F পৃষ্ঠা ১৩
- English Word festoon Bengali definition [ফেস্টুন্] [noun] [countable noun] (১) সাজসজ্জার অঙ্গ হিসেবে দুপাশে দুই দণ্ডের মাথায় ঝোলানো মালাবিশেষ (ফুল, পাতা, রিবন ইত্যাদি দিয়ে তৈরি)। (২) ফেসটুন; মালার ন্যায় ঝোলানো স্লোগানসংবলিত কাগজ বা বস্ত্র ইত্যাদি। □ (verb transitive) সাজানো; সজ্জিত করা; ফেসটুন লাগানো: This room is festooned with christmas decorations.
- English Word fetch Bengali definition [ফেচ্] (verb transitive), (verb intransitive) (১) কোনো কিছু কাউকে গিয়ে নিয়ে আসা: fetch a doctor at once. fetch and carry (for) ছোট কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকা; কারো চাকরে পরিণত হওয়া: Why do you expect everyone to fetch and carry for you all day? (২) বের করা; আনা; He fetches a deep sigh. (৩) দাম পাওয়া: will fetch you some money. (৪) (কথ্য) আঘাত করা: He fetched his servant a slap on the face. fetch off বিপদ থেকে উদ্ধার করা। fetch out টেনে লম্বা করা। fetch up আরোগ্য করা; পুনরুদ্ধার করা। fetching (adjective) (কথ্য) আকর্ষণীয়; আনন্দময়: looks very fetching in that dress.
- English Word fete Bengali definition [ফেইট্] (noun) উৎসব পর্ব; আনন্দময় অনুষ্ঠান (সাধারণত ঘরের বাইরে-মাঠে প্রাঙ্গণে): The village fete. fete day (noun) সন্তদের দিন, দ্রষ্টব্যsaint (৫)। □ (verb transitive) সম্মান দেখানো: Our cricket team was feted everywhere they went; ভোজ খাওয়ানো।
- English Word fetid Bengali definition [ফেটিড্] (adjective) পূতিগন্ধময়।
- English Word fetish Bengali definition [ফেটিশ্] (noun) (১) এমন কোনো বস্তু যাকে ভূতাশ্রিত ভেবে (ঐ ভূতশক্তির সাহায্য লাভের আশায়) পৌত্তলিক ও প্যাগানরা পূজা করে। (২) এমন কোনো কিছু যার প্রতি অস্বাভাবিক বা মাত্রাতিরিক্ত মনোযোগ দেওয়া হয়; (কথ্য) আবেশ; বদ্ধসংস্কার: make a fetish of clothes.
- English Word fetlock Bengali definition [ফেট্ল্ক] (noun) (১) অশ্বখুরের উপরের ও পিছনের অংশের কেশগুচ্ছ। (২) (অশ্বখুরের উপরস্থিত) পায়ের যে অংশে উপর্যুক্ত কেশগুচ্ছ জন্মায়।
- English Word fetter Bengali definition [ফেটা(র্)] (noun) ঘোড়া বা বন্দির পায়ে পরানো শৃঙ্খল বা বেড়ি; (লাক্ষণিক সাধারণত plural) যা অগ্রগতি ব্যাহত করে; প্রতিবন্ধক। □ (verb transitive) বেড়ি পরানো; শৃঙ্খলিত করা; (লাক্ষণিক) বাধা দেওয়া; ব্যাহত করা।
- English Word fettle Bengali definition [ফেট্ল্] (noun) in fine/good fettle (শারীরিক দিক থেকে) উত্তম অবস্থায়; চমৎকার ফুরফুরে মেজাজে।
- English Word fetus Bengali definition দ্রষ্টব্যfoetus
- English Word feud Bengali definition [ফিউড্] [noun] [countable noun] (১) দুই ব্যক্তি/পরিবার/বংশ/গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, কলহ ইত্যাদি। (২) বেতনের পরিবর্তে প্রদত্ত জায়গির; সামন্তাধিকার।
- English Word feudal Bengali definition [ফিঊডল্] (adjective) মধ্যযুগের ইউরোপে (মালিকদের কাজকর্ম করে স্থির টাকার পরিবর্তে) জমি ভোগের যে পদ্ধতি চালু ছিল (the feudal system); তৎসংত্রুান্ত; সামন্ততান্ত্রিক; জায়গিরসংক্রান্ত: feudal law. সামন্ততান্ত্রিক আইন; the feudal barons. দ্রষ্টব্যvassal. feudalism [ফঊডল্ইজম্] (noun) [uncountable noun] সামন্ততান্ত্রিক পদ্ধতি; সামন্ততন্ত্র।
