ঝ পৃষ্ঠা ৭
- Bengali Word ঝামা English definition [ঝামা] (বিশেষ্য) অতিরিক্তভাবে পোড়ানো হালকা কালচে ইট (কয়েকটা পাঁজা একেবারে ঝামা হইয়া গিয়াছে-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) ঝম+অক(ণ্বুল)> ঝামক>}
- Bengali Word ঝামাল English definition [ঝামাল্] (বিশেষ্য) ঝাঁজ; প্রখর তেজ (খোলা চোখে রৌদ্রের ঝামাল জ্বালা ধরায়-শওকত ওসমান)। {(পালি)ঝাম+(বাংলা) আল}
- Bengali Word ঝামেলা English definition [ঝামেলা] (বিশেষ্য) ১ ঝঞ্ঝাট; ঝক্কি; ফ্যাসাদ। ২ ঝগড়া; বিবাদ। {(হিন্দি) ঝমেলা}
- Bengali Word ঝারা English definition [ঝারা] (বিশেষ্য) ১ ধারা; প্রবাহ। (ছিঁড়িয়া পড়িল মণি-মুকুতার ঝারা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সচ্ছিদ্র জলপাত্র; ঝারি। ৩ ঝালর। ঝারা বসানো (বিশেষ্য) তুলসী জাতীয় গাছের উপর উচ্চ স্থান থেকে ক্ষীণ ধারায় জল ঝরানো। {(তৎসম বা সংস্কৃত) ধারা>ঝারা>}
- Bengali Word ঝারি English definition [ঝারি] (বিশেষ্য) গাড়ু; ভৃঙ্গার; সচ্ছিদ্র জলসেচপাত্র। {(তৎসম বা সংস্কৃত) ধারা>}
- Bengali Word ঝাল ১ English definition [ঝলি] (বিশেষ্য) কটু; উগ্র; তীক্ষ্ণ। ২ কটু স্বাদযুক্ত। ৩ ঝালজাতীয় মসলায় রাঁধা ব্যঞ্জনাদি (মাছের ঝাল)। ৪ ক্রোধ; কড়া মজাজ; উষ্মা; জ্বালা (বুড়ির তো দুচোখের ঝাল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৫ প্রসবের পর প্রসূতিকে যে বিশেষ ধরনের উগ্র আঠাজাতীয় খাদ্য খাওয়ানো হয়। ৬ (আলঙ্কারিক) আক্রোশ; বিদ্বেষ; রোষ; যন্ত্রণা (গায়ের ঝাল)। ঝাল-চচ্চড়ি (বিশেষ্য) ঝাল দিয়ে রাঁধা এক বিশেষ পদ্ধতিতে প্রস্তুত ব্যঞ্জন (চিংড়ি মাছের ঝাল-চচ্চড়ি দিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঝাল ঝাড়া, ঝাল মেটানো (ক্রিয়া) মনের আক্রোশ প্রকাশ করা। ঝালে ঝোলে অম্বলে ১ যে সর্বক্ষেত্রে আছে (মতলববাজ লোক সম্বন্ধে বলা হয়)। ২ চতুর বা মতলববাজ লোকের বিভিন্ন ক্ষেত্রে উপস্থিত থেকে নিজের কার্য সিদ্ধির চেষ্টা। পরের মুখে ঝাল খাওয়া (ক্রিয়া) শোনা কথায় গুরুত্ব আরোপ করে তাহা নিয়ে হৈ চৈ করা। পরের কথার মূল্য দিয়ে তদনুসারে চলা। {(তৎসম বা সংস্কৃত) জ্বালা>ঝালা>ঝাল}
- Bengali Word ঝাল ২ English definition [ঝাল্] পান বা পাইন; যাহা দ্বারা ধাতু জোড়া দেওয়া হয়; solder (দা-বটি ঝালা)। {(তৎসম বা সংস্কৃত) √জ্বাল্>}
