ঝ পৃষ্ঠা ৬
- Bengali Word ঝাঁপান English definition [ঝাঁপান্] (বিশেষ্য) ১ হিন্দুদের মনসা পূজায় সাপ খেলার উৎসব। ২ পাহাড়ে চড়ার এক প্রকার শিবিকা বা ডুলি। ঝাঁপনে, ঝাঁপানিয়া (বিশেষণ) ঝাঁপান প্রদর্শক; ঝাঁপান উৎসবে যে সাপের খেলা দেখায়। {ঝাঁপ+আন}
- Bengali Word ঝাঁপানো English definition [ঝাঁপানো] (ক্রিয়া) ঝম্প প্রদান করা; ঝাঁপ দেওয়া; লাফানো। □(বিশেষ্য) উপরোক্ত অর্থে। {ঝাঁপ+আনো}
- Bengali Word ঝাঁপাল English definition [ঝাঁপাল্] (বিশেষণ) ঝোপদার; ঝাঁকড়; থোবা থোবা; ডালপালায় বা লতাপাতায় বিস্তৃত। {ঝাঁপ+আল}
- Bengali Word ঝাঁপি, ঝাঁপী English definition [ঝাঁপি] (বিশেষ্য) ঢাকনি সমেত বাঁশ, বেত, তাল বা খেজুর পাতার ছোট পেটিকা। (ঐ ফুলের ঝাঁপিতে লোভের সাপিনী আছে-কাজী নজরুল ইসলাম)। {ঝাঁপ+ই, ঈ}
- Bengali Word ঝাউ English definition [ঝাউ] (বিশেষ্য) বৃক্ষবিশেষ; সূচ্যগ্র পত্রবিশিষ্ট বৃক্ষ; tamarica indica। {(তৎসম বা সংস্কৃত) ঝাবুক>}
- Bengali Word ঝাঝরি ২, ঝাজরি ২ English definition [ঝাঁঝরি, ঝাঁজরি] (বিশেষ্য) কাঁসরজাতীয় বাদ্যবিশেষ (কেন দেবালয়ে বাজিছে ঝাঁঝরি-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর>}
- Bengali Word ঝাট English definition [ঝাট্] (ক্রিয়াবিশেষণ) তাড়াতাড়ি; শীঘ্র; ঝট। {(তৎসম বা সংস্কৃত) ঝটিতি>}
- Bengali Word ঝাটনা, ঝাটিনা English definition [ঝাট্না, ঝাটিনা] (ক্রিয়া) ঝাঁটা দ্বারা সংগৃহীত আবর্জনা। {√ঝাঁট্+না}
- Bengali Word ঝাটল English definition [ঝাটল্] (বিশেষ্য) ঘন্টা পাটল গাছ। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word ঝাটি, ঝাটী English definition [ঝাটি] (বিশেষ্য) ঝাটিকা ফুল। {(তৎসম বা সংস্কৃত) ঝাটিকা]
- Bengali Word ঝাটিনা English definition ⇒ ঝাটনা
- Bengali Word ঝাণ্ডা English definition [ঝান্ডা] (বিশেষণ) অভিজ্ঞ; ঘাগি; পাকা; ঝুনা (কিন্তু এখন সে ঝানু হয়ে না গেলেও ডাঁশিয়ে উঠেছে-কাজী নজরুল ইসলাম)। ২ চতুর; চালাক; হুঁশিয়ার। {(তৎসম বা সংস্কৃত) ধ্যান>ঝান(চর্যাপদ)+উ; ঝুনা (বর্ণ বিপর্যয়ে)> ঝানু; (তৎসম বা সংস্কৃত) জীর্ণ>(প্রাকৃত) জুন্ন>}
- Bengali Word ঝাপট, ঝাপটা English definition [ঝাপোট্, ঝাপ্টা] (বিশেষ্য) ১ বাতাসের প্রবল আঘাত; ঝড়ের প্রচণ্ড ধাক্কা (লাগিয়ে বুকে ঢেউয়ের ঝাপট পেইছি যা তা এই গো এই-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ হঠাৎ জোরে ধাক্কা। ৩ পাখির পাখার আঘাত। {মুণ্ডারি ঝাপটাও>}
- Bengali Word ঝাপতাড়া English definition [ঝাপ্তাড়া] (বিশেষ্য) ঝাঁপ; বাঁশের তৈরি কপাট বা দ্বার (দোকানীরা দোকানের ঝাপতাড়া খুলে-কালীপ্রসন্ন সিংহ)। {ঝাঁপ+তালা>?}
- Bengali Word ঝাপসা, ঝাপ্সা English definition [ঝাপ্সা] (বিশেষণ) অস্পষ্ট; আবছা; অপরিচ্ছন্ন। {ঝাঁপ+সা(সাদৃশ্যে)}
- Bengali Word ঝাবকা, ঝুব্বা, ঝোপ্পা English definition [ঝাব্কা, ঝুব্বা, ঝাপ্পা, ঝোপ্পা] (বিশেষ্য) আলখাল্লাজাতীয় ঢিলেঢালা পোশাক। {(হিন্দি) ঝব্বা}
- Bengali Word ঝাবুক, ঝাবু, ঝাবূ English definition [ঝাবুক, ঝাবু, ঝাবু] (বিশেষ্য) ঝাউগাছ। {(তৎসম বা সংস্কৃত) ঝাবু}
- Bengali Word ঝামটা, ঝামট (বিরল) English definition [ঝাম্টা, ঝামোট্] (বিশেষ্য) বিরক্তিসহ রুষ্ট মুখভঙ্গি ও ধমক (মুখ ঝামটা)। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষম্>(পালি)ঝাম+(বাংলা) টা}
- Bengali Word ঝামর ১, ঝামরু, ঝামরি (বিরল) English definition [ঝামোর্, ঝাম্রু, ঝাম্রি] (বিশেষ্য) ১ ঝামার মতো মলিন; বিবর্ণ (জিয়া উদ্দিন ফিরে এসে মুখ ঝামর করে উপরে চলে গেলেন-সৈয়দ মুজতবা আলী)। □(বিশেষণ) ১ উস্কোখুস্কো; অস্থির; চঞ্চল (হালকা জলে ঝামর হাওয়া চামর ঢুলাবে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বৃষ্টি পতনোন্মুখ; জল ভারাক্রান্ত। ঝামরানো, ঝামরান (ক্রিয়া) ১ মলিন হওয়া; বিবর্ণ হওয়া। ২ রসস্থ হওয়া; ভারী হওয়া (সর্দিতে চোখ মুখ ঝামরানো)। ৩ মেঘ বর্ষণোন্মুখ হওয়া (আকাশ ঝামরাচ্ছে)। □(বিশেষণ) উক্ত সমুদয় অর্থে। {(পালি)ঝাম>; মৈথিলি. ঝামরু}
- Bengali Word ঝামর ২ English definition [ঝামোর্] (বিশেষ্য) শাণ দেওয়ার ক্ষুদ্র পাথর। {(পালি)ঝাম>}