ঝ পৃষ্ঠা ১১
- Bengali Word ঝুরো, ঝুরোঝুরো, ঝরঝুরা English definition [ঝুরো, ঝুরোঝুরো, ঝুর্ঝুরা] (বিশেষণ) ঝুরঝুরে শুষ্ক ও পরস্পর অসংলগ্ন; বালুকণার মতো গুঁড়া (আঙুলে ঝুরো মাটি খুঁটতে খুঁটতে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>চুর>ঝুর}
- Bengali Word ঝুল English definition [ঝুল্] (বিশেষ্য) ১ জামার লম্বালম্বি মাপ (জামার ঝুল)। ২ পতন বা ঝোলার ভাব; ঝোঁক; নিচের দিকে টান বা আকর্ষণ। ৩ মাকড়সার জালের সঙ্গে মিলিত ধোঁয়ার কালি (ঘরের কোণে ঝুলের মতো ঝুলতে থাকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অশ্ব বা হস্তীর পিঠের আস্তরণ। ঝুলঝোপ্পুর (বিশেষণ) ঢিলাঢালা; শিথিল ও অবিন্যস্ত (লতিফা হেসে বললে, এখন তোমার এই ঝুলঝোপ্পুর পোশাক গুলো খুলে ফেল দেখি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √দুল্>ঝুল}
- Bengali Word ঝুলন English definition [ঝুলন্] (বিশেষ্য) ঝুলে থাকে যা; দোলন; শ্রীকৃষ্ণের দোল উৎসব (খেলিব দুজনে ঝুলন খেলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঝুলন-যাত্রা (বিশেষ্য) শ্রীকৃষ্ণের দোল উৎসব। {(তৎসম বা সংস্কৃত) √দুল্+অন; √ঝুল+অন}
- Bengali Word ঝুলনা, ঝোলনা English definition (বিশেষ্য) দোলনা। {√ঝুল+না}
- Bengali Word ঝুলা English definition ⇒ ঝোলা১
- Bengali Word ঝুলাঝুলি, ঝুলোঝুলি English definition [ঝুলাঝুলি, ঝুলোঝুলি] (বিশেষ্য) ১ জেদাজেদি। ২ পীড়াপীড়ি; সনিবন্ধ অনুরোধ (সৈয়দ সাহেব অনেক ঝুলাঝুলি করলেন, কিন্তু ভোলানাথ সেই সাত হাজারই তাঁহার শেষ কথা বলিয়া উঠিয়া গেলেন-কাজী ইমদাদুল হক)। {√ঝুল্}
- Bengali Word ঝুলান English definition ⇒ ঝোলা২
- Bengali Word ঝুলি English definition [ঝুলি] (বিশেষ্য) কাপড়ের তৈরি থলে; কাঁধে ঝুলানো হয় যে থলে। ঝুলি-ঝাড়া (বিশেষ্য) ঝুলি ঝাড়ার পর যা পড়ে। ঝুলি লওয়া (ক্রিয়া) ভিক্ষাবৃত্তি গ্রহণ করা। {√ঝুল্+ই; মুণ্ডারি, ঝোলা}
- Bengali Word ঝুলোঝুলি English definition ⇒ ঝুলাঝুলি
- Bengali Word ঝুড়ি English definition [ঝুড়ি] (বিশেষ্য) বাঁশ বা বেতের তৈরি চাঙারি। ঝুড়িঝুড়ি (বিশেষণ) অনেক; প্রচুর। {মুণ্ডারি ঝুরি}
- Bengali Word ঝেঁটা, ঝেঁটানো English definition ⇒ ঝাঁটা
- Bengali Word ঝোপড়া, ঝুপড়ি English definition [ঝোপ্ড়া, ঝুপ্ড়ি] (বিশেষ্য) কুঁড়েঘর; ছাউনি। {(হিন্দি) ঝোপড়ী>}
- Bengali Word ঝোঁক English definition [ঝোঁক্] (বিশেষ্য) ১ ঝুঁকে অবস্থান। ২ আকর্ষণ; টান (শুঁড়ীখানার ঝোঁকে তারা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ৩ পক্ষপাত; এক পক্ষের প্রতি আসক্তি বা অনুরাগ (তোমার কেবল একদিকে ঝোঁক)। ৪ শখ; সাধ (বেড়াবার ঝোঁক)। ৫ ঘোর বিহবলতা; আবেশ; প্রভাব (নেশার ঝোঁক)। ৬ আগ্রহ (রাজনীতিতে ঝোঁক)। {√ঝুঁক্+অ}
- Bengali Word ঝোঁকা English definition ⇒ ঝুঁকা
- Bengali Word ঝোঁটন, ঝোটন English definition [ঝোঁটন্, ঝোটন্] (বিশেষ্য) ঝুঁটি (সেই সিংহের কেশর আমার ঘাড়ে উচ্চ ঝোটন আকারে বিরাজমান-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। □(বিশেষণ) ঝুঁটিযুক্ত (ঝোঁটন বুলবুলি)। {ঝুঁটি+আন>}
- Bengali Word ঝোপ English definition [ঝোপ্] (বিশেষ্য) ১ ছোট গাছের জঙ্গল বা ঝাড়। ২ গুল্ম। ঝোপ ঝাজড় (বিশেষ্য) লতাগুল্মাদিতে আচ্ছন্ন ও ছোট ছোট গাছের ঝাড়ে পূর্ণ স্থান। ঝোপ বুঝে কোপ মারা (ক্রিয়া) অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা; সুযোগমতো আঘাত করা; সুযোগ বুঝে কাজ করা। {(তৎসম বা সংস্কৃত) ক্ষুপ্>(প্রাকৃত) ঝুর্>}
- Bengali Word ঝোর English definition [ঝোর্] (বিশেষ্য) জলনালি, নয়নজুলি; নির্ঝর। {√ঝর্}
- Bengali Word ঝোরা ১ English definition [ঝোরা] (বিশেষ্য) ১ নর্দমা; প্রণালি। ২ ঝরনা (পাগলা ঝোরা)। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষর্>√ঝর্>}
- Bengali Word ঝোরা ২ English definition [ঝোরা] (বিশেষ্য) ধানক্ষেতে সুপুষ্ট ধানগাছের মধ্যকার শস্যহীন গাছ। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>}
- Bengali Word ঝোল English definition [ঝোল্] (বিশেষ্য) তরল ব্যঞ্জন; স্যুপ (মাছের ঝোল); শুরুয়া। {(তৎসম বা সংস্কৃত) জল>}