• Bengali Word ঝুঁকা, ঝোঁকা English definition [ঝুঁকা, ঝোঁকা] (ক্রিয়া) ১ হেলে পড়া; অবনত হওয়া (গাছ ইত্যাদি ঝুঁকে পড়া)। ২ পক্ষপাতী হওয়া; আকৃষ্ট হওয়া (তিনি সবসময়ে তাঁর ছোট ছেলের দিকে ঝোঁকেন)। □(বিশেষ্য), (বিশেষণ) উপরি উক্ত সকল অর্থে। {(হিন্দি) √ঝু্ক্‌}
    • Bengali Word ঝুঁকানো, ঝোঁকানো English definition [ঝুকানো, ঝোঁকানো] (ক্রিয়া) ১ ঝুঁকে পড়া; হেলানো; নত করা। ২ আকৃষ্ট বা পক্ষপাতগ্রস্ত করা। □(বিশেষণ) উপরি উক্ত সকল অর্থে। {√ঝুঁক্‌+আনো; ক্রিয়ারূপ-ঝুঁকাই/ঝোঁকাই, ঝোঁকাও, ঝোঁকায়, ঝোঁকান; (অসমাপিকা ক্রিয়া) – ঝুঁকিয়ে, ঝোঁকাতে, ঝোঁকালে ইত্যাদি}