- Bengali Word ঝালর English definition [ঝালোর্] (বিশেষ্য) ১ কারুকার্যমণ্ডিত কাপড়ের কোঁচকানো পাড় (চাঁদোয়ার ঝালর, মশারির ঝালর)। ২ অলঙ্কারের কারুকার্যময় দোলায়মান অংশ (ঝুলিছে ঝালি ঝালরে মুকুতা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ঝল্লরা>}
- Bengali Word ঝালা ১ English definition [ঝালা] (ক্রিয়া) ১ সেতারে অতি দ্রুত ঝঙ্কার তোলা। ২ ঝালার কাজ। {ঝাল+আ}
- Bengali Word ঝালা ২, ঝালাই English definition [ঝালা, ঝালাই] (বিশেষ্য) ১ ধাতব পদার্থ পাইন দিয়ে জোড়া লাগানো। ২ পুরনো কুপ বা পুকুর থেকে পাঁক তুলে ফেলা; সংস্কার (পাতকুয়া ঝালা)। {ঝাল+আ, আই}
- Bengali Word ঝালানো, ঝালান English definition [ঝালানো] (ক্রিয়া) ১ ধাতু পাত্রাদিতে পাইন লাগানো। ২ উদ্ধার করানো; সংস্কার করানো। ৩ (আলঙ্কারিক) নবীভুত করা (পূর্ব পরিচয় ঝালানো)। □(বিশেষণ) উক্ত সকল অর্থে। {ঝাল+আনো; ক্রিয়ারূপ-ঝালাই, ঝালাও, ঝালান; অক্রি-ঝালিয়ে, ঝালালে, ঝালাতে}
- Bengali Word ঝালাপালা English definition [ঝালাপালা] (বিশেষণ) ১ ভীষণ উচ্চ শব্দ থেকে উদ্ভুত কর্ণপীড়াদায়ক অবস্থা; বধির প্রায় (তিন দিক থেকে গান শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল-আকবর আলী)। ২ উত্ত্যক্ত। □(বিশেষ্য) ১ কর্ণবিদারী শব্দ। ২ কর্ণপীড়া। ৩ উৎপাত। {ঝালা+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত)পালা}
- Bengali Word ঝালি, ঝালী English definition [ঝালি] (বিশেষ্য) ১ বেতনির্মিত ঝুড়ি (বাদিয়ার ঝালী বয়ে ফিরে দেশে দেশে-জসীমউদ্দীন)। ২ ঝুলন খেলা। ৩ নালা-নর্দমা ইত্যাদির মুখের গর্ত। ৪ জমিতে সেচের পানি ধরে রাখার জন্য খোঁড়া গর্ত। {মুণ্ডারি ঝালি(জাল)}
- Bengali Word ঝাড় ১ English definition [ঝাড়্] (বিশেষ্য) ১ ছোট গাছের জঙ্গল; ঝোপ (প্রতি ঝড়ঝোড়ে বলে দাদা ওই বাঘ-ঘনরাম চক্রবর্তী)। ২ স্তবক; গুচ্ছ। ৩ গোষ্ঠী; বংশ (ঝড়ের দোষ)। ৪ শাখাযুক্ত দপিাধার; chandelier। ঝাড়বংশ (বিশেষ্য) বংশের সমস্ত লোক (ঝাড়বংশে নিপাত যা)। {(তৎসম বা সংস্কৃত) ঝাট (সমূহ, রাশি)> ঝাড়}
- Bengali Word ঝাড় ২ English definition [ঝাড়্] (বিশেষ্য) ১ পরিমার্জন; পরিষ্কারকরণ (ঝাড়মোছ)। ঝাড়ঝুড় (বিশেষ্য) ১ পরিমার্জন। ২ ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক (বিশেষ্য) রোগ বিষ ইত্যাদি দূরীকরণের জন্য মন্ত্র বা দোয়া পাঠসহ গায়ে ফুঁ দেওয়ার কাজ। ঝাড়ফুঁক করা (ক্রিয়া) রোগ বা ভূতাবেশ নিরাময় করার জন্য মন্ত্র বা দোয়া পাঠ সমেত রোগীর গায়ে হাত বুলানো ও ফুঁ দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) √ঝাড়্}
