN Bengali definition [ফোট্র্যান্] (noun) কম্পিউটারের পূর্বলেখের ভাষাবিশেষ, যা প্রধানত বিজ্ঞান ও গণিতের গণনায় ব্যবহৃত হয়; ফরট্র্যান (formula translation-এর সংক্ষেপ)।
- English Word fortress Bengali definition [ফোট্রিস্] (noun) সুরক্ষিত ভবন বা নগর; দুর্গ; গড়; নগরদুর্গ।
- English Word fortuitous Bengali definition [ফোটিউটাস্ America(n) ফোটিউটূস্] (adjective) (আনু.) আকস্মিক; দৈবিক: a fortuitous meeting. fortuitously (adverb) দৈবাৎ; আপতিকভাবে।
- English Word fortunate Bengali definition [ফোচানাট্] (adjective) ভাগ্যবান; সৌভাগ্যপূর্ণ; শুভ; অনুকূল। fortunately (adverb) সৌভাগ্যক্রমে; ভাগ্যবলে; ভাগ্যগুণে।
- English Word fortune Bengali definition [ফোচূন্] (noun) (১) [countable noun, uncountable noun] দৈব্য; ভাগ্য; অদৃষ্ট; বরাত; বিধি; কপাল; নিয়তি; সৌভাগ্য বা দুর্ভাগ্য: have fortune on one’s side, ভাগ্য সুপ্রসন্ন হওয়া। the fortune(s) of war যুদ্ধের সৌভাগ্য-দুর্ভাগ্য। try one’s fortune ভাগ্য পরীক্ষা করা; ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া। tell somebody his fortune কারো ভাগ্য গণনা করা। fortuneteller (noun) গণক; গ্রহাচার্য; জ্যোতিষী। (২) [countable noun, uncountable noun] সমৃদ্ধি; সৌভাগ্য; সাফল্য; অঢেল ধনসম্পদ; ঐশ্বর্য: man of fortune, বিত্তশালী ব্যক্তি। come into a fortune বিপুল অর্থের উত্তরাধিকারী হওয়া। make a fortune অঢেল অর্থ উপার্জন করা। marry a fortune উত্তরাধিকার সূত্রে ধনাঢ্য কারো পাণিগ্রহণ করা। a small fortune এক কাঁড়ি টাকা: spend a small fortune on clothes. fortunehunter (noun) যে ব্যক্তি ধনাঢ্য কোনো মহিলাকে বিয়ে করে ধনী হতে চায়; ভাগ্যশিকারি।
- English Word forty Bengali definition [ফোটি] (adjective), (noun) চল্লিশ। দ্রষ্টব্য পরি. ৪। the forties ৪০ থেকে ৪৯, চল্লিশর দশক। have forty winks, দ্রষ্টব্যwink. fortieth [ফোটিআথ্] (adjective), (noun) চত্বরিংশত্তম; চল্লিশতম।
- English Word forum Bengali definition [ফোরাম্] (noun) (প্রাচীন রোমে) সর্বসাধারণের সভাস্থল; যেকোনো প্রকাশ্য আলোচনাস্থল; মঞ্চ: a forum for the discussion of public affairs.
- English Word forward 1 Bengali definition [ফোওয়াড্] (adjective) (দ্রষ্টব্য backword) (১) সম্মুখাভিমুখী; অগ্রবর্তী; অগ্রগামী; সম্মুখস্থ; পুরোগামী; পুরোস্থিত; আগুয়ান: a forward march. (২) (উদ্ভিদ, ফসল, ঋতু ও শিশু সম্বন্ধে) বেশ অগ্রসর; বর্ধিষ্ণু; বাড়ন্ত; অকালপক্ব: a forward spring. (৩) ব্যগ্র বা অধৈর্য; উদগ্রীব: forward to help others; প্রগল্ভ; অহংকারী: a forward young girl. (৪) অগ্রসর বা চরম: forward opinions. (৫) (বাণিজ্য) অগ্রিম; আগাম: forward prices; a forward contract. □ (noun) ফুটবল, হকি ইত্যাদি খেলায় সম্মুখভাগের খেলোয়াড় (ফুটবলে অধুনা প্রায়ই একে striker বলা হয়)। forwardness [noun] [uncountable noun] প্রত্যুৎপন্নতা; ব্যগ্রতা; প্রগলভতা; নির্লজ্জতা।
- English Word forward 2 Bengali definition [ফোওয়াড্] (verb transitive) (১) এগিয়ে নেওয়া; উন্নতিতে/অগ্রগতিতে সাহায্য বা সহায়তা করা: forward somebody’s plans. (২) পাঠানো; প্রেরণ করা: forward goods to somebody. forwarding agent (noun) যে ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান পণ্যদ্রব্যাদি যথাস্থানে প্রেরণের কাজ করে; প্রেরণ প্রতিনিধি। forwarding instructions পণ্যাদি প্রেরণবিষয়ক নির্দেশাবলি। (৩) কোনো ব্যক্তির চিঠিপত্র, পারসেল ইত্যাদি তার নতুন ঠিকানায় পাঠানো: The parcel was forwarded to his new address.
