F পৃষ্ঠা ২২
- English Word flavin Bengali definition [ফ্লোইভীন্](noun) উদ্ভিদ ও জীবদেহে বিদ্যমান কতকগুলি হলুদ রঞ্জনদ্রব্যের যেকোনো একটি; এক ধরনের ওক গাছের ছাল থেকে নিষ্কাশিত এ রকম একটি রং যা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়; ফ্লেভিন।
- English Word flavour Bengali definition (America(n) = flavor) [ফ্লেইভা(র্)] (noun) (১) [uncountable noun] (খাওয়ার সময়) স্বাদগন্ধ। (২) [countable noun] বিশিষ্ট স্বাদ; বিশেষ গুণ বা বৈশিষ্ট্য: a flavour of vanilla; a novel with a flavour of pornography. □ (verb transitive) স্বাদগন্ধযুক্ত করা: flavour a soup with garlic. flavouring (noun) [countable noun, uncountable noun] (খাদ্যাদিতে) স্বাদগন্ধযুক্ত করার জন্য যা ব্যবহৃত হয়; মশলা। flavorless (adjective) স্বাদগন্ধহীন।
- English Word flaw Bengali definition [ফ্লো] [noun] [countable noun] চিড়; ফাটল; খুঁত; ত্রুটি; কলঙ্ক; দোষ: flaws in a machine/an argument/a person’s character. flawless (adjective) নিখুঁত; নিটোল। flawlessly (adverb) নিখুঁতভাবে।
- English Word flax Bengali definition [ফ্ল্যাক্স্] [noun] [uncountable noun] শণ বা শণগাছ; অতসী; ক্ষৌম; তিসি; মসিনা। flaxen [ফ্ল্যাকস্ন্] (adjective) ক্ষৌম; (চুল সম্বন্ধে) হালকা হলুদ; পীতাভ; আপীত।
- English Word flay Bengali definition [ফ্লেই] (verb transitive) (পশুর) ছাল ছাড়ানো; (লাক্ষণিক) নির্মম সমালোচনা করা; বকে ছাল তোলা।
- English Word flea Bengali definition [ফ্লী] (noun) মানুষ ও পশুর রক্তপায়ী পক্ষহীন ক্ষুদ্র কীটবিশেষ; মক্ষিকা; দেহিকা। with a flea in his ear হুলফুটানো বকুনি বা তিরস্কারসহকারে। fleabite (noun) (লাক্ষণিক) সামান্য অসুবিধা; মশার/পিঁপড়ার কামড়। fleabitten (adjective) (লাক্ষণিক) (পশুর চামড়া) ফুটকিওয়ালা; দাগওয়ালা। flea market (noun) সস্তা ও পুরনো জিনিসপত্রের খোলাবাজার। fleapit (noun) (কথ্য) বিনোদনের জন্য পুরনো ও নোংরা কোনো জায়গা (যেমন কোনো সিনেমা, থিয়েটার)।
- English Word fleck Bengali definition [ফ্লেক্] [noun] [countable noun] (১) ছোট ছোট ফোঁটা বা দাগ; ফুটকি; ছাপ; ছোপ: flecks of colour on a bird’s wing. (২) (ধূলি ইত্যাদির) কণা। □ (verb transitive) ফোঁটা বা দাগ কাটা: a sky flecked with clouds, মেঘের ফুটকি-আঁকা আকাশ।
- English Word fledg(e)ling Bengali definition [ফ্লেজলিঙ্] (noun) (মাত্র উড়তে শিখেছে এমন) উদ্গতপক্ষ পাখি; (লাক্ষণিক) তরুণ অনভিজ্ঞ ব্যক্তি।
- English Word fledged Bengali definition [ফ্লেজড্] (adjective) (পাখি) পুরোপুরি পাখার পালক গজিয়েছে এমন; উড়তে সক্ষম; পক্ষবান; উদ্গতপক্ষ। fully fledged (লাক্ষণিক) (adjective) অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত; পূর্ণাঙ্গ: a fully fledged doctor.
