F পৃষ্ঠা ২৩
- English Word flew Bengali definition [ফ্লু] fly -এর (past tense)
- English Word flews Bengali definition [ফ্লুজ্] (noun) (plural) ডালকুত্তা বা অন্য বড় গ্রাসওয়ালা কুকুরের চোয়াল।
- English Word flex 1 Bengali definition [ফ্লেক্স্] [noun] [countable noun, uncountable noun] বৈদ্যুতিক নমনীয়; অন্তরিত তার।
- English Word flex 2 Bengali definition [ফ্লেক্স্] (verb transitive) বাঁকানো; (পেশি) ফোলানো।
- English Word flexible Bengali definition [ফ্লেক্সাব্ল্] (adjective) নমনশীল; আনম্য; নম্য; নমনীয়। flexiiblity [ফ্লেক্সাবিলাটি] (noun) [uncountable noun] নম্যতা; নমনীয়তা। flexibly (adverb) নমনীয়ভাবে।
- English Word flexitarian Bengali definition [ফ্লেক্জিটারিআন্][noun] [uncountable noun] ('flexible' আর 'vegetarian' মিলে তৈরি) (plural flexitarians) যে নিরামিষভোজী মাঝে মাঝে মাংস অথবা মাছ খান; আধা নিরামিষভোজী; ফ্লেক্সিটারিয়ান। এটার সমতুল শব্দ হচ্ছে semi-vegetarian. □ (adjective) আধা-নিরামিষভোজী সম্পর্কিত; ফ্লেক্সিটারিয়ান সম্বন্ধীয়: I bought a a flexitarian cookbook.
- English Word flexitime Bengali definition [ফ্লেক্সিটাইম্] [noun] [uncountable noun] কর্মব্যবস্থাবিশেষ; যাতে কর্মীরা সর্বমোট কাজের ঘণ্টা ঠিক রেখে যেকোনো সময় নিজের পছন্দমতো সময়ে কাজ শুরু বা শেষ করতে পারে; নমনীয় সময়।
- English Word flibbertigibbet Bengali definition [ফ্লিবাটিজিবিট্] (noun) গল্পগুজবপ্রিয় ফচকে লোক; ফক্কড়।
- English Word flick Bengali definition [ফ্লিক্] [noun] [countable noun] (১) (চাবুক, আঙুলের ডগা প্রভৃতির) ঘন ঘন আলতো আঘাত; টুসকি। (২) ঝাঁকা; ঝাঁকুনি; ঝাঁকি। flick knife (noun) যে ছুরির (হাতলের ভেতরে ঢোকানো) ফলা আলতো আঘাতে বা ঝাঁকুনিতে বেরিয়ে আসে; টুসকি চাকু। (৩) (অপশব্দ) চলচ্চিত্রের ফিল্ম। the flicks সিনেমা। □ (verb transitive) (১) আলতো আঘাত করা; টুসকি/টোকা মারা: flick a horse with a whip; flick a switch. (২) flick something away/off টুসকি মেরে/টোকা দিয়ে দূর করা বা ফেলে দেওয়া। flick through দ্রুত পৃষ্ঠা উলটানো।
- English Word flicker Bengali definition [ফ্লিকা(র্)] (verb intransitive) (১) (আলো, আশা ইত্যাদি) মিট মিট করা/করে জ্বলা; টিম টিম করে জ্বলা। (২) ঝির ঝির করে কাঁপা; দোলা: leaves flickering in the wind. flickering (adjective) লকলকে; চঞ্চল; কম্পমান: the flickering tongue of a snake; flickering shadows. □ (noun) (সাধারণত singular) কাঁপন: a flicker of hope, একটুখানি টিমটিমে আশা।
- English Word flier Bengali definition [ফ্লাইআ(র্)] =flyer.