- English Word fever Bengali definition [ফীভা(র্)] [noun] [uncountable noun, countable noun] (১) মানবশরীরের তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে বেশি (বিশেষত অসুস্থতার লক্ষণ); জ্বর: The child has a high fever. fever heat জ্বরের সময় শরীরের উচ্চ তাপ। (২) [uncountable noun] যেসব অসুখের সময় শরীরে তাপমাত্রা বেশি থাকে তার যেকোনো একটি: yellow fever; typhoid fever; rheumatic fever. (৩) (সাধারণত a fever) উত্তেজিত অবস্থা; স্নায়বিক উত্তেজনা: He is now in a fever of impatience. at/to fever pitch উত্তেজনার চরমে: The students coming out in processions are at fever pitch. fevered (adjective) উত্তেজনাগ্রস্ত: a fevered imagination, চরম উত্তেজিত। feverish [ফীভারিশ] (adjective) জ্বরের লক্ষণযুক্ত; অতি উত্তেজিত; অতি ব্যাকুল: feverish condition; feverish dreams. feverishly (adverb)
- English Word few Bengali definition [ফিঊ] (adjective) (fewer, fewest) (pronoun) [many-এর সঙ্গে বৈপরীত্যসূচক; দ্রষ্টব্য little, দ্রষ্টব্যless, দ্রষ্টব্যmuch.]. (১) (plural noun-এর সঙ্গে attributive(ly) বেশি নয়; স্বল্প Very few people survived....There are fewer trains late at night....He made the fewest mistakes among all the students of this class. (২) (predicative(ly), কথ্যরীতিতে) বিরল: Such occasions are few. Members are very few today. (৩) a few স্বল্পসংখ্যক (few না-বোধক এবং a few হ্যাঁ-বোধক): This winter we shall go to Cox’s Bazar for a few days. some few; a good few; quite a few; not a few বেশকিছু; উল্লেখযোগ্যসংখ্যক। (৪) every few minutes/days, etc দ্রষ্টব্যevery (৫)। (৫) the few সংখ্যালঘু সম্প্রদায়; ঊনজন। □ (pronoun) few of (negative) বেশিসংখ্যক নয়: Few of these apples are in good condition. a few of (positive) স্বল্পসংখ্যক: A few of the students of this class obtained 60% marks. fewness (noun)
- English Word fey Bengali definition [ফেই] (adjective) (১) (স্কটল্যান্ডীয়) মৃত্যু যেন ঘনিয়ে আসছে এমন অনুভূতিসম্পন্ন। (২) অলোকদৃষ্টিসম্পন্ন। (৩) পারলৌকিক।
- English Word fez Bengali definition [ফেজ] (noun) ফেজটুপি; মুসলিমদের ব্যবহৃত লাল টুপি।
- English Word fiance Bengali definition (feminine fiancee) [ফিয়েআনসেই America(n) ফীআনসেই] (noun) (ফরাসি) বাগ্দত্ত; নির্দিষ্ট কাউকে বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
- English Word fiasco Bengali definition [ফিঅ্যাসকাউ] (noun) (plural fiascoes; America(n) অপিচ 'fiascoes [ফিঅ্যাসকাউজ]) (noun) কোনো উদ্যোগে চরম ব্যর্থতা; (মূলত) সংগীত, নাট্যাভিনয় ইত্যাদিতে ব্যর্থতা; চরম ব্যর্থতা; কলঙ্ককর পরিণতি: Yesterday’s play at the Jatiya Press Club was a fiasco.
- English Word fiat Bengali definition [ফাইঅ্যাট্ America(n) ফীআট্] [noun] [countable noun] (১) শাসক কর্তৃক প্রদত্ত হুকুম বা আদেশ। (২) রায়। (৩) ক্ষমতা প্রদান।
- English Word fib Bengali definition [ফিব] (noun) (কথ্য) গুল; অসত্য বর্ণনা; (বিশেষত এমন বিষয় যা তেমন গুরুত্ববহ নয়)। □ (verb intransitive) (fibbed, fibbing, fibs) গুল মারা; মিথ্যা বলা। fibber (noun) যে গুল মারে বা মিথ্যা বলে। fibbing [noun] [uncountable noun] অসত্য বর্ণনা প্রদান।
- English Word fibre Bengali definition (America(n) =fiber [ফাইবা(র্)] (noun) (১) [countable noun] আঁশ, তন্তু; প্রাণিদেহ বা উদ্ভিদের লম্বাকৃতি কোষসমষ্টি। (২) [uncountable noun] উদ্ভিদের আঁশ দিয়ে তৈরি বস্তু যা নানা নির্মাণকাজে ব্যবহৃত হয়: hemp fibre, দড়ি বানানোর জন্য; cotton fibre, সুতা কাটার জন্য। fibre-board (noun) [uncountable noun] আঁশসমূহে চাপ দিয়ে তৈরি বোর্ড। fibreglass (noun) [uncountable noun] রাসায়নিক পদ্ধতিতে কাচ দিয়ে তৈরি আঁশ (যা দিয়ে কাপড় তৈরি করা যায় কিংবা নৌকা তৈরিতে যা ব্যবহৃত হয়)। (৩) [uncountable noun] গঠন; বিন্যাস; বুনন-বিন্যাস: material of coarse fibre; (লাক্ষণিক) চরিত্র: He is a person of strong moral fibre, fibrous [ফাইব্রাস] (adjective) তন্ত্র দিয়ে তৈরি; তন্তুবৎ; আঁশালো।