য পৃষ্ঠা ১
- Bengali Word য ১, য়- ‘য’ English definition বাংলা বর্ণমালার ছাব্বিশ সংখ্যক ব্যঞ্জনবর্ণ। এর উচ্চারণ জ- এর মতো। ‘য়’- কে বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণের মর্যাদা দেওয়া হয়ে থাকে, এবং এটিকে ‘হ’ বর্ণের পরে আরো কয়েকটি অর্ধব্যঞ্জন- অর্ধস্বর বর্ণের সঙ্গে স্থান দেওয়া হয়ে থাকে। তবে অভিধানের বর্ণবিন্যাসে এটি ‘য’ বর্ণের সঙ্গে অভিন্ন গণ্য করা হয়ে থাকে এবং সেই অনুসারে বর্ণানুক্রম ঠিক করা হয়। উচ্চারণকালে ‘য়’ বর্ণটি যে স্বরবর্ণের সঙ্গে যুক্ত থাকে তার উচ্চারণ প্রাপ্ত হয় (যেমন- য়্+অ=য়; উচ্চারণে অ। যেমন সময়, বিষয় ইত্যাদি শব্দে। য়্+আ=য়া উচ্চারণে আ, যেমন দয়া। এরূপ দয়িত; জয়ী; বায়ু ইত্যাদি)। সংস্কৃতে ‘য়’ বলে কোনো বর্ণ বা ধ্বনি নেই। বাংলা ও অসমিয়া বর্নমালায় এই বর্ণটি রয়েছে। এই বর্নের আদ্যক্ষরবিশিষ্ট কয়েকটি বর্ণ নিম্নরূপে- য়ুনানী, য়ুরোপ, য়ূসফ, য়ূসুফ (আর, এই বাজারের পণ্য নয় আমার য়ূসুফ-ড. মুহম্মদ এনামুল হক)। এসব স্থলে ‘য়ু’- র পরিবর্তে ‘ইউ’ প্রয়োগও দেখা যায়।
- Bengali Word য ২ English definition [জ] (সর্বনাম) যত- র সংক্ষিপ্ত ও সহজ কথ্যরূপে (যতদিন= যদ্দিন)।
- Bengali Word য- কার English definition [জ- কার্] (বিশেষ্য) ‘য’- এই বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) য+কার}
- Bengali Word যক, যখ English definition [জক্, জখ্] (বিশেষ্য) ১ হিন্দুমতে মাটির নিচে পোঁতা ধন যে রক্ষা করে। ২ যক্ষ। ৩ (আলঙ্কারিক) খুব কৃপণ লোক (যকের ধন)। যক দেওয়া (ক্রিয়া) প্রাচীন হিন্দুসমাজের প্রথানুসারে একটি জীবিত বালককে মাটির নিচে সঞ্চিত ধনরাশির সঙ্গে পুঁতে রাখা যাতে সে ধনরাশির রক্ষক হতে পারে। যকের ধন (বিশেষ্য) ১ যক দেওয়া ধন। ২ (আলঙ্কারিক) খুব কৃপণ লোকের ধন। {(তৎসম বা সংস্কৃত) যক্ষ>}
- Bengali Word যকাত English definition ⇒ জাকাত
- Bengali Word যকৃৎ English definition [জোক্কৃত্] (বিশেষ্য) ১ উদরের দক্ষিণ অংশে অবস্থিত যে যন্ত্র পিত্ত নিঃসরণ করে; কলিজা; liver। ২ যে রোগ পিত্তাশয় বৃদ্ধি করে। {(তৎসম বা সংস্কৃত) যম+√কৃ+ক্বিপ্}
- Bengali Word যক্ষ English definition [জোক্খো] (বিশেষ্য) ১ হিন্দু মতে এক প্রকার দেবযোনি। ২ কুবের; ধনরক্ষক (এক যক্ষকে রক্ষক নিযুক্ত করিয়া পাঠাইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ (আলঙ্কারিক) অতিশয় কৃপণ ব্যক্তি। যক্ষপতি, যক্ষরাজ (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত ধনদেবতা; কুবের। যক্ষপুরী (বিশেষ্য) কৈলাস পর্বতের উপরে অবস্থিত কুবেরের রাজধানী; অলকা। যক্ষী, যক্ষিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √যক্ষ্+অ(ঘঞ্)}
- Bengali Word যক্ষা English definition [জোক্খাঁ] (বিশেষ্য) ক্ষয়রোগ; ক্ষয়কাশ; phthisis। রাজযক্ষা (বিশেষ্য) মহারোগ যক্ষা যা নিরাময় করা দুঃসাধ্য। {(তৎসম বা সংস্কৃত) √যক্ষ্+ম(মন্)=যক্ষ্ণন্, ১মা (একবচন) যক্ষ্ণা}
