• Bengali Word ফ্যালনা English definition ⇒ ফেলনা
    • Bengali Word ফ্যালফ্যাল English definition [ফ্যাল্‌ফ্যাল্‌] (অব্যয়) অসহায় বা বিমূঢ় দৃষ্টির ভাবব্যঞ্জক; বিস্ময়-বিমূঢ় চাহনির ভাব; শূন্যদৃষ্টি। □ (ক্রিয়া-বিশেষ্য) শূন্যদৃষ্টিতে; অর্থহীনভাবে; অসহায় দৃষ্টিতে (ফাঁপরে পড়িয়া কবি ফ্যাল ফ্যাল চায়-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {ভেলভেল্‌>?}
    • Bengali Word ফেলনা, ফ্যালনা English definition [ফ্যাল্‌না] (বিশেষণ) তুচ্ছ; অকিঞ্চিৎকর; অকেজো; ফেলে দেবার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষিপ্‌>(প্রাকৃত) √ফেল্ল>(বাংলা) √ফেল্‌(ফ্যাল্‌)+না}