A পৃষ্ঠা ৪৪
- English Word apparel Bengali definition [আপ্যারাল্] [Uncountable noun] (প্রাচীন প্রয়োগ বা সাহিত্যিক) পোশাক; আবরণ। apparel (verb transitive) পোশাক পরানো; আবরণ দেওয়া।
- English Word apparent Bengali definition [আপ্যারান্ট্] (adjective) (১) স্পষ্ট দেখা যায় বা বোঝা যায় এমন; স্পষ্টত প্রতীয়মান: It was apparent to me that ..., স্পষ্ট দেখতে/বুঝতে পারলাম যে ...। (২) বাহ্যত বা আপাতদৃষ্টিতে প্রতীয়মান; দেখে মনে হয় এমন: In spite of its apparent thinness, আপাতদৃষ্টিতে সরু মনে হলেও। apparently (adverb)
- English Word apparition Bengali definition [অ্যাপারিশ্ন্] [Countable noun] বিশেষত ভূতপ্রেত বা মৃতব্যক্তির আত্মার আবির্ভাব; অপচ্ছায়া; ভূত।
- English Word appeal Bengali definition [আপীল্] (verb intransitive) appeal (to somebody) (against/for/from something) (১) সনির্বন্ধ আবেদন করা: The old woman appealed to us for help. (২) (আইন সম্বন্ধীয়) (উচ্চতর আদালত ইত্যাদিতে) পুনর্বিচার প্রার্থনা করা: appeal to a higher court. (৩) (কারো কাছে) সিদ্ধান্ত কামনা করা (ফুটবল ইত্যাদিতে): appeal to the linesman. (৪) আকর্ষণ করা; অনুভূতিতে নাড়া দেওয়া: This song will certainly appeal to the teenagers. □ (noun) (১) an appeal for সনির্বন্ধ অনুরোধ বা আবেদন: make an appeal for help. (২) [Countable noun] (আইন সম্বন্ধীয়) (উচ্চতর আদালত ইত্যাদিতে) পুনর্বিচার প্রার্থনা; [Uncountable noun] to give notice of appeal. (৩) [Countable noun] (বিশেষত ক্রীড়ায়) (কারো) সিদ্ধান্ত কামনা: an appeal to the referee. (৪) [Uncountable noun] আগ্রহ; আকর্ষণক্ষমতা: She has lost much of her appeal. (৫) [Uncountable noun] মিনতি; কাতর প্রার্থনা: He had a look of appeal on his face. appealing (adjective) (১) মর্মস্পর্শী; অনুভূতিতে নাড়া দেয় এমন। (২) আকর্ষণীয়। appealingly (adverb)
- English Word appear Bengali definition [আপিআ(র্)] (verb intransitive) (১) দৃষ্টিগোচর হওয়া; দৃশ্যমান হওয়া: The sun set and the stars appeared in the sky. (২) উপস্থিত হওয়া: He appeared here at seven in the morning. (৩) (ক) (অভিনেতা, গায়ক, বক্তা ইত্যাদি সম্বন্ধে) জনসমক্ষে অবতীর্ণ হওয়া: He appeared in almost every play staged by the Dhaka Theatre last year. (খ) (বই সম্বন্ধে) প্রকাশিত হওয়া: His last novel appeared in 1 9 6৪. (গ) (আইন সম্বন্ধীয়) প্রকাশ্যে হাজির হওয়া: The accused was summoned to appear before the court. (৪) মনে হওয়া; বোধ হওয়া: She appeared depressed; The room appears (to be) full of people; It appears that…, মনে হয় যেন...।
- English Word appearance Bengali definition [আপিআরান্স্] (noun) (১) [Countable noun] দৃষ্টিগোচরতা; উপস্থিতি; উদয়; আবির্ভাব: His sudden appearance there struck me as unusual; make one’s first appearance, (অভিনেতা, গায়ক ইত্যাদি) জনসমক্ষে প্রথম আত্মপ্রকাশ করা। put in an appearance মুখ দেখানো; নিজেকে উপস্থিত দেখানো; (সভা-সমিতিতে) উপস্থিত হওয়া: Mr Zakir managed to put in an appearance at the party. (২) যা দেখা যায়; কাউকে বা কোনো কিছু দেখে যা মনে হয়: He had the appearance of being a wealthy man. One shouldn’t judge by appearances, বাইরেরটা দেখে বিচার করা উচিত নয়। Keep up appearances বাইরের ঠাট বজার রাখা। in appearance দৃশ্যত; বাহ্যত: In appearance, he is a strong man. to/by/from all appearance(s) যতদূর দেখা যায়/বোঝা যায়: His career is to all appearance(s) finished.
- English Word appease Bengali definition [আপীজ্] (verb transitive) শান্ত বা প্রশমিত করা; মেটানো: appease somebody’s anger/hunger. appeasement [Uncountable noun] শান্ত বা প্রশমিতকরণ: policy of appease.