- Bengali Word ঝাড়ন English definition [ঝাড়ন্] (বিশেষ্য) ১ ধুলা পরিষ্কার করার কাপড় ইত্যাদি; duster (পালকের ঝাড়ন)। ২ সম্মার্জন। ৩ ঝাড়ফুঁক (ভূত ঝাড়ন)। {√ঝাড়্+অন}
- Bengali Word ঝাড়পোঁছ, ঝাড়পুছ, ছাড়ফুঁক English definition ⇒ ঝাড়া
- Bengali Word ঝাড়া English definition [ঝাড়া] (ক্রিয়া) ১ পরিষ্কার করা (ধুলো ঝাড়া)। ২ খালি করা (ঝুল ঝাড়া)। ৩ নিক্ষেপ করা; ছুড়ে মারা (মাথায় এমন এক এগারঞ্চি ঝাড়িব-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৪ মেটানো (গায়ের ঝাল ঝাড়া)। ৫ (ব্যঙ্গার্থ) বাগাড়ম্বর বা বাচালতা করা (বক্তৃতা ঝাড়া)। ৬ দূর করা (ঝেড়ে ফেলা, ভূত ঝাড়া)। ৭ আছড়ানো, বাছাই করা (ধান বা অনুরূপ শস্যাদি ঝাড়া)। □(বিশেষ্য) উপযুক্ত সকল অর্থে (আমার ওঝা আমারই মনটাকে নির্বিষ করিবার জন্য এত কড়া করিয়া ঝাড়া দিতেছেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। □(বিশেষণ) ১ পরিমার্জিত (ঝাড়া ধান)। ২ সম্পূর্ণ (ঝাড়া মুখস্থ)। ৩ একটানা (ঝাড়া দশ মিনিট-সৈয়দ মুজতবা আলী)। ঝাড়পোছ, ঝাড়পুছ, ঝাড়পোছা (বিশেষ্য) কোনো কিছু দ্বারা ধুলাবালি পরিষ্কারকরণ; সাফকরণ। ঝাড়াই (বিশেষ্য) পরিষ্কার করার বা ঝাড়ার কাজ। ঝাড়াই-বাছাই (বিশেষ্য) ধুলা মাটি ইত্যাদি উড়েয়ে পরিষ্কারকরণ ও নির্বাচন। ঝাড়া-ঝাপটা (বিশেষ্য) ঝক্কি; ঝামেলা (একেবারে ঝাড়া ঝাপ্টা হাল্কা হয়ে উড়ে যায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঝাড়ানো (ক্রিয়া) ১ পরিষ্কার করানো। ২ ওঝার দ্বারা ঝাড়ফুঁকের সাহায্যে রোগ, বিষ, ভূত প্রভৃতি দূর করানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঝাড়া হাত পা (বিশেষ্য) ঝামেলাশূন্য (বিয়ে করেছি তাই ঝাড়া হাত পা, যা ইচ্ছা করতে পারে)। {√ঝাড়্+আ}
- Bengali Word ঝাড়ু English definition [ঝাড়ু] (বিশেষ্য) ঝাঁটা; সম্মার্জনী (হাতে ঝাড়ু লও কাঁধে কোদাল-শেখ ফয়জুল্লাহ)। ঝাড়ুদার, ঝাড়ুবরদার, ঝাড়ুকশ (বিশেষ্য) যে ঝাঁট দেয়। ঝাড়ুদারনি (স্ত্রীলিঙ্গ) (একটা ঝাড়ুদারনি ছাড়া দ্বিতীয় স্ত্রীলোক দেখা গেল না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {√ঝড়্+উ=ঝাড়ু}
- Bengali Word ঝি English definition [ঝি] (বিশেষ্য) ১ দুহিতা; কন্যা; মেয়ে (রাজার ঝি)। ২ চাকরানি; পরিচারিকা; দাসী। ঝিকে মেরে বউকে শিখানো-কন্যাকে বিনা দোষে শাস্তি দান করে অপরাধী বৌকে দেখানো যে সে শাস্তির যোগ্য; পরোক্ষভাবে অপ্রসন্নতা বা মনের বিরক্তি জ্ঞাপন করা। {(তৎসম বা সংস্কৃত) দুহিতা>(পালি)ধীতা>(প্রাকৃত) ধীআ>ঝীআ>ঝি}