A পৃষ্ঠা ১
- English Word A 1 Bengali definition [এই ওয়ান্] (ক) (জাহাজ) প্রথম শ্রেণি বলে শ্রেণিভুক্ত; সর্বোৎকৃষ্ট। (খ) (কথ্য) চমৎকার; উত্তম: feeling A 1; the car on sale is in A 1 condition.
- English Word a 2 Bengali definition [আ; জোরালো রূপ: এই], an [আন্; জোরালো রূপ: অ্যান্] (indefinite article) (১) একটি; অনির্দিষ্ট একটি; জনৈক: a knife; a book. (২) (a + সংখ্যা বা গুণবাচক adjective বা pronoun প্যাটার্নে ব্যবহৃত): a little time; a lot of books. (৩) (সম্বন্ধপদের সঙ্গে): a friend of Fahim’s ফাহিমের জনৈক বন্ধু। (৪) (many/such/what + a প্যাটার্নে ব্যবহৃত): Many a time I have overlooked this signpost. (৫) (half + a + (noun) প্যাটার্নে ব্যবহৃত): half a dozen; half an hour. (৬) (as/how/so/too+adjective+a প্যাটার্নে ব্যবহৃত): He is not as clever a boy as he pretends. (৭) যেকোনো; প্রতিটি (বাংলায় অনূদিত হয় না): A dove is a bird. (তুলনীয়) Doves are birds. (৮) (দুটি বস্তু যখন স্বাভাবিকভাবে একসঙ্গে থাকে এবং দুয়ে মিলে একটি একক হিসেবে অনুভূত হয়, তখন indefinite article – এর পুনরাবৃত্তি হয় না): a knife and fork. (৯) জনৈক: A Mr Halim is waiting for you. (১০) -এর তুল্য: Do you think you are a Fahim? (১১) of/at a (কোনো কোনো বাক্যাংশে) একই: He took them two at a time. Birds of a feather flock together (প্রবাদ) একই প্রকৃতির লোকেরা একসঙ্গে থাকতে ভালোবাসে; চোরে চোরে মাসতুতো ভাই। (১২) (বণ্টনসূচক ব্যবহার): three times a day, দিনে তিনবার: ten kilometres an hour.
- English Word a fortiori Bengali definition [এই ফোটিওরাই] (adverb) (লাক্ষণিক) অধিকতর প্রত্যয়জনক যুক্তিতে।
- English Word à la carte Bengali definition [আ:লা: কা:ট্] (adverb) (ফরাসী) (আহার সম্বন্ধে) খাদ্যতালিকা থেকে পছন্দ করে; (পুরো আহারের জন্য বাঁধা দরে নয়, table d’hôte-এর বিপরীত)।
- English Word à la mode Bengali definition [আ: লা: মোউড্] (adverb) (ফরাসী) অধুনাতন রীতি, ভাব ইত্যাদি অনুসারে; (America(n)) আইসক্রিমসহযোগে পরিবেশিত: apple pie à la mode; (গোমাংস) মদে ভিজিয়ে অল্প আঁচে রান্না করা।
- English Word a posteriori Bengali definition [এইপস্টারিওরাই] (adverb), (adjective phrase) (লাতিন) কার্য থেকে কারণ নির্ণায়ক, যথা The ground is wet so it must have rained. দ্রষ্টব্যa priori.
