A পৃষ্ঠা ১৭
- English Word aerosol Bengali definition [এআরাসল্ America(n) এআরাসোল্] [Uncountable noun] সংকুচিত গ্যাসযুক্ত একটি আধার থেকে সুগন্ধ, রঞ্জকদ্রব্য, কীটনাশক, সাবান প্রভৃতির সূক্ষ্ম কঠিন বা তরণ কণিকা চাপের সাহায্যে কুয়াশার মতো বিক্ষেপণ; [Countable noun] উপর্যুক্ত আধার; অ্যারোসল।
- English Word aerospace Bengali definition [এআরাউস্পেইস্] (noun) বিমান এবং নভোযানের উড্ডয়নের জন্য প্রাপ্তব্য এলাকা হিসেবে বিবেচিত বায়ুমণ্ডল এবং তদূর্ধ্বে মহাশূন্য; বায়বাকাশ: aerospace industry.
- English Word aertex Bengali definition [এআটেক্স্] (noun) (অন্তর্বাস তৈরি করার জন্য) শিথিল বুননের বস্ত্রবিশেষ; এয়ারটেক্স।
- English Word aery Bengali definition [এআরি] (noun) দ্রষ্টব্য aerie.
- English Word aesthete, esthete Bengali definition [ঈস্থীট্ America(n) এস্থীট্] (noun) বিশেষত শিল্পকলায় সুন্দর সম্পর্কে গভীর অনুরাগ ও উপলব্ধি আছে কিংবা আছে বলে দাবি করেন এমন ব্যক্তি; সৌন্দর্যবেত্তা।
- English Word aesthetic, esthetic Bengali definition [ঈস্থেটিক্ America(n) এস্থেটিক্] (adjective) নান্দনিক; কান্ত; সৌন্দর্যতাত্ত্বিক: aesthetic standards. □[Uncountable noun] বিশেষ ধরণের নান্দনিক মূল সূত্রাবলী: the aesthetic to which I subscribe. aesthetical, esthetical [ঈস্থেটিক্ল্] (adjective) =aesthetic. aesthetically [ঈস্থেটিক্লি] (adverb) নান্দনিকভাবে; নন্দনতত্ত্বের নিরিখে। aesthetics, esthetics (noun) (plural) (singular verb) নন্দনতত্ত্ব; কান্তিবিদ্যা; সৌন্দর্যতত্ত্ব।
- English Word aether Bengali definition [ঈথা(র্)] (noun) দ্রষ্টব্য ether.
- English Word aetiology Bengali definition [ঈটিঅলাজি] (noun) নিদান; নিদানতত্ত্ব। দ্রষ্টব্যetiology.
- English Word afar Bengali definition [আফা:(র্)] (adverb) (কাব্যিক) সুদূর; দূরে। from afar দূর থেকে।
- English Word affable Bengali definition [অ্যাফাব্ল্] (adjective) শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন; অমায়িক: affable to everybody. affably [অ্যাফাআব্লি] (adverb) অমায়িকভাবে। affability [অ্যাফাবিলাটি] [Uncountable noun] অমায়িকতা (to বা towards).
- English Word affect 1 Bengali definition [আফেক্ট্] (verb transitive) (১) প্রভাবিত করা; ক্ষতিগ্রস্ত করা; (কিছুর উপর) প্রভাব ফেলা: badly affected by river erosion. (২) অভিভূত করা; মর্মস্পর্শ করা; বিচলিত করা; অনুভূতিতে নাড়া দেওয়া: The incident affected us deeply. (৩) (রোগ) আক্রমণ করা; বিশেষ অবস্থার সূচনা করা। (৪) well/ill affected (towards) অনুকূল, বন্ধুভাবাপন্ন/প্রতিকূল, বিদ্বিষ্ট হওয়া। affecting (adjective) মর্মস্পর্শী; মর্মন্তুদ; হৃদয়স্পর্শী: an affecting sight. affecting-ay (adverb) সস্নেহে; করুণভাবে; মর্মন্তুদভাবে।
- English Word affect 2 Bengali definition [আফেক্ট্] (verb transitive) (১) (অজ্ঞতা, উদাসীনতা, অন্যমনস্কতার) ভান করা; ছল করা: Many white people affect to have colour prejudices. (২) (বিশেষত আড়ম্বরের জন্য) পছন্দ ও ব্যবহার করা; আস্ফালন করা: Though she is old, she affects modish dresses. affected (adjective) কৃত্রিম; মেকি; জাঁকালো: an affected politeness; an affected style.