- English Word flee Bengali definition [ফ্লী] (verb intransitive),(verb transitive) (past tense, past participle fled [ফ্লেড্] পালানো; পালিয়ে যাওয়া; পলায়ন করা; ভাগা।
- English Word fleece Bengali definition [ফ্লীস্] (noun) (১) [countable noun, uncountable noun] ভেড়া এবং অনুরূপ জন্তুর লোমসম্ভার; একবারে একটি ভেড়ার যতটা লোম ছাঁটা হয়। (২) ভেড়ার লোমসম্ভারের মতো চুলভরতি মাথা। □ (verb transitive) fleece somebody (of something) (লাক্ষণিক) ঠকিয়ে বা ধাপ্পা দিয়ে নেওয়া। fleecy (adjective) (fleecier, fleeciest) ভেড়ার লোমের মতো: fleece clouds, তুলট মেঘ।
- English Word fleet 1 Bengali definition [ফ্লীট্] [noun] [countable noun] (১) এক অধিনায়কের আজ্ঞাধীন রণতরিসমূহ; কোনো দেশের সমস্ত রণতরি; নৌবহর। (২) একক কর্তৃত্ব বা মালিকানাধীন জাহাজ, বিমান, বাস ইত্যাদির সমষ্টি; বহর।
- English Word fleet 2 Bengali definition [ফ্লীট্] (adjective) (কাব্যিক) ক্ষিপ্র; দ্রুতগামী: fleet of foot, fleet-footed, ক্ষিপ্রগামী। fleetly (adverb) ক্ষিপ্রগতিতে। fleetness (noun) ক্ষিপ্রগামিতা।
- English Word Fleet Street Bengali definition [ফ্লীট্ স্ট্রীট্] (noun) (লন্ডনের কেন্দ্রস্থলবর্তী সড়ক, যেখানে বহু সংবাদপত্রের অফিস রয়েছে, তাই) সংবাদপত্রসমূহ, প্রেস; লন্ডনের সাংবাদিকতা।
- English Word fleeting Bengali definition [ফ্লিটিঙ্] (adjective) ক্ষণিকের; ক্ষণকালীন; ক্ষণস্থায়ী: pay somebody a fleeting visit; fleeting happiness.
- English Word Fleming Bengali definition [ফ্লেমিঙ] (noun) বেলজিয়ামের ফ্ল্যান্ডার্সবাসী।
- English Word Flemish Bengali definition [ফ্লেমিশ্] (adjective) ফ্ল্যান্ডার্স; ঐ দেশের অধিবাসী বা ভাষা সম্বন্ধীয়; ফ্লেমিশ। □ (noun) (১) (collective(ly)) ফ্ল্যান্ডার্সবাসী। (২) ফ্লেমিশ ভাষা।
- English Word flence, flense Bengali definition [ফ্লেন্স্] (verb transitive) (তিমি, ছাল-ছাড়ানো সিল ইত্যাদির) চর্বি টুকরা করা; তিমির হাড় থেকে চর্বি কেটে ছাড়ানো; সিলের ছাল ছাড়ানো।
- English Word flesh Bengali definition [ফ্লেশ্] [noun] [uncountable noun] (১) মাংস আমিষ দ্রব্য; পিশিত। flesh and blood আবেগ-অনুভূতি, দুর্বলতা ইত্যাদি সমেত মানবপ্রকৃতি; রক্তমাংসের শরীর: more than flesh and blood can stan. one’s own flesh and blood নিজের নিকট আত্মীয়স্বজন; নিজের রক্তমাংস। in the flesh জীবনে; মরদেহে; সশরীরে। go the way of all flesh ভবলীলা সাঙ্গ করা। have/demand one’s pound of flesh কড়ায়-গণ্ডায় ঋণ শোধের জন্য নিষ্ঠুরভাবে জবরদস্তি করা। দ্রষ্টব্য শেক্সপিয়রের Merchant of Venice. Act IV, scene 1. make a person’s flesh creep (বিশেষত অতিপ্রাকৃত কোনো কিছুর ভয়ে) লোম খাড়া করা; গায়ে কাঁটা দেওয়া। put on/lose flesh (weight অধিক প্রচলিত) মোটা/রোগা হওয়া। fleshpots (noun) (plural) উত্তম খাদ্য ও আরাম-আয়েশ (যেসব স্থানে পাওয়া যায়)। flesh wound (noun) মাংসের ক্ষত (অস্থি পর্যন্ত যা পৌঁছেনি)। (২) the flesh দৈহিক কামনাবাসনা; জৈবক্ষুধা; যৌন ভোগাকাঙ্ক্ষা: The sins of the flesh. (৩) (মন ও আত্মার সঙ্গে বৈপরীত্যক্রমে) দেহ; শরীর। The spirit is willing but the flesh is weak মন চায় কিন্তু শরীর অক্ষম; সাধ আছে, সাধ্য নেই। (৪) ফল ও সবজির মাংসল অংশ; শাঁস। fleshly (adjective) শারীরিক; দৈহিক; ভোগসুখাত্মক; ইন্দ্রিয়তৃপ্তিজনক। fleshy (adjective) স্থূল; মাংসল হৃষ্টপুষ্ট; মোটা; নাদুসনুদস; মাংস সম্বন্ধীয়।
- English Word fleurdelis, fleurdlys Bengali definition [ফ্লাডালী] (noun) (plural fleursdelis, fleursdelys), উচ্চারণ অপরিবর্তিত) কুলচিহ্নসূচক লিলির নকশা; ফ্রান্সের রাজকীয় চিহ্ন।