F পৃষ্ঠা ৩৯
- English Word fragment Bengali definition [ফ্র্যাগমানট্] [noun] [countable noun] খণ্ড; টুকরা; ক্ষুদ্রাংশ; অসম্পূর্ণ অংশ: the fragments of a broken vase. □ (verb transitive) [ফ্যাগমেন্ট] খণ্ড খণ্ড/টুকরা টুকরা হওয়া। fragmentary [ফ্র্যাগ্মান্ট্রি America(n) ফ্র্যাগ্মান্টেরি] (adjective) খণ্ডিত; অসম্পূর্ণ: a fragmentary report. fragmentation [ফ্র্যাগমেইনটেইশ্ন্] (noun) খণ্ডন; খণ্ডকরণ। fragmentation bomb যে বোমা ফেটে খণ্ড খণ্ড হয়ে যায়; খণ্ডনবোমা।
- English Word fragrant Bengali definition [ফ্রেইগ্রান্ট্] (adjective) সুগন্ধ; সুরভিত; সুরভি; সুগন্ধি; সুবাস; (লাক্ষণিক) সুখকর; সুরভিত: fragrant memories. fragrance [ফ্রেইগ্রান্স্] (noun) [uncountable noun, countable noun] সুগন্ধ; সুরভি; সুবাস।
- English Word frail Bengali definition [ফ্রেইল্] (adjective) দুর্বল; নাজুক; পলকা; ক্ষণস্থায়ী; রোগা: a frail child; a frail support; frail happiness; frailty [ফ্রেইলটি] [noun] [uncountable noun] ভঙ্গুরতা; নশ্বরতা; ক্ষণিকতা: the frailty of human life; [countable noun] (plural frailties) নৈতিক দুর্বলতা; দোষত্রুটি; খুঁত।
- English Word frame 1 Bengali definition [ফ্রেইম] [noun] [countable noun] (১) জাহাজ, ভবন ইত্যাদির মূল কাঠামো;কঙ্কাল; ডৌল; আড়া। frame aerial (noun) যে এরিয়াল তার দুটি খুঁটির মধ্যে না টানিয়ে একটি কাঠামোর চারিদিকে পেঁচানো থাকে। framehouse (noun) কাঠের তক্তা দিয়ে ঘেরা কাঠের কাঠামোবিশিষ; কাঠামোঘর। (২) (ছবি, দরজা, জানালা ও চশমার) ফ্রেম; পরিকাঠামো; বেষ্টনী। (৩) মানুষ বা প্রাণীর শরীর; কাঠামো; গড়ন: a girl of slender frame. (৪) উদ্ভিদকে ঠাণ্ডা থেকে রক্ষা করার জন্য কাঠ বা কাচের বাক্সবিশেষ; ঠাট: a cold/heated frame. (৫) frame of mind মনের সাময়িক অবস্থা; মেজাজ: in a cheerful frame of mind. (৬) (framework অধিক প্রচলিত) প্রতিষ্ঠিত ব্যবস্থা বা সংশ্রয়; কাঠামো: the frame of society. (৭) (আলোকচিত্রের) ফিল্মে একবারের (অর্থাৎ একটি ছবির জন্য) সূর্যালোকসম্পাত। framework (noun) কোনো নির্মিতির যে অংশ আকৃতি ও অবলম্বন দান করে; নির্মাণ কাঠামো: a bridge with a steel frame work; the framework of a policy.
- English Word frame 2 Bengali definition [ফ্রেইম] (verb transitive), (verb intransitive) (১) গড়া; গঠন করা; প্রণয়ন করা; রচনা করা; উদ্ভাবন করা; নির্মাণ করা: frame a plan/a theory/sentence. (২) ফ্রেমে আঁটা; পরিকাঠামো লাগানো: frame a photograph. (৩) বিকশিত হওয়া; বিকাশ লাভে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া: plans that frame well/badly. (৪) (অপশব্দ) কাউকে দোষী সাব্যস্ত করার জন্য ফন্দি আঁটা; কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করানো; কাউকে অভিশংসিত করা। frame-up (noun) (অপশব্দ) নির্দোষ ব্যক্তিকে দোষী প্রতীয়মান করার জন্য ফন্দি বা দুরভিসন্ধি।
- English Word franc Bengali definition [ফ্র্যাঙ্ক্] (noun) ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড প্রভৃতি দেশের মুদ্রার একক; ফ্রাঁ।
- English Word franchise Bengali definition [ফ্র্যানচাইজ্] (noun) (১) [uncountable noun] the franchise কোনো দেশ বা নগরী কর্তৃক প্রদত্ত পূর্ণ নাগরিক অধিকার, বিশেষত ভোটাধিকার; জনাধিকার। (২) (প্রধানত America(n)) কর্তৃপক্ষ কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদত্ত বিশেষ অধিকার: a franchise for a bus service. □ (verb transitive) বিশেষ অধিকার দান করা।
