• Bengali Word minister 1 English definition [মিনিসটা(র্‌)] (noun) ১ মন্ত্রী; সচিব; অমাত্য।
      (২) বিদেশে রাষ্ট্রদূতের চেয়ে নিম্নপদস্থ সরকারি প্রতিনিধি। (৩) বিশেষত প্রেসবাইটেরিয়ান ও ননকনফর্মিস্ট গির্জা সংগঠনে পাদরি বা যাজক। তুলনীয়, রোমান ক্যাথলিক ‘priest’, ইংল্যান্ডীয় গির্জায় vicar, rector, curate.
    • Bengali Word minister 2 English definition [মিনিসটা(র্‌)] (verb intransitive) minister to সাহায্য বা সেবা দান করা; প্রয়োজন মেটানো: Master was busy ministering to the needs of her sick boy.
    • Bengali Word ministerial English definition [মিনিসটিআরিআল্] (adjective) ১ মন্ত্রী, তার পদমর্যাদা, দায়িত্বকর্তব্য ইত্যাদি বিষয়ক; মন্ত্রীর; মন্ত্রিত্বের: ministerial duties/functions.
      (২) মন্ত্রণালয়ের বা মন্ত্রণালয়ের জন্য। ministerially [মিনিসটিআরিআলি] (adverb) মন্ত্রিরূপে ইত্যাদি।
    • Bengali Word administer English definition [আড্‌মিনিসটা(র্)] ১ (verb transitive, verb intransitive) শাসন করা; পরিচালনা করা।
      (২) প্রয়োগ/বিধান/চালু করা; ব্যবস্থা করা; প্রদান করা; হানা: administer law, administer relief/help; administer a blow; administer punishment. (৩) গ্রহণ করানো; পাঠ করানো; administer an oath/the last sacraments. (৪) administer to, দ্রষ্টব্য minister (২).