ঝ পৃষ্ঠা ১২
- Bengali Word ঝোলা ১ English definition [ঝোলা] (বিশেষণ) তরল ঝোলের মতো (ঝোলা গুড়)। {ঝোলা+আ}
- Bengali Word ঝোলা ২, ঝুলা English definition [ঝোলা, ঝুলা] (বিশেষণ) ১ ঝুলে লম্বা হওয়া; ঢিলা হওয়া (গাছের ডাল থেকে ঝোলা)। ২ দোল খাওয়া। ৩ ঝোঁক; পক্ষপাতী বা এক পক্ষের প্রতি অনুরক্ত। ৪ উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √দুল্>; √ঝুল্+আ}
- Bengali Word ঝোলা ৩, ঝুলা English definition [ঝোলা, ঝুলা] (বিশেষ্য) বড় থলি। ঝোলাঝুলি (বিশেষ্য) ছোট বড় নানা প্রকারের থলি। ঝোলা-মালা (বিশেষ্য) ভিখারি বৈষ্ণবের ভিক্ষার ঝুলি ও কণ্ঠী। {(তৎসম বা সংস্কৃত) √দুল্>}
- Bengali Word ঝোলা ৪ English definition [ঝোলা] (বিশেষ্য) লম্বা ঝুল সমন্বিত; লম্বা এবং ঢিলা (ঝোলা আস্তিন)। {(তৎসম বা সংস্কৃত) √দুল্>}
- Bengali Word ঝোলা ৫ English definition [ঝোলা] (বিশেষ্য) ১ কলেরা; ওলাওঠা; ভেদবমি। ২ কলেরা বা ভেদবমির দেবতা। {ঝোল (জল)+আ}
- Bengali Word ঝোলাঝুলি English definition ⇒ ঝোলা৩
- Bengali Word ঝোলানো, ঝোলান English definition [ঝোলানো] (ক্রিয়া) ঝুলানো; লম্বিত করা; লটকানো; টাঙানো। □(বিশেষণ) উক্ত সকল অর্থে। {ঝুল+আনো}
- Bengali Word ঝোড়া ১ English definition [ঝোড়া] (বিশেষ্য) বড় ঝুড়ি (বেদের ঝোড়ার ভিতরে কে নড়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {ঝুড়ি>}
- Bengali Word ঝোড়া, ঝুড়া ২ English definition [ঝোড়া, ঝুড়া] (ক্রিয়া) ১ অপ্রয়োজনীয় শাখা-প্রশাখা ছেঁটে বা কেটে ফেলা। ২ ছেঁটে বা কেটে ফেলা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {√ঝুড়্+আ}
- Bengali Word ঝোড়ো English definition ⇒ ঝড়ো
- Bengali Word ঝড় English definition [ঝড়] (বিশেষ্য) বাতাসের প্রবল প্রবাহ; ঝটিকা (শোকের ঝড় বহিল চৌদ্দিকে-মাইকেল মধুসূদন দত্ত)। ঝড়গতি (বিশেষণ) ঝড়ের ন্যায় গতি সম্পন্ন। ঝড়ঝাপটা (বিশেষ্য) ১ ঝড়ের তাড়না। ২ (আলঙ্কারিক) আপদ-বিদ্যাপতিদ; বিপদের ধাক্কা বা তাড়না। ঝড়-তুফান (বিশেষ্য) বড় রকমের ঝড়। {(তৎসম বা সংস্কৃত) √ঝট্>(প্রাকৃত) ঝড়ী>}
- Bengali Word ঝড়তি-পড়তি English definition [ঝোড়্তিপোড়্তি] (বিশেষ্য) যা ঝরে পড়ে। ২ নানা কারণে যে অংশ নষ্ট হয় (মালের ঝড়তি-পড়তি বাদ)। {√ঝর্+তি+√পড়্+তি}
- Bengali Word ঝড়ি (আঞ্চলিক) English definition [ঝোড়ি] (বিশেষণ) ঝড়; বৃষ্টি।
- Bengali Word ঝড়িয়া English definition [ঝোড়িয়া] (বিশেষণ) ঝড়ো; ঝঞ্ঝাপূর্ণ (যে গাছ ভেঙেছে ঝড়িয়া বাতাসে কেমন করিয়া হায়-জসীমউদ্দীন)। {ঝড়+ইয়া}
- Bengali Word ঝড়ো, ঝোড়ো English definition [ঝোড়ো] (বিশেষণ) ঝড়ের মতো; ঝড়যুক্ত; ঝড়সম্বন্ধীয় (ঝড়ো বাতাস)। ২ ঝড়ের দ্বারা পীড়িত বা ঝড়ের দ্বারা পতিত (ঝড়ো আম, কাক)। {ঝড়+উয়া>ও=ঝড়ো>ঝোড়ো}