- Bengali Word যক্ষুনি, যক্ষনি English definition [জোক্খুনি, জোক্খোনি] (অব্যয়) ‘যখনই’ শব্দের চলতি বা কথ্যরূপ এবং অপেক্ষাকৃত জোরসূচক শব্দ। {যখনই>}
- Bengali Word যখন, জখন (মধ্যযুগীয় বাংলা) English definition [জখোন্] (ক্রিয়াবিশেষণ) ১ যে সময়ে; যে কালে (সূন্য বরে তুক্ষি জখন তুল্যাছিলা হাই-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। ২ যেহেতু। যখনই, যখনি (ক্রিয়াবিশেষণ) ১ যেই মাত্র; যে মুহূর্তে (যখনই প্রয়োজন হবে আসবে)। ২ যে কোনো সময়ে। যখনকার (বিশেষণ) যে সময়ের। যখনকার যা তখনকার তা- যে সময়ের কাজ সে সময়ে করা উচিত। যখন তখন (ক্রিয়াবিশেষণ) ১ যে কোনো সময়ে; প্রায়ই। ২ ঘন ঘন। ৩ সর্বদা (চাদরেতে যখন তখন গন্ধ রাখার ঘটা-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) মৃতপ্রায়; যে কোনো সময়ে মৃত্যু ঘটতে পারে এমন (যখন- তখন অবস্থা)। যখন যেমন তখন তেমন (ক্রিয়াবিশেষণ) অবস্থা বুঝে; অবস্থানুযায়ী ব্যবস্থা অবলম্বন করে; when at Rome do as the Romans। {(তৎসম বা সংস্কৃত) যৎক্ষণ>}
- Bengali Word যছু (ব্রজবুলি) English definition [জোজু] (সর্বনাম) (পদ্যে ব্যবহৃত) যার (ছোড়লু যছু লাগি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) যস্য>}
- Bengali Word যজন English definition [জজোন্] (বিশেষ্য) হিন্দুদের যজ্ঞ পূজাদি কাজ (যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা এইগুলি ব্রাহ্মণের কাজ)। যজনীয়, যজ্য (বিশেষণ) পূজার যোগ্য; পূজনীয়। {(তৎসম বা সংস্কৃত) √যজ্+অন(ল্যুট্)}
- Bengali Word যজমান English definition [জজ্মান্] (বিশেষ্য) ১ হিন্দু সমাজে যে পূজা- যজ্ঞ করে থাকে; যে ব্যক্তি দক্ষিণাদি দিয়ে পূজাদি কর্ম করায় (যে কয় ঘর যজমান আছে তোমাদের বছর তাতে কেটে যাবে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ যার মঙ্গলের জন্য হিন্দুদের পুরোহিত উপাসনা বা প্রার্থনা করেন। যজমানি (বিশেষ্য) পৌরোহিত্য; যজমানের বাড়িতে পূজাদি করে জীবিকা নির্বাহ করা। যজমানী, যজমেনে (বিশেষণ) পৌরোহিত্যের পেশা; পৌরোহিত্য যার জীবিকা। {(তৎসম বা সংস্কৃত) যজ+মান(শানচ্)}
- Bengali Word যজানো English definition [জজানো] (ক্রিয়া) ১ পূজা করা বা পৌরোহিত্য করা। ২ বিস্তৃত করা; অনেকের সঙ্গে ছোঁয়াছুয়ি করা। যজানে (বিশেষ্য), (বিশেষণ) পৌরোহিত্য ব্যবসায়ী (যজানে বামুন)। {(তৎসম বা সংস্কৃত) যজ্+আনো; ক্রিয়ারূপে-যজাই, যজাও, যজায়, যজাস, যজান; (অসমাপিকা ক্রিয়া)- যজাতে, যজালে, যজিয়ে ইত্যাদি}
- Bengali Word যজুঃ, যজুর্বেদ English definition [জোজুহ্, জোজুর্বেদ্] (বিশেষ্য) হিন্দুদের যজ্ঞ প্রভৃতির নিয়ম সংবলিত গদ্যে লেখা বেদবিশেষ। যজুর্বেদী (বিশেষণ) ১ যজুর্বেদজ্ঞ। ২ যজুর্বেদ অনুসারে কাজ করে এমন। যজুর্বেদীয় (বিশেষণ) যজুর্বেদ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) √যজ্+উস্(উসি)}
