A পৃষ্ঠা ২০
- English Word agency Bengali definition [এইজান্সি] (noun) (plural agencies) (১) নিযুক্তক বা এজেন্টের ব্যবসা ও ব্যবসার স্থান; নিযুক্তক স্থান: travel agencies; an employment agency, নিয়োগ এজেন্সি। (২) [Uncountable noun] the agency of ক্রিয়া; মাধ্যমে; সহায়তায়: Small stones made smooth and round through the agency of water. He got the contract through/by the agency of friends.
- English Word agenda Bengali definition [আজেন্ডা] [Countable noun] (১) আলোচ্যসূচি: item 3 (three) on the agenda. (২) (কম্পিউটার) কোনো সমস্যার সমাধানের জন্য কিছুসংখ্যক পরিক্রিয়ার (operations) সমন্বয়ে গঠিত কার্যপ্রণালী; কার্যক্রম।
- English Word agent Bengali definition [এইজান্ট্] (noun) (১) যে ব্যক্তি অন্যের প্রতিনিধিত্ব করে কিংবা তার প্রতিনিধিস্বরূপ ব্যবসা চালায়; আহিলকার; কারিন্দা; নিযুক্তক: a house agent, বাড়ির দালাল/আহিলকার। literary agent, যে ব্যক্তি লেখকদের প্রকাশক সন্ধানে সাহায্য করে; সাহিত্যপ্রতিনিধি। a shipping বা forwarding agent, যে ব্যক্তি বণিক, উৎপাদনকারী প্রভৃতির পণ্য জল, স্থল, রেল বা বিমান পথে প্রেরণ করে; পণ্যপ্রেষক। law agent (স্কটল্যান্ডে) কৌসুলি; ব্যবহারদেশক। দ্রষ্টব্যfree 1 (১), দ্রষ্টব্যsecret (১)। (২) (ক) কিছু সিদ্ধির জন্য বা কোনো ফললাভের জন্য নিযুক্ত ব্যক্তি; দালাল; আহিলকার। (খ) (বিজ্ঞান.) কার্য উৎপাদন করে এমন পদার্থ, নৈসর্গিক প্রপঞ্চ ইত্যাদি; ঘটক: Natural agents like rain and frost had worn away the monument.
- English Word agent Provocateur Bengali definition [অ্যাজাঁ প্রাভকাটা(র্)] (noun) (plural agents provocateurs, উচ্চারণ অপরিবর্তিত) (ফরাসী) প্রকাশ্যে অপরাধ করতে প্রলুব্ধ করে এমন সন্দেহভাজনদের খুঁজে বের করতে নিযুক্ত ব্যক্তি; কুনকি অপরাধী।
- English Word agglomerate Bengali definition [আগ্লমারেইট্] (verb transitive, verb intransitive) পিণ্ডিত/পিণ্ডীভূত করা। □(adjective) [আগ্লমারাট্] পিণ্ডিত; পিণ্ডীভূত। agglomeration [আগ্লমারেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] পিণ্ডীকরণ; পিণ্ডীভবন। (২) [Countable noun] (বিশেষত বিশৃঙ্খল) বস্তুপুঞ্জ, যেমন ইতস্তত প্রকীর্ণ বিশৃঙ্খল উপনগরী।
- English Word agglutinate Bengali definition [আগ্লূটিনেইট্] (verb transitive) সংশ্লিষ্ট/সংযুক্ত করা; জোড়া দেওয়া (যেমন আঠা দিয়ে)। agglutinative [আগ্লূটিনাটিভ্ America(n) আগ্লূটানেইটিভ্] (adjective) (ভাষাবিজ্ঞান) রূপগত পরিবর্তন বা অর্থের হানি না-ঘটিয়ে সরল শব্দসমূহকে সমাসবদ্ধ পদে পরিণত করে এমন; সংসক্তিপ্রবণ।
- English Word aggrandize Bengali definition [আগ্র্যান্ডাইজ্] (verb transitive) (আনুষ্ঠানিক) (ক্ষমতা, মর্যাদা, বিত্ত ও গুরুত্ব) বৃদ্ধি করা; বাড়ানো। aggrandizement [আগ্র্যান্ডিজ্মান্ট্] (noun) সংবর্ধন: One-man rule may encourage personal aggrandizement.
