F পৃষ্ঠা ৩৮
- English Word found 1 Bengali definition [ফাউন্ড্] find-এর past tense, past participle
- English Word found 2 Bengali definition [ফাউন্ড্] (verb transitive) ভিত্তি স্থাপন করা; পত্তন/স্থাপন করা। (২) অর্থ সরবরাহ করে (বিশেষত দানের সাহায্যে) কিছুর সূত্রপাত করা; প্রতিষ্ঠা করা: found a new school. (৩) found something on/upon ভিত্তি করা; ভিত্তি হিসেবে গ্রহণ করা: a novel founded on fact.
- English Word foundation Bengali definition [ফাউনডেইশ্ন্] (noun) (১) [uncountable noun] স্থাপন; পত্তন; সংস্থাপন। (২) [countable noun] প্রতিষ্ঠান। (৩) [countable noun] (প্রায়ই plural) ভিত্তি; বুনিয়াদ: the foundation(s) of a block of flats. foundation-stone (noun) ভিত্তিপ্রস্তর; ভিত্তিশিলা। (৪) [countable noun, uncountable noun] অন্তর্নিহিত মূলসূত্র; সূচনাবিন্দু; ভিত্তি: the foundations of religious beliefs. (৫) foundationgarment (বাণিজ্যিক প্রয়োগ) মেয়েদের শরীরের আলম্বনস্বরূপ কটিদেশ ও নিতম্বের অন্তর্বাসবিশেষ (অনেক সময় কাঁচুলিযুক্ত)। foundationcream (প্রসাধনী) অন্য প্রসাধনী ব্যবহার করার আগে ত্বকের উপর লাগানোর ক্রিমবিশেষ।
- English Word founder 1 Bengali definition [ফাউনডা(র্)] (noun) প্রতিষ্ঠাতা; প্রতিষ্ঠাপয়িতা; স্থাপক; স্থাপয়িতা। founder member (noun) কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের একজন; প্রতিষ্ঠাতা সদস্য। foundress [ফাউনড্রিস] (noun) প্রতিষ্ঠাত্রী; স্থাপিকা; স্থাপয়িত্রী।
- English Word founder 2 Bengali definition [ফাউনডা(র্)] (verb transitive), (verb intransitive) (১) (জাহাজ) ডোবা বা ডুবানো; নিমজ্জিত হওয়া বা করা। (২) (ঘোড়া) (বিশেষত কাদায় বা অতি শ্রমের দরুন) বসে পড়া; ভূপতিত হওয়া; অতিরিক্ত পরিশ্রম করিয়ে অচল করা। (৩) (পরিকল্পনা ইত্যাদি) ব্যর্থ হওয়া; ভেস্তে যাওয়া।
- English Word foundling Bengali definition [ফাউন্ড্লিঙ্] (noun) নাম-না-জানা মাতাপিতার পরিত্যক্ত শিশু; বেওয়ারিশ শিশু। foundling hospital (প্রাচীন প্রয়োগ) (পরিত্যক্ত শিশুদের পরিচর্যায়) শিশুসদন।
- English Word foundry Bengali definition [ফাউন্ড্রি] (noun) (plural foundries) ধাতু বা কাচ ঢালাইয়ের কারখানা; ঢালাইখানা: a typefoundry.