- English Word A, a 1 Bengali definition [এই] (plural A’s [এইজ্]) ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ: A to Z, আদি থেকে অন্ত পর্যন্ত। (সংগীত) C স্কেলের ষষ্ঠ সুর।
- English Word A-bomb Bengali definition [এইবম্] (noun) পারমাণবিক বোমা।
- English Word ab initio Bengali definition [অ্যাব্ ইনিশিআউ] (adjective) (১) প্রথমাবধি; প্রথম থেকে; গোড়া থেকে।
- English Word aba Bengali definition [অ্যাব্আ] (noun) আরবদের হাতাবিহীন পোশাকবিশেষ।
- English Word aback Bengali definition [আব্যাক্] (adverb) পিছন দিকে; পশ্চাদ্দিকে। be taken aback হঠাৎ চমকে বা ভয় পেয়ে পশ্চাৎপদ হওয়া, হতচকিত হওয়া, চমকে ওঠা।
- English Word abacus Bengali definition [অ্যাবাকাস্] (plural "abacuses" [অ্যাবাকাসিজ্] বা "abaci" [অ্যাবাসাই]) (noun) (১) গণনাকার্যে ব্যবহারের জন্য আড়াআড়ি তারে ছোট্ট গোলক বা পুঁতিলাগানো চারকোনা কাঠের কাঠামো; প্রাচ্যদেশে এখনো প্রচলিত আদি গণনাযন্ত্র। (২) কোনো স্তম্ভের শীর্ষে শিলামূর্তি অথবা অন্য কোনো শিল্পকর্ম স্থাপনের জন্য মঞ্চবিশেষ।
- English Word abaft Bengali definition [আবা:ফ্ট্ America(n) আব্যাফ্ট্] (adverb), (preposition) (নৌচালনবিদ্যা) জাহাজের পিছনের অর্ধাংশে অথবা তার কাছাকাছি; পশ্চাদ্দিকে।
- English Word abandon 1 Bengali definition [আব্যান্ডান্] (verb transitive) (১) আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে পরিত্যাগ করা: to abandon a house/flat. (২) ছেড়ে দেওয়া; ক্ষান্তি দেওয়া: He will never abandon hope; to abandon a project. (৩) abandon oneself to ইচ্ছা, আবেগ বা প্রবৃত্তির কাছে সম্পূর্ণভাবে নিজেকে ছেড়ে দেওয়া: She abandoned herself to grief. abandoned (participial adjective) (১) নষ্টচরিত্র; হতচ্ছাড়া; বখে যাওয়া। (২) পরিত্যক্ত। abandonment [Uncountable noun] পরিত্যাগ।
- English Word abandon 2 Bengali definition [আব্যান্ডান্] (noun) [Uncountable noun] বেপরোয়া স্বাধীনতা, যেমন প্রবৃত্তির কাছে আত্মসমর্পণকারী ব্যক্তির ক্ষেত্রে দেখা যায়; উদ্দামতা: with abandon, উদ্দামভাবে।
- English Word abase Bengali definition [আবেইস্] (verb transitive) abase oneself নিজেকে হীন করা; নিজের মান ক্ষুণ্ণ করা। abasement [Uncountable noun] নীচতা।
- English Word abash Bengali definition [আব্যাশ্] (verb transitive) (শুধু passive) বিব্রত/কুণ্ঠিত/অপ্রস্তুত করা; লজ্জা দেওয়া: She stood abashed at those words.
- English Word abate Bengali definition [আবেইট্] (verb transitive), (verb intransitive) (১) (সাহিত্যিক) (বাতাস, ঝড়, বন্যা, ব্যথা, জ্বর ইত্যাদি) কম বা কমানো; প্রশমিত হওয়া বা করা; প্রকোপ হ্রাস করা বা পাওয়া। (২) (আইন সম্বন্ধীয়) বাতিল করা; শেষ/লোপ করা। abatement (noun) [Uncountable noun] প্রশমন; হ্রাসপ্রাপ্তি।
- English Word abattoir Bengali definition [অ্যাবাটোয়া:(র্) America(n) অ্যাবাটোয়া:র্] (noun) পশুবধস্থান; শামিত্র; কসাইখানা।
- English Word Abbasid(e) Bengali definition [অ্যাবাসিড্] (adjective), (noun) (হজরত মুহম্মদ (সা.)-এর চাচা) আব্বাসের বংশীয়; আব্বাসীয়।