- Bengali Word যজ্ঞ English definition [জোগ্গোঁ] (বিশেষ্য) ১ দেবতার অনুগ্রহ লাভের জন্য হিন্দুদের বেদবিহিত অনুষ্ঠান; ক্রতু; যাগ; হোম। ২ (আলঙ্কারিক) বিরাট অনুষ্ঠান; বড় আয়োজন। যজ্ঞকর্তা (বিশেষ্য) যাজক; যজমান। যজ্ঞকুন্ড (বিশেষ্য) হোমাগ্নি জ্বালাবার জন্য খোঁড়া গর্ত; যজ্ঞীয় অনলকুন্ড। যজ্ঞকৃৎ (বিশেষ্য) যজ্ঞকর্তা। যজ্ঞডুমুর, যজ্ঞিডুমুর, যগডুমুর (বিশেষ্য) এক জাতীয় ডুমুর। যজ্ঞধুম (বিশেষ্য) যজ্ঞের বা হোমাগ্নির ধোঁয়া। যজ্ঞপতি (বিশেষ্য) হিন্দু দেবতা বিষ্ণু। ২ যজমান। যজ্ঞপশু (বিশেষ্য) হিন্দুদের যজ্ঞে বলি দেওয়ার উপযোগী প্রাণী। যজ্ঞপুরুষ, যজ্ঞেশ্বর (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু; নারায়ণ। যজ্ঞবেদি (বিশেষ্য) যজ্ঞস্থানে যে উঁচু মঞ্চ তৈরি করা হয়। যজ্ঞভূমি, যজ্ঞশালা, যজ্ঞস্থল (বিশেষ্য) যে স্থানে যজ্ঞ অনুষ্ঠিত হয়। যজ্ঞরস (বিশেষ্য) সোমরস। যজ্ঞসূত্র, যজ্ঞোপবীত (বিশেষ্য) হিন্দুদের পৈতা। যজ্ঞাগ্নি, যজ্ঞানল (বিশেষ্য) হোমানল। যজ্ঞীয় (বিশেষণ) যজ্ঞ সংক্রান্ত; যজ্ঞের। যজ্ঞের ঘোড়া (বিশেষ্য) ১ বলির ঘোড়া। ২ (আলঙ্কারিক) অসহায় ব্যক্তি; বিপন্ন ব্যক্তি। ((তুলনীয়) ইলর পাঁঠা)। {(তৎসম বা সংস্কৃত) √যজ্+ন(নঙ্)}
- Bengali Word যত ২ English definition [জতো] (বিশেষণ) ১ সংযত; নিয়মিত (যতচিত্ত, যতবাক্)। ২ অনুষ্ঠিত। যতব্রত (বিশেষণ) ১ যথানিয়মে দৈনন্দিন ধর্মকর্ম পালনকারী। ২ দৃঢ়প্রাতজ্ঞ; দৃঢ়ব্রত। {(তৎসম বা সংস্কৃত) √যম্+ত(ক্ত)}
- Bengali Word যত, যতো ১ English definition [জতো] (ক্রিয়াবিশেষণ) যে পরিমাণে (যত হাসি তত কান্না-প্রবচন)। □ (বিশেষণ) ১ যে- সংখ্যক (যত লোক)। ২ যে- পরিমাণ (যত সুখ তত দুখ)। ৩ যা কিছু (যত কথা শুনলে সব মিথ্যা)। ৪ সকল; সমস্ত; যাবতীয় (যত নষ্টের গোড়া)। যতই সর্ব, (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) ১ যত কিছুই (যত কিছুই বলো না কেন)। ২ যতখানিই। ৩ যে পরিমাণে (যতই করিবে দান তত যাবে বেড়ে)। যতকাল, যতক্ষণ, যতদিন (ক্রিয়াবিশেষণ) যে কাল পর্যন্ত; যে অবধি; যে পর্যন্ত; যাবৎ। যতকিছু সর্ব, (বিশেষণ) ১ যা কিছু; সমস্ত। ২ যে পরিমাণ; যতটা। □ (বিশেষ্য) যে কোনো পদার্থ। যতখানি সর্ব (বিশেষণ) যে পরিমাণ; যতটা। যতগুলি সর্ব, (বিশেষণ) যে- কয়টি। যত নষ্টের গোড়া (বিশেষণ) ১ সমস্ত অনাসৃষ্টি বা অনিষ্টের কারণস্বরূপ। ২ অত্যন্ত অনিষ্টকারী। যত বড় মুখ নয় তত বড় কথা- ছোট মুখে বড় বড় কথা; অশোভন বা স্পর্ধাযুক্ত উক্তি। যতবার (ক্রিয়াবিশেষণ) ১ যে কয়েক দফা; যে কয়গুণ; যত সংখ্যা। ২ বহুবার। {(তৎসম বা সংস্কৃত) যত্তক>}
- Bengali Word যতন English definition [জতোন্] (বিশেষ্য) ১ যত্ন; চেষ্টা; আদর (যতন করহ লাভ হইবে রতন-কৃষ্ণচন্দ্র মজুমদার)। ২ সেবা; শুশ্রুষা; সুখ বা আয়াস দেওয়া (মনের মতন রতন পেলে যতন করি তার-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। যতনে রতন মেলে- চেষ্টা করলে ভালো ফল লাভ করা যায়। {(তৎসম বা সংস্কৃত) যত্ন>(স্বরাগমে)যতন}
- Bengali Word যতমান English definition [জতোমান্] (বিশেষণ) যে যত্ন করছে; যত্নবান; যত্নশীল। {(তৎসম বা সংস্কৃত) √যত্+মান(শানচ্)}