- English Word fount Bengali definition [ফাউনট্] (noun) (১) (কাব্যিক) ঝরনা; প্রস্রবণ; ফোয়ারা; নির্ঝর। (২) (অপিচ font) একই রকম আকার ও আয়তনবিশিষ্ট মুদ্রাক্ষরসমূহ; এক ছাঁচের মুদ্রাক্ষর। (৩) (কাব্যিক বা আলংকারিক অর্থ) উৎস; উদ্ভব।
- English Word fountain Bengali definition [ফাউনটিন্ America(n) ফাউনট্ন] (noun) (১) (বিশেষত কৃত্রিম) প্রস্রবণ; ফোয়ারা। drinking-fountain (noun) জনসাধারণের জন্য খোলা জায়গায় পানীয় জল সরবরাহের ফোয়ারা। fountain-pen (noun) ঝরনা কলম। soda- fountain, দ্রষ্টব্যsoda. (২) (লাক্ষণিক) উৎস: the fountain of justice. fountain-head (noun) মূল উৎস; উৎসমুখ; আদি উৎস।
- English Word four Bengali definition [ফো(র্)] (noun), (adjective) চার: a coach and four, চার ঘোড়ার গাড়ি; the four corners of the earth, পৃথিবীর সুদূরতম প্রান্ত। দ্রষ্টব্য পরি. ৪। four-letter word চার বর্ণের শব্দ, যা অশ্লীল বলে বিবেচিত (যেমন shit)। on all fours হামাগুড়ি দিয়ে; চার হাত পায়ে। be on all fours (with) হুবহু/অবিকল এক রকম হওয়া। a four চার মাল্লার বাইচের নৌকা; (ক্রিকেট) চার রানের মার। four in-hand (noun) সামনে অশ্বারোহী উপরক্ষ ছাড়া চার ঘোড়ার গাড়ি। four-part (adjective) (সংগীত) চার কণ্ঠের উপযোগী। four-pence [ফোপান্স্] (noun)' ৪ পেনি। fourpenny [ফোপ্নি America(n) ফোপেনি] (adjective) চার পেনি দামের: a four penny loaf. four-ply (adjective) (পশম, কাঠ ইত্যাদি) চার সুতার। four-poster (noun) পরদা বা চাঁদোয়া টানানোর জন্য চার খুঁটিওয়ালা খাট। four-pounder (noun)' ৪ পাউন্ড ওজনের গোলা নিক্ষেপের উপযোগী কামান। fourscore (adjective), (noun) চার কুড়ি আশি। four-square (adjective) বর্গাকার; (লাক্ষণিক) স্থির; সূদৃঢ়। four-wheeler (noun) চার চাকার ছেকড়া গাড়ি। fourfold [ফোফোউলড্] (adjective), (adverb) চারগুণ; চার ভাগে বিভক্ত। foursome [ফোসাম্] (noun) দুই যুগলের মধ্যে (বিশেষত গল্ফ) খেলা: a mixed foursome, প্রত্যেক জোড়ায় একজন পুরুষ এবং একজন মহিলাসহ। four-teen [ফোটীন্] (noun), (adjective) চৌদ্দ, চতুর্দশ, দ্রষ্টব্য পরি. ৪। fourteenth [ফোটীন্থ্] (noun), (adjective) চৌদ্দতম; চতুর্দশ, দ্রষ্টব্য পরি. ৪। fourth [ফোথ্] (noun), (adjective) চতুর্থ, দ্রষ্টব্য পরি. ৪। fourth of July (America(n)) স্বাধীনতা ঘোষণা দিবস (১৭৭৬)।
- English Word fourthly Bengali definition (adverb) চতুর্থত।
- English Word fowl Bengali definition [ফাউল] (noun) (১) (প্রাচীন প্রয়োগ) যেকোনো পাখি: the fowls of the air. (২) (prefix-সহ) যেকোনো বড় আকারের পাখি: wild fowl, বুনোপাখি; water fowl, জলচর পাখি। (৩) গৃহপালিত মোরগ-মুরগি। fowlpest (noun) মুরগির রোগবিশেষ। fowl-run (noun) (সাধারণত ঘেরাও করা) মুরগির খামার। (৪) [uncountable noun] (খাদ্য হিসেবে) মুরগি: roast fowl for dinner. □ (verb intransitive) (সাধারণত gerund হিসেবে) বুনোপাখি ধরা বা শিকার করা। go fowling. fowling-piece (noun) পাখি শিকারের জন্য হালকা বন্দুকবিশেষ। fowler (noun) পাখিশিকারি; ব্যাধ।