- English Word affectation Bengali definition [অ্যাফেক্টেইশ্ন্] (noun) (১) [Uncountable noun, Countable noun] কৃত্রিম/মেকি আচরণ; অস্বাভাবিক আচরণ; কৃত্রিমতা: His affectations are disgusting. (২) [Countable noun] ভান; ছল; ব্যপদেশ: an affectation of ignorance/interest.
- English Word affection Bengali definition [আফেক্শ্ন্] (noun) (১) [Uncountable noun] স্নেহ; প্রেম; মমত্ব: to hold in affection, ভালোবাসা। (২) [Uncountable noun] (কিংবা plural) gain/win somebody’s affection(s) ভালোবাসা/প্রীতি অর্জন করা। (৩) [Countable noun] (প্রাচীন প্রয়োগ) রোগ; অসুখ: an affection of the right lung.
- English Word affectionate Bengali definition [আফেক্শানাট্] (adjective) স্নেহময়; মমতাময়; স্নেহশীল; প্রেমময়; প্রেমপূর্ণ; স্নেহমাখা; সাদর: an affectionate mother; affectionate looks. affectionately (adverb). yours affectionately (চিঠির শেষে ব্যবহৃত) আপনার/তোমার আদরের/স্নেহময়।
- English Word affiance Bengali definition [আফাইআন্স্] (verb transitive) (সাধারণত passive; সাহিত্য কিংবা প্রাচীন প্রয়োগ) বাগ্দান করা; বিবাহে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া: be affianced to (somebody), কারো বাগ্দত্ত/বাগদত্তা হওয়া।
- English Word affidavit Bengali definition [অ্যাফাডেইভিট্] (noun) (আইন সম্বন্ধীয়) আইনগত প্রমাণ বা সাক্ষ্য হিসেবে ব্যবহার্য শপথপূর্বক লিখিত বিবৃতি; হলফনামা; শপথপত্র।
- English Word affiliate Bengali definition [আফিলিএইট্] (verb transitive, verb intransitive) affiliate (to/with) (সমিতি, প্রতিষ্ঠান) সম্বন্ধযুক্ত হওয়া; অধিভুক্ত হওয়া: an affiliated college.
- English Word affiliation Bengali definition [আফিলিএইশ্ন্] [Uncountable noun, Countable noun] সম্বন্ধীকরণ। affiliation order (British/Britain আইন সম্বন্ধীয়) অবৈধ শিশুর পিতৃত্ব নিরূপণ করে এবং পিতাকে সন্তানের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থপ্রদানের দায়িত্ব নির্ধারণ করে ম্যাজিস্ট্রেট প্রদত্ত আদেশ; অপত্যনির্ধারক আদেশ।
- English Word affinity Bengali definition [আফিনাটি] (noun) (plural affinities) affinity (between/to/for) (১) [Countable noun] ঘনিষ্ঠ সম্বন্ধ; সাযুজ্য; সাদৃশ্য; মিল; ঐক্য। (২) [Uncountable noun, Countable noun] সম্বন্ধ; বৈবাহিক সম্পর্ক; চারিত্রিক মিল। (৩) [Countable noun] তীব্র অনুরাগ; আসক্তি; আকর্ষণ: to feel affinity to/for somebody. (৪) রাসায়নিক বা ভৌত আসক্তি: the affinity of common salt for water.