F পৃষ্ঠা ৩৫
- English Word forfeit Bengali definition [ফোফিট্] (verb transitive) শান্তি বা পরিণাম হিসেবে কিংবা নিয়মকানুনের দরুন ক্ষতি স্বীকার করা বা ক্ষতি স্বীকার করতে বাধ্য হওয়া; (অধিকার) খোয়ানো: forfeit the good opinion of one’s friends; forfeit one’s health. □ [noun] [countable noun] (১) খেসারত; মাসুল; দণ্ড: His health was the forfeit he paid for over-working. (২) (plural) খেলাবিশেষ: এতে একজন খেলোয়াড়কে তার ভুলের জন্য বিভিন্ন সামগ্রী হাতছাড়া করতে হয় এবং হাস্যকর কিছু করে সেগুলি পুনরুদ্ধার করতে হয়। forfeiture [ফোফিচা(র্))] [noun] [uncountable noun] অধিকারহানি; অধিকারভ্রংশ: (the) forfeiture of one’s propery.
- English Word forfend Bengali definition [ফোফেন্ড্] (verb transitive) প্রতিহত/ব্যাহত করা।
- English Word forgather, foregather Bengali definition [ফোগ্যাদা(র্)] (verb transitive) একত্র হওয়া; মিলিত হওয়া।
- English Word forgave Bengali definition [ফাগেইভু] forgive-এর past tense
- English Word forge 1 Bengali definition [ফোজ্] [noun] (Countable noun) (verb transitive) (১) কামারশালা। (২) ধাতু গলানো বা পরিশুদ্ধ করার জন্য চুল্লি; ঐরূপ চুল্লিযুক্ত কারখানা; হাপর।
- English Word forge 2 Bengali definition ফোজ্] (verb transitive) (১) তাপ প্রয়োগ করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা; গড়া: forge an anchor, (লাক্ষণিক) an intimacy forged by shared convictions. (২) জাল করা। forger (noun) জালিয়াত; জালকারক; জালসাজ। forgery [ফোজারি] (noun) (১) [uncountable noun] জালিয়াতি; জালসাজি। (১) [countable noun] (plural forgeries) জাল দলিল; স্বাক্ষর ইত্যাদি। forging [noun] [countable noun] তাপে গলিয়ে, পিটিয়ে কিংবা চাপ প্রয়োগে আকার দেওয়া ধাতুখণ্ড।
- English Word forge 3 Bengali definition [ফোজ্] (verb intransitive) forge ahead দৃঢ়ভাবে অগ্রসর হওয়া; (প্রতিযোগিতা ইত্যাদিতে) অগ্রগামী হওয়া।
- English Word forget Bengali definition [ফাগেট্] (verb transitive), (verb intransitive) (past tense forgot [ফাগট্] past participle forgotten [ফাগটন]) (১) forget (about) ভুলে যাওয়া; মনে না-থাকা; বিস্মৃত হওয়া। forget-me-not [ফাগেট্ মি নট্] (noun) নীল রঙের ফুলবিশিষ্ট ক্ষুদ্র উদ্ভিদবিশেষ। (২) অবহেলা করা বা (কিছু করতে) ব্যর্থ হওয়া; ভোলা; ভুলে যাওয়া: Don’t forget to return the book. (৩) মন থেকে মুছে ফেলা; ভুলে যাওয়া: Can’t you forget the past? (৪) মনোযোগ না-দেওয়া; ভোলা: He did not forget the cabin boy, তাকেও বকশিশ দিতে ভোলেনি। (৫) forget oneself (ক) অবিবেচকের মতো এমন আচরণ করা যা নিজের মর্যাদা বা পরিস্থিতির সঙ্গে মানানসই নয়; আত্মবিস্মৃত হওয়া। (খ) কেবল অন্যের স্বার্থের কথা ভেবে নিঃস্বার্থভাবে কাজ করা। forgetful [ফাগেট্ফ্ল] (adjective) ভুলো; বিস্মরণশীল; ভুলো মন: He is very forgetful of things. Old people are sometimes forgetful. forgetfully [ফাগেট্ফালি্] (adverb) ভুলে গিয়ে। forgetfulness (noun) বিস্মরণ প্রবণতা।
- English Word forgive Bengali definition [ফাগিভ্] (verb transitive), (verb intransitive) (plural forgave ফাগেইভ্] past participle forgiven [ফাগিভ্ন]) (১) forgive somebody (something/for doing something) ক্ষমা/মাফ/মার্জনা করা। (২) (ঋণ) প্রত্যর্পণ দাবি না- করা; মাফ/মার্জনা করা: Have you forgiven me the debt? forgivable [ফাগিভআব্ল্] (adjective) ক্ষমার্হ; ক্ষমাযোগ্য; মার্জনীয়। forgiving (adjective) ক্ষমাশীল: a forgiving nature. forgivingly (adverb) ক্ষমশীলতার সঙ্গে। forgiveness [noun] [uncountable noun] ক্ষমা; ক্ষমাশীলতা: ask for forgiveness; full of forgiveness.
