F পৃষ্ঠা ২৪
- English Word flint Bengali definition [ফ্লিন্ট্] [noun] [uncountable noun, countable noun] চকমকি (পাথর), অরণি; [countable noun] স্ফুলিঙ্গ-সৃষ্টির জন্য সিগারেট-লাইটারে ব্যবহৃত কঠিন সংকর ধাতু। flint stone [noun] [uncountable noun] দেওয়াল ইত্যাদি তৈরির জন্য চকমকি পাথরের ছোট টুকরা। flinty (adjective) (flintier, flintiest) অতিকঠিন; চকমকি সদৃশ; অগ্নিপ্রস্তরময়।
- English Word flip Bengali definition [ফ্লিপ্] (verb transitive), (verb intransitive) (flipped, flipping, flips) বুড়ো আঙুল ও তর্জনীর সাহায্যে পাক দিয়ে (কোনো কিছু) ছুড়ে মারা; পাক দিয়ে ছুড়ে মারা: flip coin (down) on the counter, □ (noun) (১) ঘন ঘন মৃদু আঘাত; টুসকি। (২) উড়োজাহাজে স্বল্পকালীন বিহার। □ (adjective) (কথ্য) চটুল; বাকপটু; কথার ধোকড় । the flip side (কথ্য) (গ্রামোফোন রেকর্ডের) উলটো পিঠ।
- English Word flippant Bengali definition [ফ্লিপানট্] (adjective) ধৃষ্টতাপূর্ণ; প্রগলভ; ফিচেল; চপল: a flippant answer/remark. flippantly (adverb) ফাজিলের মতো; চটুলভাবে; চপলতা করে। flippancy [ফ্লিপানসি] [noun] [uncountable noun, countable noun] চপলতা; ফাজলামি; বাবদূকতা; চপল মন্তব্য; বাকবাপল্য।
- English Word flipper Bengali definition [ফ্লিপা(র্)] (noun) (১) সাঁতার কাটতে সিল, কচ্ছপ, পেঙ্গুইন প্রভৃতির অঙ্গবিশেষ; তাড়নী। (২) সাঁতারের সময় পদসঞ্চালনের চাপ বাড়াতে পায়ের পাতায় বাঁধা কৌশলবিশেষ; তাড়নী।
- English Word flirt Bengali definition [ফ্ল্যাট্] (verb intransitive) flirt (with) (১) আন্তরিক কোনো অভিপ্রায় ছাড়া কেবল আমোদের জন্য ভালোবাসা দেখানো; ফষ্টিনষ্টি করা; মাখামাখি করা; প্রেমের ভান করা; ছিনালি করা। (২) আগ্রহান্বিত হওয়ার ভাব দেখানো; কোনো খেয়াল মনে মনে হালকাভাবে নাড়াচাড়া করা: He’s been flirting with the idea of learning Greek. □ (noun) যে ব্যক্তি বহুজনের সঙ্গে আন্তরিকতাহীন চটুল প্রেমে লিপ্ত হয়; প্রেমবিলাসী; ছিনাল; প্রগল্ভা। flirtation [ফ্লাটেইশ্ন্] (noun), [uncountable noun, countable noun] সস্তাপ্রেম; প্রেমবিলাস; প্রণয়কৌতুক ফষ্টিনষ্টি; প্রেমললিত। flirtatious [ফ্লাটেইশ্স্] (adjective) প্রেমবিলাসী; প্রণয়কৌতুকী; প্রেমবিলাসপূর্ণ; প্রেমবিলাসঘটিত।
- English Word flit Bengali definition [ফ্লিট্] (verb intransitive) (flitted, flitting, flits) (১) হালকাভাবে দ্রুত চলা বা ওড়া; ফুরফুর করে ওড়া বা বেড়ানো; ফুরফুর করা: bees flitting from flwer to flwer. (লাক্ষণিক) So many fancies are fliting through his mind. (২) (কথ্য) এক বাড়ি থেকে অন্য বাড়িতে ওঠা; পাওনাদারের হাত এড়ানোর জন্য (গোপনে) বাসাবদল করা। □ (noun) (কথ্য) গোপনে বাড়ি ছেড়ে পলায়ন: do a (moonlight) flit.
