F পৃষ্ঠা ৩৬
- English Word formation Bengali definition [ফোমেইশ্ন্] (noun) (১) [uncountable noun] গঠন; সৃজন: the formation of character/of ideas in the mind. (২) [countable noun] যা গঠিত হয়েছে। [uncountable noun] বিন্যাস; ব্যূহ; সজ্জা: warships in battle formation; (attributive(ly)) formation flying/dancing; [countable noun] বিশেষ বিন্যাস বা ক্রম: rock formations, শিলার স্তরবিন্যাস। [countable noun] (ফুটবল, রাগবি প্রভৃতি) খেলার শুরুতে খেলোয়াড়দের বিন্যাস; সমাবেশ।
- English Word formative Bengali definition [ফোমাটিভ] (adjective) (১) রূপদায়ক বা রূপদানের প্রবণতাবিশিষ্ট; গঠনাত্মক: formative influences (যেমন কোনো শিশুর চরিত্রের উপর)। (২) নমনীয়; গঠনাত্মক: the formative years of a child’s life, যে বয়সে তার চরিত্র গঠিত হয়।
- English Word forme Bengali definition [ফোমা] (noun) (মুদ্রণে) ফর্মা।
- English Word former Bengali definition [ফোমা(র্)] (adjective) (১) আগেকার; পূর্বের; পূর্বতন; প্রাক্তন; সাবেক; ভূতপূর্ব; বিগত: in former times; the former headmaster. (২) (অপিচ pronoun হিসেবে) the former (the latter-এর বিপরীত) প্রথমোক্ত; প্রথমটি: he prefered the former. formerly (adverb) আগেকার দিনে; পূর্বকালে।
- English Word formic Bengali definition [ফোমিক্] (adjective) formicacid অম্লবিশেষ, যা স্বাভাবিকভাবে পিঁপড়ার দেহনিঃসৃত রসে থাকে; ফর্মিক এসিড।
- English Word formica Bengali definition [ফোমাইকা] [noun] [uncountable noun] (আসবাবপত্র ইত্যাদির উপরিভাগ আচ্ছাদিত করতে) তাপরোধী প্লাস্টিকের পাতবিশেষ; ফর্মিকা।
- English Word formidable Bengali definition [ফোমিডাব্ল্] (adjective) (১) ভয়ানক; ভয়ঙ্কর; ভীতিকর: a man with a formidable appearance. (২) দুর্জয়; দুর্ধর্ষ; দারুণ; বিপুল; দুর্দান্ত: formidable obstacles/ opposition/enemies/debts. formidably [ফোমিডাব্লি] (adverb) ভয়ঙ্করভাবে ইত্যাদি।
- English Word formula Bengali definition [ফোমিউলা] (noun) (plural formulas কিংবা বৈজ্ঞানিক প্রয়োগে formulae [ফোমিউলী]) ১ প্রতিনিয়ত ব্যবহৃত শব্দাবলি (যেমন ‘How, d’you do? ‘Excuse me’, ‘Thank you)’; মামুলি বুলি; আইনগঠিত দলিল; গির্জার অনুষ্ঠান ইত্যাদিতে প্রায়ই ব্যবহৃত বাক্য বা বাক্যাংশ; বাঁধা গৎ। (২) বিশেষত সংকেত বা সংখ্যার সাহায্যে ব্যক্ত নিয়ম, তথ্য ইত্যাদির বিবৃতি, সূত্র; (রসায়ন) কোনো বস্তুর গঠন-উপাদানসমূহের প্রতীকী অভিব্যক্তি; সংকেত (যেমন H 20, পানি)। (৩) ওষুধ বানানোর জন্য সাধারণত প্রতীকের সাহায্যে প্রদত্ত নির্দেশাবলি; নিয়ম; ব্যবস্থা; পদ্ধতি: a formula for a cough mixture.