- English Word Franciscan Bengali definition [ফ্র্যান্সিস্কান্] (noun), (adjective) (১২০৯) খ্রিস্টাব্দে সেন্ট ফ্রান্সিস অব আসিসি কর্তৃক প্রতিষ্ঠিত ধর্মসংঘ সম্বন্ধীয়; ঐ সংঘের সদস্য বা সদস্যা; ফ্রান্সিস্কান।
- English Word franco- Bengali definition [ফ্র্যাঙকোউ] (prefix) (যোগশব্দে ব্যবহৃত) ফরাসি; ফ্রাঙ্কো: the franco. German war of 1870; francophile, ফরাসিপ্রেমী; francophone, ফরাসিবৈরী। francophone ফরাসিভাষী; যে দেশ ফরাসি ভাষাকে আন্তর্জাতিক যোগাযোগের ভাষা হিসেবে ব্যবহার করে।
- English Word francolin Bengali definition [ফ্র্যাঙকোলিন] (noun) পাখিবিশেষ; চকোর।
- English Word frank 1 Bengali definition [ফ্র্যাঙক্] (adjective) অকপট; মনখোলা; নিষ্কপট; অমায়িক; নির্ব্যাজ; উদার: a frank look/face; make a frank confession of one’s guilt. frankly (adverb) অকপটে; খোলাখুলি। frankness (noun) অকপটতা; অমায়িকতা।
- English Word frank 2 Bengali definition [ফ্রাঙ্ক্] (verb transitive) (চিঠি ইত্যাদিতে) ডাকমাসুল দেওয়া হয়েছে দেখানোর জন্য সিল বা ছাপ মারা; মাসুলযুক্ত করা। franking-machine (noun) চিঠিপত্রে ছাপ দেওয়ার জন্য স্বয়ংক্রিয় যন্ত্রবিশেষ, যাতে মোট মাসুল দেখানোর জন্য একটি গণনা কৌশলও অন্তর্ভুক্ত থাকে; ছাপকল।
- English Word frankenfood Bengali definition [ফ্রাঙ্কেন্ফুড] (noun) ('Frankenstein' আর 'food' মিলে তৈরি) (অপশব্দ) জিএম খাদ্য; ফ্রাঙ্কেনফুড; জেনেটিক্যালি মডিফাইড ফুড: Frankenfood may be dangerous to your health.
- English Word frankfurter Bengali definition [ফ্র্যাঙ্কফাটা(র্)] (noun) মসলাদিযুক্ত গো ও শূকর মাংসের ধূমপক্ব সসেজবিশেষ (sausage); ফ্রাঙ্কফার্টার।
- English Word frankincense Bengali definition [ফ্র্যাঙকিনসেন্স্] [noun] [uncountable noun] গাছ থেকে প্রাপ্ত রজনবিশেষ, যা পুড়লে সুগন্ধ ছড়ায়; কুন্দু।
- English Word frantic Bengali definition [ফ্র্যান্টিক্] (adjective) আনন্দ, বেদনা, উদ্বেগ ইত্যাদিতে চরম উত্তেজিত; ক্ষিপ্ত; আত্মহারা: frantic cries for help. frantically [ফ্র্যান্টিকলি] (adverb) ক্ষিপ্তভাবে; উন্মত্তভাবে।
- English Word frape Bengali definition [ফ্রেইপ্] (noun) (ইন্টারনেট অপশব্দ) ('facebook' আর 'rape' মিলে তৈরি) অনুমতি ছাড়াই কারো ফেসবুক পেজ বেমালুম পাল্টানো;ফেসবুকে কারো নিজস্ব তথ্য চুপিসারে পাল্টে দেওয়ার কাজ: a cruel frape. □ (verb transitive) উক্ত কাজ করা।
- English Word fraternal Bengali definition [ফ্রটান্ল্] (adjective) ভ্রাতৃসুলভ; ভ্রাতৃক; ভ্রাত্রীয়; ভ্রাতৃসম। fraternally [ফ্রটানালি] (adverb) ভ্রাতৃভাবে।
- English Word fraternity Bengali definition [ফ্র্যাটানাটি] (noun) (১) (plural fraternities) [uncountable noun] ভ্রাতৃত্ব; ভ্রাতৃত্ববোধ; সৌভ্রাত্র। (২) [countable noun] পরস্পর সমকক্ষ বলে বিবেচনা করে এমন ব্যক্তিবর্গের (যেমন সন্ন্যাসীদের) সংঘ; অভিন্ন স্বার্থে সম্মিলিত ব্যক্তিবর্গ, ভ্রাতৃসংঘ, ভ্রাত্বসমাজ: the fraternity of the Press, সংবাদপত্রের লেখকসম্প্রদায়। (৩) [countable noun] (America(n)) বিভিন্ন কলেজে শাখাসমেত ছাত্রসমিতি, যাদের নাম সাধারণত গ্রিক বর্ণসহযোগে গঠিত হয়; ভ্রাতৃসংঘ। দ্রষ্টব্যsorority.
- English Word fraternize, fraternise Bengali definition [ফ্র্যাটানাইজ্] (verb intransitive) fraternize (with) ভ্রাতৃরূপে মেলামেশা করা; ভাই-ভাই হওয়া। fraternization, fraternisation [ফ্র্যাটাইনাইজেশ্ন্ America(n) ফ্র্যাটানিজেইশ্ন্] (noun) ভ্রাতৃবৎ সংসর্গ।