- English Word flitch Bengali definition [ফ্লিচ্] (noun) (১) শূকরের পার্শ্বদেশের লবণজারিত মাংস। (২) গাছের গুঁড়ি থেকে বাকলসহ লম্বালম্বিভাবে কর্তিত ফালি।
- English Word flitter Bengali definition [ফ্লিটা(র্)] (verb transitive) ফুরফুর করে ওড়া বা বেড়ানো; পতপত করা। flittermous (noun) বাদুড়।
- English Word floacule Bengali definition [ফ্লকিউল্] (noun) পশমের গুচ্ছের মতো ছোট জিনিস।
- English Word float 1 Bengali definition [ফ্লোউট] [noun] [countable noun] (১) ফাতনা। (২) ফাঁপা বল বা অন্য বায়ুপূর্ণ আবার, যেমন সিস্টার্নে জলের স্তর নিয়ন্ত্রণের জন্য কিংবা পানিতে উড়োজাহাজ ভাসিয়ে রাখতে ব্যবহৃত হয়; ভাসান। (৩) শোভাযাত্রাসহকারে দ্রব্যসম্ভার প্রদর্শন করতে চাকাযুক্ত নিচু মঞ্চ; নিচু তলযুক্ত এক ধরনের শকট।
- English Word float 2 Bengali definition [ফ্লোউট্] (verb intransitive), (verb transitive) (১) ভাসা; ভেসে থাকা/যাওয়া। (২) ভাসানো। (৩) (বাণিজ্য) শুরু করার জন্য (বিশেষ, আর্থিক) সহায়তা পাওয়া; চালু করা: float a new business company. (৪) (অর্থ ব্যবস্থাপনাবিদ্যা) (কোনো মুদ্রার) বৈদেশিক বিনিময় মূল্যের (সাধারণত সংকীর্ণ সীমার মধ্যে) হেরফের হতে দেওয়া; ভাসানো: float the dollar/pound. (৫) প্রচার করা; রটানো; ছাড়া; ছড়ানো: float an idea/a rumour.floating (adjective) (১) প্লবমান; পরিবর্তনশীল; ভাসমান: the floating population, যাদের সংখ্যা বাড়ে কমে; the floating vote. (২) floating debt যে ঋণের অংশবিশেষ যাচ্ঞামাত্র কিংবা নির্ধারিত সময়ে শোধ করতে হবে। floating rib (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) বুকের খাঁচার সর্বনিম্নে যে পাঁজর-জোড়া উরঃফলকের সঙ্গে যুক্ত নয়, তাদের একটি; ঝুলন্ত পাঁজর। (৩) (বাণিজ্য) (পণ্য) সমুদ্রপথে জাহাজে (গুদামে নয়); ভাসন্ত।
- English Word floatage Bengali definition [ফ্লোউটিজ্] (noun) (১) ভাসন; ভাসান। (২) জাহাজডুবির পর ভগ্ন জাহাজের বা পণ্যসামগ্রীর বিক্ষিপ্ত ভাসমান অংশসমূহ; ভাসা মাল; এসব অংশ দখলে নেওয়ার অধিকার। (৩) নদীতে ভাসমান জাহাজ ইত্যাদি; ভাসমান বস্তুপিণ্ড। (৪) জাহাজের যে অংশ জলপৃষ্ঠের উপরে অবস্থিত।
- English Word floatation, flotation Bengali definition [ফ্লোউটেইশ্ন্] [noun] [countable noun, uncountable noun] (ব্যবসাপ্রতিষ্ঠানের) প্রবর্তন।
- English Word floater Bengali definition [ফ্লোউটা(র্)] (noun) (১) সরকারি স্টক-সার্টিফিকেট, যা জামিন বা প্রাতিভাব্য (security) হিসেবে গ্রহণ করা হয়। (২) ভাসমান ভোটার। (৩) (অপশব্দ) ভুল।
- English Word flock 1 Bengali definition [ফ্লক্] (noun) (১) (পাখির) ঝাঁক; (পশুর) পাল। (২) (মানুষের) দল; come in flocks. (৩). খ্রিস্টানদের ধর্মীয় সমাবেশ; কারো তত্ত্বাবধানাধীন ব্যক্তিসমষ্টি, যূথ: a priest and his flock. □ (verb intransitive) দলে দলে/ঝাঁকে ঝাঁকে জমায়েত হওয়া, আসা বা যাওয়া।
- English Word flock 2 Bengali definition [ফ্লক] (noun) [countable noun] চুল বা পশমের গোছা; (plural) তোশক, জাজিম ইত্যাদি ভরার জন্য পশম বা তুলার বর্জ্য।
- English Word floe Bengali definition [ফ্লোউ] [noun] [countable noun] ভাসমান বরফের আস্তরণ।
- English Word flog 1 Bengali definition [ফ্লগ্] (verb transitive) (flogged, flogging, flogs) (১) লাঠি বা চাবুক দিয়ে নির্দয়ভাবে প্রহার করা; চাবকানো। flog a dead hours বৃথা চেষ্টা করা। flog something to death কোনো ভাবনা, কৌতুক ইত্যাদি এমনভাবে পুনরাবৃত্তি করতে থাকা যে লোকে তাতে আগ্রহ হারিয়ে ফেলে; কচলাতে কচলাতে তেতো করে ফেলা। (২) (তাপ.) (বিশেষত অবৈধ কোনো বস্তু বা পুরনো জিনিস) বিক্রি বা বিনিময় করা; চালিয়ে দেওয়া: flog stolen goods. flogging [noun] [uncountable noun, countable noun] ঠেঙানি; চাবকানি; কশাঘাত।
- English Word flog 2 Bengali definition [ফ্লগ্] [noun] [countable noun] (ব্রিটিশ অপশব্দ) জাল বা ভুয়া বা মেকি ব্লগ; অনলাইনে কোনো কোম্পানি বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের কাটতি বাড়াতে ব্লগারের ছদ্মবেশে কৌশলে প্রচার: Flog could become a powerful business tool. □ (verb transitive) পণ্যের কাটতি বাড়ানো: There is lots of opportunity for agents with a product to flog.
- English Word flong Bengali definition [ফ্লঙ্] (noun) কাগজের মণ্ডের তৈরি ছাঁচ।