F পৃষ্ঠা ২১
- English Word flap 1 Bengali definition [ফ্ল্যাপ্] [noun] [countable noun] (১) (লেজ ইত্যাদির) ঝাপটা বা ঝাপটার শব্দ। (২) পকেট, খাম ইত্যাদির ঢাকনা; আলগাভাবে ঝুলে থাকে এমন কিছু; লম্বিকা: the flap of a table, কবজা দ্বারা বিভিন্ন অংশ জোড়া দিয়ে তৈরি, খোলা ও বন্ধ করার উপযোগী টেবিলের যে অংশ গুটিয়ে রাখা অবস্থায় ঝুলে থাকে। দ্রষ্টব্যgate (২) ভুক্তিতে gate-legged. (৩) উড়োজাহাজের ডানার যে অংশ উড্ডয়নকালে ঊর্ধ্বগতি ও গতিবেগ পরিবর্তনের জন্য উত্তোলন করা যায়। (৪) be in/get into a flap (অপশব্দ) ঘাবড়ানো।
- English Word flap 2 Bengali definition [ফ্ল্যাপ্] (verb transitive), (verb intransitive) (flapped, flapping, flaps) (১) ঝাপটানো; পাখসাট মারা; বিধুনিত করা বা হওয়া; ঝাপটা মারা; পতপত করা: The wind is flapping the curtains. (২) পাখা ইত্যাদির ঝাপটা মারা: flap the flies off/away. (৩) ঘাবড়ানো; ঘাবড়ে যাওয়া।
- English Word flapdoodle Bengali definition [ফ্ল্যাপডুড্ল্] (noun) আবোলতাবোল; বাজে কথা।
- English Word flapjack Bengali definition [ফ্ল্যাপজ্যাক্] [noun] [countable noun] জইয়ের মিষ্টি কেকবিশেষ; (America(n)) প্যানকেক (pancake দ্রষ্টব্য)।
- English Word flapper Bengali definition [ফ্ল্যাপা(র্)] (noun) (১) মশামাছি মারার জন্য চওড়া, চেটালো কোনো বস্তু; পাখনা। (২) (মাছের) চওড়া পাখনা। (৩) (১৯২০ এর দশকে অপশব্দ প্রয়োগ) কেতাদুরস্ত তরুণী।
- English Word flare 1 Bengali definition [ফ্লেআ(র্)] (verb intransitive) (১) দপদপ/ধকধক করে জ্বলা বা জ্বলে ওঠা। (২) flare up দাউদাউ করে জ্বলে ওঠা; (লাক্ষণিক) রাগে জ্বলে ওঠা বা ফেটে পড়া, (দাঙ্গাহাঙ্গামা সম্বন্ধে) হঠাৎ প্রাদুর্ভূত হওয়া। অতএব, flare up (noun) হঠাৎ জলে ওঠা; (ক্রোধ) ইত্যাদির আকস্মিক বিস্ফোরণ। □ (noun) (১) [uncountable noun] দপদপানি; ধকধক; ধকধকানি: the flare of torches. (২) [countable noun] সংকেতরূপে ব্যবহারের উদ্দেশ্যে দপদপে আলো তৈরির কৌশলবিশেষ; সংকেতশিখা। flare path (noun) উড়োজাহাজের অবতরণের জন্য আলোকিত সরণি।