- English Word forgo Bengali definition [ফোগোউ] (verb transitive) (plural forwent [ফোওয়েন্ট্] past participle forgone [ফোগন্ America(n) ফোগোন্] ছাড়া; ত্যাগ করা; বর্জন করা; ছেড়ে দেওয়া: forgo a privilege.
- English Word forgot, forgotten Bengali definition দ্রষ্টব্যforget.
- English Word fork Bengali definition [ফোক্] [countable noun] (১) (ইউরোপীয় প্রথায় খাওয়ার জন্য) কাঁটা। forklunch/supper যে ভোজে অতিথি যার যার খাবার নিজে তুলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহার করে। (২) খামারে বা বাগানে মাটি ভাঙা, খড়বিচালি তোলা ইত্যাদি কাজের জন্য হাতিয়ারবিশেষ; আঁকশি। (৩) রাস্তা, গাছের কাণ্ড ইত্যাদি যে স্থানে শাখা-প্রশাখায় বিভক্ত হয়; সন্ধিস্থল; সাইকেলের যে অংশের সঙ্গে চাকা যুক্ত থাকে। অপিচ দ্রষ্টব্যtune ভুক্তিতে tuning-fork. (৪) fork-lift truck পণ্যসামগ্রী যান্ত্রিকভাবে উত্তোলন ও অবতরণের ব্যবস্থাসংবলিত ট্রাক বা ট্রলি। □ (verb transitive), (verb intransitive) (১) আঁকশি দিয়ে ওঠানো: fork hay/straw; fork the ground over, আঁকশি দিয়ে মাটি উলটে দেওয়া। (২) (নদী, রাস্তা) শাখায় বিভক্ত হওয়া; (ব্যক্তি সম্বন্ধে) (ডাইনে বা বাঁয়ে) মোড় নেওয়া: They forked left at the post office. (৩) fork something out; fork up/out (কথ্য) হাতে তুলে দেওয়া; পাওনা পরিশোধ করা: fork out a lot of money to the collector of Taxes: forked (adjective) শাখাম্বিত; দ্বিধাবিভক্ত; দ্বিশিখ দুই বা ততোধিক শাখায় বিভক্ত: a forked road; the forked tongue of a snake; forked lightning. বিদ্যুল্লতা।
- English Word forlard Bengali definition [ফূলেআড্] (noun) পাতলা রেশম কিংবা রেশম ও কার্পাস-মিশ্রিত বস্ত্রবিশেষ; সিল্কের কাপড়।
- English Word forlorn Bengali definition [ফালোন্] (adjective) (কাব্যিক) অসুখী; হতভাগ্য; নিঃসহায়; নিঃশরণ; নিরাশ্রয়; পরিত্যক্ত। forlorn hope মরিয়া হয়ে ওঠা প্রযত্ন; যে পরিকল্পনা বা উদযোগের সফলতার সম্ভাবনা একেবারেই ক্ষীণ; নিষ্ফল প্রয়াস। forlornly (adverb) নিঃসহায়ভাবে। forlornness (noun) নিঃসহায়ত্ব; অসহায়ত্ব।
- English Word form 1 Bengali definition [ফোম্] (noun) (১) [uncountable noun, countable noun] রূপ; আকার; আকৃতি; বাহ্য অবয়ব; মূর্তি; গঠন; শরীর: take form; a well-proportioned form. (২) [uncountable noun] সামগ্রিক বিন্যাস বা নির্মিতি; সংস্থানকৌশল; রূপ: a piece of music in sonata form; literary form, সাহিত্যরূপ; a sense of form, রূপসচেতনতা। (৩) [countable noun] বিশেষ ধরনের বিন্যাস বা নির্মিতি; রূপ: form of government; forms of animal and vegetable life. (৪) [uncountable noun, countable noun] (ব্যাকরণ) (শব্দের) রূপ: change form; different in form but identical in meaning. (৫) [uncountable noun] প্রথা বা শিষ্টাচারসম্মত চলনবলন; লৌকিকতা; রীতি: do something for form’s sake. good/bad form সুরীতি/কুরীতি; শিষ্টাচারসম্মত/শিষ্টাচার বিরুদ্ধ আচরণ। (৬) আচরণ ইত্যাদির বিশেষ-বিশেষ রূপ; আচার; রীতিনীতি; রূপ: pay too much attention to forms; forms of worship. (৭) [countable noun] জ্ঞাতব্য বিষয় দিয়ে