• Bengali Word wake 1 English definition [ওয়েইক্] (verb intransitive), (verb transitive) (past tense woke [ওয়োউক্] কিংবা 'waked', past participle woken [ওয়োউকান্‌] বা 'waked') ১ wake (up) (ঘুম থেকে) জাগা।
      (২) wake somebody (up) জাগানো; ঘুম ভাঙানো। (৩) wake somebody (up) জাগিয়ে দেওয়া; জাগানো; উদ্দীপ্ত করা। (৪) প্রতিধ্বনিত করা; জাগানো: wake echoes in a mountain valley. waking (adjective) জাগ্রত: waking or sleeping. waken [ওয়েইকান্‌] (verb transitive), (verb intransitive) জাগা বা জাগানো; নিদ্রাভঙ্গ করা বা হওয়া। wakeful [ওয়েইক্‌ফল্] বিনিদ্র: pass a wakeful night.
    • Bengali Word wake 2 English definition [ওয়েইক্] (noun) ১ (সাধারণত plural প্রায়ই 'wakes Week') উত্তর ইংল্যান্ডে, বিশেষত ল্যাংকাশায়ারের শিল্পনগরসমূহে বার্ষিক ছুটি।
      (২) (বিশেষত আয়ারল্যান্ডে) সৎকারের পূর্বে মৃতদেহের পাশে আত্মীয়স্বজনের রাত্রিজাগরণ।
    • Bengali Word wake 3 English definition [ওয়েইক্] (noun) নিস্তরঙ্গ সাগরে জাহাজের গমনাগমনের পশ্চাতে উত্থিত ফেনিল জলরেখা; ফেনরেখা।
      in the wake of পিছনে পিছনে।
    • Bengali Word awake 1 English definition [আওয়েইক্] (verb intransitive) (past tense awoke [আওয়োক্] past participle (বিরল) 'awoken' বা 'awaked')
      (২) awake to সজাগ/সচেতন হওয়া; উপলব্ধি করা: One must awake to the fact that like causes produce like results. He awoke to the precariousness of his existence.
    • Bengali Word awake 2 English definition [আওয়েইক্] (predicatively adjective) জাগ্রত; জাগরিত: You may see him, he is awake.
      awake to (সম্বন্ধে) সচেতন; সজাগ; অবহিত: be awake to a danger/to one’s surroundings.