- English Word flare 2 Bengali definition [ফ্লেআ(র্)] (verb intransitive), (verb transitive) (স্কার্ট, প্যান্টের পা, জাহাজের পাশ ইত্যাদি) ক্রমশ প্রশস্তকর করা বা হওয়া; ক্রমশ ছড়িয়ে যাওয়া। □ (noun) (স্কার্ট ইত্যাদির) ক্রমিক প্রসারণ; ছড়ানি; (জাহাজের পার্শ্বদেশ ইত্যাদির) ঊর্ধ্বমুখ স্ফীতি।
- English Word flash 1 Bengali definition [ফ্ল্যাশ] (noun) (১) আলোর ঝলক; চমক; স্ফুরণ; ঝলকানি; ক্ষণদ্যুতি; চমকানি। in a flash চকিতে; এক চমকে। a flash in the pan যে প্রচেষ্টা প্রায় শুরুতেই ব্যর্থতায় পর্যবসিত হয় বা চিরতরে খতম হয়ে যায়। flashback (noun) (অপিচ cutback) (চলচ্চিত্র) চলচ্চিত্রের অংশবিশেষ যাতে কাহিনির পূর্ববর্তী কোনো দৃশ্য (যেমন নায়কের বাল্যজীবন) দেখানো হয়। flashbulb (noun) (আলোকচিত্র) ক্ষণিকের জন্য উজ্জ্বল আলোকদানকারী বাল্ব। flashgun (noun) (আলোকচিত্র) ফ্ল্যাশ-বালব বা ইলেকট্রনিক আলোর উজ্জ্বলন এবং ক্যামেরার শাটারের উন্মোচন সমকালবর্তী করার যন্ত্রকৌশলবিশেষ। flashlight (noun) (ক) বাতিঘর ইত্যাদিতে সংকেত হিসেবে ব্যবহৃত আলো; চমকানো আলো। (খ) (অপিচ flash বা photo flash) গৃহের অভ্যন্তরে কিংবা স্বাভাবিক আলোর অনুজ্জ্বলতায় ছবি তোলার জন্য আলোর ঝলক-সৃষ্টির যেকোনো কৌশল। (গ) America(n) টর্চ (British/Britain) =torch. flashpoint (noun) যে তাপমাত্রায় তেলের বাষ্প জলে উঠতে পারে; জ্বলনাঙ্ক। (২) সামরিক উর্দিতে (যেমন স্কন্ধদেশে) পরিচিতিসূচক সংকেত হিসেবে যুক্ত রঙিন কাপড়ের ফালি। তুলনীয় a badge of rank. (৩) (অপিচ news flash) টেলিফোন, তার, টেলিগ্রাম ইত্যাদির মাধ্যমে প্রাপ্ত সংক্ষিপ্ত সংবাদ। (৪) (attributive(ly) প্রয়োগ; কথ্য) চটকদার; জাঁকালো: a flash sports car.
- English Word flash 2 Bengali definition [ফ্ল্যাশ্] (verb transitive), (verb intransitive) (১) চমকানো; ঝলকানো। (২) (দৃষ্টিপথে বা মনে) হঠাৎ উদিত হওয়া; বিদ্যুতের মতো চমকে-ওঠা বা চলে যাওয়া: The incident flashed into/through my mind. The car flashed past the lonely street. (৩) হঠাৎ আলো ফেলা; হঠাৎ বা চকিতে পাঠানো; তাৎক্ষণিকভাবে প্রচার করা: flash a light in somebody’s eyes; flash a signal; flash news across the world. (৪) ঠিকরানো; স্ফুরণ করা: The boy’s eyes flashed fire/defiance.