- English Word flight 1 Bengali definition [ফ্লাইট] (noun) (১) [Uncountable noun] উড্ডয়ন; উড়াল। in flight উড্ডয়নকালে; উড়ন্ত অবস্থায়। (২) বিমানভ্রমণ; অতিক্রান্ত দূরত্ব; উড়াল; উড্ডয়ন: 6 hours flight; the spring and autumn flights of birds. flight deck (noun) (বিমানবাহী জাহাজে) বিমানের উড্ডয়ন ও অবতরণের জন্য ডেক; উড়াল-ডেক;(উড়োজাহাজের ভেতরে)বিমানচালক, গতিপথনির্দেশক, প্রকৌশলী প্রভৃতি যে প্রকোষ্ঠে অবস্থান করে; উড্ডয়নপ্রকোষ্ঠ। flightpath (noun) বিমান বা রকেট যে পথে আকাশে উড়ে; উড়ালপথ। flight recorder (noun) বিমানের পিছনে সন্নিবিষ্ট ইলেকট্রনিক কৌশল, যাতে উড্ডয়নকালে বিমানের চলাচলসম্পর্কিত তথ্যাদি লিপিবদ্ধ হয়। flight simulator (noun) ভূমিতে স্থাপিত যান্ত্রিক ব্যবস্থা, যা উড়ন্ত বিমানের অভ্যন্তর অবস্থা অবিকল পুনঃসৃষ্টি করে; উড্ডয়ন অনুকারী। (৩) [uncountable noun] বায়ুর ভেতর দিয়ে গমন ও গমনপথ: the flight of an arrow; (attributive(ly)) the flight path of an aeroplane. উড়োজাহাজের উড্ডয়নপথ। (৪) [countable noun] (উড্ডীয়মান) ঝাঁক: a flight of arrows/swits. In the first flight মুখ্যস্থলবর্তী; সম্মুখসারির। (৫) [uncountable noun] দ্রুতগতি: the flight of time. (৬) [countable noun] ঊর্ধ্বগতি; অনন্যসাধারণত্ব; আকাশচুম্বিতা: a flight of ambition/ fancy/imagination/wit. (৭) [countable noun] কোনো দেশের বিমানবাহিনীতে বিমানের থোক বা ঝাঁক। Flight Lieutenant স্কোয়াড্রন লিডারের অধস্তন পদ। Flight Sergeant ওয়ারান্ট অফিসারের অধস্তন পদ। □ (verb transitive) (ক্রিকেট) ব্যাটসম্যানকে ধোঁকা দিতে (বল) ডানেবাঁয়ে নড়ানো; a well flighted delivery. flightless (adjective) উড়তে অক্ষম।
- English Word flight 2 Bengali definition [ফ্লাইট্] (noun) (১) [uncountable noun] (বিপদে-ভয়ে) পলায়ন: put the enemy to flight, শত্রুকে পালিয়ে যেতে বাধ্য করা; পালিয়ে যাওয়া। (২) [countable noun] পলায়ন বা পাচার (যেমন অর্থনৈতিক সংকটকালে)।
- English Word flightmare Bengali definition [ফ্লাইটমেআ(র্)] (noun) ('flight' আর 'nightmare' মিলে তৈরি) ফ্লাইটমেয়ার; অপ্রীতিকর বিমানভ্রমণ; (লাগেজ হারানো, ফ্লাইট মিস, শিশুর বিরতিহীন কান্নাকাটি ইত্যাদি কারণে) : That was a flightmare!
- English Word flighty Bengali definition [ফ্লাইটি] (adjective) (আচরণ ও চরিত্র) খেয়ালি; অস্থির; চঞ্চল; চপলমতি; উচ্ছৃঙ্খলবুদ্ধি।
- English Word flimflam Bengali definition [ফ্লিম্ফ্ল্যাম্] (noun) তুচ্ছ বিষয় বা বস্তু; আগড়ম-বাগড়ম; ধোঁকা; ধাপ্পাবাজি।
- English Word flimsy Bengali definition [ফ্লিম্জি] (adjective) (flimsier, flimsiest) (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) a flimsy excuse/argument, ঠুনকো অজুহাত/যুক্তি। □ [noun] [Uncountable noun] ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ। flimsily [ফ্লিম্জিলি] (adverb) ঠুনকো অজুহাতে ইত্যাদি। flimsiness (noun) অসারতা।
- English Word flinch Bengali definition [ফ্লিন্চ্] (verb intransitive) flinch (from) পিছিয়ে যাওয়া; সংকুচিত/ কুণ্ঠিত/পরাঙ্মুখ/বিকম্পিত হওয়া: He won’t flinch from this unpleasant duty.
- English Word flinders Bengali definition [ফ্লিন্ডাজ্] (noun) (plural) টুকরা; খণ্ড।
- English Word fling Bengali definition [ফ্লিঙ্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle flung [ফ্লাঙ্]) (১) সজোরে নিক্ষেপ করা; ছুড়ে মারা: fling a stone at somebody. fling one’s clothes on, চটপট পরে নেওয়া: fling caution to the winds, সব সতর্কতা বিসর্জন দেওয়া; fling off one’s pursuers , তাদের হাত থেকে পালানো। (২) নিজেকে, নিজের হাত-পা ইত্যাদি প্রচণ্ডভাবে, তাড়াহুড়া করে, রাগের বশে সঞ্চালন করা; ছোড়া: fling oneself into a chair, চেয়ারে ধপাস করে বসে পড়া। (৩) বেগে বা সক্রোধে নিষ্ক্রান্ত হওয়া; ঝড়ের মতো বেরিয়ে যাওয়া: fling out of a room. □ [noun] [countable noun] (১) বিক্ষেপ; ছোড়াছুড়ি have a fling at, (short of go অধিক প্রচলিত) চেষ্টা করা। (২) এক ধরনের তেজোদৃপ্ত নাচ: the Highland fling. স্কটল্যান্ডের এই রকম নাচ। have one’s fling বেপরোয়া আমোদফুর্তির সুযোগ পাওয়া।