- English Word formulate Bengali definition [ফোমিউলেইট্] (verb transitive) স্পষ্ট করে যথাযথভাবে প্রকাশ করা; সূত্রবদ্ধ করা: formulate one’s thoughts/a doctrine. formulation [ফোমিউ্যলেইশন্] [noun] [uncountable noun] সূত্রবদ্ধকরণ; [countable noun] সূত্রবদ্ধ বিবৃতি; সূত্র।
- English Word fornication Bengali definition [ফোনিকেইশ্ন্] [noun] [uncountable noun] একে অপরকে বিয়ে না করে (অবিবাহিত কিংবা বিবাহিত) নারীপুরুষের পারস্পরিক স্বতঃপ্রবৃত্ত যৌনমিলন; ব্যভিচার; লাম্পট্য। দ্রষ্টব্যadultery. Fornicate [ফোনিকেইট্] (verb transitive), (verb intransitive) ব্যভিচারে লিপ্ত হওয়া; লাম্পট্য করা।
- English Word forsake Bengali definition [ফাসেইক্] (verb transitive) (past tense) forsook [ফাসুক], (past participle) forsaken [ফাসেইকান্] পরিত্যাগ করা; ছেড়ে দেওয়া; বর্জন/অপবর্জন করা; সম্পর্কচ্ছেদ করা: forsake one’s wife and childern; forsake bad habits.
- English Word forsooth Bengali definition [ফোসূথ্] (adverb) (বক্রাঘাতে) নিঃসন্দেহে; সত্যিই।
- English Word forswear Bengali definition [ফোসোয়েআ(র্)] (verb transitive) (past tense forswore [ফোসোয়ো(র্)], past participle forsworn [ফোসোয়োন্]) (১) (অভ্যাস ইত্যাদি) ছেড়ে দেওয়া; পরিত্যাগ করা: forswear bad habits/smoking. (২) forswear oneself হলফ করার পর জ্ঞাতসারে মিথ্যা বলা; সত্যভঙ্গ করা।
- English Word fort Bengali definition [ফোট্] (noun) দুর্গ; গড়; কেল্লা।
- English Word forte 1 Bengali definition [ফোটেই America(n) ফোইট্] (noun) কোনো ব্যক্তির বিশেষ ক্ষমতা বা গুণ; বিশেষ পারঙ্গমতা: Mathematics is not my forte.
- English Word forte 2 Bengali definition [ফোটেই] (adjective), (adverb) (ইতালীয়, সংগীত) সংক্ষেপ F প্রবল(ভাবে)।
- English Word forth Bengali definition [ফোথ্] (adverb) (১) (পুরাতনী) বাইরে; (আনুষ্ঠানিক) সামনের দিকে: from this day forth, আজকের দিন থেকে। (২) and so forth ইত্যাদি, প্রভৃতি। back and forth সামনে-পিছনে (to and fro এই অর্থে অধিক প্রচলিত)। (৩) hold forth, দ্রষ্টব্যhold 1(১৪)।
- English Word forthcoming Bengali definition [ফোথকামিঙ্] (adjective) (১) অধুনা; অধুনা প্রকাশিতব্য: a list of forthcoming books. (২) (predicative(ly)) প্রয়োজনের সময়ে ব্যবহার করা যায় এমন: The contributions they hoped for was not forthcoming, তাদের হস্তগত হয়নি। (৩) সাহায্য করতে, তথ্যাদি জানাতে আগ্রহী/প্রস্তুত: The gentleman at the information desk was not forthcoming.
- English Word forthright Bengali definition [ফোথরাইট্] (adjective) স্পষ্টবাদী; স্পষ্টভাষী; স্পষ্টবাক; ঠোঁটকাটা; ঋজুপ্রকৃতি; ঋজুগ।
- English Word forthwith Bengali definition [ফোথওয়িথ America(n) ফোথওয়িদ্] (adverb) এই মুহূর্তে; তৎক্ষণাৎ; অবিলম্বে; সঙ্গে সঙ্গে।