A পৃষ্ঠা ৫৪
- English Word asbestos Bengali definition [অ্যাজবেস্টস্] [Uncountable noun] কোমল, অংশুল, ধূসর খনিজ পদার্থবিশেষ– এর দ্বারা অদাহ্য বস্তু বা পাত তৈরি করা যায় এবং তা তাপের অন্তরক উপাদানরূপে ব্যবহার করা যায়; অ্যাজবেস্টস।
- English Word ascend Bengali definition [আসেন্ড্] (verb transitive), (verb intransitive) (১) আরোহণ করা; উপরে ওঠা; চড়া: On turning the corner, he saw that the path ascended steeply. The children looked gleefully at the fire ascending from the haystack. (২) ascend the throne সিংহাসনে আরোহণ করা/অধিষ্ঠিত হওয়া।
- English Word ascendancy, ascendency Bengali definition [আসেন্ডান্সি] [Uncountable noun] প্রাধান্য; প্রাবল্য; প্রভুত্ব। gain/have the ascend (over somebody) (কারো উপর) প্রাধান্য/প্রাবল্য অর্জন/বিস্তার করা: The Ottoman ascendancy made the Christian powers jealous.
- English Word ascendant, ascendent Bengali definition [আসেনডান্ট্] (noun) in the ascendant ক্রমবর্ধমান শক্তি ও প্রভাবের অধিকারী।
- English Word ascension Bengali definition [আসেন্শ্ন্] (noun) আরোহণ; ঊর্ধ্বগমন; উত্থান; ঊর্ধ্বগতি। the Ascension (যিশুর পুনরুজ্জীবনের চল্লিশ দিন পরে তাঁর) স্বর্গারোহণ; স্বর্গারোহণ দিবস।
- English Word ascent Bengali definition [আসেইন্ট্] [Countable noun] আরোহণ; আরোহণপথ; সমুত্থান: difficult of ascent; দুরারোহ: Have you ever made an ascent in a balloon? They made a steep ascent.
- English Word ascertain Bengali definition [অ্যাসাটেইন্] (verb transitive) নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা: to ascertain facts; ascertain that the information is correct; ascertain what the actually meant; ascertain whether he will be available for consultation. ascertainable [অ্যাসাটেইনাব্ল্] (adjective) নির্ধারণযোগ্য; নিরূপণযোগ্য।
- English Word ascetic Bengali definition [আসেটিক্] (adjective) কৃচ্ছ্রব্রতী; আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ। (noun) তপস্বী; তাপস; সন্ন্যাসী; কৃচ্ছ্রব্রতী। ascetically [আসেটিক্লি] (adverb) কঠোরভাবে; তপস্বীর মতো। asceticism [আসেটিসিজাম্] (noun) কৃচ্ছ্রব্রত; কঠোর তপশ্চর্যা; বৈরাগ্য; সন্ন্যাস।
- English Word ascorbic Bengali definition [আস্কোবিক্] (adjective) ascorbic acid (ভিটামিন সি নামেও পরিচিত) লেবুজাতীয় ফল ও সবজিতে প্রাপ্ত ভিটামিনবিশেষ; অ্যাস্কর্বিক এসিড।
- English Word ascribe Bengali definition [আস্ক্রাইব্] (verb transitive) ascribe to ১ কোনো কিছুর কারণ, উৎস, হেতু বা রচয়িতা বলে বিবেচনা করা; দায়ী করা; আরোপ করা: They ascribe the economic crisis to the policies of the last government. This poem has been ascribed to Horace. (২) (দোষ, গুণ, ধর্ম) আরোপ করা: The fault was ascribed to the supervisor. ascribe a wrong meaning to a word. ascribable [আস্ক্রাইবআব্ল্] (adjective) আরোপণীয়: His good temper is ascribable to his recent success. ascription [আস্ক্রিপ্শ্ন্] (noun) আরোপণ: The ascription of this drama to Kalidasa is not plausible.
- English Word aseptic Bengali definition [এইসেপ্টিক্] (adjective) (ক্ষত, প্রলেপ ইত্যাদি)ব্যাকটেরিয়ামুক্ত; নির্বীজ। asepsis [এইসেপ্সিস্] [Uncountable noun] নির্বীজতা।
- English Word asexual Bengali definition [এইসেক্শুআল্] (adjective) (১) যৌনতা বা যৌনাঙ্গবিরহিত; অযৌন: asexual reproduction. (২) (ব্যক্তি) যৌনসম্পর্ক বিষয়ে নিস্পৃহ। asexuality [এইসেক্শুআলাটি] (noun) অযৌনতা; অকামিতা।
- English Word ash 1 Bengali definition [অ্যাশ্] (noun) রুপালী–ধূসর বাকল ও শক্ত, দৃঢ় কাঠবিশিষ্ট অরণ্যবৃক্ষ; ওয়াশিজ। ash-key (noun) উক্ত গাছের পক্ষবান বীজ; ওয়াশিজ–বীজ।
- English Word ash 2 Bengali definition [অ্যাশ্] [Uncountable noun] কিংবা (plural), তবে সংখ্যাযোগে ব্যবহৃত হয় না। (১) ছাই; ভস্ম: Be careful not to drop cigarette ash on the carpet. The slum was burnt to ashes. (২) (plural) দেহভস্ম; চিতাভস্ম। Ash Wednesday লেন্টের প্রথম দিন; খ্রিষ্টীয় পর্ববিশেষ। ash-bin, ash-can (noun(s)) (বিশেষত America(n); দ্রষ্টব্য dustbin) ছাই, কয়লা, রান্নাঘরের জঞ্জাল ইত্যাদি ফেলার জন্য মজবুত আধারবিশেষ; বর্জ্যাধার। ash-pan, (noun) (ফায়ারপ্লেস, স্টোভ ইত্যাদিতে) যে পাত্রে ছাই ঝরে পড়ে; ভস্মাধার। ash-tray (noun) ছাইদান।
- English Word ashamed Bengali definition [আশেইম্ড্] (predicatively adjective) ashamed (of/that to do something) লজ্জিত; He is ashamed of himself/of what he has done. ashamedly [আশেইম্ড্লি] (adverb) লজ্জিতভাবে।
- English Word ashen Bengali definition [অ্যাশ্ন্] (adjective) পাংশুবর্ণ; পাংশুটে; পাঁশুটে; পাণ্ডু; ছাই-রঙ্গা: His face turned ashen, as the police knocked at the door.
- English Word ashore Bengali definition [আশো(র্)] (adverb) তীরে; তটে; কূলে। go ashore (নাবিক প্রভৃতিতি সম্বন্ধে) তীরে ওঠার জন্য জাহাজ ত্যাগ করা; ডাঙায় ওঠা। run/be driven ashore (জাহাজ) দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কারণে তীরে ভিড়তে বাধ্য হওয়া।
- English Word ashraf Bengali definition [আশ্রা:ফ্] (adjective) (মুসলিম সমাজে) সম্ভ্রান্ত বংশের; আশরাফ।
- English Word ashy Bengali definition [অ্যাশি] (adjective) পাংশুটে; পাঁশুটে; ভস্মাচ্ছাদিত; পাণ্ডু।
- English Word Asian Bengali definition [এইশ্ন্ America(n) এইজ্ন্] (noun), (adjective) এশিয়ার অধিবাসী; এশীয়।