F পৃষ্ঠা ৩৪
- English Word forerunner Bengali definition [ফোরানা(র্)] (noun) (১) পূবলক্ষণ; অগ্রদূত; The cuckoo is a forerunner of spring. (২) যে ব্যক্তি আরেক ব্যক্তির আগমন সূচিত করেন; অগ্রদূত।
- English Word foresee Bengali definition [ফোসী] (verb transitive) (past tense foresaw [ফোসো], past participle foreseen [ফোসীন] আগাম জানা; আগেই বোঝা: foresee trouble. foreseeable [ফোসীআব্ল্] (adjective) আগাম জানা যায় এমন; পূর্বপরিজ্ঞেয়। the foreseeable future যে ভবিষ্যতের (অর্থাৎ ভবিষ্যতের যতদূর পর্যন্ত) ঘটনাবলি আগাম জানা যায়; পূর্বপরিজ্ঞেয় ভবিষ্যৎ।
- English Word foreshadow Bengali definition [ফোশ্যাডোউ] (verb transitive) (আসন্ন কোনোকিছুর) লক্ষণ বা হুঁশিয়ারি হওয়া; পূর্বাভাস দেওয়া; পূর্বলক্ষণ হওয়া।
- English Word foreshore Bengali definition [ফোশো(র্)] (noun) সাগর ও স্থলের মধ্যবর্তী তটের যে অংশ চাষাবাদ, নির্মাণ কাজ করা হয়; অগ্রতট।
- English Word foreshorten Bengali definition [ফোশোট্ন্] (verb transitive) (চিত্র অঙ্কনে) (কোনো বস্তুকে) পরিপ্রেক্ষিত ব্যবহারের দ্বারা প্রদর্শন করা; (দ্রষ্টব্যperspective )।
- English Word foreshow Bengali definition [ফোশোউ] (verb transitive) ভবিষ্যদ্বাণী করা; পূর্বাভাস দেওয়া; ভবিষ্যতের লক্ষণ প্রকাশ করা।
- English Word foresight Bengali definition [ফোসাইট্] [noun] [uncountable noun] দূরদর্শিতা; দূরদৃষ্টি।
- English Word foreskin Bengali definition [ফোস্কিন্] (noun) লিঙ্গের অগ্রভাগের আবরক ত্বক; অগ্রত্বক।
- English Word forest Bengali definition [ফরিস্ট্ America(n) ফোরিস্ট্] [noun] (১) [countable noun, uncountable noun] অরণ্য; বন; কানন; জঙ্গল; (attributive(ly)) বুনো; বন্য; আরণ্য; আরণ্যক: forest animals; forest fires, দাবানল; দাবাগ্নি। conservator of forest অরণ্যরক্ষক; অরণ্যপাল। (২) (British/Britain) (বৃক্ষময় না-হলেও) যে এলাকায় পশুপাখি (যেমন হরিণ) শিকার (এবং সংরক্ষণ) করা হয় কিংবা হতো; মৃগয়াভূমি; যে অঞ্চল এক সময় অরণ্যময় ছিল কিন্তু এখন আংশিক চাষাবাদের অধীন (যেমন Sherwood forest): the deer forests of Scotland. (৩) (লাক্ষণিক) অরণ্যের গাছের সঙ্গে তুলনীয় কোনোকিছু: a forest of masts. forester (noun) বনপাল। forestry (noun) [uncountable noun] অরণ্যবিদ্যা।
- English Word forestall Bengali definition [ফোস্টোল] (verb transitive) কোনো কাজ আগেই সম্পন্ন করে অন্য কাউকে তা করা থেকে বিরত রাখা; কোনোকিছু অপ্রত্যাশিতভাবে আগেভাগে সম্পন্ন করে কাউকে বিপর্যস্ত করা কিংবা পরিকল্পনা ইত্যাদি বানচাল করা; আগাম নিরস্ত বা পথরোধ করা; আগাম বানচাল বা পণ্ড করা: forestall a competitor, আগাম প্রতিহত করা।
- English Word foreswear Bengali definition [ফোসোয়েআ(র্)] verb =forswear.
- English Word foretaste Bengali definition [ফোটেইসট্] (noun) foretaste (of) কোনো কিছুর আগাম আংশিক অভিজ্ঞতা; অগ্রস্বাদ; পূর্বাস্বাদ: a foretaste of suffering/pleasure.
- English Word foretell Bengali definition [ফোটেল] (verb transitive) (past tense), (past participle) foretold [ফোটোল্ড্] আগাম বলা; ভবিষ্যদ্বাণী করা: foretell somebody’s future.
- English Word forethought Bengali definition [ফোথোট্] [noun] [uncountable noun] ভবিষ্যৎ চিন্তা; পূর্বপরিকল্পনা; পরিণামদৃষ্টি; দূরদর্শিতা।
- English Word foretold Bengali definition foretell-এর past tense, past participle.
- English Word foretop Bengali definition [ফোটপ] (noun) (নৌচালনবিদ্যা) অগ্রমাস্তুলের শীর্ষদেশস্থ মঞ্চ।
- English Word forever Bengali definition [ফারেভা(র্)] (adverb) সর্বদা; অনন্তকাল ধরে।
- English Word forewarn Bengali definition [ফোওয়োন্] (verb transitive) আগাম সতর্ক করা।
- English Word forewoman Bengali definition [ফোওয়ুমান] (noun) (plural women [ফোওয়িমিন্]) মহিলা কর্মীদের প্রধান।
- English Word foreword Bengali definition [ফোওয়াড্] [noun] [countable noun] গ্রন্থের প্রথমে মুদ্রিত (লেখক ভিন্ন অন্য কারো লেখা) প্রারম্ভিক মন্তব্য; মুখবন্ধ।