• Bengali Word ফেসাদ, ফ্যাসাদ English definition [ফ্যাশাদ্‌] (বিশেষ্য) ১ ঝঞ্ঝাট; বিপদ; বিঘ্ন; গণ্ডগোল; ঝামেলা (সাধ করিয়া পুলিশের ফ্যাসাদে জড়াইয়া পড়িবে-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। ২ কলহ; হাঙ্গামা; ঝগড়া; বিবাদ। ফ্যাসাদে (বিশেষণ) ঝগড়াটে, হাঙ্গামাপ্রিয়; কলহপ্রিয়। {(আরবি) ফাসাদ্‌}