A পৃষ্ঠা ৪৭
- English Word aquarium Bengali definition [আকোএআরিআম্] (noun) জীবন্ত মাছ ও জলজ উদ্ভিদ সংরক্ষণ ও প্রদর্শনের কৃত্রিম জলাধার; মৎস্যাধার।
- English Word Aquarius Bengali definition [আকোএআরিআস্] (noun) রাশিচক্রের একাদশতম রাশি; কুম্ভরাশি।
- English Word aquatic Bengali definition [আকোঅ্যাটিক্] (adjective) (১) জলজ উদ্ভিদ, প্রাণী ইত্যাদি বিষয়ক। (২) জলে অনুষ্ঠিত ক্রীড়া (যথা সাঁতার, নৌকাচালনা ইত্যাদি) বিষয়ক।
- English Word aquatint Bengali definition [অ্যাকোআটিন্ট্] [Uncountable noun] অ্যাসিড প্রয়োগ করে তামার উপর চিত্র খোদাই করার প্রক্রিয়া; [Countable noun] এভাবে খোদাই করা চিত্র।
- English Word aquavit Bengali definition [অ্যাকোআভিট্] [Uncountable noun] কড়া স্ক্যানডিনেভীয় মদবিশেষ।
- English Word aqueduct Bengali definition [অ্যাক্যুইডাক্ট] (noun) পানি সরবরাহের কৃত্রিম প্রণালি বা নালা, বিশেষত যে নালা পাথর বা ইট দিয়ে তৈরি ও চারপাশের জমি থেকে উঁচু।
- English Word aqueous Bengali definition [এইক্যুইআস্] (adjective) জলীয় বা জলের মতো: an aqueous solution.
- English Word aquiline Bengali definition [অ্যাক্যুইলাইন্] (adjective) ঈগল সম্পর্কিত বা ঈগলের মতো: an aquiline nose, ঈগলের ঠোঁটের মতো বাঁকানো।
- English Word Arab Bengali definition [অ্যারাব্] (noun) আরব দেশের লোক; আরবিভাষী লোক।
- English Word Arab spring Bengali definition [অ্যারাব্ স্প্রিং] (noun) আরব স্প্রিং বা আরব বসন্ত; ২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত আখ্যা দেন: Arab spring was a pro-democracy uprising.
- English Word arabesque Bengali definition [অ্যারাবেস্ক্] [Countable noun] (কলা) ডালপালা, পাতা সর্পিল বস্তু ইত্যাদির কারুকার্যময় নকশা; (ব্যালে নৃত্য) এক পায়ের উপর দাঁড়িয়ে অন্য পা পিছনের দিকে প্রসারিত করা নর্তকের বিশেষ ভঙ্গিমা।
- English Word Arabian Bengali definition [আরেইবিআন্] (noun), (adjective) (সৌদি) আরবের লোক; আরব দেশের লোক; আরবগণ; আরব–দেশীয়; আরবীয়। the Arabian Nights ‘আরব্য–রজনী’ বা ‘আরব্যোপন্যাস’ নামে পরিচিত প্রাচীন আরবদের বিখ্যাত গল্পমালা। the Arabian camel এক কুঁজওয়ালা উটবিশেষ।
- English Word Arabic Bengali definition [অ্যারাবিক্] (adjective) আরবগণসম্পর্কিত। Arabic numerals ০, ১, ২, ৩ (0,1,2,3) প্রভৃতি সংখ্যা (তুলনীয় roman numerals). দ্রষ্টব্য পরি ৪। (noun) আরবি ভাষা।
- English Word Arabist Bengali definition [অ্যারাবিস্ট্] (noun) আরবি ভাষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়ের ছাত্র বা বিশেষজ্ঞ।
- English Word arable Bengali definition [অ্যারাব্ল্] (adjective) (জমি সম্বন্ধে) চাষযোগ্য; সাধারণত চাষ করা হয় এমন।
- English Word arachnid Bengali definition [আরাক্নিড্] (noun) (প্রাণীবিদ্যা) মাকড়াবর্গীয় কীট।
- English Word arbiter Bengali definition [আ:বিটা(র্)] (noun) (১) arbiter (of) (কোনো কিছুর উপর) পরিপূর্ণ নিয়ন্ত্রণের অধিকারী ব্যক্তি; নিয়ন্তা: the sole arbiter of one’s destiny, ভাগ্যনিয়ন্তা। (২) =arbitrator.
- English Word arbitrary Bengali definition [আ:বিট্রারি America(n) আ:বিট্রেরি] (adjective) (১) শুধু আবেগনির্ভর; যুক্তিনির্ভর নয়: অযৌক্তিক। (২) একনায়কসুলভ; স্বেচ্ছাচারী; স্বৈরাচারী।
- English Word arbitrate Bengali definition [আ:বিট্রেইট্] (verb transitive), (verb intransitive) arbitrate (between) সালিস দ্বারা নিষ্পত্তি করা; মধ্যস্থতা করা: A committee was appointed to arbitrate between the company and the union. The two sides agreed to arbitrate their differences.
- English Word arbitration Bengali definition [আ:বিট্রেইশ্ন্] [Uncountable noun] সালিস-নিষ্পত্তি; মধ্যস্থতার দ্বারা নিষ্পত্তি; মধ্যস্থতা: The parties agreed to refer the dispute to arbitration; [Countable noun] এরূপ নিষ্পত্তির দৃষ্টান্ত। go to arbitration সালিস নিষ্পত্তি করা: The refused to go to arbitration.