- English Word aggravate Bengali definition [অ্যাগ্রাভেইট্] (verb transitive) (১) অধিক গুরুতর/সঙ্গিন/শোচনীয় করে তোলা; প্রকোপ অধিকতর বৃদ্ধি করা; অবনতি ঘটানো: aggravate an illness/ offence. (২) (কথ্য) উত্ত্যক্ত/প্রকোপিত করা; খেপানো। aggravation [অ্যাগ্রাভেইশ্ন্] [Uncountable noun, Countable noun] প্রকোপ বৃদ্ধি; অবনতি; অবনমন।
- English Word aggregate Bengali definition [অ্যাগ্রিগেইট্] (verb transitive, verb intransitive) (১) সমষ্টীভূত/সমগ্রীভূত হওয়া বা করা। (২) (নির্দিষ্ট সাকল্যের) মোট পরিমাণ হওয়া। □(noun) [অ্যাগ্রিগাট্] (১) সমষ্টি; সমাহার; সমূহ; যোগফল। in the aggregate সব মিলিয়ে; সমষ্টিগতভাবে; সামগ্রিকভাবে। (২) কংক্রিট তৈরি করার জন্য সিমেন্টের সঙ্গে মিশ্রিত উপাদানসমূহ (বালি, নুড়ি ইত্যাদি)। aggregation [আগ্রিগেইশ্ন্] [Uncountable noun] সমষ্টি; সংগ্রহ; সমাহার; সমষ্টিকরণ।
- English Word aggression Bengali definition [আগ্রেশ্ন্] (১) [Uncountable noun] বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা। ২ [Countable noun] হামলা বা আগ্রাসনের দৃষ্টান্ত।
- English Word aggressive Bengali definition [আগ্রেসিভ্] (adjective) (১) কলহপরায়ণ; হামলাবাজ; ঝগড়াটে; আগ্রাসী: an aggressive man. (২) আক্রমণাত্মক: aggressive campaign against air pollution. (৩) বাধাবিপত্তিকে গ্রাহ্য করে না এমন; অদম্য; আগ্রাসী: an aggressive salesman. aggressively (adverb) আগ্রাসীভাবে। aggressiveness (noun) আগ্রাসিতা। aggressor [আগ্রেসা(র্)] (noun) যে ব্যক্তি বা যে দেশ আগ্রাসন করে; আক্রামক: (attributive(ly)) the aggressor nation.
- English Word aggrieve Bengali definition [আগ্রীভ্] (verb transitive) (সাধারণত passive) দুঃখ দেওয়া: be aggrieved, ক্ষুব্ধ হওয়া। feel (oneself) much aggrieved (at/over something) অন্যায় ব্যবহারে ক্ষুব্ধ হওয়া/ক্ষোভ বোধ করা।
- English Word aghast Bengali definition [আগা:স্ট্ America(n) আগ্যাস্ট্] (predicatively adjective) ভয়াকুল; ভীতিবিহ্বল; বিস্ময়াভিভূত: We are all aghast at the violent scene caused by the agitators.
- English Word agile Bengali definition [অ্যাজাইল্ America(n) অ্যাজ্ল্] (adjective) (জীবন্ত বস্তু) ক্ষিপ্র; ক্ষিপ্রগতি; চটপটে; গতিশীল। agilely (adverb) ক্ষিপ্রভাবে। agility [আজিলাটি] [Uncountable noun] ক্ষিপ্রতা; ক্ষিপ্রকারিতা।
- English Word aging Bengali definition (noun)=ageing দ্রষ্টব্য age 2.
- English Word agio Bengali definition [আজৌ] (noun) টাকা বদল বা ভাঙানো বাবদ বাটা; মুদ্রাবিনিময় (-স্থান)।
- English Word agitate Bengali definition [অ্যাজিটেইট্] (verb transitive, verb intransitive) (১) (তরল) নাড়া; ঝাঁকানো। (২) (ব্যক্তি, ব্যক্তির মন বা অনুভূতি) আলোড়িত/বিক্ষুব্ধ করা; নাড়া দেওয়া। (৩) agitate for কোনো কিছুর পক্ষে জনসমক্ষে তর্কবিতর্ক করা; আন্দোলন করা: agitate for higher wages. agitated (participial adjective) আলোড়িত; বিক্ষুব্ধ; উত্তেজিত। agitating (participial adjective) উদ্বেগজনক। agitation [অ্যাজিটেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] (তরল) ঝাঁকানি; আলোড়ন। (২) [Uncountable noun] উদ্বেগ; আলোড়ন; উত্তেজনা; অস্থিরতা। (৩) [Countable noun, Uncountable noun] (পরিবর্তন আনয়নের উদ্দেশ্যে) আলোচনা বা বিতর্ক; [Uncountable noun] উক্তরূপ আলোচনার ফলে উদ্ভূত সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা; আন্দোলন; আলোড়ন। agitator [অ্যাজিটেইটা(র্)] (noun) (বিশেষত রাজনৈতিক) আন্দোলনকারী।
- English Word aglow Bengali definition [আগ্লোউ] (predicatively adjective) (১) বর্ণোজ্জ্বল; দীপ্ত; উদ্ভাসিত। (২) (ব্যক্তি) ব্যায়াম বা উত্তেজনায় আরক্তিম: aglow with the light of the setting sun; উজ্জ্বল: The mother’s face was aglow with happiness at the success of her son.
- English Word agnail Bengali definition [অ্যাগ্নেইল্] (noun) নখমূলের ছিন্ন ত্বক; কেনি-ওঠা।
- English Word agnostic Bengali definition [অ্যাগ্ন্স্টিক্] (noun) জড়বস্তু ছাড়া অন্য কিছু বা ঈশ্বর সম্বন্ধে কিছুই জানা সম্ভব নয় বলে যে ব্যক্তি বিশ্বাস করে; অজ্ঞেয়বাদী। □(adjective) অজ্ঞেয়বাদী। agnosticism [অ্যাগ্নস্টিসিজাম্] [Uncountable noun] অজ্ঞেয়বাদ।