পূর্ণ করার জন্য ছককাটা কাগজ; ফর্ম: application forms; অধিক সংখ্যায় প্রেরিত ছাপানো বা টাইপ করা চিঠি; মুদ্রিত চিঠি (form letter নামেও পরিচিত)। (৮) [uncountable noun] (বিশেষত ঘোড়া ও ক্রীড়াবিদদের) স্বাস্থ্য ও প্রশিক্ষণের অবস্থা; হালহকিকত। in/out of form; on/off form ভালো/মন্দ অবস্থায়: He’s on form and hopes to win the 400 metres race. (৯) [uncountable noun] মেজাজ; মানসিক অবস্থা: Look, the old man is in great form. (১০) [countable noun] কাঠের লম্বা (সাধারণত পিঠবিহীন) বেঞ্চ। (১১) [countable noun] ব্রিটেনের স্কুলে শ্রেণি (১ম থেকে ৬ষ্ঠ)। formless (adjective) আকারবিহীন; নিরবয়ব। formlessly (adverb) আকারহীনভাবে।
- English Word form 2 Bengali definition [ফোম্] (verb transitive), (verb intransitive) (১) আকার দেওয়া; বানানো; তৈরি করা; গঠন করা; রচনা করা: form words and sentences; form one’s style on good models. (২) বিকশিত করা; গঠন করা; গড়া: form a child’s character/mind; form good habits; form ideas/plans/opinions. (৩) সংগঠিত করা; গঠন করা: form a committee/a class for adults. (৪) উপাদান বা অঙ্গস্বরূপ হওয়া; অন্যতম হওয়া: This amount forms part of our contributions to the relief fund. (৫) form into (সামরিক) বিশেষ কোনো রূপে বিন্যস্ত করা বা হওয়া; গঠন করা বা গঠিত হওয়া: form a regiment into columns. (৬) অস্তিত্ব পরিগ্রহ করা; কঠিন হওয়া; রূপ পরিগ্রহ করা; গঠিত হওয়া; গড়ে-ওঠা: The poem formed slowly in his mind.
- English Word formal Bengali definition [ফোম্ল্] (adjective) (১) আনুষ্ঠানিক: formal dress; a formal receipt, বাণিজ্যিক রীতি অনুযায়ী; নিয়মানুগ ও যথাযথ। (২) জ্যামিতিক; প্রতিসম; নকশার দিক থেকে নিয়মিত বা জ্যামিতিক: formal gardens. (৩) রূপগত (সারগত নয়); বাহ্যিক: a formal resemblance between two things. (৪) formal grammar শব্দরূপ, বাক্যরীতি ইত্যাদি-ঘটিত ব্যাকরণ; রৌপ ব্যাকরণ। formally [ফোমালি] (adverb) আনুষ্ঠানিকভাবে। formalism [ফোমালিজাম] [noun] [uncountable noun] ধর্মীয় কর্তব্য, আচরণ ইত্যাদিতে রীতিনীতি ও অনুষ্ঠানাদির যথাযথ পালন; আচারনিষ্ঠা; আচারপ্রিয়তা।
- English Word formaldehyde Bengali definition [ফোম্যালডিহাইড্] [noun] [uncountable noun] (রসায়ন) বর্ণহীন গ্যাসবিশেষ (HCHO), যা জলে দ্রবীভূত করে রক্ষণোপাদান ও জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয়; ফর্ম্যালডিহাইড। formalin [ফোমালিন্] [noun] [uncountable noun] (রসায়ন) জীবাণুনাশকরূপে ব্যবহৃত ফর্ম্যালডিহাইডের দ্রবণ; ফর্মালিন।
- English Word formality Bengali definition [ফোম্যালাটি] (noun) (formalities) (১) [uncountable noun] আনুষ্ঠানিকতা। (২) [countable noun] আনুষ্ঠানিক কার্য; আনুষ্ঠানিকতা: legal formalities. a mere formality নিছক আনুষ্ঠানিকতা (যা তাৎপর্যহীন হলেও পালন করতে হয়)।
- English Word format Bengali definition [ফোম্যাট্] (noun) (১) বইয়ের (মুদ্রণ, কাগজ ও বাঁধাইসহ) আকার ও আয়তন: reissue a book in a new format. (২) বিন্যাস; কার্যবিধি; রীতি; শৈলী; ধরন: the format of a conference/interview/meeting.