- English Word flash mob Bengali definition [ফ্ল্যাশ্ মব্] (noun) ফ্ল্যাশ মব হচ্ছে একদল মানুষ, যারা হঠাৎ করে জনাকীর্ণ স্থানে অত্যন্ত স্বল্প সময়ের জন্যে অপ্রচলিত, দৃশ্যত উদ্দেশ্যহীনভাবে বিনোদনমূলক কর্মকাণ্ড করে দ্রুত সরে পড়ে। বিনোদন, ব্যঙ্গ কিংবা শৈল্পিক কলা প্রদর্শন সাধারণত ফ্ল্যাশ মবের উদ্দেশ্য হয়ে থাকে। টেলিযোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভাইরাস ই-মেইল ব্যবহার করে ফ্ল্যাশ মব আয়োজন ও প্রচার করা হয়: The software has been posted online, so anyone could in theory assemble their own flash mob at any time. বিকল্প বানান flash mob. □ (noun) flash mober যিনি এ ধরনের তৎপরতায় অংশ নেন। flash mobbing (noun) এ ধরনের তৎপরতা।
- English Word flashy Bengali definition [ফ্ল্যাশি] (adjective) (flashier, flashiest) উজ্জ্বল ও আকর্ষণীয় কিন্তু রুচিবিগর্হিত; চটকদার; চটুল; রগরগে; জেঁকো: flashy clothes; flashy men. flashily [ফ্ল্যাশিলি] (adjective) রগরগেভাবে: a flashily-dressed girl. চটকদার/রগরগে পোশাক-পরা মেয়ে।
- English Word flat Bengali definition [ফ্ল্যাট্] (noun) (America(n) apartement) বাসস্থান হিসেবে কোনো ভবনের একই তলায় অবস্থিত কক্ষ-পরম্পরা (বসার ঘর, শোওয়ার ঘর, রান্নাঘর) ফ্লাট। flatlet [ফ্ল্যাট্লিট্] (noun) ক্ষুদ্র ফ্লাট।
- English Word flat 2 Bengali definition [ফ্ল্যাট্] (adjective) (flatter, flattest) (১) সমতল; মসৃণ; চ্যাপটা: a flat surface. flat bottomed (adjective) (নৌকা) চ্যাপটা বা সমতল তলাবিশিষ্ট। flatcar (noun) (America(n)) মাল বহনে ছাদহীন বা পার্শ্বহীন বগি। flatfish (noun) মসৃণ শরীরযুক্ত বিভিন্ন ধরনের মাছ; যারা একদিকে কাত হয়ে সাঁতার কাটে; চাঁদামাছ। flatfooted (adjective) (ক) মসৃণ পাযুক্ত; পাতা-পা। (খ) (কথ্য) পুরোদস্তুর; ডাহা; স্থির অটল। flat-iron (noun) দ্রষ্টব্যiron 1 (২). flat racing; the Flat, (ঘোড়দৌড়) সমতলভূমিতে প্রতিবন্ধকহীন ধাবন। দ্রষ্টব্যsteeple ভুক্তিতে steeplechase. flat tap (noun) (America(n) কথ্য) বিমানবাহী জাহাজ। (২) অগভীর ও সমতল উপরিভাগবিশিষ্ট; থেবড়া; খেলো; অনুদ্ঘাতী: flat plates/dishes/pans. The cake was flat, কেকটা ফোলেনি। (৩) একঘেয়ে; বৈচিত্র্যহীন; নীরস; বিরল; বিস্বাদ: a flat character. The soup is flatfall flat, দ্রষ্টব্যfall 2 (২). (৪) (সংগীত) কোমল। দ্রষ্টব্য sharp(১০)। (৫) স্পষ্ট; নির্জলা; সরাসরি; সম্পূর্ণ: give somebody a flat denial/ refusal. (৬) (বাণিজ্য) flat rate বহুল পরিমাণে কেনা বিভিন্ন বস্তু বা সেবার প্রতিটির সাধারণ মূল্য; একদর; বাঁধা দর। (৭) (রং, রঙিন তল ইত্যাদি) একঘেয়ে; ম্যাড়মেড়ে। (৮) (ব্যাটারি) নিস্তেজ; বসে গেছে এমন। (৯) (গ্যাসযুক্ত তরল পদার্থাদি) গ্যাসহীন; ঝাঁজহীন: This soda-water has gone flat. দ্রষ্টব্যfizz. (১০) flat spin (ক) অনুভূমিক; ঘূর্ণ্যমান উড়োজাহাজের (প্রায়ই অনিয়ন্ত্রিত) দ্রুত