- English Word forward(s) Bengali definition [ফোয়াড্(জ্)] (adverb) (নিচের ৪ ছাড়া অন্যত্র 'forwards-এর প্রয়োগ বিরল) (১) (অগ্রগতি সাধনে) সামনের দিকে; সম্মুখে: rush/step forward; go forward. দ্রষ্টব্যcarriage (৩)। (২) ভবিষ্যতের দিকে; কালের দিক থেকে সামনে: from this time forward, এখান থেকে look forward; ভবিষ্যৎ চিন্তা করা; আগাম চিন্তা করা। look forward to something দ্রষ্টব্যlook 1 (৭)। (৩) সম্মুখে; সম্মুখ সারিতে: bring forward new evidence, নতুন সাক্ষ্য প্রমাণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা; come forward, এগিয়ে আসা। (৪) backward(s) and forward(s) সামনে-পিছনে।
- English Word fosse Bengali definition [ফস্] [noun] [countable noun] পরিখা; খানা; খন্দক।
- English Word fossil Bengali definition [ফস্ল্][noun] [countable noun] (১) জীবাশ্ম: (attributive(ly)) fossil bones/shells, অশ্মীভূত অস্থি/খোলা। (২) (কথ্য) নতুন চিন্তাভাবনা মেনে নিতে অসমর্থ সেকেলে লোক। fossilize, fossilise [ফসাইলাইজ্] (verb transitive), (verb intransitive) অশ্মীভূত হওয়া বা করা; (লাক্ষণিক) সেকেলে হওয়া বা করা। fossilization, fossilisation [ফসালাইজেশ্ন্ America(n) ফসালিজেইশ্ন্] (noun) অশ্মীভবন।
- English Word foster Bengali definition [ফসটা(র্) America(n) ফোসটা(র্)] (verb transitive) লালনপালন/প্রতিপালন করা; পোষণ/লালন করা: foster a child; foster evil thoughts. foster-brother/ foster-sister (noun(s)) একই পালক কর্তৃক প্রতিপালিত ভিন্ন মাতাপিতার সন্তান। foster-child (noun) প্রতিপালিত সন্তান। foster-parent/ foster-mother/ foster-father (noun(s)) পালক পিতামাতা ইত্যাদি। দ্রষ্টব্যadopt.
- English Word fought Bengali definition [ফোট্] fight- এর past tense, past participle
- English Word foul 1 Bengali definition [ফাউল্] (adjective) (১) নোংরা; পূতিগন্ধ; বিস্বাদ; বিশ্রী; জঘন্য: a foul meal, (অপশব্দ) যাচ্ছেতাই খাবার। (২) দুষ্ট; কদর্য; গর্হিত; (ভাষা) অশ্লীল; অকথ্য; (আবহাওয়া) দুর্যোগপূর্ণ; ঝোড়ো। foul-spoken/ foul-mouthed (adjective) নোংরা-মুখ; অশ্লীলভাষী। by fair means or foul যেমন করেই হোক; ন্যায়ের পথেই হোক আর অন্যায়ের পথেই হোক। (৩) foulplay (ক) (খেলাধুলায়) নিয়মবিরুদ্ধ খেলা। (খ) হিংস্র অপরাধ, বিশেষত খুন: The police suspects foul play. (৪) জট পাকানো: a foul rope. (৫) (পাইপ, নালি, বন্দুকের নল ইত্যাদি) বদ্ধ; বোজা: The chimney is foul. (৬) fall foul of (ক) (জাহাজ সম্বন্ধে) সংঘৃষ্ট হওয়া; জড়িয়ে যাওয়া। (খ) (লাক্ষণিক) জটিলতায়/ঝামেলায় জড়িয়ে পড়া: fall foul of the law. □ (noun) (১) [countable noun] (খেলাধুলা) নিয়মবিরুদ্ধ খেলা; অনিয়ম। (২) [uncountable noun] through fair and foul সুদিনে-দুর্দিনে; সব অবস্থায়। foully [ফাউললি] (adverb) জঘন্যভাবে: The traveller was foully murdered. foulness (noun) জঘন্যতা ইত্যাদি।
- English Word foul 2 Bengali definition [ফাউল্] (verb transitive), (verb intransitive) foul (up) (১) নোংরা/দুষিত/কলুষিত/কলঙ্কিত করা; রুদ্ধ করা: foul a drain/gun-barrel. (২) সংঘৃষ্ট হওয়া; ধাক্কা খাওয়া; জড়িয়ে যাওয়া। (৩) (খেলাধুলা) নিয়মভঙ্গ করে খেলা বা কাউকে আঘাত করা: foul an opponent.