A পৃষ্ঠা ২৩
- English Word alabaster Bengali definition [অ্যালাবা:স্টা(র্) America(n) অ্যালাব্যাস্টা(র্)] [Uncountable noun] নরম সাদা পাথরবিশেষ যা দিয়ে অলংকার তৈরি হয়; অ্যালাবাস্টার। □(adjective) অ্যালাবাস্টারের মতো শুভ্র ও মসৃণ।
- English Word alacrity Bengali definition [আল্যাক্রাটি] [Uncountable noun] উদ্যমপরতা; কর্মচাঞ্চল্য।
- English Word alarm Bengali definition [আলা:ম্] (noun) (১) [Countable noun] বিপদসংকেত; ভয়ধ্বনি; ঐরূপ সংকেতদানের জন্য যন্ত্র: a fire alarm. give/raise/sound the alarm বিপদসংকেত দেওয়া। alarm (alarm clock) (noun) ঘুমন্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে জাগানোর জন্য সংকেতদানের ব্যবস্থাসংবলিত ঘড়ি; ঘুম-ভাঙানো ঘড়ি। (২) [Uncountable noun] আসন্ন বিপদহেতু ভয় ও উত্তেজনা; ত্রাস। o (verb transitive) পরিত্রস্ত/আতঙ্কিত/হুঁশিয়ার করা। alarming (participial adjective) বিপদাশঙ্কাপূর্ণ; ভয়ঙ্কর; ত্রাসজনক। alarmist [আলা:ম্ইস্ট্] (adjective), (noun) সামান্য কারণেই বিপদের আশঙ্কা রটায় এমন ব্যক্তি; শঙ্কাপ্রচারক; শঙ্কাবাদী।
- English Word alas Bengali definition [আল্যাস্] (interjection) দুঃখ বা অনুতাপসূচক চিৎকার; হায়।
- English Word alb Bengali definition [অ্যাল্ব্] (noun) উৎসব-অনুষ্ঠানে কোনো কোনো খ্রিষ্টান যাজকের পরিহিত পা পর্যন্ত প্রলম্বিত সাদা আলখাল্লাবিশেষ।
- English Word albatross Bengali definition [অ্যাল্বাট্রস্] (noun) প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ মহাসাগরের বড় আকারের সাদা, লিপ্তপাদ সামুদ্রিক পাখিবিশেষ; অ্যালবাট্রস।
- English Word albeit Bengali definition [ওলবীইট্] (conjunction) (আনুষ্ঠানিক)=though (১).
- English Word albino Bengali definition [অ্যাল্বীনোউ America(n) অ্যাল্বাইনোউ] (noun) (plural albinos) [অ্যালবীনোউজ্]) চামড়া, চুল ও চোখে স্বাভাবিক রঞ্জক পদার্থ ছাড়া জাত জন্তু বা মানুষ। এদের চামড়া ও চুল সাদা এবং চোখ গোলাপি হয়ে থাকে; আলবিনো।
- English Word album Bengali definition [অ্যাল্বাম্] (noun) (১) আলোকচিত্র, স্বহস্তলিপি, ডাকটিকিট প্রভৃতি রাখার জন্য ফাঁকা পুস্তকবিশেষ; অ্যালবাম। (২) একাধিক ডিস্ক বা রেকর্ড রাখার আবরণবিশেষ; একই সংগীতকার বা গায়ক-গায়িকার একাধিক সংগীত বা গানসংবলিত লং প্লেইং রেকর্ড; অ্যালবাম।
- English Word albumen Bengali definition [অ্যাল্বিউমিন্] (noun) (১) [Uncountable noun] ডিমের শ্বেতাংশ। (২) ডিমের সাদা অংশে বিদ্যমান পদার্থ, যা জৈব ও উদ্ভিজ্জ বস্তুতেও বিদ্যমান।
- English Word alchemist Bengali definition [অ্যাল্কামিস্ট্] (noun) কিমিয়া বা মধ্যযুগীয় রসায়ন শাস্ত্রের সেবক; আহলে কিমিয়া।
- English Word alchemy Bengali definition [অ্যাল্কামি] [Uncountable noun] মধ্যযুগীয় রসায়নশাস্ত্র- অপকৃষ্ট ধাতুকে কীভাবে সোনায় পরিণত করা যায়, তা আবিষ্কার করাই ছিল এই শাস্ত্রের প্রধান লক্ষ্য; কিমিয়া।
- English Word alcohol Bengali definition [অ্যাল্কাহল্ America(n) অ্যাল্কাহোল্] (noun) (১) [Uncountable noun] বিয়ার, মদ, ব্র্যান্ডি, হুইস্কি প্রভৃতি পানীয়; এসব পানীয়তে বিদ্যমান বিশুদ্ধ, বর্ণহীন তরল পদার্থ; কোহল; সুরা। (২) [Uncountable noun, Countable noun] (রসায়ন) উপর্যুক্ত (১) তরল পদার্থের তুল্য রাসায়নিক যৌগের বৃহৎ বর্গ; কোহল। alcoholic [অ্যাল্কাহলিক্ America(n) অ্যাল্কাহোলক্] (adjective) কোহল সম্পর্কিত। □ (noun) সুরাসক্ত ব্যক্তি। alcoholism [অ্যাল্কাহলইজাম্] (noun) সুরাসক্ততা; এহেন আসক্তি হেতু রুগ্ণাবস্থা।
- English Word alcopop Bengali definition [এল্কোপপ্] [Countable noun] তরুণ প্রজন্মকে কাছে টানতে অ্যালকোহলযুক্ত সফট ড্রিঙ্কস বা কোমল পানীয়; অ্যালকোপপ: The defendant had drunk several pints of beer, alcopops and a quadruple vodka.
- English Word alcove Bengali definition [অ্যাল্কোউভ্] (noun) (ক) কোনো কক্ষের আংশিকভাবে পরিবেষ্টিত বর্ধিতাংশ, যেখানে অনেক সময়ে শয্যা বা আসন রাখা হয়; চোরকুঠুরি; নিভৃত কক্ষ। (খ) বাগানের ঘেরের মধ্যে অনুরূপ স্থান; ছায়াকুঞ্জ; কুঞ্জকুটির।
- English Word alder Bengali definition [ওল্ডা(র্)] (noun) ভূর্জজাতীয় গাছবিশেষ, যা সাধারণত জলাভূমিতে জন্মে।
- English Word alderman Bengali definition [ওল্ডামান্] (noun) (plural men [ওলডামান্]) ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে পৌরপরিষদের ঊর্ধ্বতন সদস্য, যার পদমর্যাদা মেয়রের নিচে এবং যিনি তার সহকর্মী পারিষদদের দ্বারা নির্বাচিত হন; পৌরমুখ্য।
- English Word ale Bengali definition [এইল্] [Uncountable noun] (British/Britain) বিয়ার; এক ধরনের বিয়ার; যবসুরা (প্রাচীন প্রয়োগ) =beer. অপিচ দ্রষ্টব্যginger. ale-house (noun) public house বা পানশালার প্রাচীন নাম; পানশালা।
- English Word aleatory Bengali definition [এইলিআটারি] (adjective) দৈবনির্ভর; আপতিক।
- English Word alee Bengali definition [আলী] (adverb), (predicatively adjective) (নৌচালনবিদ্যা) জাহাজের আচ্ছাদিত দিকে/দিকের অভিমুখে; প্রতিবাত; বায়ুপ্রতিমুখে।