অবতরণ। (খ) (কথ্য) উদ্ভ্রান্ত বা বিভ্রান্ত (মানসিক) অবস্থা: in a flat spin. □ (adverb) (১) একঘেয়ে/একটানাভাবে: sing flat. (২) চিত/ চিতপাত হয়ে বা করে: fall flat on one’s back. (৩) সোজাসুজি; স্পট করে; পষ্টাপষ্টি: I told him flat that... flat broke (কথ্য) একদম ফতুর। (৪) flat out (ক) (কথ্য) সমস্ত শক্তি ও সম্বল দিয়ে; পড়ি কী মরি করে: I am working flat out. (খ) অবসন্ন,নিঃশেষিত। flatly (adverb) সোজাসুজি; সরাসরি; মুখের উপর: He flatly refused to sing the paper. flatness (noun) সমতা; সমানতা; অলাবণ্য।
- English Word flat 3 Bengali definition [ফ্ল্যাট্] (noun) (১) the flat (of) কোনো বস্তুর মসৃণ অংশ; সমতলবিশিষ্ট: the flat of the hand; with the flat of his sword. (২) (সাধারণত plural) বিশেষত জলের ধারে নিচু সমতলভূমি; সমভূমি; নাবাল ভূমি: mud flats. salf flats. (৩) (সংগীত) কোমল সুর। (৪) (বিশেষত America(n) বসে-যাওয়া টায়ার। (৫) মঞ্চের স্থাবর দৃশ্যপট।
- English Word flatform Bengali definition [ফ্ল্যাট্ফ:ম্] (noun) (British/Britain, 'flat' আর 'platform' মিলে তৈরি) (plural flatforms) পুরু সোলওয়ালা সমতল জুতো: The flatform concept was first popularized in the 90s most notably by The Spice Girls.
- English Word flatten Bengali definition [ফ্ল্যাট্ন্] (verb transitive), (verb intransitive) flatten (out) চ্যাপটা/সমতল করা বা হওয়া: flatten oneself against a wall, দেওয়ালের সঙ্গে সেঁটে যাওয়া (যেমন ট্রাকের ধাক্কা খাওয়ার ভয়ে); (কথ্য) আবার অনুভূমিকভাবে ওড়া।
- English Word flatter Bengali definition [ফ্ল্যাটা(র্)] (verb transitive) চাটূক্তি/ চাটুবাদ করা, স্তাবকতা/ তোষামোদ করা; ফোলানো। (২) আনন্দবোধ/শ্লাঘা উদ্রিক্ত করা: He felt flattered by our request to preside over the meeting. (৩) (ছবি, শিল্পী) আসলে যা তার চেয়ে আরো সুন্দররূপে উপস্থাপন করা বা উপস্থাপিত হওয়া; This portrait flatters me. (৪) flatter oneself that..., (কিছু বলে) তৃপ্তি/আত্মশ্লাঘা বোধ করা: She flattered herself that her appearance would enthral the public. flatterer (noun) স্তাবক; চাটুকার; মোসাহেব; চাটুবাদী। flattery [noun] [uncountable noun] (plural flatteries) স্তাবকতা; চাটু; তোষামোদ; স্তুতিবাক্য; স্তোকবাক্য; মিষ্টি কথা: She was not to be deceived by her flatteries.
- English Word flatulence Bengali definition [ফ্ল্যাটিউলান্স্] [noun] [uncountable noun] পেটফাঁপা। flatulent (adjective) ফাঁপা; বাতবদ্ধ।
- English Word flaunt Bengali definition [ফ্লোন্ট্] (verb transitive), (verb intransitive) (১) (আত্মতৃপ্তির সঙ্গে) জাহির করা, জাঁক/ভড়ং করা: flaunt oneself; flaunt one’s new clothes. (২) সগর্বে/সদর্পে আন্দোলিত হওয়া বা করা: flags flaunting in the breeze.
- English Word flautist Bengali definition [ফ্লোটিস্ট্] (noun) ফ্লুটবাদক; বংশীবাদক।