- English Word fox 1 Bengali definition [ফক্স্] (noun) (feminine vixen [ভিক্স্ন্]) খেঁকশিয়াল; শৃগাল। fox-glove (noun) নীললোহিত কিংবা শাদা ফুলের দীর্ঘ মঞ্জরিবিশিষ্ট উদ্ভিদবিশেষ। foxhole (noun) (সামরিক) শত্রুদের গোলাগুলি থেকে আত্মরক্ষার জন্য এবং গুলি করার অবস্থান হিসেবে মাটিতে খোঁড়া গর্ত; শৃগালবিবর। foxhound (noun) শিয়াল শিকারের জন্য প্রশিক্ষণ দেওয়া ডালকুত্তাবিশেষ। foxhunt (noun), (verb intransitive) (কুকুর লেলিয়ে) শৃগাল শিকার (করা)। fox-terrier (noun) গর্ত থেকে শিয়ালকে তাড়া দিয়ে বের করার কাজে ব্যবহৃত ছোট, চটপটে, খাটো লোমওয়ালা কুকুরবিশেষ। foxtrot (noun) ধীর ও দ্রুত লয়ের সামাজিক নৃত্যবিশেষ এবং এই নাচের সহগামী বাদ্য; শিয়াল নাচ। foxy (adjective) ধূর্ত; ধূর্ত চেহারার খল।
- English Word fox 2 Bengali definition [ফক্স্] (verb transitive) (কথ্য) শঠতার দ্বারা ঠকানো; প্রতারিত করা; বিভ্রান্ত করা।
- English Word foyer Bengali definition [ফয়এই America(n) ফয়আর্] (noun) বিরতির সময় দর্শকদের ব্যবহারের জন্য রঙ্গালয়ে প্রশন্ত উন্মুক্ত স্থান; সিনেমা বা হোটেলের প্রবেশ কক্ষ।
- English Word fracas Bengali definition [ফ্রাকা: America(n) ফ্রেইকাস্] (noun) (plural) (British/Britain) fracas [ফ্রাকা:জ্], America(n) fracases [ফ্রাকাসাস্] হৈ চৈ; হট্টগোল; উচ্চ কলহ।
- English Word fraction Bengali definition [ ফ্র্যাক্শ্ন্] (noun) (১) ক্ষুদ্র অংশ; ভগ্নাংশ। (২) ভগ্নাঙ্ক; ভগ্নাংশ (যেমন ১/৪, ০.৩৫)। fractional [ফ্র্যাক্শান্ল্] (adjective) ভগ্নাংশঘটিত; ভগ্নাংশে। fractional distillation বিভিন্ন স্ফুটনাঙ্কবিশিষ্ট তরল পদার্থকে (যেমন পেট্রল) ক্রমান্বয়ে তাপ প্রয়োগে পৃথককরণ; আংশিক পাতন।
- English Word fractious Bengali definition [ফ্র্যাক্শাস্] [noun] [uncountable noun] খিটখিটে; রগচটা; কোপনস্বভাব; বদমেজাজি। fractiously (adverb) খিটমিট করে। fractiousness (noun) খিটমিট; খিটখিটানি; খিটিমিটি।
- English Word fracture Bengali definition [ফ্র্যাকচা(র্)] [noun] [uncountable noun, countable noun] ভঙ্গ; বিভঙ্গ: fracture of a bone, অস্থিভঙ্গ; compouind/simple fractures, ত্বকের জখমসহ/ জখম ছাড়া ভঙ্গ। □ (verb transitive), (verb intransitive) ভাঙা; কাটা: fracture one’s leg.
- English Word fragile Bengali definition [ফ্র্যাজাইল America(n) ফ্র্যাজাল] (adjective) ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক: fragile child/health/happiness. fragility [ফ্রাজিলাটি] [noun] [uncountable noun] ভঙ্গুরতা; ক্ষণভঙ্গুরতা; নশ্বরতা।