- English Word appellant Bengali definition [আপেলান্ট্] (adjective) (আইন সম্বন্ধীয়) পুনর্বিচার প্রার্থনা বা আপিলবিষয়ক। appellant (noun) (আইন সম্বন্ধীয়) যে ব্যক্তি উচ্চতর আদালতে আপিল করে।
- English Word appellation Bengali definition [অ্যাপালেইশ্ন্] [Countable noun] (আনুষ্ঠানিক) নাম; পদবি; খেতাব; আখ্যা; নামপদ্ধতি সংজ্ঞাপদ্ধতি।
- English Word append Bengali definition [আপেন্ড্] (verb transitive) append something (to) (আনুষ্ঠানিক) লেখায় বা ছাপায় সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা: append a clause to a treaty.
- English Word appendage Bengali definition [আপেন্ডিজ্] [Countable noun] যা কোনো বৃহত্তর বস্তুর সঙ্গে যুক্ত করা হয়েছে; কোনো বৃহত্তর বস্তুর অঙ্গ; আনুষঙ্গিক বস্তু; উপাঙ্গ।
- English Word appendix Bengali definition [আপেনডিক্স্] (noun) (১) [Countable noun] (plural appendices [আপেনডিসীজ]) বিশেষত বইয়ের শেষে সংযোজিত অংশ; পরিশিষ্ট। (২) [Countable noun] দেহের কোনো অঙ্গের উপরিভাগে উদ্গত উপাঙ্গ; বিশেষত বৃহদন্ত্রের কীটসদৃশ উপাঙ্গ (vermiform appendix). দ্রষ্টব্যalimentary. appendicitis [আপেন্ডিসাইটিস্] (noun) vermiform appendix-এর রুগ্ণ অবস্থা, ক্ষেত্রবিশেষ এ অবস্থায় অস্ত্রোপচার লাগে। appendectomy [আপেন্ডেক্টামি] (noun) অস্ত্রোপচার দ্বারা vermiform appendix–এর অপসারণ।
- English Word appertain Bengali definition [অ্যাপাটেইন্] (verb intransitive) appertain to (আনুষ্ঠানিক) অধিকাররূপে সম্পর্কযুক্ত হওয়া বা সংশ্লিষ্ট থাকা; যথার্থ হওয়া: duties appertaining to one’s office.
- English Word appetite Bengali definition [অ্যাপিটাইট্] [Uncountable noun] (বিশেষত খাদ্যের জন্য) জৈব আকাঙ্ক্ষা; ক্ষুধা: Fresh air increases appetite. (লাক্ষণিক) I have no appetite for stories. [Countable noun] এরূপ ক্ষুধার দৃষ্টান্ত: Morning walk gave me a good appetite. appetizer [অ্যাপিটাইজা(র্)] (noun) ক্ষুধাবর্ধক বা রুচিকর বস্তু। appetizing (adjective) ক্ষুধাবর্ধক; রুচিকর: an appetite flavour.
- English Word applaud Bengali definition [আপ্লোড্] (verb intransitive), (verb transitive) (১) করতালি দিয়ে অভিনন্দন বা সমর্থন জানানো বা প্রশংসা করা: The audience rose to its feet and applauded. (২) সমর্থন জানানো: He applauded my plan.
- English Word applause Bengali definition [আপ্লোজ্] [Uncountable noun] সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি: greet with applause.
- English Word apple Bengali definition [অ্যাপ্ল্] (noun) আপেল ফল; এই ফলের গাছ। the apple of one’s eye (প্রবাদ) অতিপ্রিয় ব্যক্তি বা বস্তু; চোখের মণি: Bushra is the apple of Saimum’s eye. apple of discord কলহের কারণ। upset the/somebody’s apple-cart কারো/সমস্ত পরিকল্পনা বানচাল করা। in apple-pie order (অনানুষ্ঠানিক) যেখানে যা থাকা উচিত সেখানে তা-ই আছে; নিখুঁত শৃঙ্খলাপূর্ণ। applejack (noun) (America(n)) ব্র্যান্ডি জাতীয় মদবিশেষ। applesauce (America(n) =apple sauce) (noun) (ক) আপেলের আচার বা চাটনি। (খ) (America(n) কথ্য) আবোলতাবোল; আজেবাজে কথা; তোষামোদ। Adam’s apple, দ্রষ্টব্যAdam.
- English Word applepick Bengali definition [অ্যাপল্পিক্] (verb) Apple কোম্পানির তৈরি ডিভাইস যেমন iPhone, iPod, iPad চুরি বা ছিনতাই করা; অ্যাপললিক: Don’t get applepicked, be alert always. applepick (noun) apple picking. এটা iCrime নামেও পরিচিত।
- English Word appliance Bengali definition [আপ্লাইআন্স্] [Countable noun] যন্ত্র বা যন্ত্রপাতি: an appliance for sinking a tubewell; household appliances, গৃহস্থালিতে ব্যবহৃত ছোটখাটো যন্ত্রপাতি।
- English Word applicable Bengali definition [অ্যাপ্লিকাব্ল্] (adjective) applicable (to) প্রয়োগযোগ্য; প্রযোজ্য; মানানসই ও যথার্থ: it is not applicable to his case.